এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (MIST Admission 2025)

২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমআইএসটি। ভর্তি আবেদন শুরু হবে ২ নভেম্বর থেকে। আবেদন ফি ১২০০/= টাকা। এবারের স্নাতক ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।

এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (MIST Admission Circular 2025)

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্রাজুয়েট) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

১৭ অক্টোবর তারিখে এমআইএসটি (mist.ac.bd) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের তারিখ, ভর্তির যোগ্যতা, সিলেবাস ও প্রশ্নের মানবন্টন সহ সকল বিষয়ের তথ্য প্রকাশ করা হয়েছে।

অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২ নভেম্বর। আর পরীক্ষা গ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর ডিসেম্বর। এবারে সেকেন্ড টাইমাররা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

এমআইএসটি ভর্তির আবেদনের যোগ্যতা

২০২২ ও ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২০২৪ ও ২৫ সালের এইচএসসি সমমান বিজ্ঞান বিভাগ থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে ১৮ পয়েন্ট থাকতে হবে। তবে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে এইচএসসি ও সমমানের জিপিএ-৪ করে পেতে হবে।

এমআইএসটি ভর্তি পরীক্ষার সিলেবাস

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার (এ ইউনিট) এর ভর্তি পরীক্ষায় গণিতে ৮০, পদার্থ বিজ্ঞানে ৬০, রসায়নে ৪০ ও ইংরেজিতে ২০ নম্বর সহ মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা।

আর বি ইউনিটের আর্কিটেকচারে অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ঘন্টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন ও পরীক্ষার তারিখ

অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে। ২ নভেম্বর বেলা ১১টা থেকে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ ইউনিটের আবেদন ফি ১২০০ টাকা। বি এইনিটের  আবেদন ফি ১৪০০/= টাকা।

অনলাইন আবেদনের ঠিকানা: https://mist.ac.bd/page/admission1

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ ডিসেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।

এ বিষয়ে বিস্তারিত জানুন প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।

এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

MIST Admission 2025

আরো দেখুন:

বিইউপি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি [পরীক্ষা শুরু ৯ জানুয়ারি]

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে

মন্তব্য করুন