Rajshahi Board HSC Exam Result 2021: নাম্বার সহ এইচএসসি রেজাল্ট ২০২১
Rajshahi Board HSC Exam Result 2021 with Number Sheet: ২০২১ সালের রাজশাহী শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানুন নাম্বার শিট সহ।
উল্লেখ্য, এবারের রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ হাজার ৫ জন, মানবিক বিভাগে ৯৫ হাজার ৩৭৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৩৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
রাজশাহী বোর্ড সহ সকল বোর্ডের উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার রেজাল্ট ১৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ রবিবার প্রকাশ করা হচ্ছে। এই দিন মাননীয় প্রধানমন্ত্রীর সকাল ১০ ঘটিকায় রেজাল্ট উদ্বোধনের পর থেকে অনলাইন ও মোবাইল এসএমএস-এ রেজাল্ট পাওয়া যাবে।
নিচের অনুচ্ছেদে রাজশাহী বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট, সহজে সবার আগে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।
Rajshahi Board HSC Exam Result 2021 with Number Sheet: এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১
২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া।
সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার একই সাথে ২ ডিসেম্বর শুরু হয়ে, ৩০ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত এই পরীক্ষার অনুষ্ঠিত হয়।
করোনা সংক্রমণের জন্য প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, অনেক দেরিতে এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষার বিষয় ও সময় কমিয়ে এ পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়।
সকল পরীক্ষার্থীর কেবলমাত্র নৈর্বাচনিক তিন বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ের নাম্বার পূর্ববর্তী পরীক্ষার নাম্বার থেকে সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে এইচএসসিতে সংশ্লিষ্ট বিষয়ে যুক্ত করা হবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ করার কথা রয়েছে। একই সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যে গত ৩০ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড থেকে এমনই কথা বলা হচ্ছে। তবে এইচএসসির রেজাল্ট প্রকাশের নিশ্চিত কোন তথ্য এখনো জানা যায়নি।
রাজশাহী বোর্ড সহ দেশের সকল বোর্ডের এইচএসসি রেজাল্ট প্রকাশের সাথে-সাথে মোবাইল এসএমএস, অনলাইন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রেজাল্ট পাওয়া যাবে।
এই প্রতিবেদনে রাজশাহী বোর্ড সহ দেশের সকল বোর্ডের রেজাল্ট জানার সহজ কিছু উপায় নিয়ে আলোচনা করা হবে।
এইচএসসি/সমমান রেজাল্ট প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট জানাতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
আরো জানুন:
এইচএসসি-আলিম ফল ১৩ ফেব্রুয়ারি, ফলাফল দেখার নিয়ম জানুন
কারিগরি এইচএসসি রেজাল্ট ২০২১: ভোকেশনাল বিএম ডিপ্লোমা ইন কমার্স
Rajshahi Board HSC Result 2021 with Mark-sheet: এসএমএস (SMS) এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট জানার পদ্ধতি
রাজশাহী শিক্ষা বোর্ড সহ দেশের সকল সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার রেজাল্ট জানা যাবে।
মোবাইল এসএমএস এর মাধ্যমে এসএসসি/দাখিল সমমানের রেজাল্ট জানতে, প্রথমত আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে। এরপর-
প্রথমত, লিখতে হবে ইংরেজীতে পরীক্ষার নাম। যেমন- HSC। মাদ্রাসার বোর্ডের আলিম হলে লিখতে হবে Alim। এরপর একটি স্পেস দিতে হবে।
দ্বিতীয়ত, শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে লিখতে হবে। যেমন- রাজশাহী বোর্ড হলে RAJ। আর অন্য বোর্ড হলে সে বোর্ড নামের প্রথম তিন অক্ষর। এরপর একটি স্পেস দিন।
তৃতীয়ত, ইংরেজী সংখ্যায় পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে। যেমন- যেমন-251245, তারপর স্পেস দিন।
চতুর্থত, লিখতে হবে ইংরেজী সংখ্যায় পরীক্ষার বছর। যেমন-2021।
সবশেষে, যে কোন মোবাইল অপারেটর থেকে 16222 নম্বরে পাঠিয়ে দিন।
নিচের রাজশাহী বোর্ডের এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট জানার নমুনা মেসেজ দেখুন।
HSC<স্পেস>RAJ<স্পেস>321245<স্পেস>2021 Send to 16222
ALIM<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2021 Send to 16222
বিঃ দ্রঃ– অন্য বোর্ডের এইচএসসি রেজাল্ট জানতে বোর্ডের নামের তিন অক্ষর পরিবর্তন করতে হবে। আর রোল নম্বরের জায়গায় পরীক্ষার্থীর নিজ-নিজ রোল নম্বর লিখতে হবে।
Rajshahi Board HSC Result 2021 with Number Sheet: এইচএসসি রেজাল্ট (নাম্বার সহ) দেখার নির্দেশনা
মোবাইল এসএমএস-এর পাশাপাশি অনলাইনে রেজাল্ট খুব সহজে জানা যাবে। বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার রেজাল্ট এডুকেশন বোর্ড বাংলাদেশ নামের সাইট থেকে সহজে জানা যাবে।
এছাড়া WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS থেকে পরীক্ষার্থীর সকল বিষয়ের রেজাল্ট নাম্বার সহ দেখা যাবে।
অনলাইনে রাজশাহী বোর্ডের এইচএসসি রেজাল্ট জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
Rajshahi Board HSC Exam Result 2021 By www.educationboardresults.gov.bd
রাজশাহী বোর্ডের এইচএসসি রেজাল্ট জানা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে।
২০২১ সালের এইচএসসি সমমান রেজাল্ট পেতে, উপরের ঠিকানাটি সঠিকভাবে ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখুন। এবার ব্রাউজ করুন।
নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে। এখানে প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করে ও লিখে সবশেষে Submit বাটনে ক্লিক করলে পরীক্ষার্থীর রেজাল্ট পাওয়া যাবে।
Examination: এই সিলেক্ট বক্সে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। যেমন- HSC/Alim।
Year:এখানে পরীক্ষার বছর নির্ধারণ করতে হবে। যেমন- 2021।
Board: এবার পরীক্ষার্থীর নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করুন। যেমন- Rajshahi।
Roll: এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।
Reg: No: পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় এখানে লিখতে হবে।
যোগফল নির্ণয় (ক্যাপচা): এই অংশে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে দেওয়া হবে। যোগফল ডান পাশের ঘরে ইংরেজী সংখ্যায় লিখতে হবে।
সবশেষে রেজাল্ট সার্চ ফরমের সবার নিচের দিকের Submit বাটনে ক্লিক করে পরীক্ষার্থীর তথ্য জমা দিন।
কিছু সময়ের মধ্যে নতুন পাতায় পরীক্ষার্থীর এইচএসসির নিজ রেজাল্ট দেখা যাবে।
আরো দেখুন:
HSC Result 2021: এইচএসসি রেজাল্ট ২০২১ মার্কশিট (নাম্বার) সহ দেখুন
আলিম রেজাল্ট ২০২১ দেখার নিয়ম জানুন (মার্কশিট নাম্বার সহ)
কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ১২/০২/২০২২ খ্রি. তারিখ ০৯:০৫ অপরাহ্ন।
এইচএসসি পরিক্ষা ২০২১ এর জন্য ফ্রমফিলাপ কি এখনো করা যাবে। ব্যাচ-(২০১৫-২০১৬) সাল
বিজ্ঞপ্তিতে দেখুন কারা ফরমপূরণ করতে পারবে। আর ফরম পূরণের শেষ সময় বিজ্ঞপ্তিতে দেখুন।
hsc porikkhar form filap ajke kora jabe ki
4,9,2021 tarikhe from filap ses somoy chilo kintu ami korte parini.
akho ami ki vabe from filap korbo
আমার ফর্ম ফিলাপ হইনি।এখন আমি কি ভাবে ফর্ম ফিলাপ করব।এক্টু জানাবেন দয়া করে।
ফরম পূরণের সময় বাড়তে পারে। যদিও এবিষয়ে এখনো কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ধন্যবাদ।
I Miss my from fill up.
রাজশাহী বোর্ডের এইচএসসি ফরমপূরণের সময় তৃতীয় বারের মত বাড়ানো হয়েছে। প্রতিবেদনে যুক্ত বিজ্ঞপ্তি দেখুন।
এখন কি from fillup করা যাবে
না, বিজ্ঞপ্তির সময় শেষ হয়েছে। এই দিয়ে তৃতীয় বারের মত এইচএসসির ফরমপূরণের সময় বাড়ানো হয়েছিলো।
আমি একজন হতভাগা ছাত্র, পারিবারিক সমস্যার কারনে আমি কলেজ এর সাথে কোনো সংজক না রাখতে পারায় আমি ফর্ম ফিলাপ করতে পারি নাই,আমার এইবার পরিক্ষা না দিতে পারলে আমার জিবন টাই নষ্ট,,আমিকি এখন কোনো ভাবেই ফর্ম ফিলাপ করতে পারবোনা
পরপর তিন বার সময় বর্ধিত করা হয়েছিলো। এখন আর সময় বাড়ানোর কোন সুযোগ নেই বলে ধারণা করছি। ধন্যবাদ।
প্লিজ স্যার! একটু অনুগ্রহ পূর্বক তথ্যটা দিবেন!
এখন কি কোনো ভাবে মান উন্নয়নের জন্য মানবিক শাখায় ফর্ম ফিলাপ করা যাবে! আমার ফর্ম ফিলাপ মিস্টেক হয়ে গেছে! ২৫ নভেম্বরের মধ্যে আমি কি কোনো ভাবে ফর্ম ফিলাপ টা সম্পূর্ণ করতে পারবো! কলেজ থেকে না করা গেলেও আমার বোর্ড রাজশাহী গিয়ে হলেও!!!
এইচএসসির ফরম পূরণের সময় তৃতীয় বারের মত বাড়ানো হয়েছিলো্ এরপরে আর সুযোগ আছে বরে মনে হয়না। কারণ ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ধন্যবাদ।