Home » মাদ্রাসা মে এমপিও ২০২১: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

মাদ্রাসা মে এমপিও ২০২১: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে এমপিও ২০২১

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে এমপিও ২০২১

মাদ্রাসা মে এমপিও ২০২১: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর ও এমপিও শিট প্রকাশ করো হয়েছে।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে/২০২১ মাসের এমপিও শিট প্রকাশ ও বেতনের চেক হস্তান্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অধিন শিক্ষক-কর্মচারীদের, ২০২১ খ্রিষ্টাব্দের মে মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

বেতনের চেক ছাড়ের সাথে সাথে সংশ্লিষ্ট মাসের এমপিও আপডেট করে, নতুন এমপিও শিট প্রকাশ করা হয়েছে। এবারের এমপিও’তে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।

ইনডেক্সধারীরা উচ্চতর স্কেল/সিলেকশন গ্রেড, বিএড ও কামিল স্কেল পেয়েছেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধানের অভিজ্ঞতার স্কেল সহ অন্য সকল পদের এমপিও আপডেট করা হয়েছে।

আরো পড়ুন:

Dakhil-Alim Short Syllabus 2022: পুনর্বিন্যাসকৃত দাখিল-আলিম সিলেবাস

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | Dakhil-Alim Syllabus 2021

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

Madrasah May MPO 2021: মাদ্রাসার মে মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি ও এমপিও শিট সংগ্রহের নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মে মাসের বেতনের চেক ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসার মে মাসের বেতন-ভাতার চেক ছাড়ের বিজ্ঞপ্তি, ০১/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে প্রকাশিত হয়েছে।

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ, মে মাসের বেতন-ভাতা ০৭/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখের পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

মাদ্রাসার মে মাসের বেতনের চেক হস্তান্তরের নোটিশ

মাদ্রাসা মে মাসের চেক হস্তান্তরের নোটিশ

বিঃদ্রঃ-উপরের সংযুক্ত নোটিশে বেতন-ভাতা ছাড়ের স্মারক নম্বর ও বেতন উত্তোলনের তারিখ উল্লেখ আছে। আর এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের অনুচ্ছেদে যুক্ত লিংক থেকে।

Madrasah May MPO Sheet 2021: মাদ্রাসা মে এমপিও শিট ২০২১ সংগ্রহের নির্দেশনা

মাদ্রাসার মে মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে্ প্রথমে লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করুন এবং তা ব্রাউজ করুন।

দেখবেন সেখানে ব্যাংকের নাম লেখা অনেকগুলো ফোল্ডার আছে্ প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংকে নামের ফোল্ডারে ক্লিক করুন। এখানে এমপিও শিটের কপি পাওয়া যাবে।

এমপিও সংগ্রহের লিংক:

https://drive.google.com/drive/folders/1wXkNkkozypwaNpoGpgPM78BzNv-UKVKc?usp=sharing

আরো জানুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা

এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

4 thoughts on “মাদ্রাসা মে এমপিও ২০২১: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর”

  1. মাদ্রাসার সহকারি মৌলভীরা যুগের পর যুগ যুগ ধরে ১০ম কোডে কেন? তারা কি সহকারি শিক্ষক নয়? সব সহকারি শিক্ষক ৯ম কোডে,সব সহকারি শিক্ষক ও সহকারি মৌলভীদের কাজ একই,কোড কেন ভিন্ন হবে,এ কঠিন বৈষম্য কিভাবে দুর হবে,অথচ সুপার ৭ম কোডে ৩০০০০ টাকা,সহকারি শিক্ষকেরা ৯ম কোডে ২২০০০ টাকা, অথচ সহকারি মৌলভীরা ১০ম কোডে ১৬০০০ টাকা,এতবড় বৈষম্য কখন,কিভাবে দুর হবে জানাইলে অসহায় শিক্ষকেরা উপকৃত হবে,ধন্যবাদ,

  2. অফিস সহাকারীরা কেন অবহেলিত?
    সকল শিক্ষক কর্মচারী কর্মস্থল ত্যাগ করলেও অফিস সহাকারীরা কাজে লিপ্ত থাকে
    তাদের এত কষ্ট করেও তাদের কোন বেতন বাড়ার উদ্যোগ নেই কে?

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top