দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | Dakhil-Alim Syllabus 2021

দাখিল-আলিম ২০২১ সংক্ষিপ্ত সিলেবাস

দাখিল-আলিম পরীক্ষা ২০২১ সংক্ষিপ্ত সিলেবাস (Dakhil-Alim Short Syllabus 2021) প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ড এর সংক্ষিপ্ত পাঠ্যসূচি সংগ্রহ করুন।

মাদ্রাসা বোর্ড দাখিল-আলিম ২০২১ সংক্ষিপ্ত সিলেবাস – Dakhil-Alim Short Syllabus 2021

মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধিন মাদ্রাসা সমূহের ২০২১ খ্রিষ্টাব্দের দাখিল ও আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (পাঠ্যসূচী) প্রকাশ করা হয়েছে। বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে ০৫/০২/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে এই সিলেবাস প্রকাশিত হয়।

দাখিল সিলেবাস প্রকাশের কিছু সময় পর, ২০২১ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আসন্ন দাখিল-আলিম পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস পিডিএফ (PDF) ফাইলের লিংক পেতে ও সিলেবাস দেখতে এবং সংগ্রহ করতে, নিচের অনুচ্ছেদ সমূহের নির্দেশনা অনুসরণ করুন।

পিডিএফ ফাইল দেখতে অসুবিধা হতে পারে জেনে, পাঠ্যসূচীর সকল পাতা ইমেজ (ছবি) ফাইলে রূপান্তর করা হয়েছে। যাতে সহজে মোবাইল ও কম্পিউটারে দেখা ও সংরক্ষণ করা যায়।

করোনা ভাইরাস জনিত কারণে মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায়, এই সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সময়ে ক্লাশ করে ২০২১ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

এর আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ২০২১ খ্রিষ্টাব্দের পরীক্ষায় আর অটোপাশ দেওয়া হবে না। সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে পরীক্ষা নেওয়া হবে।

তারই ধারাবাহিকতায় মাদ্রাসা বোর্ড দাখিল ও আলিম পরীক্ষার এই সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে।

একই তারিখে দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড এর এসএসসি এ এইচএসসি পরীক্ষা ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

শিক্ষামন্ত্রীর সম্প্রতি ঘোষণা অনুযায়ী, সামনের দাখিল ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ‘আগস্ট-সেপ্টেম্বর’ মাসে।

বিশেষ ঘোষণা: ২০২২ সালের দাখিল-আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত নতুন পাঠ্যসূচী সংগ্রহ করতে নিচের লিংকে ক্লিক করুন।

Dakhil-Alim Short Syllabus 2022: পুনর্বিন্যাসকৃত দাখিল-আলিম সিলেবাস

আরো পড়ুন: মাদ্রাসার ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

দাখিল ও আলিম পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ – Dakhil-Alim Short Syllabus 2021 PDF

২০২১ খ্রিষ্টাব্দের দাখিল ও আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস পাওয়া যাবে নিচের লিংক থেকে।

সিলেবাস এর ফাইল পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়েছে। পিডিএফ ফাইল দেখতে ও সংরক্ষণ করতে অসুবিধা হলে নিচের অনুচ্ছেদে ইমেজ ফাইলের সিলেবাস দেখুন।

দাখিল পরীক্ষা ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করুন এখান থেকে। (১১০ পৃষ্ঠার বোর্ড কর্তৃক প্রকাশিত পিডিএফ ফাইল)

আলিম পরীক্ষা ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন। (১৪৫ পৃষ্ঠার বোর্ড প্রকাশিত পিডিএফ ফাইল)।

২০২১ সালের দাখিল ও আলিম সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহের নির্দেশনা-

প্রথমে উপরোক্ত লিংক দুটির একটিতে ক্লিক করুন। কম্পিউটার ব্রাউজার হলে, সহজে তা ব্রাউজারে দেখা যাবে।

আর মোবাইল ব্রাউজার হলে ফাইলটি আগে মোবাইলে লোড হবে। লোড সম্পূর্ণ হলে তা মোবাইলে দেখা যাবে।

