ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: ভর্তির যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তির যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার তারিখ সম্পর্কে জানুন।

ডুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২২: আবেদনের যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর  ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে ১ম বর্ষের ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে।

admission.duetbd.org ওয়েবসাইটে ভর্তি আবেদন শুরু হয়েছে ৩১ জুলাই থেকে। অনলাইনে আবেদন চলবে ২৫ আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

ডুয়েট ভর্তির অনলাইন আবেদন ও পরীক্ষার সময়সূচী

ডুয়েট ভর্তি পরীক্ষার বাংলাদেশের প্রার্থীদের আবেদন অনলাইনে গ্রহন করা হবে। তবে বিদেশের প্রার্থীদের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে না।

বিদেশের প্রার্থীদের পররাষ্ট ও শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি সাপেক্ষে সরাসরি ভর্তি আবেদন জমা দিতে হবে।

অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু ৩১ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ থেকে। আবেদন করা যাবে ২৫ আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ হতে। পরীক্ষা চলবে ১১ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত। দুই দিনে সকল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিচের বিজ্ঞপ্তি হতে ডুয়েট ভর্তি পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানুন।

ডুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ২০২২

আবেদনের ওয়েবসাইট: http://admission.duetbd.org

ভর্তির আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ভর্তি প্রসপেকটাস হতে (নিচে লিংক সংযুক্ত আছে)।

ভর্তি প্রসপেকটাস পাওয়া যাবে এখানে: https://admission.duetbd.org/prospectus.php

আরো জানুন: চবি ভর্তি পরীক্ষার তথ্য ২০২২ (admission.cu.ac.bd)

ডুয়েট ভর্তি সার্কুলার ২০২২: বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামে ভর্তির যোগ্যতা

ডুয়েটে চলতি শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে অনলাইনে ভর্তির যোগ্যতা নিম্নরূপ-

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয় সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীকে কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার পরীক্ষায় গড়ে কমপক্ষে ৬০% নম্বর অথবা জিপিএ ৪.০০ স্কেলের মধ্যে জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার পরীক্ষায় ২০২০ ও পরবর্তী সালের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

তবে সরকারী, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, সেক্টর কর্পোরেশনে শিক্ষকতা সহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত নিয়ম প্রযোজ্য হবে না।

চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ডুয়েট ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ও পরীক্ষার ফি

অনলাইন নির্দেশনা মোতাবেক নগদ অথবা রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডুয়েট ভর্তি পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষার ফি ১১৮০/= (এগার শত আশি টাকা)।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২২

ভর্তি ডুয়েট ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি দেখুন নিচের সংযুক্ত ছবিতে। অনলাইন আবেদন করার আগে ডুয়েট ভর্তি প্রসপেকটাস হতে ভর্তির বিস্তারিত নিয়মকানুন জানা যাবে।

পিডিএফ ফরম্যাটে প্রকাশিত ডুয়েট ভর্তি প্রসপেকটাস সংগ্রহ করুন এখান থেকে

ডুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২

২০২২ সালের ডুয়েট ভর্তি পরীক্ষা সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন: কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: সিলেবাস ও মানবন্টন

তথ্যসূত্র:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

সবশেষ আপডেট: ১৬/০৮/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ১০:৩০ অপরাহ্ণ।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: ভর্তির যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস”-এ 3-টি মন্তব্য

  1. আমার ছেলে ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের ডিপ্লোমার ছাত্র। বর্তমানে সে ইন্টার্নী করছে। আগামী ২৩ সালে সে কি ডুয়েটে ভর্তি পরিক্ষায় অংশ গ্রহন করতে পারবে?

    জবাব
  2. ডুয়েট ২০২৩ এর ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে?

    জবাব
    • এখনো ২০২৩ সালের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন