Skip to content
  • About
  • Contact
  • Privacy
  • Cookie
  • Terms
  • FAQs
  • Disclaimer

BD Educator

Menu
  • হোম
  • শিক্ষা তথ্য
  • ভর্তি বিজ্ঞপ্তি
  • বোর্ড ফলাফল
  • MPO নোটিশ
  • চাকুরী
  • সিলেবাস
হোম
Education Website
Shikkhok Batayon | শিক্ষক বাতায়ন | teachers.gov.bd | কন্টেন্ট ডাউনলোড

Shikkhok Batayon | শিক্ষক বাতায়ন | teachers.gov.bd | কন্টেন্ট ডাউনলোড

Educator Desks জানুয়ারী 16, 2022 Education Website 72 মন্তব্য

Shikkhok Batayon ওয়েবসাইট teachers.gov.bd হতে কন্টেন্ট ডাউনলোড করুন। শিক্ষক বাতায়ন এ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বিষয়ের কন্টেন্ট পাওয়া যায়।

Shikkhok Batayon ওয়েবসাইট teachers.gov.bd হতে কন্টেন্ট ডাউনলোড করুন।

Shikkhok Batayon নামক শিক্ষা বিষয় ওয়েবসাইটে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বিষয়ের কন্টেন্ট পাওয়া যায়। সাধারণ, কারিগরি ও মাদ্রসা শিক্ষার সকল বিষয়ের মাল্টিমিডিয়া কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করতে শিক্ষক বাতায়নে আসুন।

Shikkhok Batayon – শিক্ষক বাতায়ন এর পূর্বকথা।

বর্তমান বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো, ডিজিটাল বাংলাদেশ গঠন করা। ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রথমত প্রয়োজন ডিজিটাল শিক্ষা। আর ডিজিটাল শিক্ষা দিতে প্রয়োজন ডিজিটাল শিক্ষক।

ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে, শিক্ষাকে আরো প্রযুক্তি নির্ভর করতে, প্রায় প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষ স্থাপন করা হয়েছে।

প্রযুক্তি নির্ভর শ্রেণী কক্ষ পরিচালনার দক্ষতা অর্জনের লক্ষ্যে, সকল শ্রেণী শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ পরবর্তী সময়ে শিক্ষকের দক্ষতা ধরে রাখা ও প্রশিক্ষিত শিক্ষক গণের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের লক্ষ্যে, Shikkhok Batayon – শিক্ষক বাতায়ন নামক শিক্ষা পোর্টাল প্রতিষ্ঠা করা হয়েছে।

shikkhok-batayon-teachers-gov-bd

একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর পরিকল্পনায়, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় পোর্টালটি প্রকাশ ও বাস্তবায়ন করেছে।

    • শিক্ষক বাতায়ন শিক্ষা পোর্টাল এর ঠিকানা: www.teachers.gov.bd
    • শিক্ষক বাতায়ন ব্লগ এর ঠিকানা: www.teachers.gov.bd/blog

আরো পড়ুন: MMC Apps ব্যবহারে MMC Monitoring System এ ক্লাস প্রেরণ

Shikkhok Batayon এ কারা সদস্য হতে পারে?

শিক্ষক বাতায়নে প্রশিক্ষিত শিক্ষক সহ সকল শিক্ষক সদস্য হতে পারে। যে সব শিক্ষক ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেন্ট নির্মাণে দক্ষ ও প্রশিক্ষিত তাঁরা শিক্ষক বাতায়নে সদস্য হতে পারে।

বাংলাদেশের সরকারী বেসরকারী সকল শিক্ষা মাধ্যমের শিক্ষকগণ, পারস্পরিক ভাব বিনিময় ও কন্টেন্ট আদান প্রদানের মাধ্যমে, নিজ দক্ষতাকে আরো শানিত করার চেষ্টা করেন।

শিক্ষক বাতায়ন সদস্য হতে কি নিবন্ধন করতে হবে?

শিক্ষক বাতায়নে সদস্য হতে গেলে অবশ্যই নিবন্ধন করতে হবে। কেবল নিবন্ধিত সদস্যরা মাল্টিমিডিয়া কন্টেন্ট আপলোড করতে পারবে।

কারো কন্টেন্টে মতামত ও রেটিং প্রদানের জন্য আপনাকে অবশ্যই শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে হবে।

তবে কন্টেন্ট দেখা ও ডাউনলোড করার জন্য নিবন্ধন করতে হবে না। এখানে নিবন্ধনের ছকে কিছু তথ্য দিয়ে বিনামূল্যে নিবন্ধন করা যায়।

Shikkhok Batayon Registration- শিক্ষক বাতায়ন নিবন্ধন

শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে গেলে আগে শিক্ষক বাতায়ন থেকে সদস্য হওয়ার আমন্ত্রণ পেতে হতো। কিন্তু এখন আর নিবন্ধিত সদস্যের কাছ থেকে আমন্ত্রন পেতে হয় না।

শিক্ষক বাতায়নে নিবন্ধিত হতে ইচ্ছুক শিক্ষকগণ নিবন্ধন ফরম পূরণ করে সহজে নিবন্ধিত হতে পারেন। তবে নিবন্ধিত হবার পর প্রোফাইল আপডেট করে কর্তৃপক্ষ থেকে তা যাচাই করে নিতে হয়।

লগইন ও নিবন্ধন পাতার ঠিকানা https://www.teachers.gov.bd/user_login

ব্রাউজারের নতুন পাতায় লগইন করুন + নিবন্ধন করুন লেখা পাতাটি ওপেন হলে নিবন্ধন করুন লিংকটিতে ক্লিক করুন।

নিচের ছবির মত নিবন্ধন পাতাটি লক্ষ্য করুন।
Shikkhok Batayon Registration
নিবন্ধন ফরমের প্রথম আপনার নাম লিখুন।

দ্বিতীয় বক্সে আপনার ইমেইল আইডি ইংরেজীতে লিখুন।

এরপর ইংরেজী সংখ্যায় মোবাইল নম্বর লিখুন।

পাসওয়ার্ড বক্স দুটিতে একই পাসওয়ার্ড লিখুন (ছয় সংখ্যা বা উপরে)।

সবশেষে তথ্যগুলো ভালোভাবে দেখে নিয়ে, নিচের > আইকনে ক্লিক করে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করুন।

এরপর নতুন একটি পাতায় বিস্তারিত তথ্য পূরণের ফরম দেখতে পাবেন। এখানে আপনার নাম, পদবী, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্যগুলো পূরণ করে সবশেষে আপডেট লেখা বাটনটি ক্লিক করে প্রোফাইল সম্পন্ন করুন।

বিঃ দ্রঃ- নিবন্ধন ছকে অনেক তথ্য সিলেক্ট বাটনে ক্লিক করে সিলেক্ট করতে হবে, আবার অনেক তথ্য লিখে পূরণ করতে হবে।

নিবন্ধন ছকের যে তথ্যগুলো আবশ্যিক তা বোঝাতে × চিহ্ন ব্যবহার করা হয়েছে।

www.teachers.gov.bd Login- শিক্ষক বাতায়ন লগইন

শিক্ষক বাতায়নে লগইন/প্রবেশ করতে হলে, ব্রাউজারের অ্যাড্রেসবারে http://www.teachers.gov.bd/user_login ঠিকানাটি লিখে লগইন পাতায় যান।

এবার নিচের ছবির মত লগইন পেজ লক্ষ্য করুন।
Shikkhok Batayon Login-teachers-gov-bd
লগইন পাতায় দুটি বক্স দেখতে পাচ্ছেন। প্রথমটি ইমেইল/ইজারনেম ও দ্বিতীয়টি পাসওয়ার্ড। ইমেইল/ইউজারনেম অংশে নিবন্ধন করার সময়ে ব্যবহৃত ইমেইল ঠিকানা লিখুন।

আর পাসওয়ার্ড এর জায়গায় নিবন্ধনের সময়ে দেওয়া পাসওয়ার্ড সঠিকভাবে লিখুন। সবার শেষে > চিহ্নে ক্লিক করে লগইন/প্রবেশ করুন।

পাসওয়ার্ড ভুলে গেলে তীর চিহ্নিত পাসওয়ার্ড ভুলে গেছেন লিংকে ক্লিক করে, পাতার নির্দেশনা মত পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন।

শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করবো কীভাবে?

শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করতে হলে আপনাকে আগে কোন শ্রেণী ও বিষয়ের কন্টেন্ট ডাউনলোড করবেন তা নির্ধারণ করতে হবে।

এর জন্য আপনাকে পোর্টালের নেভিগেশন মেনুর দিকে লক্ষ্য করতে হবে। এখানে দুইভাবে আপনি আপনার প্রয়োজনীয় কন্টেন্ট খুঁজে পাবেন।

প্রথমত সার্চ এর মাধ্যমে। দ্বিতীয়ত পুরো কন্টেন্টের মধ্য থেকে। নেভিগেশন মেন্যুর দিকে লক্ষ্য করুন। নিচের ছবিটির মত দেখতে পাবেন।

শিক্ষক বাতায়ন কন্টেন্ট ডাউনলোড

  1. নেভিগেশন মেন্যুর এই অংশে আপনি আপনার প্রয়োজনীয় কন্টেন্ট খুজে পেতে সার্চ বক্সের সাহায্য নিতে পারবেন। এখানে আপনার খোঁজার বিষয়বস্তু মানে আপনি কি খুঁজতে চাইছেন তা লিখুন। এরপর প্রতিষ্ঠানের ধরণ, শ্রেণী ও বিষয় নির্ধারণ করে ডানের সার্চ আইকনটিতে ক্লিক করুন।
  2. কিছুক্ষনের মধ্যে অনেকগুলো কন্টেন্ট দেখতে পাবেন। এবার আপনার পছন্দ মত কন্টেন্টের শিরোনামের উপর ক্লিক করুন। কন্টেন্ট পাতাটি ওপেন হলে, নিচের দিকে শেয়ার বাটনের শেষে Download লেখা লিংক দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার কাঙ্খিত কন্টেন্ট ডাউনলোড হয়ে যাবে।
  3. এখানে আপনি শিক্ষক বাতায়নে রক্ষিত কন্টেন্ট এর বিভিন্ন শ্রেণীভাগ দেখতে পাবেন। আপনি যে ধরণের কন্টেন্ট চান তা নির্ধারণ করে ক্লিক করুন। তারপর পূর্বের মত কাঙ্খিত কন্টেন ডাউনলোড করুন।
  4. এখানে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার প্রতিটি শ্রেণী ও বিষয়ের কন্টেন্ট এর শ্রেণীভাগ করা আছে। এখানে আপনার কাঙ্খিত শ্রেণী ও বিষয়ের কন্টেন্ট খুঁজে পেতে বিষয়টির উপর ক্লিক করুন। উক্ত বিষয়ের সকল কন্টেন্ট শ্রেণী ক্রম অনুসারে আসলে সেখান থেকে আপনার কাঙ্খিত কন্টেন্ট পূর্বের নিয়মের মত ডাউনলোড করুন।

শিক্ষক বাতায়নের কন্টেন্ট আপলোড করার নিয়ম জানতে, নিচের লিংকে ক্লিক করুন।

Shikkhok Batayon Content Upload | শিক্ষক বাতায়ন কন্টেন্ট আপলোড করার নিয়ম।

যদি আপনি এমপিও ভুক্ত শিক্ষক হন, তাহলে নিচের লেখাগুলো আপনার কাছে প্রয়োজনীয় হতে পারে-

MPO Notice | Teacher MPO: কিভাবে দেখবেন?

Madrasha MPO Notice | কোথায়, কিভাবে দেখবেন?

www.dshe.gov.bd–Teacher MPO Update: কখন, কোথায়, কিভাবে দেখবেন?

Shikkhok Batayon এ নিবন্ধন ও কন্টেন্ট ডাউনলোড করতে কোন প্রকার অসুবিধা হলে নিচের মন্তব্যের ঘরে জানান।

আর বিষয়টি অন্য সবার জন্য প্রয়োজনীয় মনে করলে ফেসবুক ও টুইটারে শেয়ার করুন।

সবশেষ আপডেট: ১৬/০১/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ১০:১৭ পূর্বাহ্ন।

Share This:

সম্পর্কীত প্রকাশনা

BMEB Recent Notice Examiner List

BMEB Recent Notice: মাদ্রাসা শিক্ষা বোর্ড নোটিশ bmeb.gov.bd

স্কুল কলেজ (শিক্ষা প্রতিষ্ঠান) খুলছে না

স্কুল-কলেজ খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস

শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস নেওয়ার আদেশ জারি

72 মন্তব্য

  1. md.sohel rana এপ্রিল 12, 2019

    thanks

    জবাব
    • Educator Desks এপ্রিল 13, 2019

      শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

  2. Aneela nasir এপ্রিল 27, 2019

    কনটেন্ট দেখতে পারিনা কেন? not prevew লেখা আসে

    জবাব
    • Educator Desks এপ্রিল 27, 2019

      শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখায় মন্তব্য করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আপনি শিক্ষক বাতায়নে কন্টেন্ট দেখতে পাচ্ছেন না। কিছু কন্টেন্ট এর প্রিভিউ দেখাচ্ছে না- এটা চেক করলাম। তবে কিছু কন্টেন্ট এর প্রিভিউ দেখা যাচ্ছে। এটা কন্টেন্ট এর সমস্যা বা আপনার মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার বা সফটওয়ার গত সমস্যার জন্য হতে পারে।
      আপনি কন্টেন্টটি ডাউনলোড করে দেখতে পারেন অথবা not preview available লেখা অপশনটির উপরে ডান কোনায় তীর চিহ্নিত ক্লিকএবল অংশে ক্লিক করে ভিন্ন পাতায় কন্টেন্টটি ওপেন করে দেখতে পারেন।
      মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ। আরো কোন জানার থাকলে প্রশ্ন করতে পারেন।

    • সালাহ উদ্দিন সেপ্টেম্বর 18, 2021

      দেখতে পাচ্ছি না

  3. মোঃ মোস্তাফিজুর রহমান মে 13, 2019

    মডেল কন্টেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারছিনা

    জবাব
    • Educator Desks মে 14, 2019

      শিক্ষক বাতায়ন হোমপেজ এর নেভিগেশন মেন্যু হতে সরাসরি মডেল কন্টেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন না। কিন্তু আপনি একটু ভিন্ন পথ ধরে মডেল কন্টেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

      নিচের নির্দেশনা লক্ষ্য করুন-
      >>প্রথমে শিক্ষক বাতায়ন এর হোমপেজে প্রধান নেভিগেশন মেন্যুর কন্টেন্ট অপশনে গিয়ে আপনার কাঙ্খিত বিষয় যেমন: প্রেজেন্টেশন এ ক্লিক করুন।
      >> সকল প্রেজেন্টেশন ক্রমানুসারে আসলে উপরে দিকে ডানে শ্রেণি লেখা একটি অপশন দেখতে পাবেন। তার পরে দুটি ড্রপডাউন মেন্যু আছে। এখানে সকল লেখা মেন্যুতে ক্লিক করলে প্রথম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তালিকা দেখতে পাবেন। আপনার প্রয়োজনীয় শ্রেণি নির্বাচন করুন।
      >> এরপর পরের সাম্প্রতিক ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে সবার শেষে মডেল কন্টেন্ট অপশনটি নির্বাচন করুন।
      >> দুটি অপশন সঠিকভাবে নির্বাচন করা হলে অটোমেটিক সার্চের মাধ্যমে আপনি উক্ত শ্রেণির সকল মডেল কন্টেন্ট দেখতে ও পরে ডাউনলোড করতে পারবেন।

      মডেল কন্টেন্ট সম্পর্কে জানতে চাওয়ার জন্য ধন্যবাদ।
      আরো কোন বিষয়ে জানার থাকলে প্রশ্ন করতে পারেন।
      BD Educator শিক্ষক বাতায়ন সম্পর্কে যে কোন প্রশ্নের উত্তর দিতে আগ্রহী।
      ভালো থাকুন। শুভকামনা রইলো।

  4. MD.NAZRUL ISLAM মে 30, 2019

    Content

    জবাব
    • Educator Desks মে 30, 2019

      Shikkhok Batayon – শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

    • Parvin Akther আগস্ট 25, 2021

      চতুর্থ শ্রেণির বাংলা ছড়া ‘মা’ কন্টেন্ট

  5. Apu karmakar জুন 18, 2019

    Please,invite me anybody for shikhok batayon membership.

    জবাব
    • Educator Desks জুন 18, 2019

      প্রিয় Apu karmakar, শিক্ষক বাতায়ন সম্পর্কে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি এই বিষয়ে সাহায্যের জন্য আপনার প্রতিষ্ঠানের শিক্ষক বাতায়নে প্রশিক্ষিত শিক্ষক, বা আশেপাশের শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

  6. মোঃআব্দুর রউফ জুন 20, 2019

    কন্টেন্ট ডাইনলোডের নিয়মটা জানালে উপকৃত হব।

    জবাব
    • Educator Desks জুন 20, 2019

      প্রিয় আব্দুর রউফ, শিক্ষক বাতায়ন সম্পর্কে আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ।
      শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করার পদ্ধতি উপরোক্ত প্রকাশনায় বলা হয়েছে। উক্ত প্রকাশনার –
      Shikkhok Batayon – শিক্ষক বাতায়নে কীভাবে কন্টেন্ট ডাউনলোড করতে পারবো?
      এই অংশের নির্দেশনা অনুসরণ করুন।
      আবারো ধন্যবাদ ও শুভকামনা।

  7. Md Mizanur rahman জুলাই 12, 2019

    thanks

    জবাব
    • Educator Desks জুলাই 14, 2019

      শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখাটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।

  8. মোঃরুহুল আমিন জুলাই 15, 2019

    ডাউনলোড করার পর কিভাবে দেখবো?

    জবাব
    • Educator Desks জুলাই 15, 2019

      জনাব রুহুল আমিন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখাটি পড়ার জন্য। কন্টেন্ট গুলো যে ফরম্যাটের তা দেখতে সে ফরম্যাটের সফটওয়ার প্রয়োজন হবে। যদি আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দ্বার নির্মিত কন্টেন্ট ডাউনলোড করেন, তাহলে মোবাইল অথবা কম্পিউটারে তা দেখতে উক্ত সফটওয়ার প্রয়োজন হবে। ধন্যবাদ।

  9. Aleya Akter জুলাই 25, 2019

    ami amar sikkho batayon account a dukte partecina. pls sahajjo korun.

    জবাব
    • Educator Desks জুলাই 25, 2019

      প্রিয় Aleya Akter, আপনি আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষক বাতায়নে নিজের অ্যাকাউন্টে টুকতে পারবেন। এক্ষেত্রে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডটি অবশ্যই সঠিক হতে হবে। আমি এই মাত্র আমার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। কোন সমস্যা হলো না। তবে সাইটটি লোড নিতে সময় নিলো। আপনি কিছু পর পর সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করুন। অবশ্যই লগইন করতে সফল হবেন। ধন্যবাদ।

  10. MY MATH SOLTION আগস্ট 7, 2019

    অনেক ভালো

    জবাব
    • Educator Desks আগস্ট 17, 2019

      শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখাটি ভালো লাগায় অনুপ্রাণিত হলাম।

  11. জাহিদ অক্টোবর 6, 2019

    শিক্ষক বাতায়নের কনটেন্ট-এ কি কোন সমস্যা হচ্ছে? আমি নবম শ্রেনীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের কোনো কনটেন্ট পাচ্ছিনা।
    কনটেন্ট ডাইনলোড করতে কি লগ-ইন করা আবশ্যিক?

    জবাব
    • Educator Desks অক্টোবর 6, 2019

      শিক্ষক বাতায়ন এর সম্ভবত আপডেট চলছে। হোমপেজ নতুন করে সাজানো দেখলাম। আমিও নবম শ্রেণির ইসলাম শিক্ষা কনটেন্ট ডাউনলোডের চেষ্টা করলাম। তবে সমস্যা হচ্ছে বোধ হয়। আপনি কিছু পরে আবার চেষ্টা করুন। এর মধ্যে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে।
      কন্টেন্ট ডাউনলোড করতে হলে আগে লগইন করতে হতো না,বর্তমানে নিয়মটি পরিবর্তিত হতে পারে।
      এ বিষয়ে জানতে BD Educator ওয়েবসাইটে চোখ রাথুন।
      নতুন নিয়ম এলে পরবর্তীতে জানানোর চেষ্ট করবো। ধন্যবাদ।

  12. কোহিনূর সুলতানা অক্টোবর 20, 2019

    শিক্ষক বাতায়ন খুবই কার্যকরী। আমি বাতায়নের সদস্য হতে পেরে খুবই আনন্দিত। কিন্তু আমি একটি সমস্যায় পড়েছি। আমি কিছুতেই আমার কন্টেন্টগুলো বাতায়নে আপলোড দিতে পারছি না। আপলোড অপশনটি কোথাও পাচ্ছি না। আবার কখনো পেলেও ৩এম বি এর বেশি আপলোড হয় না। আমার সমস্যার কোন সমাধান জানালে উপকৃত হব।

    জবাব
    • Educator Desks অক্টোবর 22, 2019

      প্রিয় কোহিনূর সুলতানা, শিক্ষক বাতায়নে সদস্য হতে পেরেছেন জেনে আমাদেরও ভালো লাগছে।
      আপনি জানিয়েছেন, শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করতে পারছেন না।
      শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করার নিয়ম জানতে https://www.bdeducator.com/shikkhok-batayon-content-upload/ এই লেখাটি পড়ে দেখতে পারেন। এখানে কন্টেন্ট আপলোড করার নিয়ম বিস্তারিত বলা আছে। আপনি লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে লেখাটি মনোযোগ সহকারে পড়ুন।
      আশা করি উক্ত লেখায় আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন।
      আরো জানার থাকলে জানাতে পারেন মন্তব্য করে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ। ভালো থাকুন। শুভকামনা রইল।

  13. শিলা ভৌমিক অক্টোবর 24, 2019

    শিক্ষক বাতায়ন খুবই যোগ -উপযুগী। আমি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক। আমিও এই বাতায়নের একজন হতে চাই । এখান থেকে কিছু কনটেন্ট ডাউনলোড করতে চাই কিন্তু কিভাবে?

    জবাব
  14. Educator Desks অক্টোবর 25, 2019

    প্রিয় শিলা ভৌমিক, শিক্ষক বাতায়ন সম্পর্কে আপনার আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে।

    আপনি শিক্ষক বাতায়ন এর সমস্য হতে চাইলে, এই লেখার মাঝখানে- Shikkhok Batayon – শিক্ষক বাতায়নে কীভাবে নিবন্ধন করবো?– অনুচ্ছেদটি ভালোভাবে পড়ুন। এখানে নিবন্ধন প্রক্রিয়ার সকল কিছু বর্ণনা করা হয়েছে।

    আর আপনি শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করতে চাইলে, লেখাটির শেষের দিকে- Shikkhok Batayon – শিক্ষক বাতায়নে কীভাবে কন্টেন্ট ডাউনলোড করতে পারবো?– অনুচ্ছেদটি পড়ুন। এখানে কন্টেন্ট ডাউনলোড করার প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।

    আশা করি আপনি আপনার সমস্যার সমাধান এই লেখার মধ্যেই পেয়ে যাবেন। আর কোন সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন।
    লেখার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

    জবাব
  15. Abul Kalam Azad নভেম্বর 5, 2019

    সবিস্তারে লিখার জন্য ধন্যবাদ

    জবাব
    • Educator Desks নভেম্বর 5, 2019

      শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখায় মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলার পাথেয়। ধন্যবাদ। শুভকামনা রইল।

  16. শাহাদত হোসেন নভেম্বর 11, 2019

    যুগ উপোযুগি

    জবাব
    • Educator Desks নভেম্বর 11, 2019

      মতামতের জন্য ধন্যবাদ।

  17. মোঃ মিজানুর রহমান মিজান নভেম্বর 14, 2019

    আজ ১৩/১১/১৯ইং দুপুর ১টা থেকে দিবাগত রাত্রী ১টা পর্যন্ত শিক্ষক বাতায়নে লগ-ইন করতে পারছিনা।

    জবাব
    • Educator Desks নভেম্বর 14, 2019

      প্রিয় মিজানুর রহমান মিজান, আপনি জানিয়েছেন আপনি শিক্ষক বাতায়নে লগইন করতে পারছেন না। তবে এখন লগইন করা যাচ্ছে। আমি এইমাত্র লগইন করে দেখলাম।
      অনেক সময় শিক্ষক বাতায়ন সার্ভার ব্যস্ত থাকার কারণে বা অন্য কোন টেকনিক্যাল কারণে এ সমস্যা হতে পারে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ। যে কোন সমস্যা বা পরামর্শের জন্য প্রশ্ন করতে পারেন। শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  18. শাহ তৃষাণ আরা পপি নভেম্বর 22, 2019

    শিক্ষক বাতায়নের সদস্য হতে চাই।
    কিভাবে সদস্য হবো??

    জবাব
    • Educator Desks নভেম্বর 22, 2019

      প্রিয় শাহ তৃষাণ আরা পপি, আপনি শিক্ষক বাতায়নে সদস্য হতে চেয়েছেন, জেনে ভাল লাগলো। শিক্ষক বাতায়নে সদস্য নিবন্ধন প্রক্রিয়া এই আর্টিকেলে বলা হয়েছে।
      আপনি এই আর্টিকেলের ‘Shikkhok Batayon – শিক্ষক বাতায়নে কীভাবে নিবন্ধন করবো?’ অনুচ্ছেদটি ভালোভাবে পড়ুন। এখানে শিক্ষক বাতায়নের সদস্য নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।
      প্রথমে আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে https://www.teachers.gov.bd/user_login ঠিকানাটি লিখে পাতাটি ব্রাউজারে ওপেন করুন। তারপর এই আর্টিকেলের নির্দেশনা মত নিবন্ধন ফরমটি যথাযথ ভাবে পূরণ করে তা সাবমিট করুন।
      আশা করি আপনার সমস্যার সমাধান পেয়েছেন। যদি আরো কোন সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাদের জানান।
      প্রশ্নের জন্য ধন্যবাদ। ভালো থাকুন, শুভকামনা রইল।

  19. মোঃ ইয়াজীজ আলী ডিসেম্বর 3, 2019

    শিক্ষক বাতায়নের সদস্য হতে পেরে আমাকে খুব আনন্দ লাগছে।

    জবাব
    • Educator Desks ডিসেম্বর 3, 2019

      প্রিয় ইয়াজীজ আলী, শিক্ষক বাতায়নে সদস্য হওয়ায়, আপনার সাথে আমরাও আনন্দিত। অভিনন্দন ও শুভকামনা রইল।
      এবার আপনি চাইলে শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করতে পারেন। যে কোন শ্রেণি ও বিষয়ে ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেন্ট আপলোড করার নিয়ম জানতে https://www.bdeducator.com/shikkhok-batayon-content-upload লিংকটিতে ক্লিক করুন।

  20. কে,এম,সাইফুল্লাহ ফেব্রুয়ারী 8, 2020

    আসসালামু আলাইকুম।
    আমি জানতে চাই আমার বিষয় ভিত্তিক প্রয়োজনিয় অর্থাৎ যে বিষয় আমার কন্টেন্ট দরকার সেটা কি ভাবে দেখব এমন কোন অপষন আছে কি, জানালে উপকার হবে।

    জবাব
    • Educator Desks ফেব্রুয়ারী 8, 2020

      প্রিয় কে.এম. সাইফুল্লাহ, আপনি বিষয় ভিত্তিক কন্টেন্ট খোঁজার অপশন সম্পর্কে জানতে চেয়েছেন। হ্যাঁ, অপশন আছে। আপনি চাইলে কোন শ্রেণী বা বিষয়ের নির্ধারিত অধ্যায়ের কন্টেন্ট খুঁজে পেতে পারেন।
      কন্টেন্ট খুজতে শিক্ষক বাতায়ন হোমপেজে নেভিগেশন মেন্যুতে এরকম অপশন পাবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      শিক্ষক বাতায়ন সম্পর্কে আরো জানার থাকলে প্রশ্ন করতে পারেন।

  21. মোহাম্মদ রবি ওচমান ফেব্রুয়ারী 11, 2020

    শিক্ষকদের জন্য শিক্ষক বাতায়ন একটি খুবই উপকারী ওয়েব সাইট।

    জবাব
    • Educator Desks ফেব্রুয়ারী 12, 2020

      শিক্ষক বাতায়ন কন্টেন্ট ডাউনলোড সম্পর্কীয় লেখায় মতামত রাখার জন্য ধন্যবাদ।
      ভালো থাকুন, ধন্যবাদ।
      শিক্ষক বাতায়ন সম্পর্কে জানার থাকলে প্রশ্ন করতে পারেন।

  22. Mahmud hasan ফেব্রুয়ারী 16, 2020

    ভালো

    জবাব
    • Educator Desks ফেব্রুয়ারী 17, 2020

      শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখায় মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

  23. মোঃ আসাদুলইসলাম আসাদ মার্চ 9, 2020

    এগুলো মনিটরিং করা হয় কিভাবে?

    জবাব
    • Educator Desks মার্চ 10, 2020

      প্রিয় আসাদুল ইসলাম আসাদ, আপনি কোন বিষয়ের মনিটরিং এর কথা বুঝিয়েছেন তা স্পষ্ট নয়।
      যদি MMC Apps ব্যবহারে MMC Monitoring System এ ক্লাস প্রেরণ করতে চান, তাহলে সংযুক্ত লিংকটি সহায়ক হতে পারে। https://www.bdeducator.com/mmc-apps-mmc-monitoring-system/
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      শিক্ষক বাতায়ন সম্পর্কে আরো জানার থাকলে প্রশ্ন করতে পারেন।

  24. Md Nasim uddin মার্চ 10, 2020

    It is very important for all teacher.so i congratulate you.

    জবাব
    • Educator Desks মার্চ 10, 2020

      প্রিয় Md Nasim uddin, শিক্ষক বাতায়ন সম্পর্কীত লেখার আপনার অনুপ্রেরণাদায়ক মতামত, আমাদের আরো অনুপ্রাণিত করে।
      ধন্যবাদ মন্তব্যের জন্যে।
      এ বিষয়ে জানতে চাইলে প্রশ্ন করতে পারেন।

  25. mokshed Arif এপ্রিল 14, 2020

    member

    জবাব
    • Educator Desks এপ্রিল 15, 2020

      ধন্যবাদ।

  26. Md Shahjahan Ali মে 8, 2020

    শিক্ষক বাতায়নের সদস্য হতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি এর মাধ্যমে আমি একজন যুগোপযোগী শিক্ষক হতে পারব। ভবিষ্যতে জ্ঞানী, দক্ষ ও সৃজনশীল জাতি বিনির্মানে অবদান রাখব ইন-শা-আল্লাহ।

    জবাব
    • Educator Desks মে 8, 2020

      আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  27. রুহুল আমিন মে 17, 2020

    এখানে কন্টেন্ট আপলোড দেয়ার উপকারীতা কি কি ?

    জবাব
    • Educator Desks মে 17, 2020

      শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ায় তা প্রদর্শন করে ক্লাস নিতে পারবেন। আর শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করে লাখো শিক্ষকের মাঝে তা ছড়িয়ে দিতে পারবেন। আপনার কন্টেন্ট ডাউনলোড করে অন্য একজন শিক্ষক ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  28. HUSNA ZAKIA জুলাই 20, 2020

    আমি শিক্ষক বাতায়নের সদস্য হতে পেরে আনন্দিত ।
    আমার একাউন্ট এ লগ ইন করতে পারছি না ।

    জবাব
    • Educator Desks জুলাই 20, 2020

      শিক্ষক বাতায়নে নিবন্ধন করার জন্য অভিনন্দন। আপনার কোন ধরণের সমস্যা হচ্ছে বিস্তারিত বলুন।

  29. হ‍্যাপি দাশ অক্টোবর 3, 2020

    আমি শিক্ষক বাতায়নে ডুকতে পারছি না

    জবাব
    • Educator Desks অক্টোবর 4, 2020

      শিক্ষক বাতায়ন সার্ভারে সম্ভবত কিছু সময় সমস্যা হচ্ছে। কিছু পরপর চেষ্টা করে দেখুন। ধন্যবাদ।

  30. মোহাম্মদ সফিকুল ইসলাম অক্টোবর 4, 2020

    শিক্ষক বাতায়নের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নিয়মিত যোগাযোগ রাখবো এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো। ধন্যবাদ।

    জবাব
    • Educator Desks অক্টোবর 4, 2020

      শিক্ষক বাতায়নে যুক্ত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। শুভকামনা রইল।

  31. Emdadul Hoque Fuad অক্টোবর 17, 2020

    I am keen to learn Web design & Web developing from scratch almost. But I have surfed W3 school, Github, html.org MDN etc….. So I have gathered abc about html,css.But Javascript, and further is not known to me. How can I get all video lectures of Web design & development chronologically. Regards.

    জবাব
    • Educator Desks অক্টোবর 17, 2020

      ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কে আপনার আগ্রহের কথা শুনে ভালো লাগলো। আপনার যেহেতু এই বিষয়ে সাধারণ ধারণা আছে, সেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে একটি ঘাঁটাঘাঁটি করে দেখতে পারেন। কোডিং জ্ঞান না থাকলেও ওয়ার্ডপ্রেসে ওয়েব ডেভলপমেন্ট করা যায়। সাথে বাড়তি যোগ্যতা হিসাবে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এর জ্ঞান থাকলে আরো ভালে হয়।
      আশা করি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। ধন্যবাদ।

  32. Dr. Md. abul kalam Azad ডিসেম্বর 23, 2020

    আমি খুসি। আশা করি সফল হবইনশাআল্লাহ।

    জবাব
    • Educator Desks ডিসেম্বর 23, 2020

      শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে ব্যবহারে আপনার খুশীতে আমরাও আনন্দিত। ধন্যবাদ।

  33. এ এস এম শামসুজ্জামান ফেব্রুয়ারী 9, 2021

    বর্তমানে আমি শিক্ষক বাতায়নের কন্টেন্ট ডাউন করতে পারছি না । অনুগ্রহ পূর্বক কারণ টি জানতে পারি।

    জবাব
    • Educator Desks ফেব্রুয়ারী 9, 2021

      শিক্ষক বাতায়নে কন্টেন্ট ডাউনলোড করা যাচ্ছে। এইমাত্র একটি কন্টেন্ট ডাউনলোড করে দেখলাম। আপনি শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে গিয়ে এখন চেষ্টা করে দেখতে পারেন।

  34. Hafsa ফেব্রুয়ারী 14, 2021

    শিক্ষক বাতায়ন খুবই যোগ -উপযুগী। আমি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক। আমিও এই বাতায়নের একজন হতে চাই । এখান থেকে কিছু কনটেন্ট ডাউনলোড করতে চাই কিন্তু কিভাবে?

    জবাব
    • Educator Desks ফেব্রুয়ারী 14, 2021

      কন্টেন্ট ডাউনলোড করতে নিবন্ধন করতে হবে না। প্রতিবেদনের নির্দেশনা অনুযায়ী কন্টেন্ট ডাউনলোড করুন। ধন্যবাদ।

  35. পার্বতী নন্দী ফেব্রুয়ারী 24, 2021

    আমি পার্বতী নন্দী ১০/১২দিন হয় শিক্ষক বাতায়নে লগইন করতে পারছি না। বিষয়টি বুঝতে পারছি না। আমাকে করবেন কি?

    জবাব
  36. Mst Mukta মার্চ 12, 2021

    আমি শিক্ষক বাতায়নের সদস্য হতে পেরে আনন্দিত । আশা করছি এর মাধ্যমে আমি একজন যুগোপযোগী শিক্ষক হতে পারব। ভবিষ্যতে জ্ঞানী, দক্ষ ও সৃজনশীল জাতি বিনির্মানে অবদান রাখব ইন-শা-আল্লাহ।

    জবাব
  37. মনজুর আহমদ মার্চ 27, 2022

    আমি একটি কণ্টেণ্ট শিক্ষক বাতায়নে দিব। কিন্তুু  আপলোড করতে পারছিনা। কিভাবে দিব জানালে কৃতজ্ঞ থাকবো।

    জবাব
    • Educator Desks মার্চ 28, 2022

      এই প্রতিবেদনে কন্টেন্ট আপলোড করার নিয়ম সংক্রান্ত একটি প্রতিবেদনের লিংক দেওয়া আছে। সেটা পড়ে চেষ্টা করুন।

মন্তব্য করুন

জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সন্ধান করুন

সাম্প্রতিক সংবাদ

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি (তারিখ) 2022
  • আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২২ সার্কুলার: আবেদন ১৫ মে
  • dpe.teletalk.com.bd admit card download 2022 (Primary Teacher)
  • প্রাথমিক নিয়োগ পরীক্ষা: ২য় ও ৩য় ধাপের জেলার তালিকা ২০২২
  • প্রাথমিকের ২য় দফার নিয়োগ পরীক্ষা ২০ মে, মানতে হবে ২৩ নির্দেশনা
  • প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (এডমিট) ডাউনলোড ২০২২
  • প্রাথমিক নিয়োগের ১ম ধাপের মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
  • প্রাথমিক শিক্ষক নিয়োগের ১ম ধাপের লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২

বিভাগ ভিত্তিক সংবাদ

  • Admission Circular
  • Education Website
  • Educator Jobs
  • MPO Notice
  • Result
  • Syllabus
  • বিবিধ

Follow Us

বিশ্বস্ত গুগল নিউজে আমরা

BD Educator Google News
BD Educator Copyright © 2022.
Back to Top ↑