BMEB Recent Notice, Examiner List | মাদ্রাসা শিক্ষা বোর্ড নোটিশ | bmeb.gov.bd
Madrasah Education Board (BMEB) Recent Notice, Examiner List: দেখবেন কীভাবে?
BMEB Recent Notice, Examiner List দেখুন www.bmeb.gov.bd সাইটে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে বোর্ডের জেডিসি, দাখিল, আলিম পরীক্ষা, পরীক্ষক তালিকা সহ মাদ্রাসা বৃত্তি সংক্রান্ত যাবতীয় নির্দেশনার নোটিশ প্রকাশিত হয়।
এছাড়াও মাদ্রাসা অনুমোদন, মঞ্জুরী, স্বীকৃতি, নাম ও বয়স সংশোধন সহ সকল প্রকার মাদ্রাসা সংক্রান্ত অর্ডার বা প্রশাসনিক আদেশ পাওয়া যায়।
তাই বোর্ডের যে কোন তথ্যের প্রয়োজনে, বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইট www.bmeb.gov.bd এর নোটিশ বোর্ডে চোখ রাখুন।
মাদ্রাসা বোর্ড দাখিল-আলিম পরীক্ষা ২০২১ সংক্ষিপ্ত সিলেবাস -Dakhil-Alim Syllabus 2021
মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ২০২১ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
০৫/০২/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে এই সিলেবাস বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসও খুব শিঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
২০২১ খ্রিষ্টাব্দের দাখিল ও আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে নিচের লিংকে ক্লিক করুন।
বিশেষ ঘোষণা: মাদ্রাসা বোর্ড এর ২০২০ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। পরীক্ষার রেজাল্ট এর প্রতি কারো আপত্তি থাকলে রেজাল্ট রিভিউ বা পুনঃনিরীক্ষণ এর আবেদন করা যাবে।
আবেদন করা যাবে ৩১ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। নোটিশ ও নির্দেশনা দেখুন সবশেষ অনুচ্ছেদ থেকে।
Bangladesh Madrasah Education Board (BMEB): এক নজরে
Bangladesh Madrasah Education Board (BMEB), ১৯৭৮ খ্রিষ্টাব্দের মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ এর আদেশ বলে স্থাপিত হয়। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, দেশের মাদ্রাসা শিক্ষা নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে নিয়োজিত একমাত্র বোর্ড। বলতে গেলে দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসা সমূহের দেখভালের যাবতীয় দায়িত্ব পালন করে বোর্ডটি।
- বোর্ডের অবস্থান: ২ অরফ্যানেজ রোড, বকশীবাজার, ঢাকা ১২১১
- ফোন: ৮৬২৬১৩৮, অ্যাকাউন্ট: ৯৬৭৫৫২০
- ফ্যাক্স: ৮৬১৬৬৮১, ৮৬২০৮৪১
- ইমেইল: [email protected]
- বোর্ডের ওয়েবসাইট: www.bmeb.gov.bd
- পুরাতন ওয়েবসাইট: http://bmeb.ebmeb.gov.bd
মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে, প্রতিদিনের কার্যক্রমের দাপ্তরিক সিদ্ধান্তসমূহ নোটিশ বোর্ডে প্রকাশিত হয়। তাই বোর্ডের সাম্প্রতিক তথ্য পেতে, নোটিশ বোর্ডে চোখ রাখুন।
Bangladesh Madrasah Education Board – BMEB Recent Notice দেখবেন কীভাবে?
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর সাম্প্রতিক নোটিশ দেখতে, বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে যেতে হবে। ব্রাউজারের অ্যাড্রেসবারে www.bmeb.gov.bd ঠিকানা লিখে বোর্ডের হোমপেজে যান।
এবার হোমপেজের প্রথমেই নিচের ছবির মত, নোটিশ বোর্ড লেখা সেকশন ভালোভাবে লক্ষ্য করুন।
বোর্ডের হোমপেজের নোটিশ বোর্ডে সদ্য প্রকাশিত নোটিশ দেখা যাবে। এখানে পাঁচটির মত নোটিশ প্রদর্শিত হয়।
অনেক সময় একসাথে অনেকগুলো নোটিশ প্রকাশ হওয়ার কারণে, নোটিশ বোর্ডে আপনার কাঙ্খিত নোটিশ নাও পেতে পারেন।
তাই বোর্ডের সকল প্রকাশিত নোটিশ দেখতে, নোটিশ বোর্ডের নিচে ডান দিকে সকল লেখা লিংকে ক্লিক করুন।
মাদ্রাসা শিক্ষা বোর্ড এর নোটিশ পাতায় দিন ও তারিখের ক্রমানুসারে প্রকাশিত নোটিশ দেখতে পাবেন।
কাঙ্খিত নোটিশ দেখতে শিরোনামের উপর ক্লিক করুন। অথবা ডাউনলোড করতে ডানে PDF লেখা আইকনে ক্লিক করুন।
কিছু সময়ের মধ্য পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ, ব্রাউজারে লোড হলে তা দেখতে ও পড়তে পারবেন।
ভবিষ্যৎ প্রয়োজনে নোটিশটি সংরক্ষণ করতে চাইলে, নোটিশের ডান দিকে Print আইকনের পাশের Download আইকনে ক্লিক করুন।
Bangladesh Madrasah Education Board (BMEB) Recent News দেখবেন কীভাবে?
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত সদ্য প্রকাশিত খবর দেখতে, নোটিশ বোর্ডের নিচে খবর লেখা অংশটির দিকে চোখ রাখুন।
এখানে একটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত খবর, নিচ থেকে উপর দিকে ক্রল করছে। এখানে কাঙ্খিত খবরের শিরোনাম দেখতে পেলে, দ্রুত খবরের শিরোনামের উপর ক্লিক করুন।
আর সকল খবর একসাথে দেখতে, খবর অংশের নিচে ডান দিকে সকল লেখা লিংকে ক্লিক করুন। এখানে প্রকাশের দিন ও তারিখের ক্রমানুসারে সকল খবর দেখতে পাবেন।
বোর্ডের কাঙ্খিত খবর দেখতে ও ডাউনলোড করতে, উপরে বর্ণিত নোটিশ দেখা ও ডাউনলোড করার প্রক্রিয়া অনুসরণ করুন।
bmeb.ebmeb.gov.bd Category Wise Recent Notice দেখা ও ডাউনলোড করবেন কীভাবে?
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর পুরাতন ওয়েবসাইটে, বোর্ডের সকল কার্যক্রমের নোটিশ, পরীক্ষক তালিকা, অফিস আদেশ, পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা ও আদেশ দেখা যাবে খুব সহজে।
bmeb.ebmeb.gov.bd ওয়েবসাইটে মাদ্রাসা বোর্ড এর সকল নোটিশ ও তথ্য বিভাগ ভিত্তিক শ্রেণী বিন্যাস করা থাকে। তাই খুব সহজে এখানে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায়।
বোর্ডের পুরাতন ওয়েবসাইটের হোমপেজে যেতে ব্রাউজারের অ্যাড্রেসবারে http://bmeb.ebmeb.gov.bd ঠিকানা লিখে হোমপেজে যান।
এবার হোমপেজে নিচের ছবির মত অংশটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
বোর্ডের পুরাতন ওয়েবসাইটের হোমপেজে, উপরের ছবির মত অংশে বোর্ডের প্রয়োজনীয় নোটিশ ও তথ্য, বিভাগ ভিত্তিক প্রকাশিত হয়।
এখানে JDC Corner, Dakhil Corner ও Alim Corner এ সংশ্লিষ্ট পরীক্ষা সম্পর্কীয় যাবতীয় নোটিশ দেখা যাবে।
এছা্ড়াও Madrasah Order, Appeal and Arbitration, eFiling Letter, Examination Order, Administrative Order, Name and Age Correction, Scholarship ও Curriculum Corner এ বিষয় সংশ্লিষ্ট নোটিশ দেখা যাবে।
নোটিশ দেখতে নোটিশ ক্যাটাগরি লিংকের উপর ক্লিক করলে, সদ্য প্রকাশিত পাঁচটির মত নোটিশের শিরোনাম দেখা যাবে।
এবার কাঙ্খিত নোটিশ দেখতে ও ডাউনলোড করতে, নোটিশ শিরোনামের লিংকে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে ব্রাউজারে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশটি দেখতে পারবেন।
সংরক্ষণের জন্য নোটিশটি ডাউনলোড করতে চাইলে, নোটিশের উপরের দিকে ডানের Download আইকনে ক্লিক করুন।
আরো সহজে, বোর্ডের bmeb.ebmeb.gov.bd ওয়েবসাইট হতে, BMEB Latest Notice খুঁজে পাওয়া যায়।
BMEB Latest Notice দেখতে, হোমপেজের ডান সাইডবারে Latest Notice লেখা অংশটির দিকে নজর দিন। এখানে সম্প্রতি প্রকাশিত নোটিশ সমুহ নিচ থেকে উপরের দিকে ক্রল করছে।
এখানে আপনার কাঙ্খিত নোটিশ পেয়ে গেলে নোটিশের শিরোনামের উপর ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে ব্রাউজারে নোটিশটি দেখতে পাবেন।
Alim Result 2020 Review Notice | আলিম পরীক্ষার রেজাল্ট রিভিউ ২০২০ নোটিশ
আলিম পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ৩০ জানুয়ারি। কোন শিক্ষার্থীর তার রেজাল্ট নিয়ে আপত্তি থাকলে রিভিউ এর আবেদন করতে পারবে। আলিম পরীক্ষার রেজাল্ট এর রিভিউ করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।
আর লেখাটি অন্যকে জানাতে চাইলে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
মদ্রাসা শিক্ষা ও শিক্ষক এমপিও সম্পর্কে জানতে চাইলে নিচের লেখাগুলো পড়ুন
- MEMIS Madrasah MPO Application | মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন
- Madrasha MPO Notice | কোথায়, কীভাবে দেখবেন?
- www.dshe.gov.bd – Teacher MPO Update: কীভাবে দেখবেন?
- Non Govt Teacher Welfare-Retirement Benefit | কল্যাণ ও অবসর সুবিধা
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন | Ministry of Education Gazette
তথ্যসূত্র-
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, উইকিপিডিয়া
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা
সবশেষ আপডেট: ৩০/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:১০ অপরাহ্ন।
১২৬৪০৭ মাদ্রাসাটি বর্তমানে কি অবস্থানে আছে জানতে চাচ্ছি অর্থাৎ এর হাল নাগাদ তথ্য চাচ্ছি।
আপনার প্রশ্নটি সুস্পষ্ট ও বিস্তারিতভাবে লিখুন। ধন্যবাদ।
আমি বাবার নাম সংশোধনের জন্য আবেদন করেছি। সংশোধন হওয়ার সময় আমাকে কি ড়াকা হবে? সাথে আমার বাবাকে নিয়ে যেতে হবে? এই করোনার সময় আসা-যাওয়া করা খুবই ভীতিকর।
প্লিজ জানাবেন।
নাম সংশোধন আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করলে তা যথারীতি সম্পন্ন হবে। শারিরিক উপস্থিতির দরকার নেই। তবে ০১/০৯/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ হতে তা অনলাইনে সম্পন্ন হচ্ছে। প্রয়োজনে নাম/বয়স সংশোধনের বিজ্ঞপ্তিটি পড়ুন এখান থেকে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম
আমি ২৫/০৮/২০২০ তারিখে বাবার নাম সংশোধনের জন্য আবেদন করেছিলাম। এরপর ২৩/০৯/২০২০ তারিখে নাম সংশোধনের মিটিং হয়েছে। সেখানে অনেকের নাম সংশোধনের তালিকা দেখতে পেলাম কিন্তু আমার নাম খুজে পেলাম না। আমার আবেদন কি তাহলে বাতিল হয়ে গেলো নাকি মিটিংয়ে উত্থাপিত হয়নি? আমার জানা খুব জরুরি, প্লিজ একটু জানাবেন।অনেক উপকৃত হতাম।
আপনার বাবার নাম সংশোধনের বিষয়ে বোর্ডে খোঁজ-খবর নিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।
আবেদনের পর আমার নাম সংশোধন হয়েছে। এখন সংশোধিত সার্টিফিকেট উত্তলন করা প্রয়োজন। অনলাইনে সংশোধিত সার্টিফিকেট উত্তলনের জন্য কিভাবে আবেদন করবো সে বিষয়ে আপনাদের ওয়েবসাইটে কোনো দিক নির্দেশনা দেওয়া নেই। আপনাদের ওয়েবসাইটে শুধু নষ্ট/হারিয়ে যাওয়া সার্টিফিকেট উত্তলনের আবেদন কিভাবে করতে হয় তার নিয়ম দেওয়া আছে। আমার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করেও আবেদন করতে পারতেছিনা কারন সংশোধিত সার্টিফিকেট উত্তলনের আবেদন করার মতন কোনো অপশন আপনাদের ওয়েবসাইটে নেই। পুরাতন সার্টিফিকেট জমা দিয়ে সংশোধিত নতুন সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন কিভাবে করা যায় প্লিজ একটু জানান,
অগ্রীম ধন্যবাদ
আপনি এ বিষয়ে অফিস চলাকালীন সময়ে ফোনে যোগাযোগ করতে পারেন। তাঁরা আপনাকে এ বিষয়ে সঠিক নির্দেশনা দিতে পারবেন। আর সম্ভব হলে বোর্ডে স্বশরীরে গেলে সংশোধিত সনদের আবেদন ও তা উত্তোলন করতে পারবেন। ধন্যবাদ।
প্রায় এক মাস আগে আমি মাদ্রাসা বোর্ডে নাম সংশোধনের আবেদনের মাধ্যমে আমার SSC সনদে বাবার নাম সংশোধন করেছি। নতুন সনদও ওঠাইছি । বোর্ডের সকল কাজও শেষ করেছি কিন্তু যখন প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক পদে আবেদন করতে যাই তখন বাবার পূর্বের ভুল নামটি দেখায় সংশোধিত নাম আসেনা। আমি প্রাইমারি চাকরিতে আবেদন করতে পারতেছিনা। এখন কি করনীয় প্লিজ বলবেন। অথবা আপনাদের হাতে কোনো কাজ বাকী থাকলে অনুগ্রহ করে আমার সেই কাজটি করে দেন।
আমি কিছু তথ্য দিলাম
শ্রেণী-দাখিল
পাশের সন – 2010
রোল- 305131
রেজিস্ট্রেশন – 940840
জন্ম তারিখ- 01/12/1995
মনে হচ্ছে রেজাল্ট ওয়েবসাইটের ডেটাবেজে নাম সংশোধন হয় নাই। আপনি সরাসরি বোর্ডে যোগাযোগ করে আপনার সমস্যা কথা জানাতে পারেন। ধন্যবাদ।
আমার দাখিলের সকল কাগজপত্রে আমার নাম মোহাম্মদ আবুল হাশেম এবং আমার পিতার নাম মোহাম্মদ মোসলিমুর রহমান। কিন্তু আলিমের সকল কাগজপত্রে মোহাঃ আবুল হাশেম এবং পিতার নাম মোঃ মোসলিমুর রহমান লেখা হয়েছে। এখন আমি উভয়ের নামের সাথে আলিমে মোহাম্মদ শব্দ সংযোজন করার জন্য কি করতে পারি।অথবা ইংরেজিতে সার্টিফিকেট উত্তোলন করলে MOHAMMAD শব্দটি পূর্ণরূপ আসবে কিনা। দয়া করে জানাবেন।।
আলিম এর সনদ সংশোধন করতে হবে। ইংরেজী ভার্সনে মোঃ এর বিপরীতে MD লেখার সম্ভাবনা বেশী। বিষয়টি নিয়ে বোর্ডে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।
দাখিল পরীক্ষা ২০২১ইং এর ফরমপূরণ কবে শুরু হবে? জানাবেন
দাখিল-২০২১ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয় নি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের নোটিশবোর্ডে নজর রাখুন। ধন্যবাদ।