বিঃ দ্রঃ- কম্পিউটার অথবা মোবাইল ব্রাউজারে পিডিএফ ফাইল দেখতে, অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার এর প্রয়োজন হতে পারে। এসব সফটওয়ার বা অ্যাপস বিনামূল্যে পাওয়া যায়।

পিডিএফ ফাইল দেখতে অসুবিধা হলে, নিচের অনুচ্ছেদ থেকে সংক্ষিপ্ত সিলেবাস এর ইমেজ ফাইল সংগ্রহ করুন।

আরো জানুন: এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ (ইমেজ ফাইল) – Dakhil-Alim Syllabus 2021 (Image File)

দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের উপরোক্ত পিডিএফ ফাইল দেখতে ও সংগ্রহ করতে অসুবিধা হলে, নিচের গুগল ড্রাইভ লিংক থেকে ইমেজ ফাইল সংগ্রহ করুন।

শিক্ষক-শিক্ষার্থীর সুবিধার্থে সকল বিষয়ে পাঠ্যসূচী, ইমেজ (ছবি) ফাইলে রূপান্তর  করে দেওয়া হয়েছে। শুধু নিচের লিংকে ক্লিক করে, বিষয়গুলোর ফাইলে ক্লিক করতে হবে।

দাখিল সকল বিষয়ের পাঠ্যসূচীর মোট ১১০ পৃষ্ঠায় সংরক্ষিত আছে। আলিম সিলেবাস এর মোট পৃষ্ঠা সংখ্যা ১৪৫ টি। সিলেবাসের প্রতিটি পৃষ্ঠা ইমেজ ফাইলে সংরক্ষিত আছে।

পাঠ্যসূচীর ফাইলগুলোর কোন সফটওয়ার বা অ্যাপস ছাড়া মোবাইল বা কম্পিউটারে দেখা যাবে ও সংরক্ষণ করা যাবে।

দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ এর ইমেজ ফাইল সংরক্ষণ করতে এখানে ক্লিক করুন

আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ এর ইমেজ ফাইলের সংরক্ষণ করা যাবে এখান থেকে

২০২১ সালে অনুষ্ঠিত দাখিল ও আলিম পরীক্ষার প্রশ্নের ধারা ও মানবণ্টন

২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার প্রশ্নপত্রের ধারা ও মানবণ্টন অপরিবর্তিত থাকবে।

বিগত সালের পরীক্ষার মত সৃজনশীল, নৈবত্তিক (MCQ) ও ব্যাবহারিক বিষয়ের পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) হবে।

দাখিল-আলিম পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হলেও প্রশ্নের পূর্ণমান, মানবণ্টন ও ধারা পরিবর্তন হবে না বলে জানা গেছে।

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

আর লেখাটি অন্যকে জানাতে সামাজিক গণমাধ্যমে শেয়ার করুন।

২০২২ সালের অনুষ্ঠিত দাখিল-আলিম পরীক্ষারও সংক্ষিপ্ত সিলেবাস প্রস্তুত হচ্ছে

২০২১ সালের দাখিল-আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এর মত, ২০২২ সালের পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি সম্প্রতি এক অনুষ্ঠানে ২০২২ সালের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়নের বিষয়ে কথা বলেছেন।

তবে ২০২১ সালের পরীক্ষার্থীদের মত এই সিলেবাস এতটা সংক্ষিপ্ত হবে না বলে জানিয়েছেন।

আরো দেখুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ – SSC-HSC Syllabus 2021

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ২৮/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:৫০ অপরাহ্ণ।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | Dakhil-Alim Syllabus 2021”-এ 26-টি মন্তব্য

  1. অনেক ভালো হয়েছে সুনে খুশি হলাম আমরা অনেক উপকিও হবো

    জবাব
    • মতামত রাখার জন্য ধন্যবাদ।

  2. আমি খুব খুশি হয়েছি এই সেলেবাস পেয়ে এত দিন ছিলাম এক চিন্তার মধ্যে আসা করি সকলেই উপর্কিত হবে

    জবাব
    • আপনার মত লাখো শিক্ষার্থী বিষযটি নিয়ে চিন্তায় ছিলো। সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশে শিক্ষার্থীদের চিন্তামুক্ত করেছে। মতামত রাখার জন্য ধন্যবাদ।

  3. Thanks for your help.

    জবাব
    • শিক্ষক-শিক্ষার্থীদের সহজে তথ্য দিতে পারা বিডি এডুকেটর-এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। দ্রুততার সাথে সরবরাহ করতে পেরে আমরা আনন্দিত। ধন্যবাদ।

  4. আলহামদুলিললাহ । আমি অনেক খুশি হয়েছি এই সিলেবাস পেয়ে । এই সিলেবাসে আশা করা যায় আমার ও আমার ছাত্র ভাইদের সকলের অনেক উপকার হবে । ইনশাআল্লাহ ।

    জবাব
    • ধন্যবাদ মন্তব্যের জন্য। আশা করি, দাখিল ও আলিম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস, শিক্ষার্থীদের শ্রেণি শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে সাহায্য করবে। মতামতের জন্য ধন্যবাদ।

  5. পরীক্ষা কবে হবে

    জবাব
    • শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক ভাষ্যমতে পরীক্ষা জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। তবে পরীক্ষার সময়সূচী জানানোর পর তা নিশ্চিত হওয়া যাবে। ধন্যবাদ।

  6. thanks for your help

    জবাব
    • আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি বিডি এডুকেটর এর সাথে থাকার জন্যে।

  7. allahmdullah onek valo halo ata kore ……thank you so much.

    জবাব
    • মতামত প্রকাশের জন্য ধন্যবাদ।

  8. akta kata amra ja admition nebo univercity ta takon ki ai short kore porlam ata deia qurtion habe na ki puro boi thake ….ata bolben aktu

    জবাব
    • আপনার প্রশ্নটির মিমাংশা এখনো হয়নি। এ বিষয়ে নতুন তথ্য পেলে আমরা জানাবো। ধন্যবাদ।

  9. আলিম পরিক্ষার সট সিলেবাস ২০২১

    জবাব
    • আলিম পরীক্ষার সিলেবাস এর দুটি লিংক দেওয়া হয়েছে।
      আপনি সহজে ব্যবহারের জন্য আলিম সংক্ষিপ্ত সিলেবাস এর ইমেজ লিংকে ক্লিক করুন। সেখানে প্রতিটি বিষয়ের সিলেবাস এর ইমেজ ফাইল সংরক্ষিত আছে। ধন্যবাদ।

  10. অটো পাশ চাই একটাই দাবি

    জবাব
  11. ২০২০ সালে কৃষি শিক্ষা বিষয়ে ফেল যাওয়াতে ২০২১ সালে
    মানউন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে কি???
    আর তার জন্য কি সিলেবাসের কোন পরিবর্তন হবে??

    জবাব
    • আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  12. আমি কিভাবে সুলেবাস পাবো প্লিজ বলেন

    জবাব
    • এই প্রতিবেদনে দাখিল ও আলিম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া আছে। পিডিএফ ফরম্যাট ও ইমেজ ফাইলে সিলেবাস সংগ্রহ করতে পারবেন। একজন অভিজ্ঞ ইন্টারনেট ব্যবহারকারীর সাহায্য নিয়ে প্রতিবেদনে সংযুক্ত লিংক থেকে সিলেবাস সংগ্রহ করুন। ধন্যবাদ।

  13. আমি তো পাচ্ছি না,,প্লিজ হেল্প

    জবাব
    • প্রতিবেদনে সংক্ষিপ্ত সিলেবাস এর লিংক যুক্ত করা আছে। বোর্ডের অরিজিনাল পিডিএফ ফাইল অথবা কনভার্ট ইমেজ ফাইল এর লিংকে ক্লিক করে, গুগল ড্রাইল ফাইল থেকে সিলেবাস সংগ্রহ করুন। এক্ষেত্রে দক্ষ ইন্টারনেট ব্যবহারকারীর সাহায্য নিন। ধন্যবাদ।

  14. মতামত প্রকাশের জন্য ধন্যবাদ।

    জবাব

মন্তব্য করুন