মাদ্রাসা বোর্ড ২০২২ সালের দাখিল-আলিম পরীক্ষার নতুন সংক্ষিপ্ত (পুনর্বিন্যাসকৃত শর্ট) সিলেবাস প্রকাশ করেছে। Dakhil-Alim Short Syllabus 2022.
লক্ষ্য করুন: ২০২২ সালের দাখিল-আলিম পরীক্ষার বিষয় নির্ধারণ ও প্রশ্ন পত্রের মানবণ্টন (নম্বর বিভাজন) ১ মার্চ প্রকাশ করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
দাখিল পরীক্ষার মানবন্টন, সময় নির্ধারণ ও নম্বর বিভাজন ২০২২
আলিম পরীক্ষার মানবন্টন ২০২২: প্রশ্নপত্রের সময় ও নম্বর বন্টন
দাখিল-আলিম পরীক্ষার বাংলা-ইংরেজী তিন পত্রের সিলেবাসও আরো সংক্ষিপ্ত করে ২০ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এনসিটিবি।
কেবলমাত্র তিন পত্রের সিলেবাস সংগ্রহ করতে নিচের প্রতিবেদন পড়ুন। আর সকল বিষয়ের সিলেবাস একত্রে সংগ্রহ করুন নিচের অনুচ্ছেদ থেকে।
পুনর্বিন্যাসকৃত দাখিল-আলিম শর্ট সিলেবাস (Madrasah Board Dakhil-Alim Short Syllabus 2022 PDF)
সূচীপত্র...
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২২ সালের অনুষ্ঠিতব্য দাখিল ও আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (নতুন পুনর্বিন্যাসকৃত শর্ট) প্রকাশ করা হয়েছে।
বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে সকল বিভাগ/বিষয়ের সিলেবাস দুটির পিডিএফ কপি ২৭/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে আপলোড করা হয়েছে।
তবে ২০ ফেব্রুয়ারি, দাখিল-আলিম সমমান পরীক্ষার বাংলা-ইংরেজী বিষয়ের তিন পত্রের সিলেবাস আরো সংক্ষিপ্ত করে প্রকাশ করা হয়।
সবশেষ ১ মার্চ দাখিলের বাংলা-ইংরেজী সহ সকল বিষয়ের সিলেবাস একত্রে আবারো প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
করোনা ভাইরাস জনিত কারণে নতুন সংক্ষিপ্ত সিলেবাসে, ২০২২ সালের অনুষ্ঠিত দাখিল-আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মাদ্রাসার ক্লাস শুরু হওয়ার পর থেকে, প্রকাশিত নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী পাঠদান শেষে পরীক্ষা নেওয়া হবে।
দাখিল সিলেবাস প্রায় ১৫০ দিনে পাঠদান সম্পন্ন করা হবে, আর আলিম সিলেবাস ১৮০ দিনে পাঠদান সম্পন্ন হবে বলে জানা গেছে।
লক্ষ্য করুন: দাখিল-আলিম সমমান ফাইনাল পরীক্ষা যথাক্রমে ১৫ সেপ্টেম্বর ও ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। মাদ্রাসা বোর্ড এই দুই পাবলিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। নিচের প্রতিবেদনগুলো থেকে দাখিল-আলিমের রুটিন সংগ্রহ করুন।
মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন ২০২২ (Dakhil Routine PDF 2022)
আলিম পরীক্ষার রুটিন ২০২২ (Alim Routine PDF Download 2022)
কোভিড ১৯ প্রেক্ষিতে ২০২২ সালের দাখিল-আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পিডিএফ
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, সংক্ষিপ্ত দাখিল-আলিম সিলেবাস পাওয়া যাবে। ২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য পরীক্ষার নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাস পিডিএফ ফরম্যাটে প্রকাশ করা হয়েছে।
নিচের লিংক দুটি থেকে মাদ্রাসার সিলেবাসের অরিজিনাল কপি সংগ্রহ করা যাবে। তবে পিডিএফ কপি পড়তে মোবাইল/কম্পিউটারে অ্যাডবি রিডার বা অনুরূপ অ্যাপসের প্রয়োজন হতে পারে।
২০২২ সালের দাখিল সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করুন এখান থেকে। (১১০ মেগাবাইটের পিডিএফ ফাইল)।
উপরের বৃহৎ ফাইল সংগ্রহ করতে অসুবিধা হলে, ফাইল ছোট করা (কমপ্রেস) দাখিল সিলেবাস সংগ্রহ করুন এখান থেকে।
আর মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
বিঃ দ্রঃ– মাদ্রাসা শিক্ষা বোর্ডের সার্ভার ডাউন থাকলে বা অন্য কোন কারণে সিলেবাস পেতে সমস্যা হলে, নিচের গুগল ড্রাইভ লিংক থেকে তা সংগ্রহ করতে পারেন।
গুগল ড্রাইভে দাখিল পরীক্ষার্থীদের সিলেবাস পাবেন এখান থেকে।
আলিম পরীক্ষার সিলেবাস পেতে এখানে ক্লিক করুন।
Dakhil-Alim Short Syllabus 2022: দাখিল-আলিম পরীক্ষার্থীদের শর্ট সিলেবাস (ইমেজ ভার্সন)
২০২১ সালের দাখিল-আলিম পরীক্ষার্থীদের জন্য প্রণীত, মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ কপি, মোবাইল ও কম্পিউটারে দেখতে সমস্যা হতে পারে।
শিক্ষক-শিক্ষার্থীদের এই সমস্যা সমাধান করতে, বিডি এডুকেটর কর্তৃপক্ষ অরিজিন্যাল সিলেবাসের পিডিএফ কপি ইমেজ (ছবি) ভার্সনে রূপান্তর করেছে।
গুগল ড্রাইভের নিচের লিংক থেকে এই সিলেবাসের সকল বিষয়ের কপি সংগ্রহ করা যাবে।
দাখিল সিলেবাসের ইমেজ ভার্সন সংগ্রহ করতে এখানে ক্লিক করুন। (বাংলা-ইংরেজী তিন পত্র সহ সকল বিষয়)।
আলিম সিলেবাস সংগ্রহ করা যাবে এখান থেকে।
দাখিল-আলিম পরীক্ষা ২০২২ এর প্রকাশিত নতুন সিলেবাসের প্রশ্নের ধারা ও মানবণ্টন
২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষা দুটিতে প্রশ্নপত্রের ধারা একই থাকলেও, মানবণ্টন (নম্বর বিভাজন) পরিবর্তিত হয়েছে। পরীক্ষার বিষয় ও সময় কমিয়ে দাখিলের পরীক্ষা গ্রহণ করা হবে। দাখিল ও আলিম পরীক্ষার প্রশ্নপত্র, নতুন প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রণয়ন করা হবে।
এখানে শুধুমাত্র সিলেবাসের বিষয়বস্তু বা অধ্যায় কমানো ও পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সিলেবাসের প্রতিটি পাতায় প্রশ্নের ধারা সম্পর্কীত বিষয়ের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
এবারও পরীক্ষার বিষয়, প্রশ্নপত্রের সময় ও পূর্ণ নম্বর কমিয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নের মানবণ্টন ও বিষয় নির্ধারণ সংক্রান্ত তথ্য পেতে, সবার উপরের অনুচ্ছেদে যুক্ত প্রতিবেদনগুলো পড়ুন।
Madrasah Education Board Dakhil-Alim Short Syllabus 2022: প্রকাশিত পুনর্বিন্যাসকৃত দাখিল-আলিম শর্ট সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।
তথ্যটি অপরকে জানাতে সামাজিক গণমাধ্যমে শেয়ার করে সকলকে জানাতে পারেন।
আরো পড়ুন:
মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০
সরকারি ছুটির তালিকা ২০২২: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ১৩/০৯/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ০৯:৪৫ অপরাহ্ন।
মাদ্রাসা 2022 সালের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস লিংক কে চাপ করলে তো আসছে না
লিংক দুটির একটিতে ক্লিক করুন। মোবাইল হলে কিছুটা সমস্যা হতে পারে।
Thanks
আপনাকেও ধন্যবাদ।
ক্লাশ ছাড়া মাত্র 30% সিলেবাস কমেছে, ছাত্র-ছাত্রীরা এতবড় সিলেবাস কিভাবে কাভার দিবে?
আপনার মত অনেকেই সিলেবাসের বিষয়বস্তু বেশী হয়েছে বলে অভিযোগ করছেন। দেখা যাক পরবর্তীতে নতুন সিদ্ধান্ত কি হয়। ধন্যবাদ।
Amader dakhil 22 ar new syllabus thakle please amay diyen ,,,r dakhil ar ki ki subject komaiche please bolun
এই প্রতিবেদনে দাখিল পরীক্ষা ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া আছে। প্রয়োজনে সংগ্রহ করুন। ধন্যবাদ।
What a problem?
সমস্যার কথা আমাদের জানান। ধন্যবাদ।
What is the link?
প্রতিবেদনে মাদ্রসা বোর্ডের অরিজিনাল সিলেবাসের লিংক ও পরের লিংকে গুগল ড্রাইভ থেকে সিলেবাস সংগ্রহ করা যাবে। ধন্যবাদ।
এই 70% সিলেবাস পড়িয়ে শেষ করার জন্য সরকারের তরফ থেকে স্কুল-কলেজগুলোর উপর কি কি কার্যকরি তদারকি ব্যবস্থা আছে? যদি জানা থাকে দয়া করে আমাদের জানান।
এ বিষয়ে হয়তো শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয় পরবর্তীতে নতুন নির্দেশনা দিতে পারে। ধন্যবাদ।
madrasay: bangla frist paper a golpo karbalar perantor ar amar poth , cilo na .ekhon ken? kobita ,sukh cilo na .. school a to sob thik ache,ta cara school ager syllebus er modde theke diche .but amader ken alada holo.ar school golpo 7 ta kobitao 7 ta diche.tahle amader ken 8 ta 8 ta diche…..amra to eki smy porikkha dib.tahle sob ken alada holo?
প্রকাশিত ২০২২ সালের সংক্ষিপ্ত আলিম-দাখিল সিলেবাস এর ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।
আমরাএখনো আমাদের মাদ্রাসার ক্লাসটাই দেখলামনা অথচ আমাদের কে এত বড় এক সিলেবাস দিয়ে দেওয়া হল এটা কি ভালো কোন লক্ষন?
আপনার মত অনেকেই সিলেবাসের বিষযবস্তু নিয়ে অভিযোগ করেছেন। ধন্যবাদ।
কিছুদিন ক্লাস হওয়ার পর সিলেবাস দেওয়ার দরকার ছিল
সংক্ষিপ্ত মাদ্রাসা সিলেবাস সম্পর্কে মতামতের জন্য ধন্যবাদ।
সিলেবাস টা বুঝতে সমস্যা হচ্ছে
English past perar
eto boro syllabus kivave kabar divo ?
২০২২ সালের দাখিল-আলিমের সিলেবাস বড় হয়েছে বলে আপনার মত অনেকেই অভিযোগ করেছেন। দেখা যাক ভবিষ্যতে কী হয়। ধন্যবাদ।
আমরা পড়ালেখার কোন দীক খুজে পাচ্ছিনা
কিভাবে পড়ালেখা করবো।
সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পড়াশুনা চালিয়ে যেতে পারেন। ধন্যবাদ।
মাদ্রাসার দাখিল পরিক্ষার সর্ট সিলেবাস ২০২২ এর দরকার কিন্তু পাইতেছিনা লিংকটা দরকার
এই প্রতিবেদনে ২০২২ সালের দাখিলের সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া আছে।
আলিম সিলেবাস তো অনেক বড়।
আরও কিছু কমতির জন্য আবেদন করছি।
আর কমানোর সম্ভাবনা নেই।
শুনলাম নতুন করে মার্চ মাসে মাদ্রাসার আলিম পরীক্ষার সিলেবাস তৈরি করা হয়েছে, তাই নতুন সিলেবাসের লিংক চাই, আশা করি তারাতাড়ি উত্তর পাবো।
এই প্রতিবেদনে হালনাগাদ আলিমের সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া হয়েছে। প্রয়োজনে সংগ্রহ করুন।
Thanqs a lot…..