এইচএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিট নাম্বার (HSC Result 2024) সহ দ্রুত অনলাইনে দেখতে eboardresults.com ওয়েবসাইট ব্রাউজ করুন।
এই প্রতিবেদনে কিভাবে সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট নাম্বার সহ জানা যাবে, তার সচিত্র নির্দেশনা পাওয়া যাবে।
উল্লেখ্য. ২০২৪ সালের এইচএসসি রেজাল্ট ১৫ অক্টোবর সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। মোবাইল এসএমএস ও অনলাইনে রেজাল্ট দেখা যাবে।
এইচএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিট (নাম্বার) সহ (All Board HSC Result 2024)
সূচীপত্র...
দেশের সকল বোর্ডের ২০২৪ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার রেজাল্ট ১৫ অক্টোবর সকাল ১১টার সময় প্রকাশ করা হবে।
এবারে বিশেষ পরিস্থিতির কারণে সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। তাই যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেসব বিষয়ের সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে ফল প্রকাশ করা হচ্ছে বলে বোর্ড থেকে জানানো হয়েছে। রেজাল্ট প্রকাশের পর হতে অনলাইন ও মোবাইল মেসেজে রেজাল্ট দেখা যাবে।
রেজাল্ট প্রকাশের পর হতে সহজে পরীক্ষার্থীর ব্যক্তিগত নিজ রেজাল্ট জানতে, নিচের নির্দেশনা অনুসরণ করুন। (বিস্তারিত নির্দেশনা দেখুন নিচের অনুচ্ছেদ থেকে।)
আরো জানুন:
মোবাইল এসএমএস (SMS) দিয়ে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
কারিগরি এইচএসসি রেজাল্ট ২০২৪: ভোকেশনাল বিএম ডিপ্লোমা রেজাল্ট
HSC Result: এক নজরে এইচএসসি রেজাল্ট
HSC Result এর পূর্ণরূপ হলো Higher Secondary Certificate (HSC) Result। বাংলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ফলাফল।
বাংলাদেশের একজন শিক্ষার্থী ১২ বছর স্কুল ও কলেজে এর পড়াশোনা শেষে, কোন একটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেট অর্জন করে।
শিক্ষার্থীদের HSC পাশের এই সার্টিফিকেটটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, এর উপরই পরবর্তীকালের উচ্চ শিক্ষার ভিত্তি প্রতিষ্ঠিত হবে।
কিন্তু এবারের ২০২৪ খ্রিষ্টাব্দের পরীক্ষা বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারলে বাঁধাগ্রস্থ হয়েছে। সকল বিষয়ের পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। ফলে সেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিষয়ের রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৫ অক্টোবর তারিখে সকাল ১১টার সময় রেজাল্ট প্রকাশ করা হবে।
আরো পড়ুন:
ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪: Dhaka Board HSC Result 2024
Rajshahi Board HSC Result 2024: নাম্বার সহ এইচএসসি রেজাল্ট ২০২৪
HSC/Alim Result 2024: অনলাইনে এইচএসসি সমমান রেজাল্ট দেখার পদ্ধতি
২০২৪ সালের এইচএসসি/আলিম ও সমমান রেজাল্ট বরাবরের মত পাওয়া যাবে, পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে। এছাড়া মোবাইল এসএমএস (Mobile SMS) এর মাধ্যমেও শিক্ষার্থীরা তার ব্যক্তিগত রেজাল্ট পাবে। (নির্দেশনা নিচের অনুচ্ছেদে দেখুন)।
এইচএসসি রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই, বাংলাদেশ শিক্ষা বোর্ড এর ওয়েবসাইট থেকে প্রতিটি পরীক্ষার্থীর ফলাফল পাওয়া যাবে।
সকল শিক্ষা বোর্ড এর ফলাফল www.educationboardresults.gov.bd ও www.eboardresults.com -এই দুই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
তবে শিক্ষার্থীর প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বর সহ গোটা প্রতিষ্ঠানের রেজাল্ট ও বিশ্লেষণ দেখতে পাওয়া যায়, www.eboardresults.com ওয়েবসাইটে।
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে নিচের প্রতিবেদনটি সহায়ক হতে পারে।
এইচএসসি রেজাল্ট ২০২৪ অনলাইনে দেখতে যা প্রয়োজন হবে
