Dinajpur Education Board Notice: দিনাজপুর বোর্ড নোটিশ দেখুন

Dinajpur Education Board Recent Notice

Dinajpur Education Board Recent Notice: দিনাজপুর শিক্ষা বোর্ড এর সাম্প্রতিক নোটিশ, অফিস আদেশ, বৃত্তি রেজাল্ট দেখুন dinajpureducationboard.gov.bd সাইটে।

এই প্রতিবেদন থেকে বোর্ডের প্রকাশিত সকল তথ্য দেখার নিয়ম জানতে পারবেন।

Dinajpur Education Board Recent Notice: দিনাজপুর শিক্ষা বোর্ড নোটিশ দেখার নিয়ম

দিনাজপুর শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে, প্রতিদিনের কার্যাবলী ও সিদ্ধান্ত সমূহ বোর্ডের ওয়েবসাইট এর নোটিশ বোর্ডে প্রকাশিত হয়। দেশে-বিদেশের যে কোন স্থান হতে, বোর্ডের নোটিশ ও অন্যান্য নির্দেশনা দেখা ও ডাউনলোড করা যায়।

বোর্ডের অধিন স্কুল-কলেজের সকল তথ্য ও নির্দেশনা জনতে ও দেখতে বোর্ডের নোটিশ বোর্ড প্রতিনিয়ত চোখ রাখুন।

আরো জানুন:

Shikkhok Batayon শিক্ষক বাতায়ন teachers.gov.bd কন্টেন্ট ডাউনলোড

shikkhok.com শিক্ষক ডট কম: বাংলায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

Dinajpur Education Board: সংক্ষিপ্ত পরিচিতি

Board of Intermediate and Secondary Education, Dinajpur, বাংলায়: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর ২০০৬ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অন্যতম বোর্ড হিসাবে, ২০০৯ খৃষ্টাব্দে প্রথমবারের মত এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান সহ অধিভুক্ত জেলা সমূহের শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে, বোর্ডটি প্রতিষ্ঠা করা হয়।

  • অধিভুক্ত জেলাসমূহ: রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।
  • শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: ৩,৯৫২ টি।
  • অবস্থান: পুলহাট, ফরিদপুর গোরস্থান রোড, দিনাজপুর, বাংলাদেশ।
  • ফোন: 0531-51801
  • ওয়েবসাইট: http://dinajpureducationboard.gov.bd

Dinajpur Education Board Recent Notice

দিনাজপুর শিক্ষা বোর্ড এর সাম্প্রতিক নোটিশ দেখার ঠিকানা

সরকারি ছুটির দিন বাদে সকল কর্মদিবসে প্রকাশিত নোটিশ, অফিস আদেশ তাৎক্ষনিক ভাবে প্রকাশ মাত্রই তা দেখা যাবে।

এছাড়াও পূর্বে প্রকাশিত নোটিশ ও অন্যান্য তথ্য, যে কোন সময়ে দেখা ও ডাউনলোড করা যাবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর দাপ্তরিক ওয়েবসাইটে বোর্ডের সকল প্রকার নোটিশ, অফিস অর্ডার, বৃত্তির রেজাল্ট সহ সকল তথ্য পাওয়া যাবে।

  • বোর্ডের ওয়েবসাইট: http://dinajpureducationboard.gov.bd

Dinajpur Education Board Recent Notice দেখার নিয়ম

দিনাজপুর শিক্ষা বোর্ড এর সাম্প্রতিক নোটিশ সহ প্রয়োজনীয় তথ্য দেখতে, ব্রাউজারের অ্যাড্রেসবারে dinajpureducationboard.gov.bd লিখে বোর্ডের হোমপেজে যান।

বোর্ডের হোমপেজ ভালোভাবে পর্যবেক্ষণ করুন। হোমপেজের প্রথমেই নিচের ছবির মত নোটিশ বোর্ড লেখা সেকশন লক্ষ্য করুন।

Dinajpur-Education Board Recent Notice Board

এখানে বোর্ডের সকল সাম্প্রতিক কার্যক্রমের দাপ্তরিক সিদ্ধান্ত ও আদেশ সমূহ নোটিশ বোর্ডে প্রকাশিত হয়।

নোটিশ বোর্ডে সাধারণ পাঁচটির মত সদ্য প্রকাশিত নোটিশ এর শিরোনামের লিংক দেখা যায়।

অনেক সময় একসাথে অনেকগুলো নোটিশ প্রকাশ হওয়ার ফলে, কাঙ্খিত নোটিশ এখানে নাও থাকতে পারে।

তাই বোর্ডের সকল সদ্য প্রকাশিত নোটিশ সহ পূর্বের নোটিশ নোটিশ একসাথে দেখতে, নোটিশ বোর্ডের নিচে ডান দিকে সকল লেখা লিংকে ক্লিক করুন।

বোর্ডের নোটিশ পাতায় ২০টির মত নোটিশ, দিন ও তারিখের সময়ানুক্রমে একসাথে দেখা যাবে।

যদি আরো পূর্বের নোটিশ দেখতে চান, তাহলে নোটিশ পাতার নিচে পেজ নেভিগেশনের নেক্সট আইকনে ক্লিক করে, সকল নোটিশ দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

