Comilla Education Board Recent Notice দেখতে, কুমিল্লা বোর্ডের comillaboard.portal.gov.bd ওয়েবসাইটের নোটিশ বোর্ডে যেতে হবে।
এই প্রতিবেদন থেকে কুমিল্লা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত সকল নোটিশ দেখার নিয়ম ও নির্দেশনা জানা যাবে।
সদ্য সংবাদ: কুমিল্লা বোর্ড সহ সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ১৫ অক্টোবর সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
Comilla Education Board Notice: কুমিল্লা শিক্ষা বোর্ড নোটিশ দেখার নিয়ম
সূচীপত্র...
কুমিলা শিক্ষা বোর্ড প্রকাশিত নোটিশ বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রকাশ করা হয়। প্রতি দিনের কার্যাবলী ও আদেশের নোটিশ বোর্ড ওয়েবসাইটে তাৎক্ষনিক প্রকাশ করা হয়। দেশের যে কোন স্থান থেকে বোর্ডের প্রকাশিত নোটিশ ও তথ্য অনলাইনে জানা যায়।
এই প্রতিবেদনে বোর্ডের ওয়েবসাইট থেকে কীভাবে সহজে নোটিশ দেখা যাবে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হবে।
Comilla Education Board: এক নজরে
শিক্ষা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসাবে কুমিলা শিক্ষা বোর্ড ১৯৬২ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তদানীন্তন পূর্ব পাকিস্তান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অর্ডিন্যান্স ১৯৬১ বলে বোর্ডটি, কুমিলা জেলায় প্রতিষ্ঠিত হয় ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এর অনুমোদন, পাঠ্যসূচী প্রণয়ন, পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনা সহ অধিভুক্ত প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা এর প্রধান কাজ।
Comilla Education Board Address
কুমিলা শিক্ষা বোর্ড এর ভৌগলিক অবস্থান
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা
কান্দিরপাড়, লাকসাম রোড, কুমিল্লা-৩৫০০।
- website: https://comillaboard.portal.gov.bd
- email: comillaboard@gmail.com (Board Chairman)
- phone: 081-76328 (Chairman-Office)
- fax: 081-76438
সকল বোর্ড কর্মকর্তার যোগাযোগের ঠিকানা জানতে এখানে ক্লিক করুন।
কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিনিয়ত প্রতিদিনের কার্যাবলীর তথ্য, বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করে। অধিভুক্ত স্কুল-কলেজ এর ভর্তি, রেজিষ্ট্রেশন, ফরম ফিলাপ, পরীক্ষা, ফলাফল সহ সকল তথ্য অনলাইনে পেতে বোর্ডের নোটিশ বোর্ডে চোখ রাখুন।
Comilla Education Board Recent Notice দেখার নির্দেশনা
কুমিল্লা শিক্ষা বোর্ড এর সম্প্রতি প্রকাশিত নোটিশ অনলাইনে দেখতে, বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে যেতে হবে। কোন একটি ওয়েব ব্রাউজারের অ্যাড্রেসবারে, বোর্ডের ওয়েবসাইট comillaboard.portal.gov.bd ঠিকানাটি লিখে, বোর্ডের হোমপেজ ব্রাউজ করুন।
হোমপেজে অবস্থানকালীন সময়ে, নিচের ছবির মত নোটিশ বোর্ড লেখা সেকশনটি ভালোভাবে লক্ষ্য করুন।
আশা করি, কুমিল্লা বোর্ড ওয়েবসাইট এর হোমপেজে উপরোক্ত ছবির মত নোটিশ বোর্ড খুঁজে পেয়েছেন। এবার ভালোভাবে লক্ষ্য করুন। সাধারণত নোটিশ বোর্ডে সম্প্রতি প্রকাশিত পাঁচটির মত নোটিশ প্রদর্শিত হয়। এখানে আপনার কাঙ্খিত নোটিশ পেয়ে যেতে পারেন।
নোটিশ দেখতে ও ডাউনলোড করতে নোটিশ লিংকের উপর ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে ব্রাউজারে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ লোড হবে।
এখান থেকে আপনি কম্পিউটার অথবা মোবাইলে ভবিষ্যৎ প্রয়োজনে জন্য তা সংরক্ষণ করে রাখতে পারবেন।
অনেক সময় একই সময়ে অনেকগুলো নোটিশ একসাথে প্রকাশিত হয়। তাই আপনার প্রয়োজনীয় নোটিশটি এখানে নাও থাকতে পারে।
বোর্ড প্রকাশিত সকল প্রকাশিত নোটিশ একসাথে দেখতে, নোটিশ বোর্ডের নিচে দিকে ডানে (ছবিতে) লাল বৃত্ত চিহ্নিত সকল লেখা লিংকটির উপর ক্লিক করুন। এখানে দিন ও তারিখের সময়ানুক্রমে সকল নোটিশ একসাথে দেখতে পাবেন।
নোটিশ দেখতে বা ডাউনলোড করতে, নোটিশ শিরোনাম বরাবর ডানে PDF লেখা আইকনে ক্লিক করুন।
কিছু সময়ের মধ্যে নোটিশ ব্রাউজারে লোড হবে। নোটিশ সংরক্ষণ করতে চাইলে এখান থেকে সহজে তা করা যাবে।
Comilla Board of Intermediate and Secondary Education: Category Wise Notice
কুমিল্লা শিক্ষা বোর্ড হতে সম্প্রতি প্রকাশিত নোটিশ সহ বিভাগ ভিত্তিক তথ্য খুঁজে পেতে, বোর্ড হোমপেজে নিচের ছবির মত সেকশন গুলোর দিকে নজর দিন।
কুমিল্লা শিক্ষা বোর্ড এর হোমপেজে উপরোক্ত ছবির মত সেকশন গুলো লক্ষ্য করুন। বোর্ড প্রকাশিত তথ্যগুলো এখানে বিভাগ ভিত্তিক শ্রেণীকরণ করা আছে। যাতে করে খুব সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায়।
প্রদর্শিত ছবিতে কেবলমাত্র ৮টি সেকশন দেখতে পাচ্ছেন। তবে বোর্ড এর হোমপেজে এমন ১৮টি সেকশন আছে। যেখানে শিরোনামের উল্লেখিত বিষয়ের তথ্য ও নোটিশ পাওয়া যাবে।
জেএসসি কর্ণার, এসএসসি কর্ণার ও এইচএসসি কর্ণার লেখা সেকশনে, সংশ্লিষ্ট পাবলিক পরীক্ষার সাম্প্রতিক তথ্য ও ফলাফল পাওয়া যাবে। কাঙ্খিত তথ্য পেতে, লিংক শিরোনামের উপর ক্লিক করতে হবে।
রেজিষ্ট্রেশন কর্ণারে বোর্ড নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, রেজিষ্ট্রেশন এর হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
পরীক্ষা সংক্রান্ত আদেশ সেকশনে সকল পরীক্ষার সম্প্রতি সময়ে প্রকাশিত আদেশ বা নির্দেশাবলী পাওয়া যাবে।
জেএসসি পরীক্ষক, এসএসসি পরীক্ষক ও এইচএসসি পরীক্ষক এই তিনটি সেকশনে, পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নকারী শিক্ষক গণের তালিকা ও সংশ্লিষ্ট তথ্য দেখা যাবে।
বিদ্যালয় কর্ণার ও কলেজ কর্ণার অংশে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নবায়ন, স্বীকৃতি, বিষয়/বিভাগ পরিবর্তন, ভর্তি বাতিল/টিসি ইত্যাদি বিষয়ের তথ্য পরিবেশিত হয়।
বৃত্তি কর্ণার অপশনে, বোর্ড এর অধিন সকল প্রতিষ্ঠান হতে বৃত্তি প্রাপ্তদের তালিকা ও বৃত্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
এছাড়াও, নাম ও বয়স সংশোধন সহ বেশ কয়েকটি সেকশন আছে। এখান থেকেও সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
Comilla Education Board Notice দেখতে কোন প্রকার সমস্যা হলে, মন্তব্য করে আমাদের জানাতে পারেন।
লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে, ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যে শেয়ার করে সবাইকে জানাতে পারেন।
আরো দেখুন:
Shikkhok Batayon: শিক্ষক বাতায়ন কন্টেন্ট ডাউনলোড (teachers.gov.bd)
MMC Apps ব্যবহারে MMC Monitoring System এ ক্লাস প্রেরণ
shikkhok.com: বাংলায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা (শিক্ষক ডট কম)
তথ্যসূত্র:
HSC 2020 কি রেজিষ্টেশন ফি ফেরত দেওয়া হবে।
ফর্ম ফিলাপের সামান্য কিছু টাকা বোর্ড ফেরত দেবে বলেছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড এই টাকা পাঠাবে। পরীক্ষার্থীদের এই টাকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তুলতে হবে।
Nangolkot Begum jamila girls school a SSC ফরম পূরণ এর টাকা 4500 টাকা জন্য ছাত্রী বলা হয়,
বোর্ড নির্ধারিত ফি এর বেশী টাকা আদায় করলে, স্থানীয় প্রশাসন অথবা বোর্ডে লিখিত অভিযোগ করতে পারেন। ধন্যবাদ।
স্যার,২০২৩ এর এসএসসি পরীক্ষার খাতা পুন:নিরীক্ষণ এর জন্য ৫ বিষয়ে আবেদন করি,তাতে যদি মিনিমাম ৪বিষয়ের ফল পরিবর্তন হয়,তাহলে কি জিপিএ ১ বিষয়ের দিবে,না ৪ বিষয়ের দিবে।জানালে উপকৃত হবো।
পুনঃনিরীক্ষণের পর যে রেজাল্ট আসবে সেটা আবার নতুন করে প্রকাশ করবে।
আমার ছেলে যথেষ্ট মেধাবী, সে বাংলায় এ,ইংরেজি এ,বাংলাদেশ ও বিশ্ব এ,রসায়ন এ,জীববিজ্ঞান এ,যাহা মেনে নেওয়া যায়না।এখন আমি এই ৫ বিষয় পুন:নিরীক্ষার জন্য আবেদন করতে চাই। জানালে উপকৃত হবো।
নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণ আবেদন করুন।