ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২০-২০২১
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২১: আবেদনের যোগ্যতা ও সময়সূচী
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট), গাজীপুর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
admission.duetbd.org ওয়েবসাইটে ভর্তি আবেদন শুরু ২ মে থেকে, চলবে ১৮ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।
আরো পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক/সম্মান ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
ডুয়েট ভর্তির অনলাইন আবেদন, প্রবেশপত্র সংগ্রহ ও পরীক্ষার সময়সূচী (সংশোধিত)
ডুয়েট ভর্তি পরীক্ষার বাংলাদেশের প্রার্থীদের আবেদন অনলাইনে গ্রহন করা হবে। তবে বিদেশের প্রার্থীদের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে না।
বিদেশের প্রার্থীদের পররাষ্ট ও শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি সাপেক্ষে সরাসরি ভর্তি আবেদন জমা দিতে হবে।
অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু ২ মে ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকা থেকে।
পূর্বের ভর্তির বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনলাইন আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। এখন আবেদন করা যাবে ১৮ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ০২/০৫/২০২১ হতে ১৮/০৮/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৬/০৮/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায়।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সম্ভাব্য তালিকা অর্থাৎ ফলাফল প্রকাশ করা হবে ১৪/০৯/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ বিকাল ৪:০০ ঘটিকায়।
ডুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়সূচী: ০৫/০৯/২০২১ ও ০৬/০৯/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ- এই দুই দিনে সকল বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।
১৭ জুন প্রকাশিত ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি হতে, সংশোধিত ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন, প্রবেশপত্র সংগ্রহ ও বিভাগ ভিত্তিক পরীক্ষার সময়সূচী দেখুন।
ভর্তির আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ভর্তি প্রসপেকটাস হতে (নিচে লিংক সংযুক্ত আছে)।
ভর্তি প্রসপেকটাস পাওয়া যাবে এখানে: http://admission.duetbd.org/prospectus/2020-2021.pdf
আরো জানুন: চবি ভর্তি পরীক্ষা তথ্য ২০২১ | admission.cu.ac.bd Chittagong University
ডুয়েট ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২১: বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামে আবেদনের যোগ্যতা
ডুয়েটে চলতি শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে অনলাইনে ভর্তির যোগ্যতা নিম্নরূপ-
প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয় সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচার পরীক্ষায় গড়ে কমপক্ষে ৬০% নম্বর অথবা জিপিএ ৪.০০ স্কেলের মধ্যে জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচার পরীক্ষায় ২০১৯ ও পরবর্তী সালের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
তবে সরকারী, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, সেক্টর কর্পোরেশনে শিক্ষকতা সহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত নিয়ম প্রযোজ্য হবে না।
চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
একজন প্রার্থী সর্বোচ্চ দুটি বিভাগে আবেদন করতে পারবে।
ডুয়েট ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ও পরীক্ষার ফি
অনলাইন নির্দেশনা মোতাবেক নগদ অথবা রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডুয়েট ভর্তি পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
ভর্তি পরীক্ষার ফি ৯৮০/= (নয় শত আশি টাকা)।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২১
সতর্কতা– নিচের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনলাইন আবেদন, প্রবেশপত্র সংগ্রহ ও পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। উপরের অনুচ্ছেদে যুক্ত বিজ্ঞপ্তি হতে সংশোধিত সময়সূচী ভালোভাবে দেখে নিন।
ভর্তি ডুয়েট ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি দেখুন নিচের সংযুক্ত ছবিতে। অনলাইন আবেদন করার আগে ডুয়েট ভর্তি প্রসপেকটাস হতে ভর্তির বিস্তারিত নিয়মকানুন জানা যাবে। পিডিএফ ফরম্যাটে প্রকাশিত প্রসপেকটাস সংগ্রহ করুন এখান থেকে।
আরো দেখুন: বুয়েট ভর্তি পরীক্ষা ২০২১ এর বিজ্ঞপ্তি প্রকাশ: প্রাথমিক আবেদন ১৫ এপ্রিল
তথ্যসূত্র:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
সবশেষ আপডেট: ২০/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ১২:৪০ অপরাহ্ণ।