নোটিশ বোর্ড হতে নোটিশ দেখা ও ডাউনলোড করার প্রক্রিয়া

আশা করি উপরোক্ত নির্দেশনা মত আপনার কাঙ্খিত নোটিশ খুঁজে পেয়েছেন। এবার নোটিশ দেখতে ও ডাউনলোড করতে, নোটিশের শিরোনামের লিংকে ক্লিক করুন। অথবা ডান দিকে PDF লেখা আইকনে ক্লিক করুন।

পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ, কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন। আর প্রয়োজনে প্রিন্ট অথবা সংরক্ষণের জন্য, নোটিশের উপরে ডান দিকে Print আইকনের দিকে লক্ষ্য করুন।

প্রিন্ট কপির জন্য প্রিন্ট আইকনে ক্লিক করলে, স্বয়ংক্রিয়ভাবে প্রিন্টারে প্রিন্ট করার প্রক্রিয়া শুরু হবে।

আর ডাউনলোড করে রাখার জন্য, প্রিন্ট আইকনের ডান পাশের Download আইকনে ক্লিক করুন।

Dinajpur Education Board Recent News দেখার নির্দেশনা

দিনাজপুর শিক্ষা বোর্ড এর সাম্প্রতিক খবরা-খবর জানতে, নোটিশ বোর্ডের নিচে খবর লেখা সেকশনে চোখ রাখুন।

এখানে একটি করে খবর নিচ থেকে উপরের দিকে ক্রল করছে। যদি এখানে আপনার প্রয়োজনীয় খবরের শিরোনামের লিংক পেয়ে যান, তাহলে সাথে সাথে ক্লিক করুন।

আর সকল খবর একসাথে দেখতে খবর অপশনের ডানে সকল লেখা লিংকে ক্লিক করুন। বোর্ডের খবর পাতায় একসাথে সম্প্রতি প্রকাশিত বিশটির মত খবর দিন ও তারিখের সময়ানুক্রমে দেখতে পাবেন।

কাঙ্খিত খবর দেখতে ও সংরক্ষণের জন্য প্রিন্ট এবং ডাউনলোড করতে, উপরে বর্ণিত নোটিশ দেখা ও ডাউনলোড করার প্রক্রিয়া অবলম্বন করুন।

Dinajpur Education Board Recent Category Wise Notice, Office Order and Result

দিনাজপুর শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে নোটিশ, অফিস আদেশ, বৃত্তির রেজাল্ট সংক্রান্ত বিভাগ ভিত্তিক তথ্য সহজে জানা যাবে।

এছাড়া জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন, ফরম পূরণ, স্কুল কলেজের স্বীকৃতি নবায়ন সহ বোর্ডের বিভাগ ভিত্তিক সুনির্দিষ্ট তথ্য জানতে, নিচের ছবির মত সেকশন লক্ষ্য করুন।

Dinajpur Education Board Recent Notice Section Image

বোর্ডের হোমপেজের নোটিশ বোর্ডের নিচে উপরের ছবির মত কয়েকটি সেকশন দেখতে পাবেন।

এখানে বিষয় সমূহের বিভাগ ভিত্তিক তথ্য খুব সহজে দেখা ও ডাউনলোড করা যাবে।

  • প্রশাসনিক আদেশ: এখানে বোর্ডের অফিস আদেশ, নাম ও বয়স সংশোধন, টেন্ডার এবং বৃত্তির ফলাফল সংক্রান্ত তথ্য জানা যাবে।
  • পরীক্ষা সংক্রান্ত: জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত তথ্য ও নোটিশ সংশ্লিষ্ট লিংকে ক্লিক করে দেখে নেওয়া যাবে।
  • ফরমপূরণ সংক্রান্ত নোটিশ: বোর্ড পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত নোটিশ ও তথ্য জানতে, সংশ্লিষ্ট লিংকে ক্লিক করে বিষয়গুলোর সাম্প্রতিক তথ্য জানা যাবে।
  • বিদ্যালয় সংক্রান্ত আদেশ: বোর্ডের অধিভুক্ত স্কুল সমূহের স্বীকৃতি নবায়ন, শ্রেণী শাখা যাচাই, বিদ্যালয় ছাড়পত্র সহ কমিটি অনুমোদনের তথ্য জানা যাবে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করে।
  • কলেজ সংক্রান্ত আদেশ: বোর্ডের অনুমোদনকৃত কলেজ সমূহের স্বীকৃতি, নবায়ন, নতুন বিষয় খোলা সহ কলেজ কমিটি অনুমোদন সংক্রান্ত নোটিশ ও অফিস আদেশ দেখা যবে সংশ্লিষ্ট লিংকে।
  • রেজিস্ট্রেশনে সংক্রান্ত নোটিশ: বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজিষ্ট্রেশন সংক্রান্ত সাম্প্রতিক নোটিশ ও তথ্য এখানে জানা যাবে।

দিনাজপুর শিক্ষা বোর্ড ওয়েবসাইট এর হোমপেজে উপরোক্ত সেকশন ছাড়াও আরো চারটি সেকশন আছে। উল্লেখিত শিরোনামের লিংক গুলোতে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য জানা যাবে।

বিঃ দ্রঃ– বোর্ডের নোটিশ সহ অন্যান্য তথ্য সাধারণত PDF (পিডিএফ) ফরম্যাটে প্রকাশিত হয়। তাই নোটিশ দেখতে ও ডাউনলোড করতে, মোবাইল অথবা কম্পিউটারে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার প্রয়োজন হবে।

Dinajpur Education Board Recent Notice, Office Order সহ বোর্ডের সকল তথ্য দেখতে ও ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের জানান।

লেখাটি অন্যকে জানাতে চাইলে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন।

আরো দেখুন:

Dhaka Education Board Notice: ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ

Rajshahi Education Board Notice: রাজশাহী বোর্ড নোটিশ

BTEB Notice: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ (www.bteb.gov.bd)

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর (উইকিপিডিয়া)

Share This:

24 Comments

    1. 2020 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা এখন পর্যন্ত স্থগিত আছে। করোনা পরবর্তী সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পত্রপত্রিকায় সংক্রান্ত সংবাদ পরিবেশিত হয়েছে। এইচএসসি পরীক্ষার শুরু হওয়ার দিনক্ষণ ও সংশোধিত রুটিন এখনো প্রকাশিত হয়নি। এ বিষয়ে পরবর্তী তথ্য জানতে বিডি এডুকেটর এর সাথে যুক্ত থাকুন।

    1. আপনি বিষয়টি জানতে সরাসরি বোর্ডে যোগাযোগ করতে পারেন। অথবা বোর্ডের ফোন নম্বরে অফিস চলাকালীন সময়ে ফোন করে জানতে পারেন। ধন্যবাদ।

    1. বোর্ডের সকল তথ্যের জন্য সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের নোটিশবোর্ডে চোখ রাখুন। অথবা, অফিস চলাকালীন সময়ে বোর্ডের যোগাযোগ নম্বরে ফোন করতে পারেন। আবার, আপনি সরাসরি যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে পারেন। তবে করোনা মহামারির কারণে স্বশরীরে যোগাযোগ না করাই ভালো। ধন্যবাদ।

  1. আসসালামু আলাইকুম। আমার একটা বিষয় জানার ছিলো,দিনাজপুর শিক্ষা বোর্ডের কাছে।আমি জানতে চাই এস এস সি ২০২১ এ বিভাগ উন্নয়ন করা শিক্ষার্থীদেরও কি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে,নাকি ২০২০ এ যে সিলেবাস ছিলো ঐ সিলেবাস অনুযায়ী হবে?

  2. আমাদের এইচ এস সি এক্সাম যে হয়েছিল সেটার ফরম ফিলাপের টাকা নাকি দেবে আমি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট এবার অটো বাস পাইছি দিনাজপুর বোর্ড থেকে আমাদের কত টাকা করে দিচ্ছে ফরম ফিলাপের

  3. আসসালামুআলাইকুম।ami 2021 saler ssc examne. Amr ofsonal subject higer math er porbotte bialogy asce…ami akon ata poribotton krte chai..ta ami akon ata ki vbe krbo jante chai??

    1. এসএসসি ফরমপূরণের পর আর বিষয় পরিবর্তেন কোন সুযোগ নেই- এমনই তথ্য দিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তিনি এক শিক্ষা বিষয়ক দৈনিকে এমন মন্তব্য করেচেন। এর থেকে ধারণা করা যায়, দিনাজপুর বোর্ডেও একই নিয়ম থাকবে। ধন্যবাদ।

  4. আমি দিনাজপুর শিক্ষা বোর্ডে আমার পিতা মাতার নাম সংশোধনী মিটিং এ গত 22/08/2021 এ উপস্থিত ছিলাম ৷ আমাকে আবার কবে দিনাজপুর শিক্ষা বোর্ডে যেতে হবে?? আমাকে কি আবার এসএমএস দিবে?? আমি কবে আমার সংশোধিত সার্টিফিকেট পাবো???? এদিকে আমার অনার্সে ভর্তির ক্ষেত্রে আমার অরজিনাল সার্টিফিকেট ও মার্কসিট ও অন্যান্য কাগজপত্র কলেজ কর্তৃপক্ষ চাচ্ছে?? এখন আমি কি করব? প্লিজ আমাকে এর একটা সমাধান বলে যান?

    1. বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের সুর্নিদিষ্ট তারিখ জানা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে খুন শীঘ্রই প্রকাশ করা হবে। ধন্যবাদ।

  5. আমার মেয়েকে এক কলেজ থেকে অন্য কলেজে (দ্বাদশ শ্রেণি) বদলীর জন্য আবেদন করতে চাই। কিন্তু অনলাইন আবেদন ফরমে তার বর্তমান কলেজ শো করছে না। যার ফলে আবেদন করা যাচ্ছে না।
    কলেজে যোগাযোগ করলে তারা কোন সুরাহা বা হেল্প করতে পারেনি। এখন ব্যবস্থা কি?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − three =