Dhaka Education Board Notice: ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ দেখুন
Dhaka Education Board Notice: ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ সরাসরি দেখতে ও ডাউনলোড করতে, dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটের Notice Board-এ চোখ রাখুন।
Dhaka Education Board Notice: ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ দেখার নির্দেশনা
ঢাকা শিক্ষা বোর্ড এর নোটিশ পাতা হতে, নোটিশ দেখতে ও ডাউনলোড করতে হলে যা জানতে হবে-
- Dhaka Education Board এর Notice কোথায় ও কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়?
- ঢাকা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট এর ঠিকানা কী?
- ঢাকা শিক্ষা বোর্ড এর Notice Board এ নোটিশ সমূহ কখন প্রকাশিত হয়?
- Education Board Dhaka কর্তৃক প্রকাশিত সম্প্রতি প্রকাশিত নোটিশ কীভাবে দেখা যাবে?
- প্রয়োজনীয় নোটিশ সংরক্ষণের জন্য ডাউনলোড করার প্রয়োজন হলে, কোন প্রক্রিয়ার মাধ্যমে ডাউনলোড করা যাবে?
এবার আসুন, প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়ে, বোর্ডের নোটিশ দেখা ও ডাউনলোড করার প্রক্রিয়া জানার চেষ্টা করি।
আশা করি পুরো লেখাটি পড়ে, তারপর নিজে নিজে বোর্ডের নোটিশ দেখা ও ডাউনলোড করার চেষ্টা করবেন।
ঢাকা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখুন
বিশেষ ঘোষণা: ঢাকা শিক্ষা বোর্ড এর ২০২১ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ১৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হচ্ছে। সবার আগে ঢাকা বোর্ডের এইচএসসির রেজাল্ট দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২১: Dhaka Board HSC Result 2021
HSC Result 2021: এইচএসসি রেজাল্ট ২০২১ মার্কশিট (নাম্বার) সহ দেখুন
ঢাকা বোর্ড সহ সকল বোর্ডের এসএসসি-এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত পাঠ্যসূচী সংগ্রহ করতে নিচের লিংকে ক্লিক করুন।
এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২: SSC-HSC Syllabus 2022
এক নজরে Dhaka Education Board
বাংলাদেশের শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসাবে ঢাকা শিক্ষা বোর্ড ১৯২১ খৃষ্টাব্দে ঢাকা জেলায় প্রতিষ্ঠিত হয়।
বোর্ড এর নাম ইংরেজীতে: Board of Intermediate and Secondary Education, Dhaka.
বাংলায়: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বোর্ডটি ঢাকা বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি, মঞ্জুরী, অ্যাকাডেমিক স্বীকৃতি, বিভিন্ন শ্রেণীর শিক্ষা কার্যক্রমের পাঠ্যসূচী প্রণয়ন, পাবলিক পরীক্ষার সমুহ পরিচালনা সহ বিবিধ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।
- বোর্ডটির দাপ্তরিক অবস্থান: ১৩, ১৪ জয়নাগ রোড, বখশীবাজার, ঢাকা-১২১১।
- ইমেইল : [email protected]
Dhaka Education Board এর Notice কোথায় পাওয়া যাবে?
অনলাইনে বোর্ডের সকল নোটিশ দেখতে ও ডাউনলোড করতে হলে, বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে যেতে হবে। বোর্ডের হোমপেজ ব্রাউজ করলে সকল বিষয়ের হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা : https://dhakaeducationboard.gov.bd
ইন্টারনেট যুক্ত মোবাইল কম্পিউটার ব্যবহার করে খুব সহজে, বোর্ডের দৈনন্দিন কার্যক্রমের ভিত্তিতে প্রকাশিত নোটিশ, অফিস আদেশ, বিজ্ঞপ্তি সহ প্রয়োজনীয় সকল তথ্য দেখা যায়।
Notice Board এ নোটিশ সমূহ কখন বা কোন সময়ে প্রকাশিত হয়?
সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিটি কার্যদিবসের সময়সূচী অনুযায়ী, দাপ্তরিক বিষয়সমূহ সকলকে জানানো উদ্দেশ্যে, বোর্ড কর্তৃপক্ষ নোটিশ আকারে প্রকাশ করে।
তাই নতুন কোন দাপ্তরিক আদেশ বা নোটিশ দেখতে, অফিস চলাকালীন সময়ে বোর্ড এর ওয়েবসাইটের হোমপেজে চোখ রাখুন। তবে বিগত দিনের প্রকাশিত নোটিশ, যে কোন সময় দেখা ও ডাউনলোড করা যায়।
Dhaka Education Board এর Latest Notice কীভাবে দেখা যাবে?
এবার আসি মূল আলোচনায়। মোবাইল অথবা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করুন। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স হলে ভালো হয়। অন্য যে কোন ব্রাউজার হলেও চলবে।
ব্রাউজারের অ্যাড্রেসবারে বোর্ডের হোমপেজের ঠিকানা https://dhakaeducationboard.gov.bd লিখে হোমপেজে যান।
লিখতে অসুবিধা হলে ঠিকানাটি কপি করে পেস্ট করুন। কিছু সময়ের মধ্যে বোর্ডের হোমপেজে পৌঁছে যাবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা লেখা হোমপেজে পৌঁছেছেন নিশ্চয়। এবার সবকিছু ভালোভাবে লক্ষ্য করুন। নিচের ছবির মত অপশনগুলো দেখুন।
ছবিতে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। তবে বোর্ডের হোমপেজে এমন দশটি ক্যাটাগরি ভিত্তিক নোটিশ অপশন দেখতে পাবেন।
এবার জেনে নেওয়া যাক, কোন ক্যাটাগরিতে কোন ধরণের নোটিশ দেখতে পাওয়া যায়।
Latest Notice: এখানে সকল বিষয়ের সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখা যায়। নিচ থেকে উপরের দিকে ক্রল কৃত নোটিশের মধ্যে, আপনার প্রয়োজনীয় নোটিশ পেয়ে যেতে পারেন। তাই মনোযোগ সহকারে সকল নোটিশ দেখুন।
এরপর তিনটি পাবলিক পরীক্ষা সংক্রান্ত কর্ণার আছে। JSC Corner, SSC Corner ও HSC Corner। এখানে উক্ত পরীক্ষা সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত তিনটি নোটিশ দেখা যাবে।
Name and Age Correction নোটিশ ক্যাটাগরিতে, নাম ও বয়স সংশোধন সংক্রান্ত সাম্প্রতিক নোটিশ দেখা যায়।
Administrative Order অপশনে, বোর্ডের বিভিন্ন প্রশাসনিক আদেশ এর সাম্প্রতিক নোটিশ দেখতে পাওয়া যাবে।
Purchase Order, কোটেশন, ক্রয় সংক্রান্ত তথ্য এই ক্যাটাগরিতে প্রকাশিত হয়।
School Order নোটিশ ক্যাটাগরিতে, বোর্ডের অধিভূক্ত স্কুল সমূহের বিভিন্ন নির্দেশনা সংক্রান্ত নোটিশ দেখা যাবে।
College Order সংক্রান্ত নোটিশ অপশনে, অধিভূক্ত কলেজসমূহের জন্য প্রযোজ্য প্রশাসনিক আদেশ দেখতে পাওয়া যাবে।
Download: এখানে বোর্ডের বিভিন্ন ম্যানুয়াল, বিজ্ঞপ্তি, ফরম ডাউনলোড করা যায়।
উপরোক্ত অপশন গুলোতে কেবলমাত্র তিনটি সম্প্রতি প্রকাশিক নোটিশ বা আদেশ দেখতে পাওয়া যাবে। এখানে প্রয়োজনীয় নোটিশ দেখতে পেলে, নোটিশটির লিংকে ক্লিক করুন।
ব্রাউজারের নতুন ট্যাবে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশটি দেখতে পাবেন।
যদি এখানে প্রয়োজনীয় তথ্য খুঁজে না পান, তাহলে উক্ত ক্যাটাগরির ঠিক নিচে Show More লেখা লিংকে ক্লিক করুন।
এখানে প্রকাশের দিন ও সময়ের ক্রমানুসারে দশটি নোটিশের তালিকা দেখতে পাবেন।
এখানেও কাঙ্খিত নোটিশ না পেলে, নিচে পাতার নেভিগেশনের Next বাটনে ক্লিক করে, পরবর্তী নোটিশ সমূহের তালিকা দেখতে পাবেন।
Dhaka Education Board Notice Board হতে নোটিশ Download করবেন কীভাবে?
বোর্ডের হোমপেজে নোটিশ ক্যাটাগরিতে প্রকাশিত নোটিশের লিংকে ক্লিক করে, নোটিশ দেখার পাশাপাশি ডাউনলোড করা যায়।
পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশের উপরে দিকে, প্রিন্টার চিহ্নিত Print বাটনের ডান পাশের Download বাটনে ক্লিক করলে, তা মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।
তবে নোটিশ ক্যাটাগরির Show More বাটনে ক্লিক করার পর, নোটিশ সমূহের যে তালিকা আসবে, তার ডানদিকে Download লেখা লিংকটির উপর ক্লিক করে, তা দেখা ও ডাউনলোড করা যাবে।
নিচের ছবির মত নোটিশ তালিকাটি লক্ষ্য করুন।
এখানে প্রতিটি প্রকাশিত নোটিশের শিরোনামের ডানদিকে প্রকাশের দিন-তারিখ ও Download এর লিংক দেওয়া আছে। Download ক্লিক করে প্রথমত দেখা ও প্রয়োজনে ডাউনলোড করা যাবে।
নোটিশ ডাউনলোড করতে Download লেখা লিংকটিতে ক্লিক করুন। ব্রাউজারে নোটিশটি লোড হলে, উপরে প্রিন্ট বাটনে ডান পাশে নিচের দিকে তীর চিহ্নিত ডাউনলোড আইকনে ক্লিক করুন।
কিছু সময়ের মধ্যে আপনার মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে উক্ত নোটিশ সংরক্ষিত হবে।
Dhaka Education Board প্রকাশিত নোটিশ সমূহ দেখতে ও ডাউনলোড করতে অসুবিধা হলে লিখে আমাদের জানান।
লেখাটি অন্য কারো জন্য প্রয়োজন মনে করলে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল দেখতে, নিচের লেখাগুলো সহায়ক হতে পারে-
DPE PSC Result Teletalk BD: প্রাথমিক পিএসসি ও ইবতেদায়ী ফলাফল
JSC Result with Number Sheet: জেএসসি রেজাল্ট মার্কসীটসহ দেখুন
কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result
সবশেষ আপডেট: ১২/০২/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ০৫:২৫ অপরাহ্ন।
পুরনো রেজাল্ট
পুরানো রেজাল্ট বলতে আপনি হয়তো পুরানো রেজাল্ট দেখার কথা বলেছেন। যদি বিগত দিনের বোর্ড রেজাল্ট দেখতে চান তাহলে সংযুক্ত লিংক থেকে তা জানতে পারবেন: http://www.educationboardresults.gov.bd
আমরা যারা ভর্তি হতে পারিনি তাদের জন্য ঢাকা বোর্ড এ ম্যানুয়াল নোটিশ কবে দেওয়া হবে??
অন্যান্য বোর্ডের নোটিশ দেওয়া হচ্ছে। আশা করা যায় ঢাকা শিক্ষা বোর্ডও এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। ধন্যবাদ।
আমি ষোল সালে এইচ এস সি ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী ছিলাম। এখন আমার সনদপত্র কলেজে আসে নি। কলেজ থেকে বলল যে বোর্ড থেকে তুলতে হবে।এখন কিভাবে কার কাছে যাব কিছুই বুঝতে ছি না।আমাকে একটু সাহায্য করুন
জরুরী হলে আপনার বোর্ডে গিয়ে যোগাযোগ করা ভাল। আর জরুরী না হলে কিছুদিন অপেক্ষা করে দেখতে পারেন।
আর যে প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করেছেন, সে প্রতিষ্ঠানের অফিস সহকারীকে বলে দেখতে পারেন। তিনি প্রতিনিয়ত বোর্ডে যাতায়াত করেন। ধন্যবাদ।
স্যার, আমার একটা সন্দেহ আশা করি উত্তর দিবেন,,,,, বর্তমান তো ইন্টারনেটের যুগ, ধরুন আমার Ssc বোর্ড, রোল নাম্বার, রেজিষ্টেশন নাম্বার, সেশন সবকিছু একজন অসাধু এক্সপার্ট হ্যাকার জানে তো সে কি আমার রেজাল্ট প্রককাশ হবারপরে কোন ভাবে নেটে বোর্ডে থাকা মূল রেজাল্ট নষ্ট করতে পারবে????
আপনার ধারণা সঠিক নয়। বোর্ড রেজাল্ট ডেটাবেজে ঢুকে রেজাল্ট নষ্ট করার সুযোগ নেই। কারণ খুব সম্ভবত একাধিক জায়গায় রেজাল্ট সংরক্ষণ করা হয়ে থাকে। ধন্যবাদ।
Hsc short syllabus এর , কোন নির্দিষ্ট অধ্যায়ের যে সমস্ত বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে , আমরা কি শুধু সেই সমস্ত বিষয়বস্তুর ওপর গুরুত্ব দেব , না পুরো অধ্যায় করব ।
সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করে দেখুন। সেখানে প্রতিটি অধ্যায়ের বিষয়গুলো নির্ধারণ করা আছে। এসএএসসি অথবা এইচএসসি সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
Sir amr name Nelima Adrita Neha Zaara, bt ato name likhte problem how, ami majkhane Neha ta Kate die chai ,at ki possible
এসএসসি সনদের নাম জন্ম নিবন্ধন ও পূর্বের সনদের সাথে মিল রেখে করা হয়। এখন নাম পরিবর্তন করতে গেলে অনেক সমস্যা হবে। যেমন-পূর্বের সনদ ও জন্ম নিবন্ধনের সাথে অমিল হবে। তাই এটা পরিবর্তন না করায় সুবিধাজনক। ধন্যবাদ।
আমার এসএসসি ও এইচ এসসি মূল সনদ হারানো গিয়েছে। অমি থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। এমতাবস্থায় আমি আবেদন ফরম ও প্রক্রিয়া কি ভাবে পেতে পারি ,অনুগ্রহ করে জানালে উপকৃত হব্
সনদ হারিয়ে গেলে কিছু প্রক্রিয়া অবলম্বন করে তা আবারো পাওয়া যাবে। আপনি ইতোমধ্যে কিছু প্রক্রিয়া অবলম্বন করেছেন। এরপর বোর্ডে সনদ চেয়ে আবেদন করতে হবে। আপনি এ বিষয়ে আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে সঠিক পরামর্শ ও নির্দেশনা দিতে পারবেন। ধন্যবাদ।
2021 সালের SSC দের কী বেতন পরিশোধ করে তারপর ফরমপূরন করতে হবে?
টিউশন ফি ছাড়া ান্য কোন অর্থ আদায় করতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠান- এমনই আদেশ দেওয়া হয়েছিলো মন্ত্রণালয় এক আদেশে। এখান থেকে নির্দেশনাটি পড়ুন।
এস এস সি ২০২১ বিভাগ উন্নয়ন করা শিক্ষার্থীদের কোন সিলেবাসে পরীক্ষা হবে???
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বোর্ডে যোগাযোগ করুন। এছাড়া যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই প্রকাশিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সমুহ সম্ভাবনা আছে। নিশ্চিত তথ্য পেতে বোর্ডে যোগাযোগ করুন।
২০১২ সালে পাশ করেছি
এখন জন্ম তারিখ পরিবর্তন করা যাবে কিনা
যদি করা যায় তাহলে কি করতে হবে
বোর্ডে যোগাযোগ করুন। ধন্যবাদ।
Amar bacchar class’s 3 te pore but upobittir taka 1.5year theke paina ki Korte pari
board khata dhekher rules ki
আসলে আপনি যেসব পত্রের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন, সে খাতাগুলে আবারো দেখা হবে। কোথাও ভুল হয়েছে কীনা তা দেখা হবে।