“Shikkhok Batayon Content Upload: শিক্ষক বাতায়ন কন্টেন্ট আপলোড”-এ 16-টি মন্তব্য

  1. আমি এই পর্যন্ত ৬৫ টি কন্টেন্ট আপলোড করেছি। কোন সমস্যা হয় নি । বর্তমানে কন্টেন্ট আপলোড করতে গেলেই দেখা দিচ্ছে সমস্যা। অনেক চেষ্টা করেও আপলোড করতে পারতেছিনা। সবকিছু ঠিকমত পূরণ করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করার পর লোডিং হতে থাকে। কিছুক্ষণ পর 500 / Server Error লেখা দেখায়। এই সমস্যার সমাধান দয়া করে জানাবেন ।

    জবাব
    • শিক্ষক বাতায়ন এর সার্ভার সমস্যাজনিত কারণে এমনটি হতে পারে। অনেক সময় সার্ভারে অতিরিক্ত লোড বা সার্ভার রক্ষণাবেক্ষণের কারণে এমন সমস্যা হতে পারে। তাই কিছুক্ষণ পর আবারো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন।
      শিক্ষক বাতায়নের নতুন ভার্সন আসার পর থেকে এমন সমস্যা মাঝে মধ্যেই হচ্ছে। অনেক সময় ব্লগ কন্টেন্ট সম্পাদনা করতে গেলেও এমন সমস্যা দেখাচ্ছে।

    • শিক্ষক নিবন্ধনের সময় দেওয়া ইমেইল আইডি দিয়ে নতুন পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। শিক্ষক নিবন্ধন লগইন পাতায় “পাসওয়ার্ড ভুলে গেছেন” অপশনে ইমেইল আইডি দিয়ে পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। ধন্যবাদ।

মন্তব্য করুন