Jessore Education board Notice: যশোর শিক্ষা বোর্ড নোটিশ

Jessore Education Board Recent Notice, School College Order- যশোর শিক্ষা বোর্ড নোটিশ, বৃত্তি রেজাল্ট দেখুন www.jessoreboard.gov.bd ওয়েবসাইটে।

সদ্য খবর: যশোর শিক্ষা বোর্ড সহ সকল বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ১২ মে সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। মার্কসীট সহ রেজাল্টের কপি ডাউনলোড করতে নিচের প্রতিবেদনটি দেখুন।

Education Board Jessore Recent Notice: যশোর শিক্ষা বোর্ড নোটিশ দেখুন

বাংলাদেশের শিক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসাবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড- যশোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যশোর শিক্ষা বোর্ড অধিভুক্ত জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্জুরি, স্বীকৃতি, নবায়ন, পরিচালনা কমিটির অনুমোদন সহ বহুবিধ কার্যাবলী সম্পাদনা করে। বোর্ডের জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচী প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে।

বোর্ডের এই সকল কার্যাবলীর প্রতিদিনকার তথ্য জানানো হয়, বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে। দেশ-বিদেশের যে কোন স্থানে বসে অনলাইনে বোর্ডের যাবতীয় কার্যক্রমের তথ্য পাওয়া যায় খুব সহজেই।

যশোর শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে, সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখতে ও ডাউনলোড করতে, লেখাটি মনোযোগ সহকারে পড়ুন।

যশোর শিক্ষা বোর্ড ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে নোটিশ দেখার নিয়ম

বোর্ডের সাম্প্রতিক কার্যক্রমের তথ্য ও নোটিশ দেখতে, বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের হোমপেজ ব্রাউজ করতে হবে।

ইন্টারনেট সংযুক্ত মোবাইল/কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করে বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা লিখুন।

যশোর শিক্ষা বোর্ড ওয়েবসাইটের ঠিকানা: www.jessoreboard.gov.bd

ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে, কী-বোর্ডের Enter/Go বাটনে ক্লিক করে হোমপেজে যান।

মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর- শিরোনামের বোর্ডের হোমপেজে পৌঁছেছেন নিশ্চয়।এবার হোমপেজের প্রতিটি অংশ ভালোভাবে দেখুন।

বোর্ডের হোমপেজের মধ্য থেকে, নিচের ছবির মত অংশটি খুজে বের করুন।

Jessore Education Board Recent Notice Board-যশোর বোর্ড নোটিশ

উপরের ছবির মত অংশে, লাল বৃত্ত চিহ্নিত Latest Notice অপশনে বোর্ডের সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখা যাবে। এখানে বোর্ডের সকল প্রকারের কার্য্যাবলীর তথ্য পাওয়া যাবে।

কাঙ্খিত নোটিশ দেখতে ও ডাউনলোড করতে নোটিশ শিরোনামের উপর ক্লিক করুন। পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ দেখতে পাবেন।

আর ভবিষ্যৎ প্রয়োজনে সংরক্ষণ করতে চাইলে, নোটিশের উপরে ডান দিকে Download আইকনে ক্লিক করুন।

Jessore Education Board Category Wise Recent Notice দেখার প্রক্রিয়া

বোর্ডের নোটিশ ও তথ্য আরো সহজে খুঁজতে বোর্ডের হোমপেজে, (উপরের ছবির মত অংশে ডান দিকে নীল রং চিহ্নিত) Notice Board লেখা সেকশন খুজে বের করুন।

এখানে বিভাগভিত্তিক নোটিশ প্রকাশিত হয়। যেমন- Administration বা প্রশাসনিক আদেশ, School ও College আদেশ সম্পর্কীত নোটিশ দেখতে, সংশ্লিষ্ট লিংকে ক্লিক করুন।।

JSC Corner, SSC Corner ও HSC Corner এর লিংক গুলোতে ক্লিক করলে, সংশ্লিষ্ট পরীক্ষা সমূহের নোটিশ দেখা যাবে।

Scholarshipলিংকে ক্লিক করলে, জেএসসি, এসএসসি ও এইচএসসি বৃত্তি ফলাফল এর তথ্য পাওয়া যাবে।

Academic লিংকে ক্লিক করলে দেখা যাবে, বোর্ডে অ্যাকাডেমিক কার্যক্রমের তথ্য।

সবশেষে Download লিংকে ক্লিক করে, বোর্ডের সকল প্রকার ফরম ডাউনলোড করা যাবে।

নোটিশ বোর্ডের উপরোক্ত লিংকে ক্লিক করলে সম্প্রতি প্রকাশিত ১০টির মত নোটিশ শিরোনাম দেখা যাবে। পূর্বের নোটিশ দেখতে সবার নিচে View More লিংকে ক্লিক করলে, উক্ত ক্যাটাগরির সকল নোটিশ দিন ও তারিখের ক্রমানুসারে দেখা যাবে।

নোটিশ দেখতে শুধু নোটিশ শিরোনামের লিংকের উপর ক্লিক করতে হবে। আর ডাউনলোড করতে, ডানে Download লেখা লিংকে ক্লিক করতে হবে।

বিঃ দ্রঃ– পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ দেখতে, আপনার মোবাইল/কম্পিউটারে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার/অ্যাপস এর প্রয়োজন হবে। অনলাইনে এসব সফটওয়ার বিনামূল্যে পাওয়া যায়। তাই নোটিশ দেখতে এসব সফটওয়ার অনলাইন থেকে ডাউনলোড করে নিন।

Jessore Education Board Recent School College JSC SSC HSC Exam Notice নোটিশ দেখতে অসুবিধা হলে আমাদের জানান।

লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর

“Jessore Education board Notice: যশোর শিক্ষা বোর্ড নোটিশ”-এ 28-টি মন্তব্য

 1. ২০২০ এইচএসসি রেজিষ্ট্রেশন এর টাকা কবে ফেরত দেওয়া হবে? ইতো মধ্যেই অন্যান্য বোর্ড রেজিষ্ট্রেশন এর টাকা ফেরত দিলেও যশোর বোর্ড দেয় নি। তার কারন কি?

  জবাব
  • যশোর বোর্ড এর ওয়েবসাইটের নোটিশবোর্ডে নজর রাখুন। এখানে বোর্ডের সকল কার্যক্রমের তথ্য দেখতে পাবেন। দন্যবাদ।

 2. আমার এস এস সি নামের বানান ভুল ছিল । বানান ঠিক করার সব প্রোসেস শেষ। এখন আমি কি বোর্ডে আসলে আমার নতুন সার্টিফিকেট তুলতে পারবো জানতে চাই?

  জবাব
 3. আমার বাবার ও মায়ের নাম ভুল আমার বাবার NID কার্ডে দেওয়া আছে মোঃ আলম এবং আমার ময়ের NID কার্ডে দেওয়া আছে মোছাঃ পাপিয়া আক্তার কিন্তু আমার এস এস সি ফরমে বাবার নাম আলমগীর হোসেন এবং মায়ের নাম মোছাঃ পাপিয়া বেগম দেওয়া আছে। এখন আমি কি করব আমি ২০২১ এ এস এস সি দিব তাহলে এটা ঠিক করব কিভাবে বলুন।

  জবাব

মন্তব্য করুন