DPE PSC Result Teletalk BD: পিএসসি ও ইবতেদায়ী ফলাফল

Directorate of Primary Education- DPE PSC Result 2022 -পিএসসি ও ইবতেদায়ী ফলাফল ২০২২, মোবাইল ও অনলাইনে পেতে dperesult.teletalk.com.bd সাইটে ক্লিক করুন।

Primary School Certificate Result সংক্ষেপে PSC Result বলে পরিচিত। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শেষে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

Ministry of Primary and Mass Education এর অধিন, Directorate of Primary Education (DPE) অধিদপ্তরের তত্ত্বাবধানে, পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

DPE PSC Result Teletalk BD: পিএসসি ও ইবতেদায়ী ফলাফল দেখার নিয়ম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রাথমিক ও ইবতেদায়ী ফলাফল ঘোষণার সাথে সাথে তারা তাদের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করে।

ওয়েবসাইটের ঠিকানা: http://dperesult.teletalk.com.bd

তাই PSC Result 2022 পেতে স্কুল, মাদ্রাসা অথবা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।

ঘরে বসেই মোবাইল অথবা অনলাইনে প্রাথমিক ও মাদ্রাসা সমাপনী পরীক্ষার ফলাফল পাওয়া যায়।

অনলাইন ও মোবাইল এসএমএস (Mobile SMS) পেতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

dperesult.teletalk.com.bd থেকে PSC ও EBT Result 2022 দেখার নির্দেশনা

অনলাইনে ঘরে বসেই, প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী সমাপনী ফলাফল ২০২২ ও মাদ্রাসা ইবতেদায়ী সমাপনী ফলাফল ২০২২ পেতে, মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করুন।

গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স অথবা অন্য যে কোন ব্রাউজার হলেই চলবে।

এবার ব্রাউজারের অ্যাড্রেসবারে http://dperesult.teletalk.com.bd ঠিকানাটি লিখুন। এরপর কিবোর্ডের Enter অথবা Go বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যে নিচের ছবির মত, Directorate of Primary Education-DPE এর PSC/EBT Result Search পাতাটি ব্রাউজারে লোড হবে।

এখানে Passing Year নির্বাচন করে ও Student ID লিখে Submit বাটনে ক্লিক করলেই পরবর্তী পাতায় কাঙ্খিত ফলাফল প্রদর্শিত হবে।

DPE PSC Result Teletalk-BD Form

1. Passing Year: এখানে ডান পাশের সিলেক্ট বক্সে ক্লিক করে, শিক্ষার্থীর পাশের বছর নির্বাচন করুন। যেমন-2022।

2. Student ID: ডান পাশের টেক্স বক্সে ইংরেজী সংখ্যায় শিক্ষার্থীর আইডি লিখুন। Student ID পেতে শিক্ষার্থীর প্রবেশ পত্র দেখুন।

3. Submit: উপরের দুটি বক্সে সঠিক তথ্য সিলেক্ট করে ও লিখে, সবশেষে Submit বাটনে ক্লিক করুন।

কিছু সময়ের মধ্যে নতুন একটি পাতা ওপেন হলে, সেখানে আনি আপনার কাঙ্খিত PSC অথবা EBT Result পেয়ে যাবেন।

4. Reset: এই বাটনে ক্লিক করে রেজাল্ট সার্চ পাতাটি, অন্য একজন পরীক্ষার্থীর ফলাফল দেখার জন্য Reset করতে পারেন।

বিঃ দ্রঃ – পিএসসি ও ইবতেদায়ী ফলাফল প্রকাশের দিনে দেশের ইন্টারনেট নেটওয়ার্ক ব্যাস্ত থাকে।

তাই ফলাফল পেতে কিছুটা অসুবিধা হতে পারে। সে কারণে একবারে ফলাফল প্রদর্শিত না হলে বারবার চেষ্টা করুন।

Mobile SMS এর মাধ্যমে DPE Teletalk BD হতে, PSC/EBT Result 2022 জানার নির্দেশনা

মোবাইল এসএমএস এর মাধ্যমে খুব সহজে, প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

এক্ষেত্রে যে তথ্যগুলোর দরকার হবে, থানা/উপজেলা কোড, শিক্ষার্থীর রোল নম্বর, পরীক্ষার ধরণ ও পরীক্ষার বছর সংক্রান্ত তথ্য।

Mobile SMS এর মাধ্যমে PSC Result 2022 পেতে করনীয়-

প্রথমে আপনার মোবাইল এর ম্যাসেজ অপশনে যান (যেখানে আপনি নতুন কোন ম্যাসেজ লিখেন)। এরপর নিচের তথ্যগুলো লিখুন।

DPE<একটি Space দিন><Thana/Upazila Code><একটি Space দিন><Student Roll><একটি Space দিন><Passing Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

কোন একজন শিক্ষার্থীর থানা/উপজেলা কোড 157454 ও রোল নম্বর 1234567 হলে PSC Result 2022 পেতে নিচের নমুনা ম্যাসেজ দেখুন-

DPE< Space ><157454>< Space ><1234567>< Space >2022

DPE 157454 1234567 2022 Send 16222 নম্বরে।

Mobile SMS এর মাধ্যমে EBT Result 2022 পেতে করনীয়-

PSC Result এর মতই EBT Result পেতে ম্যসেজ অপশনে যান। এখানে PSC এর বদলে লিখুন EBT, এরপর একটি স্পেস দিয়ে Thana/Upazila Code লিখুন, এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর, আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে, পাঠিয়ে দিন 16222নম্বরে। যেমন-

EBT<একটি Space দিন><Thana/Upazila Code><একটি Space দিন><Student Roll><একটি Space দিন ><Passing Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

কোন একজন ইবতেদায়ী পরীক্ষার্থীর থানা/উপজেলা কোড 157454 ও রোল নম্বর 1234567 হলে নিচের নমুনা ম্যাসেজ লক্ষ্য করুন-

EBT< Space ><157454>< Space ><1234567>< Space >2022

EBT 157454 1234567 2022 Send 16222 নম্বরে।

বিঃ দ্রঃ– নমুনা ম্যাসেজের থানা কোড ও শিক্ষার্থীর রোল নম্বরের জায়গায় একটি কল্পিত শিক্ষার্থীর থানা/উপজেলা কোড ও রোল নম্বর ব্যবহার করা হয়েছে। PSC/EBT Result 2022 পেতে এখানে ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীর থানা/উপজেলা কোড ও রোল নম্বর দিন।

Directorate of Primary Education (DPE) কর্তৃক প্রকাশিত, PSC Result 2022 ও EBT Result 2022 পেতে সমস্যা হলে আমাদের জানান।

আর লেখাটি অন্যদের জানাতে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

বাংলাদেশের শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত আরো ফলাফল সম্পর্কীত তথ্য-

JSC Result with Number Sheet: জেএসসি রেজাল্ট মার্কসীটসহ দেখুন

NTRCA Latest Result ntrca.teletalk.com.bd সদ্য এনটিআরসিএ রেজাল্ট

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

তথ্যসূত্র;

ডিপিই, টেলিটক বাংলাদেশ

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন