Barisal Education Board Recent Notice, বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত সাম্প্রতিক নোটিশ www.barisalboard.gov.bd এর নোটিশ বোর্ড থেকে দেখুন।
এই প্রতিবেদন থেকে আপনি বরিশাল বোর্ডের সকল ধরণের তথ্য ও নোটিশ দেখার নিয়ম নির্দেশনা জানতে পারবেন।
সদ্য খবর: বরিশাল বোর্ড সহ সকল বোর্ডের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ১৫ অক্টোবর তারিখ সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদন পড়ুন।
Barisal Board of Intermediate & Secondary Education Recent Notice
বরিশাল শিক্ষা বোর্ড এর চলমান সকল দাপ্তরিক কার্যক্রম এর সিদ্ধান্তসমূহ, বোর্ডের ওয়েবসাইটে তাৎক্ষণিক প্রকাশ করা হয়। তাই বোর্ডে স্বশরীরে উপস্থিত না হয়েও, বোর্ডের ওয়েবসাইট ব্রাউজ করে সকল নোটিশ ও তথ্য মুহূর্তেই জানা যায়।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইট এর নোটিশ বোর্ড হতে, অনলাইনে খুব সহজে সকল নোটিশ সহ সকল তথ্য দেখা ও ডাউনলোড করা যায়।
দেশে যে কোন প্রাপ্ত থেকে যে কোন সময়ে, বোর্ডের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত নোটিশ সহ প্রয়োজনীয় সকল তথ্য জানা যাবে মিনিটেই।
এই প্রতিবেদনে বোর্ড ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে কীভাবে নোটিশ দেখা ও ডাউনলোড করা যাবে, তা সচিত্র বর্ণনা করা হবে।
Barisal Education Board – বরিশাল শিক্ষা বোর্ড এর সংক্ষিপ্ত পরিচিত
বাংলাদেশের শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসাবে বরিশাল শিক্ষা বোর্ড ১৯৯৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বরিশাল বিভাগের ৬ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের, সকল শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বোর্ডের প্রধান কাজ।
বোর্ডের জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচী প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ সহ বিবিধ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বোর্ডটি। এছাড়াও বোর্ডের অন্তর্গত স্কুল-কলেজের প্রাথমিক অনুমতি, মঞ্জুরি, বিষয় অনুমোদন, অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান করা এর অন্যতম প্রধান কাজ।
বরিশাল শিক্ষা বোর্ড এর দাপ্তরিক অবস্থান: নথুল্লাবাদ, কাশীপুর, বরিশাল-৮২০০।
অধিভুক্ত জেলা: বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি।
ওয়েবসাইট ঠিকানা: www.barisalboard.gov.bd
ইমেইল: barisalboard@gmail.com
ফোন: ০৪৩১-৬৪৪১৭ (বোর্ড সচিব)
ফ্যাক্স: ২১৭৬০৫৭
Barisal Education Board Recent Notice: বরিশাল শিক্ষা বোর্ড নোটিশ দেখার নিয়ম
বোর্ডের প্রকাশিত নোটিশ সহজে ও দ্রুত সময়ের মধ্যে দেখতে, বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটের ঠিকানা: www.barisalboard.gov.bd
ব্রাউজারের অ্যাড্রেসবারে ঠিকানাটি লিখে বোর্ডের হোমপেজে যান।
এবার ভালোভাবে মনোযোগ সহকারে হোমপেজের বিভিন্ন সেকশন লক্ষ্য করুন। সাধারণত বোর্ড ওয়েবসাইটের নোটিশবোর্ডে সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখা যায়।
তাই নিচের ছবির মত Notics & Circulars লেখা সেকশন খুঁজে বের করুন। এখানে বোর্ডের সকল কার্যক্রমের বিভাগভিত্তিক নোটিশ প্রকাশিত হয়।
বোর্ডের সম্প্রতি প্রকাশিত সকল নোটিশ এখানে পাওয়া যাবে। প্রথমেই Notics & Circulars সেকশনে বোর্ডের সদ্য প্রকাশ হওয়া কতকগুলো নোটিশ দেখা যাবে। এখানে ৪টির মত নোটিশ দেখা যাবে।
অনেক সময় একসাথে অনেক বেশী নোটিশ প্রকাশের কারণে, আপনার কাঙ্খিত নোটিশ এখানে নাও থাকতে পারে। তাই নিচে View More লেখা লিংকে ক্লিক করলে, Barisal Board All Notice Circulars Corner Notice লেখা পাতাটি দেখতে পাবেন।
এখানে নোটিশের ক্রমিক নম্বর, প্রকাশের তারিখ, নোটিশ শিরোনাম সহকারে সকল নোটিশ দেখা যাবে।
এবার কোন একটি নোটিশ দেখতে চাইলে নোটিশ শিরোনাম এর লিংকে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশটি ব্রাউজারে লোড হবে।
যদি ভবিষ্যৎ প্রয়োজনে সংরক্ষণ করতে চান, তাহলে নোটিশ শিরোনামের ডানে Click to download লিংকে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কম্পিউটার/মোবাইলে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে।
Barisal Education Board Category Wise Notice: বোর্ডের বিভাগ ভিত্তিক নোটিশ দেখার নিয়ম
বোর্ডের সকল কার্যক্রমের নোটিশ আরো সহজে খুঁজে পেতে, Notics & Circulars লেখা সেকশনের নিচে সেকশন গুলোর দিকে নজর দিন।
যেমন- Administrative Order, School Order, College Order, JSC Corner, SSC Corner, HSC Corner ইত্যাদি।
এখানে সংশ্লিষ্ট বিষয়ের নোটিশ প্রকাশিত হয়। এখানেও ৪টির মত সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখা যাবে।
যদি আরো পুরানো নোটিশ খুঁজে পেতে চান তাহলে নিচের View More লেখা লিংকে ক্লিক করুন। পরবর্তী পাতায় সকল নোটিশ একসাথে দেখা যাবে।
এছাড়াও, বোর্ড ওয়েবসাইটে ডান সাইডবারে (ডেক্সটপ ব্রাইজার হলে) Latest News লেখা সেকশনে বোর্ড এর সাম্প্রতিক সংবাদ ও তথ্য দেখা যাবে।
এখানে একটির পর একটি সংবাদ এর লিংক নিচ থেকে উপরের দিকে ক্রল করছে। এখানে আপনার কাঙ্খিত সংবাদ ও তথ্যের লিংক দেখামাত্র ক্লিক করুন।
বিঃ দ্রঃ– বোর্ড এর সকল নোটিশ পিডিএফ (PDF) ফরম্যাটে প্রকাশিত হয়। তাই নোটিশ দেখতে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার/অ্যাপস এর প্রয়োজন হবে।
এ সফটওয়ার গুলো অনলাইনে বিনামূল্যে পাওয়া যায়। তাই নোটিশ দেখার আগে এগুলো ডাউনলোড করে, মোবাইল/কম্পিউটারে ইনস্টল করে নিন।
Barisal Education Board Recent Notice দেখতে ও ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের জানান।
লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন। কোন প্রশ্ন, মতামত, পরামর্শ থাকলে আমাদের লিখে জানান।
আরো জানুন:
JSC Result with Number Sheet: জেএসসি রেজাল্ট মার্কসীটসহ দেখুন All Board
BD Education Board Address: শিক্ষা বোর্ড ওয়েবসাইট, ইমেইল, ফোন নম্বর
তথ্যসূত্র:
আমার ২০১৫ সালের এসএসসি পরীক্ষার সার্টিফিকেট পাওয়া যাচ্ছেনা। আমার পরিক্ষা শিক্ষা বর্ষ ২০১৩-১৪ পরিক্ষার
রোল.-১৩১৪১
রেজিষ্ট্রেশন. -১২১৫৩৭৫৬১০
আপনার সার্টিফিকেট কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা না পেলে ডুপ্লিকেট সার্টিফিকেট তোলার ব্যবস্থা আছে। সবার আগে প্রতিষ্ঠান অথবা বোর্ডে খোঁজ করুন। ধন্যবাদ।
আমার জেএসসি এসএসসি এইচএসসি সার্টিফিকেট সংশোধন করব। এবং সাথে সকল কাগজপত্র সংশোধন করবো আমাকে কি করতে হবে।
কিছুই বুঝতেছি।
দয়া করে আমাকে সাহায্য করুন।
আপনি আপনার প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করুন। তিনি এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন।
বরিশাল জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি এসএসসি ফরম ফিলআপ ২০২১ এ সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় করে তাহলে আমি একজন ভুক্তভোগী শিক্ষার্থী হিসেবে কিভাবে এবং কোথায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারব?
