রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই শিফটে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের প্রধান প্রধান বিভাগীয় শহরগুলোতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৬-২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বরাবরের মত এবারেও তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুই শিফটে সকাল-বিকাল এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও ৫টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ
৬ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পোস্টে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়টি জানানো হয়েছে।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে, ভর্তি পরীক্ষা তারিখের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি শুক্রবার। ১৭ জানুয়ারি শনিবার এ-ইউনিটের এবং ২৪ জানুয়ারি শনিবার বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে অনুষ্ঠিত হবে।
আরো দেখুন:
এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (MIST Admission 2025)
