Rajshahi Education Board Notice: রাজশাহী বোর্ড নোটিশ

Rajshahi Education Board এর Recent Notice দেখতে রাজশাহী শিক্ষা বোর্ড এর ওয়েবসাইট www.rajshahieducationboard.gov.bd এর নোটিশ পাতায় যেতে হবে। এখান থেকে বোর্ড প্রকাশিত সকল নোটিশ অনলাইনে দেখা যাবে।

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসাবে, Rajshahi Education Board গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায়, ১৯৬১ খৃষ্টাব্দে বাংলাদেশের দ্বিতীয় শিক্ষা বোর্ড হিসাবে আত্মপ্রকাশ করে।

বর্তমানে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর ও চাঁপাই-নবাবগঞ্জ জেলার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার যাবতীয় শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

রাজশাহী শিক্ষা বোর্ড অধিভুক্ত জেলা সমূহের শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনার লক্ষ্যে, প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে।

প্রতিদিনের প্রতিটি শিক্ষা কার্যক্রমের তথ্য, বোর্ডের অধীনস্ত প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্তাব্যক্তিদের জানানোর জন্য, প্রতিষ্ঠানটির নোটিশ বোর্ডে প্রয়োজনীয় নোটিশ প্রকাশিত হয়।

লক্ষ্য করুন: রাজশাহী বোর্ড সহ সকল বোর্ডের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ১২ মে তারিখ সকাল ১১টার সময় প্রকাশিত হবে। এসএসসির রেজাল্ট দেখতে নিচের প্রতিবদেন পড়ুন।

SSC Result 2024 with Marksheet: নাম্বার সহ এসএসসি রেজাল্ট

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি দাখিল ফলাফল ২০২৪)

Rajshahi Education Board Recent Notice দেখার নিয়ম

Rajshahi Education Board এর দাপ্তরিক ওয়েবসাইট www.rajshahieducationboard.gov.bd এর Notice পাতা থেকে, খুব সহজে বোর্ড এর Recent Notice দেখতে, পড়তে ও ডাউনলোড করা যায়।

রাজশাহী শিক্ষা বোর্ড এর আরো একটি দাপ্তরিক ওয়েবসাইট আছে। সেখান থেকেও সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখা, পড়া ও ডাউনলোড করা যাবে।

ঠিকানা: http://rajshahiboard.gov.bd। এখানে বিভিন্ন পরীক্ষার ক্যাটাগরি ভিত্তিক নোটিশ প্রকাশিত হয়।

Rajshahi Education Board Recent Notice ও খবর দেখতে আপনার মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজারের অ্যাড্রেসবারে, www.rajshahieducationboard.gov.bd ঠিকানাটি লিখে ব্রাউজ করুন।

ব্রাউজারের ভিন্ন ট্যাবে বোর্ড এর হোমপেজ ওপেন হলে, নিচের ছবির মত অপশনটি লক্ষ্য করুন।

কম্পিউটার ব্রাউজার হলে নিচের ছবির মত দেখতে পাবেন। আর মোবাইলে দেখলে সামান্য পার্থক্য হতে পারে।
Rajshahi Education Board Recent Notice Preview
আশাকরি বোর্ড এর হোমপেজ উপরের ছবির মত খবরনোটিশ বোর্ড লেখা অপশন দু’টি খুঁজে পেয়েছেন।

হোমপেজে নেভিগেশন মেন্যুর ঠিক নিচে এর অবস্থান।

প্রথমেই খবর লেখা একটি অংশে একটি করে খবর নিচ থেকে উপরের দিকে ক্রল করছে। এখানে বোর্ডের সাম্প্রতিক খবর সমূহ দেখতে পাবেন।

কিছুক্ষণ অপেক্ষা করে ক্রল কৃত খবর মনোযোগ সহকারে দেখুন। এখানে আপনি আপনার প্রত্যাশিত খবর বা নোটিশ পেয়ে যেতে পারেন।

যদি না পান তাহলে খবর অংশের ডানে সকল লেখা লিংকটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করা হলে পাঁচটির মত প্রকাশিত সাম্প্রতিক খবর দেখতে পাবেন।

আরো পুরানো খবর দেখতে সবার নিচের খবর আর্কাইভ লেখা লিংকটিতে ক্লিক করুন। দিন ও তারিখের ক্রমানুসারে বোর্ডের প্রকাশিত সকল খবর এখানে পাওয়া যাবে।

খবরটি পড়তে, খবরের লিংকের উপর ক্লিক করুন। খবরের বিস্তারিত এখানেই পেয়ে যাবেন।

রাজশাহী শিক্ষা বোর্ড নোটিশ দেখা ও ডাউনলোড নিয়ম

www.rajshahieducationboard.gov.bd ওয়েবসাইটে হোমপেজে, উপরের ছবির মত নোটিশ বোর্ড লেখা অংশটি খুজে বের করুন।

হোমপেজের প্রথমেই দেখুন খবর অপশনে একটি করে খবর ক্রল হচ্ছে। এর পরের অপশনটিতে উক্ত বোর্ডের নোটিশ সমূহ প্রকাশিত হয়।

রাজশাহী শিক্ষা বোর্ড এর দৈনন্দিন কার্যক্রমের বিবরণ, অফিস আদেশ, বোর্ডের সকল পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সহ যাবতীয় তথ্য নোটিশ বোর্ড থেকে পাওয়া যায়।

শিক্ষা বোর্ডের হোমপেজে নোটিশ বোর্ড অংশে সম্প্রতি প্রকাশিত পাঁচটি নোটিশ দেখতে পাওয়া যাবে।

যদি আপনার কাঙ্খিত তথ্য উল্লেখিত নোটিশ সমূহের মধ্যে না পান, তাহলে নোটিশ বোর্ডের নিচে ডানদিকে সকল লেখা লিংকটিতে ক্লিক করুন।

নোটিশ পাতাটি ওপেন হলে বোর্ড প্রকাশিত সকল নোটিশ, দিনও তারিখের ক্রমানুসারে দেখতে পাবেন।

এবার যে নোটিশটি আপনার প্রয়োজন তা দেখার জন্য, নোটিশের লিংকটিতে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যে নোটিশটি ব্রাউজারে লোড হলে তা দেখতে ও পড়তে পারবেন।

যদি নোটিশটি ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে উপরে ডান দিকে প্রিন্টার আইকনের পাশে ডাউনলোড আইকনটিতে ক্লিক করুন।

বোর্ডের নোটিশ সমূহ পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়। নোটিশ দেখতে ও ডাউনলোড করতে আপনার কম্পিউটার অথবা মোবাইলে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার/আপস প্রয়োজন হবে।

rajshahiboard.gov.bd সাইট থেকে ক্যাটাগরি ভিত্তিক নোটিশ দেখা

রাজশাহী শিক্ষা বোর্ড এর rajshahiboard.gov.bd ঠিকানায় ব্রাউজ করে, খুব সহজে বিভিন্ন পরীক্ষা ও অফিস আদেশের নোটিশ দেখা যায়। বোর্ডের সাম্প্রতিক কার্যক্রমের তথ্য দেখার জন্য ওয়েবসাইটের ঠিকানা ব্রাউজ করুন।

ব্রাউজারের নতুন ট্যাবে বোর্ডের হোমপেজ ওপেন হলে নিচের ছবির মত কতগুলো নোটিশ ক্যাটাগরি দেখতে পাবেন।

Rajshahi Education Board Recent Notice Category

রাজশাহী শিক্ষা বোর্ড এর প্রকাশিত নোটিশ ক্যাটেগরিতে, মোবাইল ব্রাউজার হলে প্রথমে Latest Notice অপশনটি দেখতে পাবেন।
Rajshahi-Education-Board-Recent-Notice-Preview-Image
হোমপেজের প্রথমেই দেখবেন Latest Notice অপশনে কতগুলো সাম্প্রতিক নোটিশ ক্রল করছে।

এখানে প্রয়োজনীয় নোটিশ পেয়ে গেলে, নোটিশের লিংকটি দেখা মাত্র নোটিশের উপর ক্লিক করুন। ভিন্ন পাতায় পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ দেখতে পাবেন।

এরপর JSC Corner, SSC CornerHSC Corner নামে তিনটি পাবলিক পরীক্ষার সম্পর্কীত তথ্যের কর্ণার আছে। এখানে উক্ত প্রতিটি কর্ণারে পরীক্ষা সংশ্লিষ্ট তিনটি নোটিশ দেখা যাচ্ছে।

যদি পূর্বে প্রকাশিত কোন নোটিশ দেখতে চান, তাহলে Show More লেখা লিংকে ক্লিক করুন। এখানে উক্ত পরীক্ষা সংক্রান্ত সকল প্রকাশিত নোটিশ দেখা যাবে।

পরবর্তী নোটিশ ক্যাটাগরি গুলোতে উল্লেখিত বিষয়ের নোটিশ পাওয়া যাবে। যেমন-

  • Examination Order অপশনে পরীক্ষা ও পরীক্ষক সংক্রান্ত নোটিশ দেখা যাবে।
  • Administrive Order অপশনে বোর্ডের প্রশাসনিক আদেশ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়।
  • Name and Age Correction নোটিশ ক্যাটাগরিতে নাম ও বয়স সংশোধনের নোটিশ দেখা যাবে।
  • School Order অপশনে বোর্ড এর অধিভূক্ত স্কুল সমূহের পরিদর্শন, মন্জুরী, স্বীকৃতি ইত্যাদি তথ্য পাওয়া যাবে।
  • College Order অপশনে বোর্ডের অধিন কলেজ সমূহের পরিদর্শন, মন্জুরী, স্বীকৃতি, বিষয় অনুমোদন ইত্যাদি নোটিশ দেখা যাবে।
  • Examiner অপশনে বোর্ডের পরীক্ষক ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশিত হয়।

উপরোক্ত নোটিশ ক্যাটাগরির প্রতিটিতে সাম্প্রতিক তিনটি করে নোটিশ দেখা যাবে। পূর্বে প্রকাশিত সকল নোটিশ দেখতে Show More লেখা লিংকে ক্লিক করুন।

উক্ত ক্যাটাগরির নোটিশ পাতাটি ওপেন হলে, সকল নোটিশ দিন ও তারিখের ক্রমানুসারে দেখা যাবে।

Rajshahi Education Board এর সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখতে অসুবিধা হলে আমাদের মন্তব্য করে জানান।

আর লেখাটি সবাইকে জানাতে ফেসবুক, টুইটার সহ সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আপনি একজন শিক্ষক হলে, নিচের লেখাগুলো আপনার জন্য সহায়ক হতে পারে।

MMC Apps ব্যবহারে MMC Monitoring System এ ক্লাস প্রেরণের নিয়ম

Shikkhok Batayon Content Upload: শিক্ষক বাতায়ন কন্টেন্ট আপলোড

Shikkhok Batayon: শিক্ষক বাতায়ন কন্টেন্ট ডাউনলোড: teachers.gov.bd

“Rajshahi Education Board Notice: রাজশাহী বোর্ড নোটিশ”-এ 22-টি মন্তব্য

    • রাজশাহী বোর্ড দ্বাদশ শ্রেণির কলেজ ট্রান্সফার সম্পর্কে জানতে বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে চোখ রাখুন। এখানেই সকল সাম্প্রতিক তথ্য পেয়ে যাবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • অনলাইনে কেবলমাত্র নম্বরসহ রেজাল্ট দেখা ও প্রিন্ট কপি নেওয়া যায়। মূল সনদ বোর্ড থেকে তুলতে হয়। এছাড়া নি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করেও এই সনদ পাওয়া যাবে। ধন্যবাদ।

মন্তব্য করুন