স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিন। পারলে সংশ্লিষ্ট বোর্ডে প্রমাণ সহ জানান। ধন্যবাদ।
আমার বোন এসএসসি পরীক্ষার্থী তাদের ফরম পুরোন এ ২৬০০ টাকা ধার্জ করেছে।
বোর্ড নির্ধারিত ফি এর চেয়ে বেশী অর্থ নিলে স্থানীয় প্রশাসন অথবা সংশ্লিষ্ট বোর্ডে অভিযোগ দিন। ধন্যবাদ।
আমার ছেলের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ডের একটু সংশোধনী আছে।কি ভাব করা যায়?
শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে পরামর্শ নিন।
I apply for tc into barisal but not reply yet…so what can I do please tell me sir
বরিশাল বোর্ডে যোগাযোগ করুন। ধন্যবাদ।
আমি রেজিস্টেশন কার্ভ দেখতে চাচ্ছি, কিন্তু পারছি না, ওয়েবসাইটে দেয়া আছে সেশন….চার ডিজিটের, কিন্তু আমার সার্টিফিকেট দেয়া আছে, এমন- 2000-2001। চার ডিজিটের বেশি নেয় না, আশা করি প্রশ্নটি বুঝতে পারছেন, ধন্যবাদ।
বিষয়টি নিয়ে বোর্ড ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে ফোন করে জানার চেষ্টা করুন। ধন্যবাদ।
আপনাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের নাম সংশোধনের সাইট নেই কেন?
আপনি বরিশাল বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে খোঁজ করুন। বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের নাম সংশোধনের অপশন থাকতে পারে। ধন্যবাদ।
আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কিন্তু এক সাবজেক্টে ফেল করেছি এবার পরের বছর কিভাবে পরিক্ষা দিবো,,,,ওই এক সাবজেক্ট দিবো নাকি সবগুলো দিতে হবে আর যদি এক সাবজেক্ট দিতে হয় তাহলে কিভাবে দিবো,,,,প্লিজ স্যার একটু বলুন
I have lost my marksheets of SSC Exam-1989 and HSC Exam-1991. Which education board Barisal or Jashore will provide me with Duplicate SSC & HSC Marksheets?
আপনি যেসব বোর্ড থেকে এসএসসি-এইচএসসি পাশ করেছেন, সেখানে ডুপ্লিকেট সনদের জন্য আবেদন করতে হবে। এবিষয়ে বোর্ডে যোগাযোগ করুন। ধন্যবাদ।
এখন কি এসএসসি ভোকেশনাল এর ফরম ফিলাপ করা জাবে।নিদিষ্ট সময়ের পরে
ফরম পূরণের সময় শেষ হলে আর করতে পারবেন না। তবে বোর্ডে যোগাযোগ করে কথা বলতে পারেন।
আসসালামু আলাইকুম স্যার আমি বরিশাল সরকারি কলেজে পরি ২০২২ সন শ্রেণী ১ম বর্ষ ব্যবসায় শিক্ষা। এখন আমি গ্রুপ পরিবর্তন করতে চাই। এখন মানবিক শাখায় আসতে চাই। এর জন্য আমার কী করনীয় যদি আপনারা একটু বলতেন। গ্রুপ পরিবর্তন এর নোটিশ কলেজে কবে দিবে বা আমি কীভাবে করবো আপনারা একটু বলে দিতেন তাইলে আমার একটু ভালো হতো স্যার।
আপনি আপনার কলেজের অফিসে যোগাযোগ করুন। তারা এ বিষয়ে আপনার সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবেন।
Assalamualikum৷ sir আমি আমার Jsc Ssc সার্টিফিকেট এ আমার বাবার নাম সংশোধন করতে চাই কিভাবে কি করবো একটু জানাবেন
প্রথমত আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করুন। তারপর পরামর্শ মত বোর্ডে নাম সংশোধনের আবেদন করুন।
College transfer এর notice কবে দিবে?
বোর্ডের ওয়েবসাইটে কিংবা আপনার প্রতিষ্ঠানের অফিসে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন।