DPEd Board NAPE Notice: নেপ ডিপিএড বোর্ড পিটিআই ফলাফল

DPEd Board Notice, PTI C-In-Ed Result-ডিপিএড বোর্ড রেজাল্ট, পিটিআই সি-ইন-এড ফলাফল, নেপ নোটিশ দেখুন www.nape.gov.bd ওয়েবসাইটে।

সদ্য সংবাদ: ডিপিএড পরীক্ষা ২০২২ এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে ডিপিএড পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ৯৭.১২%।

পরীক্ষার্থীরা নিজ নিজ মোবাইল মেসেজ থেকে ডিপিএড পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। এছাড়া www.nape.gov.bd ওয়েবসাইট থেকে এ রেজাল্ট জানা যাবে।

NAPE.GOV.BD DPEd Board NAPE Notice, PTI C-In-Ed Result

NAPE এর দাপ্তরিক ওয়েবসাইট www.nape.gov.bd হতে., ডিপিএড বোর্ড এর পিটিআই সি-ইন-এড ফলাফল জানার প্রক্রিয়া জানুন। এছাড়াও নেপ প্রকাশিত সাম্প্রতিক দাপ্তরিক কার্যক্রমের নোটিশ, চলমান ও আসন্ন প্রশিক্ষণের তথ্য জানতে লেখাটি সহায়ক হতে পারে।

আমরা এই প্রতিবেদনে NAPE, DPed Board ও PTI Result সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়গুলো জানার চেষ্টা করবো। পরিশেষে তথ্যগুলো অনলাইনে কোথায় পাওয়া যায় তার সচিত্র নির্দেশনা দিতে চেষ্টা করবো।

উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে জানতে, লেখাটি মনোযোগ সহকারে কয়েকবার পড়ুন।

নেপ (জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি) কী?

NAPE (নেপ) এর পূর্ণরূপ হলো, National Academy for Primary Education, যা মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

শিক্ষা গবেষণাধর্মী এই প্রতিষ্ঠানটি ২০০৪ খ্রিষ্টাব্দে তার অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর মনমনসিংহ জেলায় অবস্থিত।

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণা কর্মসূচীর মধ্য দিয়ে, সর্বোচ্চ পেশাগত মান ও যোগ্যতা নিশ্চিত করা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য।

আরো পড়ুন: DPE Notice: www.dpe.gov.bd: Primary Notice দেখুন

ডিপিএড (ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন) বোর্ড কী?

DPEd (Diploma in Primary Education) হলো, প্রাথমিক শিক্ষকদের জন্য  পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য পরিচালিত একটি ডিপ্লোমা প্রশিক্ষণ কোর্স। এই কোর্স পরিচালনা করে নেপ কর্তৃপক্ষের ডিপিএড বোর্ড।

ডিপিএড ও সি-ইন-এড প্রশিক্ষণ কোর্স এর কারিকুলাম প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করে বোর্ডটি। তবে এটি সাধারণ শিক্ষা বোর্ড নয়। কেবলমাত্র প্রাথমিক শিক্ষদের জন্য এর কার্যক্রম পরিচালিত হয়।

পিটিআই (প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট) সি-ইন-এড কী?

PTI (পিটিআই) এর পূর্ণরূপ হলো, Primary Teachers Training Institute। প্রাথমিক শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা এই প্রতিষ্ঠান এর প্রধান কাজ।

C-In-Ed (Certificate in Education) হলো, প্রাথমিক শিক্ষকদের একটি প্রশিক্ষণ কোর্সের নাম। প্রাথমিক শিক্ষকদের দক্ষতার উন্নয়ন ও পেশাগত গুণমান অর্জনে সহায়তা করে এই প্রশিক্ষণ। দেশের প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট সমুহ এই কোর্স পরিচালনা করে।

DPEd Board NAPE Notice – ডিপিএড বোর্ড নেপ নোটিশ কোথায় দেখা যাবে?

ডিপিএড বোর্ড নোটিশ NAPE ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেখা যাবে। দেশ-বিদেশের যে কোন স্থান হতে, যে কোন সময়ে অনলাইনে তা জানা যাবে।

ইন্টারনেট সংযুক্ত মোবাইল/কম্পিউটার ব্যবহার করে, ডিপিএড বোর্ড কর্তৃক প্রকাশিত চলমান ও আসন্ন প্রশিক্ষণের নোটিশ, অফিস অর্ডার সহ অন্যান্য কার্যক্রমের তথ্য পাওয়া যাবে।

নেপ ওয়েবসাইট হতে ডিপিএড বোর্ড এর সাম্প্রতিক নোটিশ দেখার নির্দেশনা

নেপ প্রকাশিত সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখতে প্রতিষ্ঠানটির দাপ্তরিক ওয়েবসাইটে যেতে হবে।

ওয়েবসাইটের ঠিকানা: www.nape.gov.bd

আপনার মোবাইল/অথবা কম্পিউটারের ব্রাউজারের অ্যাড্রেসবারে ঠিকানাটি টাইপ করে, প্রতিষ্ঠানটির হোমপেজ ব্রাউজ করুন।

আশা করি, আপনি হোমপেজে যেতে পেরেছেন। এবার হোমপেজের প্রথম দিকে, নিচের ছবির মত নোটিশ বোর্ড লেখা অপশনের উপর নজর দিন।
DPEd Board NAPE GOV BD Recent Notice
উপরোক্ত ছবির মত নোটিশবোর্ডে লক্ষ্য করুন, কতকগুলো প্রকাশিত নোটিশের শিরোনাম দেখা যাবে। এখানে সাধারণত ৫টি সম্প্রতি প্রকাশিত নোটিশ দেখা যায়।