এইচএসসি ও সমান রেজাল্ট ২০২৪ প্রকাশের পর বাংলাদেশ শিক্ষা বোর্ড এর সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্রাউজ করতে হবে।
কোন একজন পরীক্ষার্থীর অথব প্রতিষ্ঠানের রেজাল্ট অনলাইনে সরাসরি দেখতে যা যা প্রয়োজন হবে-
Examination – পরীক্ষার্থীর পরীক্ষার নাম, যেমন- HSC/Alim/Equivalent।
Year – পরীক্ষার বছর, যেমন- 2024।
– বোর্ড এর নাম, যেমন- Dhaka।
Roll – রোল নম্বর, যেমন- 121212।
Registration – রেজিষ্ট্রেশন নম্বর।
গোটা প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে, উক্ত প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রয়োজন হবে। এই ইআইআইএন নম্বর প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে জেনে নিন।
HSC Result 2024: অনলাইনে এইচএসসি সমমান দেখার নির্দেশনা
এইচএসসি-আলিম ও সমমান ফলাফল দেখতে, ইন্টারনেট সংযুক্ত মোবাইল অথবা কম্পিউটার থেকে কোন একটি ব্রাউজার ওপেন করুন।
এবার আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে www.eboardresults.com ঠিকানাটি সঠিকভাবে লিখে Enter অথবা Go বাটনে ক্লিক করুন।
WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS ওয়েবসাইটটি ব্রাউজারে ওপেন হলে সর্বপ্রথম অপশন SSC/HSC/JSC/Equivalent লিংকটিতে ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যে নিচের ছবির মত একটি ফরম দেখতে পাবেন।
এখানে কিছু তথ্য লিখে ও নির্বাচন করে এইচএসসি রেজাল্ট সরাসরি দেখতে পাওয়া যাবে।
এইচএসসি সমমান রেজাল্ট দেখার নির্দেশনা
উপরের ছবির মত পাতাটি ভালোভাবে লক্ষ্য করুন। এবার ফরমের প্রতিটি অপশনে সঠিক তথ্য নির্বাচন অথবা লিখে পূরণ করুন।
উপরোক্ত ফরমে যে যে তথ্য নির্বাচন অথবা লিখতে হবে-
1. Examination – এই অপশনটিতে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করুন। HSC অথবা সমমানের রেজাল্ট পেতে HSC/Alim/Equivalent অপশনটি নির্বাচন করুন।
2. Year – পরীক্ষার বছর নির্বাচন করুন। ২০২৪ সালের এইচএসসি রেজাল্ট পেতে 2024 সাল নির্বাচন করুন।
3. – পরীক্ষার্থী যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে উক্ত বোর্ড নির্বাচন করুন। ডান পাশের সিলেক্ট বক্সে আট সাধারণ শিক্ষা বোর্ড সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এর দেওয়া নাম আছে। সেখান থেকে সঠিক বোর্ডটিকে নির্বাচন করুন।
4. Result Type – এটা একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। ডান পাশের সিলেক্ট বক্সে অনেকগুলো অপশন আছে। পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট পেতে চাইলে Individual Result অপশনটি নির্বাচন করুন।
উক্ত অপশনটি নির্বাচন করলে Roll ও Registration লেখা দুটি নতুন অপশন দেখা যাবে।
আর Institution Result নির্বাচন করলে গোটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট পাওয়া যাবে।
5. Roll – এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।
6. Registration – পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।
7. Security Key – এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এখানে কয়েকটি আঁকাবাঁকা ইংরেজী অক্ষর দেখা যাবে। অক্ষরগুলো ভালোভাবে দেখে ও বুঝে হুবহু ডান পাশের টেক্স বক্সে লিখতে হবে।
যদি অক্ষরগুলো সঠিক না হয়, তাহলে এরর ম্যাসেজ দেখবে। আর কোন কারণে যদি অক্ষর গুলো বুঝতে সমস্যা হয়, তাহলে Reload বাটনে ক্লিক করে নতুন অক্ষর লোড করে নিন।
8. Get Result – কাঙ্খিত রেজাল্ট পেতে সবশেষে এই বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার আগে উপরের তথ্যগুলো সঠিকভাবে নির্বাচন অথবা লিখেছেন কী না তা পরীক্ষা করে নিন।
সব তথ্য সঠিক হলে বাটনটিতে ক্লিক করার কিছুক্ষণ পর, সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজাল্ট দেখতে পাওয়া যাবে।
বিঃ দ্রঃ- রেজাল্ট প্রকাশের দিন বাংলাদেশ শিক্ষা বোর্ড এর সকল সার্ভার অত্যন্ত ব্যস্ত থাকে, তাই ধৈর্য না হারিয়ে বা বার চেষ্টা করুন।
আরো দেখুন:
কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result
গোটা প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম
কোন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখতে উপরোক্ত ছবির মত পাতাটিতে, লাল রঙে চিহ্নিত (4) Result Type অপশনটি লক্ষ্য করুন। ডান পাশের সিলেক্ট বক্সটিতে Institution Result অপশনটি নির্বাচন করুন।
দেখবেন EIIN লেখা একটি নতুন একটি অপশন দেখা যাবে। এখানে যে প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চান তার EIIN নম্বর লিখুন।
যদি EIIN নম্বর জানা না থাকে তাহলে Tree অথবা List লেখা লিংকগুলোর যে কোন একটিতে ক্লিক করুন।
ভিন্ন পাতায় লিংকটি ওপেন হলে এখানে জেলা ও থানা ভিত্তিক সকল শিক্ষা প্রতিষ্ঠান ও তার EIIN নম্বর দেখতে পাবেন।
এবার পূর্বে উল্লেখিত নিয়মে (7) Security Key এর আঁকাবাঁকা ইংরেজী অক্ষর গুলো ভালোভাবে দেখে, ডান পার্শ্বের টেক্স বক্সে লিখে Get Result বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্য গোটা শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি রেজাল্ট দেখতে পাবেন।
HSC Result By SMS 2024: (এসএমএস) এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট ২০২৪, মোবাইল ফোন ব্যবহার করে এসএমএস (SMS) এর মাধ্যমে খুব সহজে জানা যাবে।
ইন্টারনেট ছাড়া মোবাইল ফোনে রেজাল্ট পেতে যে তথ্যগুলোর প্রয়োজন হবে-
পরীক্ষার নাম, যেমন- HSC।
পরীক্ষার্থীর শিক্ষা বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে, যেমন ঢাকা (DHAKA) বোর্ড হলে- DHA।
পরীক্ষার্থীর ইংরেজী সংখ্যায় রোল নম্বর, যেমন- 321245।
পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের বছর ইংরেজী সংখ্যায়, যেমন- 2024।
পরীক্ষার্থীর সকল তথ্য সঠিক ফরম্যাটে লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যে কোন মোবাইল অপারেটর থেকে এই এসএমএস পাঠানো যাবে।
মোবাইল ফোনে এইচএসসি রেজাল্ট ২০২৪ পেতে এসএমএস এর সঠিক ফরম্যাট এর নমুনা দেখুন-
এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো।
HSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222
এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।
সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।
সকল শিক্ষা বোর্ড এর ইংরেজী নামের প্রথম তিন অক্ষর
DHA = ঢাকা বোর্ড।
CHI = চট্রগ্রাম বোর্ড।
RAJ = রাজশাহী বোর্ড।
JES = যশোর বোর্ড।
SYL = সিলেট বোর্ড।
COM = কুমিল্লা বোর্ড।
DIN = দিনাজপুর বোর্ড।
BAR = বরিশাল বোর্ড।
MYN = ময়মনসিংহ বোর্ড।
MAD = মাদ্রাসা বোর্ড।
TEC = কারিগরি বোর্ড।
সাধারণত রেজাল্ট এর দিন মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকে। দ্রুত এইচএসসি রেজাল্ট পেতে রেজাল্ট প্রকাশের কিছু আগে এসএমএস করে রাখতে পারেন।
এইচএসসি-আলিম সমমান রেজাল্ট দেখতে কোন প্রকার সমস্যা হলে, আমাদের লিখে জানাতে পারেন।
লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে ফেসবুক, টুইটার সহ সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আপনি আরো যা জানতে পারেন-
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ১১/১০/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:২০ অপরাহ্ন।
Ame Amer HSC result ver korvo
এই প্রতিবেদনের নির্দেশনা অনুসরণ করে এইচএসসি রেজাল্ট দেখুন। কোন অভিজ্ঞ লোকের সাহায্য নিন।
hmm
এইচ এস সি রেজাল্ট দেখতে হবে
Amar hsc result dakbo number saho marksheet piz helped me brother : 261772… and 1410929049…
প্রকাশিত রেজাল্ট বোর্ড ওয়েবসাইট থেকে জানা যাবে। অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।
ভালো