স্কুল-কলেজের ঈদুল আযহার উৎসব বোনাসের চেক হস্তান্তর

স্কুল-কলেজের ঈদুল আযহার উৎসব বোনাসের চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। উৎসব ভাতা উত্তোলন করা যাবে ১২ জুন ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

এমপিওভুক্ত স্কুল-কলেজের ঈদুল আযহার উৎসব বোনাসের চেক হস্তান্তর

দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ঈদুল আযহার উৎসব বোনাসের চেক ৬ জুন ২০২৪ খ্রি. তারিখে অনুদার বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, ঈদ বোনাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্কুল-কলেজের ঈদুল আযহার ঈদ বোনাসের টাকা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১২/০৬/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, বেসরকারি এমপিও শিক্ষকগণ মূল বেতনের ২৫% ও কর্মচারীরা ৫০% ঈদ বোনাস পেয়ে থাকেন। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ ১০০% ঈদ বোনাস পেলেও বেসরকারি শিক্ষকদের সাথে সরকার বিমাতাসুলভ আচরণ করে আসছে।

ঈদ বোনাসের স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/১৬০৭/৪ তারিখ: ০৬-০৬-২০২৪।

স্কুল-কলেজের ঈদ বোনাসের এমপিও শিট অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এই এমপিও শিটের কপি দিয়ে প্রতিষ্ঠান প্রধানদের ঈদ বোনাস উত্তোলনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ঈদ বোনাসের এমপিও শিট ডাউনলোড লিংক:

https://drive.google.com/drive/folders/1ysXwCWWE72A04QxZViaULIT0247EYBK5?usp=sharing

আরো দেখুন:

এমপিওভুক্ত স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ভাতার চেক হস্তান্তর

কারিগরি শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক ছাড়

মন্তব্য করুন