ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ সরাসরি দেখতে ও ডাউনলোড করতে, dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটের Notice Board-এ চোখ রাখুন।
এই প্রতিবেদনে ঢাকা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ কিভাবে দেখা যাবে, তার সচিত্র নিয়ম বর্ণনা করা হয়েছে।
সদ্য সংবাদ: ২০২৪ সালের ঢাকা বোর্ড সহ সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ১৫ অক্টোবর তারিখ সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদন পড়ুন।
ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪: Dhaka Board HSC Result 2024
মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ ডাউনলোড করুন
Dhaka Education Board Notice: ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ দেখার নিয়ম
সূচীপত্র...
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ পাতা হতে, নোটিশ দেখতে ও ডাউনলোড করতে হলে যা জানতে হবে-
- Dhaka Education Board এর Notice কোথায় ও কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়;
- ঢাকা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট এর ঠিকানা;
- ঢাকা শিক্ষা বোর্ড এর Notice Board এ নোটিশ সমূহ কখন প্রকাশিত হয়;
- Education Board Dhaka কর্তৃক প্রকাশিত সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখার নিয়ম;
- প্রয়োজনীয় নোটিশ সংরক্ষণের জন্য ডাউনলোড করার প্রয়োজন হলে, নোটিশ ডাউনলোড করার নিয়ম।
এবার আসুন, প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়ে, বোর্ডের নোটিশ দেখা ও ডাউনলোড করার প্রক্রিয়া জানার চেষ্টা করি। আশা করি পুরো লেখাটি পড়ে, তারপর নিজে নিজে বোর্ডের নোটিশ দেখা ও ডাউনলোড করার চেষ্টা করবেন।
এক নজরে Dhaka Education Board
বাংলাদেশের শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসাবে ঢাকা শিক্ষা বোর্ড ১৯২১ খৃষ্টাব্দে ঢাকা জেলায় প্রতিষ্ঠিত হয়।
বোর্ড এর নাম ইংরেজীতে: Board of Intermediate and Secondary Education, Dhaka.
বাংলায়: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বোর্ডটি ঢাকা বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি, মঞ্জুরী, অ্যাকাডেমিক স্বীকৃতি, বিভিন্ন শ্রেণীর শিক্ষা কার্যক্রমের পাঠ্যসূচী প্রণয়ন, পাবলিক পরীক্ষার সমুহ পরিচালনা সহ বিবিধ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।
- বোর্ডটির দাপ্তরিক অবস্থান: ১৩, ১৪ জয়নাগ রোড, বখশীবাজার, ঢাকা-১২১১।
- ইমেইল : infobisedhaka@gmail.com
Dhaka Education Board এর Notice দেখার ঠিকানা
অনলাইনে বোর্ডের সকল নোটিশ দেখতে ও ডাউনলোড করতে হলে, বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে যেতে হবে। বোর্ডের হোমপেজ ব্রাউজ করলে সকল বিষয়ের হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা : https://dhakaeducationboard.gov.bd/site/
ইন্টারনেট যুক্ত মোবাইল কম্পিউটার ব্যবহার করে খুব সহজে, বোর্ডের দৈনন্দিন কার্যক্রমের ভিত্তিতে প্রকাশিত নোটিশ, অফিস আদেশ, বিজ্ঞপ্তি সহ প্রয়োজনীয় সকল তথ্য দেখা যায়।
Notice Board এ নোটিশ সমূহ কখন বা কোন সময়ে প্রকাশিত হয়?
সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিটি কার্যদিবসের সময়সূচী অনুযায়ী, দাপ্তরিক বিষয়সমূহ সকলকে জানানো উদ্দেশ্যে, বোর্ড কর্তৃপক্ষ নোটিশ আকারে প্রকাশ করে।
তাই নতুন কোন দাপ্তরিক আদেশ বা নোটিশ দেখতে, অফিস চলাকালীন সময়ে বোর্ড এর ওয়েবসাইটের হোমপেজে চোখ রাখুন। তবে বিগত দিনের প্রকাশিত নোটিশ, যে কোন সময় দেখা ও ডাউনলোড করা যায়।
Dhaka Education Board এর Latest Notice দেখার নিয়ম
এবার আসি মূল আলোচনায়। মোবাইল অথবা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করুন। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স হলে ভালো হয়। অন্য যে কোন ব্রাউজার হলেও চলবে।
ব্রাউজারের অ্যাড্রেসবারে বোর্ডের হোমপেজের ঠিকানা https://dhakaeducationboard.gov.bd/site/ লিখে হোমপেজে যান।
লিখতে অসুবিধা হলে ঠিকানাটি কপি করে পেস্ট করুন। কিছু সময়ের মধ্যে বোর্ডের হোমপেজে পৌঁছে যাবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা লেখা হোমপেজে পৌঁছেছেন নিশ্চয়। এবার সবকিছু ভালোভাবে লক্ষ্য করুন। নিচের ছবির মত অপশনগুলো দেখুন।
ছবিতে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। তবে বোর্ডের হোমপেজে এমন দশটি ক্যাটাগরি ভিত্তিক নোটিশ অপশন দেখতে পাবেন।
এবার জেনে নেওয়া যাক, কোন ক্যাটাগরিতে কোন ধরণের নোটিশ দেখতে পাওয়া যায়।
Latest Notice: এখানে সকল বিষয়ের সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখা যায়। নিচ থেকে উপরের দিকে ক্রল কৃত নোটিশের মধ্যে, আপনার প্রয়োজনীয় নোটিশ পেয়ে যেতে পারেন। তাই মনোযোগ সহকারে সকল নোটিশ দেখুন।
এরপর তিনটি পাবলিক পরীক্ষা সংক্রান্ত কর্ণার আছে। JSC Corner, SSC Corner ও HSC Corner। এখানে উক্ত পরীক্ষা সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত তিনটি নোটিশ দেখা যাবে।
Name and Age Correction নোটিশ ক্যাটাগরিতে, নাম ও বয়স সংশোধন সংক্রান্ত সাম্প্রতিক নোটিশ দেখা যায়।
Administrative Order অপশনে, বোর্ডের বিভিন্ন প্রশাসনিক আদেশ এর সাম্প্রতিক নোটিশ দেখতে পাওয়া যাবে।
Purchase Order, কোটেশন, ক্রয় সংক্রান্ত তথ্য এই ক্যাটাগরিতে প্রকাশিত হয়।
School Order নোটিশ ক্যাটাগরিতে, বোর্ডের অধিভূক্ত স্কুল সমূহের বিভিন্ন নির্দেশনা সংক্রান্ত নোটিশ দেখা যাবে।
College Order সংক্রান্ত নোটিশ অপশনে, অধিভূক্ত কলেজসমূহের জন্য প্রযোজ্য প্রশাসনিক আদেশ দেখতে পাওয়া যাবে।
Download: এখানে বোর্ডের বিভিন্ন ম্যানুয়াল, বিজ্ঞপ্তি, ফরম ডাউনলোড করা যায়।
উপরোক্ত অপশন গুলোতে কেবলমাত্র তিনটি সম্প্রতি প্রকাশিক নোটিশ বা আদেশ দেখতে পাওয়া যাবে। এখানে প্রয়োজনীয় নোটিশ দেখতে পেলে, নোটিশটির লিংকে ক্লিক করুন।
ব্রাউজারের নতুন ট্যাবে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশটি দেখতে পাবেন।
যদি এখানে প্রয়োজনীয় তথ্য খুঁজে না পান, তাহলে উক্ত ক্যাটাগরির ঠিক নিচে Show More লেখা লিংকে ক্লিক করুন।
এখানে প্রকাশের দিন ও সময়ের ক্রমানুসারে দশটি নোটিশের তালিকা দেখতে পাবেন।
এখানেও কাঙ্খিত নোটিশ না পেলে, নিচে পাতার নেভিগেশনের Next বাটনে ক্লিক করে, পরবর্তী নোটিশ সমূহের তালিকা দেখতে পাবেন।
Dhaka Education Board Notice Download করার নিয়ম
বোর্ডের হোমপেজে নোটিশ ক্যাটাগরিতে প্রকাশিত নোটিশের লিংকে ক্লিক করে, নোটিশ দেখার পাশাপাশি ডাউনলোড করা যায়।
পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশের উপরে দিকে, প্রিন্টার চিহ্নিত Print বাটনের ডান পাশের Download বাটনে ক্লিক করলে, তা মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।
তবে নোটিশ ক্যাটাগরির Show More বাটনে ক্লিক করার পর, নোটিশ সমূহের যে তালিকা আসবে, তার ডানদিকে Download লেখা লিংকটির উপর ক্লিক করে, তা দেখা ও ডাউনলোড করা যাবে।
নিচের ছবির মত নোটিশ তালিকাটি লক্ষ্য করুন।
এখানে প্রতিটি প্রকাশিত নোটিশের শিরোনামের ডানদিকে প্রকাশের দিন-তারিখ ও Download এর লিংক দেওয়া আছে। Download ক্লিক করে প্রথমত দেখা ও প্রয়োজনে ডাউনলোড করা যাবে।
নোটিশ ডাউনলোড করতে Download লেখা লিংকটিতে ক্লিক করুন। ব্রাউজারে নোটিশটি লোড হলে, উপরে প্রিন্ট বাটনে ডান পাশে নিচের দিকে তীর চিহ্নিত ডাউনলোড আইকনে ক্লিক করুন।
কিছু সময়ের মধ্যে আপনার মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে উক্ত নোটিশ সংরক্ষিত হবে।
Dhaka Education Board প্রকাশিত নোটিশ সমূহ দেখতে ও ডাউনলোড করতে অসুবিধা হলে লিখে আমাদের জানান।
লেখাটি অন্য কারো জন্য প্রয়োজন মনে করলে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল দেখতে, নিচের লেখাগুলো সহায়ক হতে পারে-
JSC Result with Number Sheet: জেএসসি রেজাল্ট মার্কসীটসহ দেখুন
পুরনো রেজাল্ট
পুরানো রেজাল্ট বলতে আপনি হয়তো পুরানো রেজাল্ট দেখার কথা বলেছেন। যদি বিগত দিনের বোর্ড রেজাল্ট দেখতে চান তাহলে সংযুক্ত লিংক থেকে তা জানতে পারবেন: http://www.educationboardresults.gov.bd
আমরা যারা ভর্তি হতে পারিনি তাদের জন্য ঢাকা বোর্ড এ ম্যানুয়াল নোটিশ কবে দেওয়া হবে??
অন্যান্য বোর্ডের নোটিশ দেওয়া হচ্ছে। আশা করা যায় ঢাকা শিক্ষা বোর্ডও এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। ধন্যবাদ।
আমি ষোল সালে এইচ এস সি ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী ছিলাম। এখন আমার সনদপত্র কলেজে আসে নি। কলেজ থেকে বলল যে বোর্ড থেকে তুলতে হবে।এখন কিভাবে কার কাছে যাব কিছুই বুঝতে ছি না।আমাকে একটু সাহায্য করুন
জরুরী হলে আপনার বোর্ডে গিয়ে যোগাযোগ করা ভাল। আর জরুরী না হলে কিছুদিন অপেক্ষা করে দেখতে পারেন।
আর যে প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করেছেন, সে প্রতিষ্ঠানের অফিস সহকারীকে বলে দেখতে পারেন। তিনি প্রতিনিয়ত বোর্ডে যাতায়াত করেন। ধন্যবাদ।
স্যার, আমার একটা সন্দেহ আশা করি উত্তর দিবেন,,,,, বর্তমান তো ইন্টারনেটের যুগ, ধরুন আমার Ssc বোর্ড, রোল নাম্বার, রেজিষ্টেশন নাম্বার, সেশন সবকিছু একজন অসাধু এক্সপার্ট হ্যাকার জানে তো সে কি আমার রেজাল্ট প্রককাশ হবারপরে কোন ভাবে নেটে বোর্ডে থাকা মূল রেজাল্ট নষ্ট করতে পারবে????
আপনার ধারণা সঠিক নয়। বোর্ড রেজাল্ট ডেটাবেজে ঢুকে রেজাল্ট নষ্ট করার সুযোগ নেই। কারণ খুব সম্ভবত একাধিক জায়গায় রেজাল্ট সংরক্ষণ করা হয়ে থাকে। ধন্যবাদ।
Hsc short syllabus এর , কোন নির্দিষ্ট অধ্যায়ের যে সমস্ত বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে , আমরা কি শুধু সেই সমস্ত বিষয়বস্তুর ওপর গুরুত্ব দেব , না পুরো অধ্যায় করব ।
সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করে দেখুন। সেখানে প্রতিটি অধ্যায়ের বিষয়গুলো নির্ধারণ করা আছে। এসএএসসি অথবা এইচএসসি সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
Sir amr name Nelima Adrita Neha Zaara, bt ato name likhte problem how, ami majkhane Neha ta Kate die chai ,at ki possible
এসএসসি সনদের নাম জন্ম নিবন্ধন ও পূর্বের সনদের সাথে মিল রেখে করা হয়। এখন নাম পরিবর্তন করতে গেলে অনেক সমস্যা হবে। যেমন-পূর্বের সনদ ও জন্ম নিবন্ধনের সাথে অমিল হবে। তাই এটা পরিবর্তন না করায় সুবিধাজনক। ধন্যবাদ।
আমার এসএসসি ও এইচ এসসি মূল সনদ হারানো গিয়েছে। অমি থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। এমতাবস্থায় আমি আবেদন ফরম ও প্রক্রিয়া কি ভাবে পেতে পারি ,অনুগ্রহ করে জানালে উপকৃত হব্
সনদ হারিয়ে গেলে কিছু প্রক্রিয়া অবলম্বন করে তা আবারো পাওয়া যাবে। আপনি ইতোমধ্যে কিছু প্রক্রিয়া অবলম্বন করেছেন। এরপর বোর্ডে সনদ চেয়ে আবেদন করতে হবে। আপনি এ বিষয়ে আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে সঠিক পরামর্শ ও নির্দেশনা দিতে পারবেন। ধন্যবাদ।
2021 সালের SSC দের কী বেতন পরিশোধ করে তারপর ফরমপূরন করতে হবে?
টিউশন ফি ছাড়া ান্য কোন অর্থ আদায় করতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠান- এমনই আদেশ দেওয়া হয়েছিলো মন্ত্রণালয় এক আদেশে। এখান থেকে নির্দেশনাটি পড়ুন।
এস এস সি ২০২১ বিভাগ উন্নয়ন করা শিক্ষার্থীদের কোন সিলেবাসে পরীক্ষা হবে???
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বোর্ডে যোগাযোগ করুন। এছাড়া যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই প্রকাশিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সমুহ সম্ভাবনা আছে। নিশ্চিত তথ্য পেতে বোর্ডে যোগাযোগ করুন।
২০২৩ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষক আবেদন কবে শুরু হবে?
সংশ্লিষ্ট বোর্ড ওয়েবসাইটের নোটিশ বোর্ডে নজর রাখুন।
২০১২ সালে পাশ করেছি
এখন জন্ম তারিখ পরিবর্তন করা যাবে কিনা
যদি করা যায় তাহলে কি করতে হবে
বোর্ডে যোগাযোগ করুন। ধন্যবাদ।
Amar bacchar class’s 3 te pore but upobittir taka 1.5year theke paina ki Korte pari
board khata dhekher rules ki
আসলে আপনি যেসব পত্রের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন, সে খাতাগুলে আবারো দেখা হবে। কোথাও ভুল হয়েছে কীনা তা দেখা হবে।
আমি ১৯৯০ এ এস.এস.সি, ১৯৯২ এ এইচ. এস.সি এবং ১৯৯৪ এ বি.এ. পরীক্ষা দিয়েছি, আমি পুনরায় এই পরীক্ষা গুলো র মার্ক শীট উঠাতে চাই, এইজন্য আমাকে কি করতে হবে জানালে উপকৃত হবো
যদি ডকুমেন্টস গুলো হারিয়ে যায় তাহলে থানায় জিডি করে বোর্ড ও বিশ্ববিদ্যলয় থেকে ডুপ্লিকেট সনদ তুলতে পারবেন। সংশ্লিষ্ট বোর্ড ও বিশ্ববিদ্যলয়ে যোগাযোগ করুন।
My daughter’s Class Nine Registration done but i need correction Father’s name as MD to Mohammad, Please advice me what can i do properly.
আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে বোর্ডে নাম সংশোধনের জন্য আবেদন করতে হবে। এবিষয়ে সঠিক পরামর্শ পেতে আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
আমি বেশ কয়েকটি ফোনে লক্ষ্য করছি যে, প্রিয় স্টুডেন্ট তোমাদের উপ বৃত্তি 5600 টাকা দেয়া হবে যোগাযোগ করতে একটি নম্বর দেয়া হয়েছে এটা কি সত্যি না ভূয়া? এই বিষয় টা একটু ক্লিয়ার করবেন Educator Desks এর কাছে বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
উপবৃত্তির বিষয়ে ফোনে প্রতারকরা যোগাযোগ করছে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে।
আমি 2022 সালের এর পরিক্ষাথী আমি কিছু সময়ে জন্য পরিক্ষা ফরম ফিলাফ করতে পারি নাই দয়া করে যদি আমারে ফরম ফিলাফ এর সুযোগ দিতো তবে ভালো হতো শিক্ষা বোর্ড এর কাছে এটাই আমার প্রোতাশা কামনা করি দয়া করে দেখ বেন,,
এসএসসির ফরমপূরণের বর্ধিত সময় ১৬ মে তারিখে শেষ হয়েছে। এরপরে আর বাড়ানো হবে বলে মনে হয় না।
amader college e 4100 tk hsc registration fee chaitase…. College er beton badee….tahole ki kortee pari
আপনি স্থানীয় প্রশাসনে অভিযোগ করতে পারেন।
আমার সন্তানকে একাদশ শ্রেণী তে ময়মনসিংহ বোর্ড থেকে ঢাকা বোর্ডে স্হানান্তর করার বর্তমান কলেজ ও যে কলেজে যাবে উভয় কলেজের অধ্যক্ষের অনুৃমতি নিয়ে কলেজে ভর্তি ইচ্ছুক ভর্তি হয়েছে। এখন আমাদের ঢাকা বোর্ডর কি ধরণের কাজ করতে হবে।এ বিষয়ে আপনার মতামত চাই।
আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে কলেজের অফিস সহকারী সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।
সার্টিফিকেট এর পদবী সংশোধনের জন্য এফিডেভিট এবং পত্রিকা প্রকাশ করতে হয় কি??
খুব সম্ভবত না। বোর্ডে অনলাইনে নাম সংশোধনের আবেদন করতে হয়।
ঢাকা বোর্ডের অনলাইনে, নামের পদবী সংশোধনের জন্য আবেদন করা হয়ে গেছে।
কিন্তু পরবর্তী পর্যায়ে কার্যক্রমের জন্য এফিডেভিট এবং পত্রিকা প্রকাশ করতে হবে কিনা ?
এবং ঢাকা বোর্ড থেকে যখন ডাকা হবে তখন কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে।
2021 Saler Mull certificate Kobe dibo abong ta utaite ke ke lagbo
আমার এ বছর HSC Exam দেওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থার জন্য Exam দিতে পারবনা।পরের বছর কি আমি Dhaka to Rajshahi TC নিতে পারবো
আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আমি ২০২২ সাল এর এস এস সি পরিক্ষার্থী আমার মনে হচ্ছে আমি কিছু বিষয়ে পরিক্ষায় রোল ভুল দিয়েছি কিন্তু রেজিষ্টেশন ঠিক দিয়েছি এখন আমার করনীয় কি? আমি কি এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় কোন আবেদন বা কোন যোগাযোগ করব নাকি রেজিষ্ট্রেশন নাাম্বার ঠিক থকার কারনে রেজাল্ট আসবে
2022 সালে কি প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত হবে?
অনুষ্ঠিত হবে না।
আমি ২০২২ সাল এর এস এস সি পরিক্ষার্থী আমার মনে হচ্ছে আমি কিছু বিষয়ে পরিক্ষায় রোল ভুল দিয়েছি কিন্তু রেজিষ্টেশন ঠিক দিয়েছি এখন আমার করনীয় কি? আমি কি এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় কোন আবেদন করব নাকি রেজিষ্ট্রেশন নাাম্বার ঠিক থকার কারনে রেজাল্ট আসবে
আমার jsc/ssc/hscপরীক্ষার রেজিষ্ট্রেশন এবং সার্টিফিকেটে আমার নাম আর মায়ের নাম আর বয়স ভুল আছে।
আমার জন্মনিবন্ধন ঠিক আছে।
জন্মনিবন্ধনের সাথে সার্টিফিকেট মিলে না।এখন জন্মনিবন্ধনের সাথে মিলাতে চাচ্ছি।
এটা কি করা যাবে।
সংশ্লিষ্ট বোর্ডে নাম সংশোধনের জন্য আবেদন করতে হবে।
একটা বিষয় জানতে চাচ্ছি, এবার এইচএসসি ২০২২ এর ফলাফল দুই পত্র মিলে পাস নাকি আলাদা ভাবে!
মানে দুই পত্রের cq+cq এবং mcq+mcq এভাবে !
আমরা জানি যে mcq তে ৫ পেলে পাস সুতরাং দুইপত্র মিলে ১০ পেলেই হবে নাকি আলাদা ভাবে ৫ করে পেতে হবে …
কেউ যদি mcq তে ১ম পত্রে ৪ পেলো এবং ২য় পত্রে ৬ পেলো তাহলে কি হবে !
বোর্ড কখনো এসব বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেনা। তবে আমাদের জানা মতে দুই পত্র মিলে পাস হয়।
_গত ২৮ নবেম্বর ২০২২ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট এসেছে,,
_কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে,পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও ১ বিষয়ের রেজাল্ট আসে নি।অতঃপর ৩০ নবেম্বর বোর্ড চ্যালেন্জ করেছি। মনে হচ্ছে যে,রেজিষ্ট্রেশন / বিষয় কোড যে-কোনো একটায় ভুল করেছি… এখন আমার কি বোর্ডে গিয়ে সরাসরি কথা বলা উচিত.. এটা ক্লিয়ার করার জন্য educator desks এর কাছে অনুরোধ রইল।
যদি আপনি সিওর হন যে আপনার বিষয় কোড ভুল হয়েছে তাহলে যোগাযোগ করতে পারেন।
JSC 2022 er registration card ekhono board deynai. Kono update news ache ki j kobe dibe ba class 9 2023 er registration korte class 8 er registration lagbe kina? Please janaben
I have a queries about my son who failed in SSC 2023 exam from Dhaka board in four subjects, so can he re registrate himself in those four subject for sitting next years SSC exam? please answer
চতুর্থ বিষয় বাদে ৪ বিষয়ে অকৃতকার্য থাকলে রেজিঃ মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দেওয়া যাবে। ২০২৩ সালের ফরম ফিলাপ নোটিশে এমন শর্ত ছিলো।
jsc ar regestration koba soro hoba?