এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখুন (HSC Result 2023)

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সকল বোর্ডের এইচএসসি সমমান রেজাল্ট ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ বুধবার বেলা ১১:৩০ মিনিটের সময় প্রকাশ করা হয়।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি ২০২৩ (HSC Result 2023)

২০২২ সালের এইচএসসি-আলিম সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ বুধবার বেলা ১১:৩০ মিনিটের সময়, এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশের অনুষ্ঠানের উদ্বোধন করেন।

২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষায় পাশের হার ৮৫.৯৫ শতাংশ। গত বছরের চেয়ে এবারে পাশের হার কমেছে গতবারে পাশের হার ছিলো ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবারে সব বোর্ড মিলিয়ে জিপিএ ফাইভ (এ+) পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী।

এক নজরে ২০২২ সালের বোর্ড ওয়ারি এইচএসসি রেজাল্ট

বোর্ড ওয়ারি এইচএসসি সমমান রেজাল্ট পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ঢাকা বোর্ডের পাশের পার ৮৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছেন ৬২ হাজার পরীক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, সাড়ে ১২ হাজার জিপিএ-৫। বরিশাল বোর্ডে পাসের হার ৮৭ শতাংশ, ৭ হাজার ৩৮৬ জিপিএ-৫ পেয়েছেন।

সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী।

যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ, সাড়ে ১৮ হাজার জিপিএ-৫ পেয়েছেন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ শতাংশ, ১১ হাজার ৮৩০ জিপিএ-৫ পেয়েছেন।

কুমিল্লা বোর্ডের পাসের হার ৯০ শতাংশ, ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।  কারিগরি বোর্ডের এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার ৯১ শতাংশ, ৭ হাজার ১০৫ জন জিপিএ ৫ পেয়েছেন।

অনলাইনে দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে, এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল দেখা যাচ্ছে।

নিচের অনুচ্ছেদ থেকে নাম্বার সহ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম জানুন।

আরো জানুন:

মোবাইল এসএমএস (SMS) দিয়ে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম জানুন

ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২: Dhaka Board HSC Result 2022

bteb.gov.bd hsc result 2022: কারিগরি এইচএসসি রেজাল্ট ২০২২

এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম (HSC Result 2023)

৮ জানুয়ারি সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। বেলা ১১ টার পরে অনলাইন, মোবাইল এসএমএস ও পরীক্ষার কেন্দ্র থেকে একযোগে রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

বরাবরের মত অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হতে এইচএসসির প্রকাশিত রেজাল্ট দেখা যাবে। এছাড়াও মোবাইল এসএমএস-এর মাধ্যমে প্রকাশিত রেজাল্ট জানা যাবে।

পরীক্ষার কেন্দ্র থেকেও এই রেজাল্ট জানা যাবে। দেশের সকল শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট ও রেজাল্ট আর্কাইভ থেকে এইচএসসির রেজাল্ট জানা যাবে।

নিচের ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার্থীদের পরীক্ষার নাম, বছর, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট দেখা যাবে।

www.educationboardresults.gov.bd

মোবাইল মেসেজে এইচএসসি রেজাল্ট দেখা যাবে। ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে-

HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে, পরীক্ষার্থীর রোল নম্বর টাইপ করে স্পেস দিয়ে 2022 লিখে তা 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উদাহারণ : HSC<>Board name (First 3 letter) <> Roll<>2022

উল্লেখ্য, এইচএসসি সমমান পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ মেয়ে।

লক্ষ্য করুন: এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ আবেদন ৯ ফেব্রুয়ারি থেকে গ্রহণ শুরু হবে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

প্রতি পত্রের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট নাম্বার সহ দেখুন (HSC Result 2022)

Rajshahi Board HSC Exam Result 2022: নাম্বার সহ এইচএসসি রেজাল্ট

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এইচএসসি-আলিম ফলাফল ২০২২)

এইচএসসি আলিম রেজাল্ট প্রকাশ, প্রকাশিত ফলাফল দেখবেন যেভাবে

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখুন (HSC Result 2023)”-এ 4-টি মন্তব্য

    • একই দিনে আলিমের রেজাল্ট প্রকাশ করা হবে।

  1. কেমন হইছে বলবেন প্লিজ

    জবাব
  2. রেজাল্টের ফলাফল

    জবাব

মন্তব্য করুন