এখানে আপনার কাঙ্খিত নোটিশ বা তথ্য পেয়ে গেলে, নোটিশ শিরোনামের উপর ক্লিক করুন। পরবর্তী পাতায় পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ দেখা যাবে।

অনেক সময় একই দিনে অনেকগুলো নোটিশ প্রকাশের কারণে, হোমপেজের নোটিশবোর্ডে আপনার কাঙ্খিত নোটিশ নাও থাকতে পারে। তাই সকল নোটিশ একসাথে দেখতে, নোটিশ বোর্ডের নিচে ডানদিকে সকল লেখা লিংকটির উপর ক্লিক করুন।

দিন ও তারিখের সমানুক্রমে নেপ প্রকাশিত সকল নোটিশ একসাথে দেখা যাবে। এখানে কোন নোটিশ দেখতে বা ভবিষ্যৎ প্রয়োজনে সংরক্ষণ করতে চাইলে, ডানে PDF লেখা আইকনে ক্লিক করুন।

কিছু সময়ের মধ্যে আপনার ব্রাউজারে প্রয়োজনীয় নোটিশটি ওপেন হবে। আপনি চাইলে এখান থেকে নোটিশটি সংরক্ষণ করে রাখতে পারবেন।

উপরোক্ষ প্রক্রিয়া অবলম্বনে অপরাগ হলে কেবলমাত্র নোটিবোর্ডের নিচের লিংকটি ব্রাউজার পেস্ট করে ব্রাউজ করুন। তাহলেই সকল নোটিশ একসাথে দেখতে পাবেন।

নোটিশ বোর্ডের লিংক: www.nape.gov.bd/site/view/notices

NAPE Website DPEd Board  News দেখার নির্দেশনা

নেপ এ সকল খবরাখবর জানতে, নোটিশ বোর্ডের নিচে খবর অংশে চোখ রাখুন। দেখবেন একটি করে খবর নিচ থেকে উপরের দিকে ক্রল করছে। কাঙ্খিত খবর জানতে খবর শিরোনামের উপর ক্লিক করুন।

আর সকল খবর একসাথে দেখতে ডানের দিকে সকল লেখা লিংকে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে আপনার প্রয়োজনীয় খবর দেখতে পাবেন।

খবর একসাথে দেখতে নিচের সংযুক্ত লিংকটি ব্রাউজ করুন।

খবর এর লিংক: www.nape.gov.bd/site/view/news

DPEd Board NAPE Training Course Notice and PTI C-In-Ed Recent Result

NAPE এর দাপ্তরিক ওয়েবসাইট হতে এবার, ডিপিএড বোর্ড এর প্রশিক্ষণ কোর্সের নোটিশ ও পিটিআই সি-ইন-এড রেজাল্ট পাওয়ার নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো।

আশা করি আপনি নেপ এর হোমপেজে অবস্থান করছেন। এবার নোটিশ বোর্ডের নিচের দিকে হোমপেজের মূল অপশনে নজর দিন।

নিচের ছবির মত কতকগুলো তথ্যের অপশন দেখতে পাবেন।
DPEd Board NAPE Training Course Notice

উপরের ছবির মত অপশনগুলো ভালোভাবে লক্ষ্য করুন। লাল বৃত্ত চিহ্নিত অংশে ডিপিএড বোর্ড এর প্রশিক্ষণ কোর্স এর তথ্য, পিটিআই রেজাল্ট সহ বিবিধ তথ্য এখানে পাওয়া যাবে।

নেপ সম্পর্কীত: এই অপশনে প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর সাংগঠনিক কাঠামো, জনবল ও কর্মকর্তাদের যোগাযোগের ফোন নম্বর পাওয়া যাবে।

প্রশিক্ষণ: ডিপিএড বোর্ড এর চলমান ও আসন্ন প্রশিক্ষণের তথ্য জানা যাবে এখান থেকে।

ডিপিএড বোর্ড: এখানে বোর্ড সংশ্লিষ্ট ডিপিএড ও সি-ইন-এড পরীক্ষার ফলাফল পাওয়ার লিংক পাওয়া যাবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সংক্রান্ত: দেশের প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এর তথ্য পাওয়া যাবে এখান থেকে।

নেপ ওয়েবসাইটের হোমপেজে আরো কিছু অপশন আছে, যেগুলো প্রশাসনিক বিষয়কে নির্দেশ করে।

আরো জানুন: Primary Education Ministry Notice, Gazette, Office Order (mopme.gov.bd)

DPEd Board NAPE Recent Notice ও PTI C-In-Ed Result পেতে অসুবিধা হলে আমাদের জানান।

লেখাটি অন্যকে জানাতে সামাজিক গণমাধ্যমে শেয়ার করুন।

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত আরো কিছু বিষয়, যা আপনি জানতে চান-

DPE PSC Result Teletalk BD: পিএসসি ও ইবতেদায়ি ফলাফল

Shikkhok Batayon Content Upload: শিক্ষক বাতায়ন কন্টেন্ট আপলোড

Shikkhok Batayon শিক্ষক বাতায়ন (teachers.gov.bd) কন্টেন্ট ডাউনলোড

তথ্যসূত্র:

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ওয়েবসাইট

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“DPEd Board NAPE Notice: নেপ ডিপিএড বোর্ড পিটিআই ফলাফল”-এ 1-টি মন্তব্য

  1. dped exam-2020 admit tulte chai

    জবাব

মন্তব্য করুন