Rajshahi Board HSC Result: রাজশাহী বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪

Rajshahi Board HSC Exam Result 2024 with Number Sheet: ২০২৪ সালের রাজশাহী শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানুন নাম্বার শিট সহ।

রাজশাহী বোর্ড সহ সকল বোর্ডের উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার রেজাল্ট ১৫ অক্টোবর তারিখে প্রকাশ করা হবে।

রেজাল্ট প্রকাশের দিনে সকাল ১০ ঘটিকায় রেজাল্ট উদ্বোধনের পর থেকে অনলাইন ও মোবাইল এসএমএস-এ রেজাল্ট পাওয়া যাবে।

নিচের অনুচ্ছেদে রাজশাহী বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট, সহজে সবার আগে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Rajshahi Board HSC Result 2024 with Number Sheet: এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪

২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া।

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা ৩০ জুন ২০২৪ খ্রি. তারিখ থেকে শুরু হয়। কিন্তু বন্যা ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যেসব বিষয়ের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি, সেসব বিষয়ের রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হচ্ছে। রাজশাহী বোর্ড সহ সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট অক্টোবর মাসের ১৫ তারিখে প্রকাশ করা হবে।

রাজশাহী বোর্ড সহ দেশের সকল বোর্ডের এইচএসসি রেজাল্ট প্রকাশের সাথে-সাথে মোবাইল এসএমএস, অনলাইন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রেজাল্ট পাওয়া যাবে।

উল্লেখ্য, এবারের রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩৮ হাজার ৯শ’ ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৩০১ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৬৫৯ জন।

এই প্রতিবেদনে রাজশাহী বোর্ড সহ দেশের সকল বোর্ডের রেজাল্ট জানার সহজ কিছু উপায় নিয়ে আলোচনা করা হবে। এইচএসসি/সমমান রেজাল্ট প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট জানাতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ১৫ অক্টোবর ২০২৪ তারিখে

কারিগরি এইচএসসি রেজাল্ট ২০২৪: ভোকেশনাল বিএম ডিপ্লোমা ইন কমার্স

রাজশাহী বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪: এসএমএস (SMS) এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

রাজশাহী শিক্ষা বোর্ড সহ দেশের সকল সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার রেজাল্ট জানা যাবে।

মোবাইল এসএমএস এর মাধ্যমে এসএসসি/দাখিল সমমানের রেজাল্ট জানতে, প্রথমত আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে। এরপর-

প্রথমত, লিখতে হবে ইংরেজীতে পরীক্ষার নাম। যেমন- HSC। মাদ্রাসার বোর্ডের আলিম হলে লিখতে হবে Alim। এরপর একটি স্পেস দিতে হবে।

দ্বিতীয়ত, শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে লিখতে হবে। যেমন- রাজশাহী বোর্ড হলে RAJ। আর অন্য বোর্ড হলে সে বোর্ড নামের প্রথম তিন অক্ষর। এরপর একটি স্পেস দিন।

তৃতীয়ত, ইংরেজী সংখ্যায় পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে। যেমন- যেমন-251245, তারপর স্পেস দিন।

চতুর্থত, লিখতে হবে ইংরেজী সংখ্যায় পরীক্ষার বছর। যেমন-2024।

সবশেষে, যে কোন মোবাইল অপারেটর থেকে 16222 নম্বরে পাঠিয়ে দিন।

নিচের রাজশাহী বোর্ডের এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট জানার নমুনা মেসেজ দেখুন।

HSC<স্পেস>RAJ<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222

ALIM<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222

বিঃ দ্রঃ– অন্য বোর্ডের এইচএসসি রেজাল্ট জানতে বোর্ডের নামের তিন অক্ষর পরিবর্তন করতে হবে। আর রোল নম্বরের জায়গায় পরীক্ষার্থীর নিজ-নিজ রোল নম্বর লিখতে হবে।

Rajshahi Board HSC Result 2024 with Number Sheet: এইচএসসি রেজাল্ট (নাম্বার সহ) দেখার নিয়ম

মোবাইল এসএমএস-এর পাশাপাশি অনলাইনে রেজাল্ট খুব সহজে জানা যাবে। বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার রেজাল্ট এডুকেশন বোর্ড বাংলাদেশ নামের সাইট থেকে সহজে জানা যাবে।

এছাড়া WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS থেকে পরীক্ষার্থীর সকল বিষয়ের রেজাল্ট নাম্বার সহ দেখা যাবে।

অনলাইনে রাজশাহী বোর্ডের এইচএসসি রেজাল্ট জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

Rajshahi Board HSC Exam Result 2024 By www.educationboardresults.gov.bd

রাজশাহী বোর্ডের এইচএসসি রেজাল্ট জানা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে।

২০২৪ সালের এইচএসসি সমমান রেজাল্ট পেতে, উপরের ঠিকানাটি সঠিকভাবে ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখুন। এবার ব্রাউজ করুন।

নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে। এখানে প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করে ও লিখে সবশেষে Submit বাটনে ক্লিক করলে পরীক্ষার্থীর রেজাল্ট পাওয়া যাবে।

Rajshahi Board HSC Result 2024 with Mark-sheet

Examination: এই সিলেক্ট বক্সে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। যেমন- HSC/Alim।

Year:এখানে পরীক্ষার বছর নির্ধারণ করতে হবে। যেমন- 2024।

Board: এবার পরীক্ষার্থীর নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করুন। যেমন- Rajshahi।

Roll: এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।

Reg: No: পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় এখানে লিখতে হবে।

যোগফল নির্ণয় (ক্যাপচা): এই অংশে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে দেওয়া হবে। যোগফল ডান পাশের ঘরে ইংরেজী সংখ্যায় লিখতে হবে।

সবশেষে রেজাল্ট সার্চ ফরমের সবার নিচের দিকের Submit বাটনে ক্লিক করে পরীক্ষার্থীর তথ্য জমা দিন

কিছু সময়ের মধ্যে নতুন পাতায় পরীক্ষার্থীর এইচএসসির নিজ রেজাল্ট দেখা যাবে।

আরো দেখুন:

HSC Result 2024: এইচএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিট সহ দেখুন

আলিম রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম জানুন (মার্কশিট নাম্বার সহ)

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

তথ্যসূত্র:

রাজশাহী শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ০৭/১০/২০২৪ খ্রি. তারিখ ০৯:১৫ অপরাহ্ন।

“Rajshahi Board HSC Result: রাজশাহী বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪”-এ 14-টি মন্তব্য

  1. আমি একজন হতভাগা ছাত্র, পারিবারিক সমস্যার কারনে আমি কলেজ এর সাথে কোনো সংজক না রাখতে পারায় আমি ফর্ম ফিলাপ করতে পারি নাই,আমার এইবার পরিক্ষা না দিতে পারলে আমার জিবন টাই নষ্ট,,আমিকি এখন কোনো ভাবেই ফর্ম ফিলাপ করতে পারবোনা

    জবাব
  2. প্লিজ স্যার! একটু অনুগ্রহ পূর্বক তথ্যটা দিবেন!
    এখন কি কোনো ভাবে মান উন্নয়নের জন্য মানবিক শাখায় ফর্ম ফিলাপ করা যাবে! আমার ফর্ম ফিলাপ মিস্টেক হয়ে গেছে! ২৫ নভেম্বরের মধ্যে আমি কি কোনো ভাবে ফর্ম ফিলাপ টা সম্পূর্ণ করতে পারবো! কলেজ থেকে না করা গেলেও আমার বোর্ড রাজশাহী গিয়ে হলেও!!!

    জবাব
    • এইচএসসির ফরম পূরণের সময় তৃতীয় বারের মত বাড়ানো হয়েছিলো্ এরপরে আর সুযোগ আছে বরে মনে হয়না। কারণ ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ধন্যবাদ।

মন্তব্য করুন