যেসব শিক্ষা প্রতিষ্ঠান ২ মে তারিখ পর্যন্ত বন্ধ থাকবে

দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২ মে তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে ২ মে তারিখ পর্যন্ত। আর হাইকোর্টের রায়ের ফলে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকবে বলে জানা গেছে। এদিকে শিক্ষা অধিদপ্তর ২৭ জেলার সকল প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করে নোটিশ প্রকাশ করেছে।

স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেসব তারিখে বন্ধ থাকবে

দেশে চলমান তাপ প্রবাহের কারণে সকল প্রাথমিক বিদ্যালয় ২ মে তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর হাইকোর্টের এক আদেশে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা একই তারিখ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এদিকে মঙ্গলবার ২৭ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার শিক্ষা প্রতিষ্ঠান একই দিনে বন্ধ থাকবে।

আরো দেখুন:

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ [সরকারি-বেসরকারি]

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন