Primary Education Ministry Notice, Gazette, Office Order

Primary Education Ministry Notice

Primary Education Ministry Notice, Gazette, Office Order দেখার নির্দেশনা

Primary Education Ministry প্রকাশিত নোটিশ, প্রজ্ঞাপন, পরিপত্র, অফিস আদেশ দেখুন mopme.gov.bd সাইটে।

Ministry of Primary and Mass Education Website হতে যা জানতে পারবেন-

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড হতে, সাম্প্রতিক নোটিশ দেখতে ও ডাউনলোড করতে পারবেন;
  • মন্ত্রণালয় প্রকাশিত সকল প্রজ্ঞাপন, পরিপত্র, অফিস আদেশ দেখতে ও সংরক্ষণ করতে পারবেন;
  • মন্ত্রণালয় এর প্রতিদিনকার সকল কার্যক্রমের তথ্য জানতে ও মনিটরিং করতে পারবেন।

আরো পড়ুন:

প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্র-শনিবার): প্রজ্ঞাপন

প্রাথমিক ক্লাস রুটিন ২০২২: DPE Primary School Class Routine 2022

এক নজরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পুরোপুরি নিয়ন্ত্রণ ও দেখভালের দায়িত্ব অত্র মন্ত্রণালয়ের। প্রাথমিক শিক্ষা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে শিক্ষা মন্ত্রণালয়

মন্ত্রনালয়ের সাংগঠনিক কাঠামোতে রয়েছে একটি অধিদপ্তর সহ কয়েকটি জাতীয় প্রতিষ্ঠান। মন্ত্রণালয় ও এর অধীনস্ত দপ্তর এর নাম ও ওয়েবসাইটের ঠিকানা-

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: https://mopme.gov.bd
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই): www.dpe.gov.bd
  • জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ): www.nape.gov.bd
  • বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট: www.cpeimu.gov.bd
  • উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো:  www.bnfe.gov.bd
  • শিশু কল্যাণ ট্রাস্ট: www.skt.gov.bd

আরো জানুন: DPEd Board NAPE Notice | নেপ ডিপিএড বোর্ড সি-ইন-এড ফলাফল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর দাপ্তরিক ওয়েবসাইট হতে, মন্ত্রণালয়ের অধীনস্ত প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক, সকল দাপ্তরিক কর্মকাণ্ডের বিবরন দেখা ও জানা যায়।

Primary Education Ministry Notice কোথায় ও কীভাবে দেখবেন?

মন্ত্রণালয় এর দৈনন্দিন কার্যক্রম ও সিদ্ধান্ত সমূহের বিবরণ, মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত প্রকাশিত হয়। ছুটির দিন ব্যতিত সকল কর্মদিবসে, প্রয়োজনীয় সিদ্ধান্তসমূহ ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশিত হয়।

ইন্টানেট সংযুক্ত মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে, বিশ্বের যে কোন স্থান থেকে সদ্য প্রকাশিত নোটিশ মুহূর্তেই দেখা যায়। এছাড়াও, সকল দাপ্তরিক আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র দেখা ও ডাউনলোড করা যায়।

Ministry of Primary and Mass Education Notice Board

মন্ত্রণালয় প্রকাশিত প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ের নোটিশ দেখতে, আপনার মোবাইল অথবা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করুন।

ব্রাউজারের অ্যাড্রেসবারে মন্ত্রণালয় এর ওয়েবসাইট এর ঠিকানা: https://mopme.gov.bd লিখে, কিবোর্ডের Enter অথবা Go বাটনে ক্লিক করে এর হোমপেজে যান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর হোমপেজে প্রথমেই, নিচের ছবির মত নোটিশ বোর্ড লেখা সেকশন ভালোভাবে লক্ষ্য করুন।

Primary Education Ministry Notice Board

মন্ত্রণালয় এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রতিদিনকার নোটিশ প্রকাশের দিন ও সময়ানুক্রমে প্রকাশিত হয়।

এখানে সাধারণত সদ্য প্রকাশিত পাঁচটির মত নোটিশ দেখতে পাওয়া যায়। অনেক সময় একসাথে অনেক বেশী নোটিশ প্রকাশিত হওয়ার কারণে, এখানে আপনার কাঙ্খিত নোটিশ নাও থাকতে পারে।

তাই সকল নোটিশ একসাথে দেখতে, ছবির মত নোটিশ বোর্ডের নিচে ডান দিকে, বৃত্ত চিহ্নিত সকল লেখা লিংকটির উপর ক্লিক করুন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর নোটিশ বোর্ডের নোটিশ পাতাটি ব্রাউজারে লোড হলে, দিন ও তারিখের ক্রমানুসারে বিশটির মত প্রকাশিত নোটিশ এর শিরোনাম দেখতে পাবেন।

নোটিশ দেখতে ও ডাউনলোড করতে চাইলে, নোটিশের শিরোনামের ডানে PDF লেখা আইকনের উপর ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে ব্রাউজারে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ দেখতে পারবেন।

যদি কোন নোটিশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে নোটিশের উপর দিকে ডান পাশে ডাউনলোড আইকনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে আপনার মোবাইল অথবা কম্পিউটারের নোটিশটি ডাউনলোড হয়ে যাবে।

যদি এখানেও আপনার কাঙ্খিত নোটিশ না পান তাহলে নিচের দিকে পেজ নেভিগেশনে ক্লিক করে পরবর্তী পাতার নোটিশ দেখতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সাম্প্রতিক খবর জানবেন কীভাবে?

মন্ত্রণালয় প্রকাশিত খবরা-খবর দাপ্তরিক ওয়েবসাইট থেকে সহজে জানা যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সদ্য প্রকাশিত সকল খবর জানতে, মন্ত্রণালয় এর ওয়েবসাইটের হোমপেজে, নোটিশ বোর্ড লেখা অপশনের ঠিক নিচে, খবর লেখা অংশে চোখ রাখন।

বুঝতে সমস্যা হলে, লেখায় সংযুক্ত উপরের ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন। হোমপেজে নোটিশ বোর্ডের ঠিক নিচে, লাল তীর চিহ্নিত খবর লেখা অংশটি খুঁজে বের করুন।

এখানে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এর সকল খবরা-খবর প্রকাশিত হয়। দেখুন, একটির পর একটি খবরের লিংক নিচ থেকে উপরের দিকে ক্রল করছে।

যদি এখানে আপনার প্রয়োজনীয় খবরের লিংকটি পেয়ে যান, তাহলে সেটার উপর ক্লিক করুন।

কিছু সময়ে মধ্যে পুরো খবর আপনার ব্রাউজারে লোড হবে। আর সকল খবর একসাথে দেখতে খবর অংশের ডানে সকল লেখা লিংকে ক্লিক করুন।

Primary Education Ministry Gazette, Office Order কীভাবে দেখবেন?

Primary and Mass Education Ministry Gazette, Office Order দেখতে মন্ত্রণালয় এর হোমপেজে যেতে হবে।

নিচের ছবির মত, হোমপেজের নোটিশ বোর্ডের নিচে, তথ্য ও সেবা সমূহ শিরোনামের সেকশনের দিকে নজর দিন।

Primary Education Ministry Gazette Office Order

এখানে প্রজ্ঞাপন, অফিস আদেশ, প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমণ এবং সিটিজেন চার্টার নামে চারটি লিংক আছে। সংশ্লিষ্ট বিষয়ের লিংকে ক্লিক করলে, সেই বিষয়ে তথ্য জানা যাবে।

যদি আপনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন দেখতে চান, তাহলে প্রজ্ঞাপন লিংকে ক্লিক করুন।

আর মন্ত্রণালয়ের অফিস আদেশ দেখতে চাইলে, অফিস আদেশ এর লিংকে ক্লিক করুন।

প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমণ অথবা সিটিজেন চার্টার সম্পর্কীত তথ্য জানতে, সংশ্লিষ্ট লিংকে ক্লিক করুন।

আপনার প্রয়োজনীয় লিংকে ক্লিক করলে, সংশ্লিষ্ট বিষয়ের পাতাটি ব্রাউজারে লোড হবে। এখানে প্রকাশের দিন ও তারিখের ক্রমানুসারে তথ্যের শিরোনাম দেখতে পাবেন।

এরপর প্রয়োজনীয় তথ্যের শিরোনামের ডান দিকে PDF লেখা আইকনে ক্লিক করে, তা দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

Primary Education Ministry প্রকাশিত নোটিশ, প্রজ্ঞাপন, পরিপত্র, অফিস আদেশ এর তথ্য পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়।

তাই ফাইলগুলো দেখতে ও ডাউনলোড করতে হলে, আপনার মোবাইল অথবা কম্পিউটারে, অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার বা আপস এর প্রয়োজন হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর তথ্য দেখতে ও ডাউনলোড করতে অসুবিধা হলে, মন্তব্য করে জানাতে পারেন।

লেখাটি অন্যকে জানাতে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় এর গেজেট খুঁজতে, নিচের লেখাটি সহায়ক হতে পারে।

আর আপনি প্রাথমিক শিক্ষক হলে, নিচের লেখাগুলো পড়তে পারেন।

Shikkhok Batayon শিক্ষক বাতায়ন teachers.gov.bd: কন্টেন্ট ডাউনলোড

Shikkhok Batayon Content Upload: শিক্ষক বাতায়ন কন্টেন্ট আপলোড

MMC Apps ব্যবহারে MMC Monitoring System এ ক্লাস প্রেরণ

তথ্যসূত্র-

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ), উইকিপিডিয়া।

সবশেষ আপডেট: ২৩/০৮/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ০৫:২৪ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“Primary Education Ministry Notice, Gazette, Office Order”-এ 4-টি মন্তব্য

  1. ক্লাস দেখতে চাই ও পাঠাতে চাই।

    জবাব
    • প্রিয় সুলতানা রাজিয়া, আপনি বোধ হয় শিক্ষক বাতায়নে ক্লাস দেখতে ও পাঠাতে চেয়েছেন। শিক্ষক বাতায়নে ক্লাস ডাউনলোড ও আপলোড করতে নিচের লেখাগুলো সহায়ক হতে পারে।
      https://www.bdeducator.com/shikkhok-batayon/
      https://www.bdeducator.com/shikkhok-batayon-content-upload/
      এ বিষয়ে আরো জানার থাকলে প্রশ্ন করতে পারেন।
      শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  2. কন্টেন্ট ডাউন লোড করতে চাই ।

    জবাব
    • শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
      https://www.bdeducator.com/shikkhok-batayon/
      ধন্যবাদ।
      ভালো থাকুন। শুভকামনা রইল।

মন্তব্য করুন