কারিগরি মার্চ এমপিও ২০২৪: বেতন-ভাতার চেক ছাড়

কারিগরি মার্চ এমপিও ২০২৪(March MPO 2024): এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। কারিগরির মার্চ মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ৪ এপ্রিল পর্যন্ত।

কারিগরি মার্চ এমপিও ২০২৪: বেতন-ভাতার চেক ছাড় ও এমপিও শিট প্রকাশ

শিক্ষা মন্ত্রনালয়ের অধিন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

৩০ মার্চ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক-কর্মচারীদের বেতনের ১২টি চেক অনুদান বণ্টনকারী সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

কারিগরি অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম মার্চের বেতনভাতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

কারিগরির শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ৪ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।

মার্চ মাসের বেতনের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৩.২৩-৩২০, ৩২১, ৩২২ ও ৩২৩ তারিখ- ৩১-০৩-২০২৪।

কারিগরি মার্চ মাসের এমপিও শিট: Technical March MPO Sheet 2024

নিচের লিংক থেকে কারিগরির মার্চ মাসের বেতনের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://techedu.gov.bd//site/view/go_ultimate

আরো দেখুন:

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের চেক ছাড়

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“কারিগরি মার্চ এমপিও ২০২৪: বেতন-ভাতার চেক ছাড়”-এ 10-টি মন্তব্য

  1. আমি ৮/৩/২০২২ইং তারিখে অনলাইনেএম পি ও ফরম পূরণ করে পাটানো হয়। আমার ফাইল রিজেকট হয়নি এখন আনচলিক অফিসে আছে। আমরা এম পি ও কোড কবে ছাড়বে।

    জবাব
    • ফাইল ঠিক থাকলে আগামী এমপিওতে।

    • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ উপাধ্যক্ষ নিয়োগের যোগ্যতা ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডিগ্রি কলেজ পর্যায়ের কলেজ সহকারী অধ্যাপক হিসাবে কমপক্ষে ৩ বছর সহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, ডিজির প্রজ্ঞাপন অনুযায়ী ঃ ডিগ্রি কলেজ পর্যায়ের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলেও নিয়োগ পেতে পারেন।এরকম দ্বৈত নীতির কারণে সকল যোগ্যতা থাকলেও যোগ্য প্রার্থীকে টাকার কাছে হারতে হয়। অন্যদিকে কাম্য যোগ্যতা না থাকলেও ডিজি তার বেতন ভাতার ব্যবস্থাও করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ডিজি বিষয়টি ক্লিয়ার করবেন কি?

  2. আমি অনলাইনে এম পি ও ফাইল ৮/২/২০২২ইং তারিখে পাঠানো হয়েছে। আমার ফাইল রিজেকট হয়েনি।শিক্ষক প্যাটানে আমার নাম যোগ হয়েছে কিন্তু ইনডেক্স নং বসেনি।আমার ইনডেক্স কবে বসতে পারে।

    জবাব
    • অপেক্ষা করুন।

  3. এত দিন সহকারী মৌলভী পদে ফাযিল বিশেষ পাশ বলে বি এভ ভর্তির সুযোগ পাইনি।উনিশে সুযোগ পেয়ে চাকরির নবম বছরে বি এড স্কেল প্রাপ্ত হয়েছি। উনিশ বছরে উচ্চতর স্কেল নিয়ে কী লাভ। অপরাধটা কোথায়।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  4. আমি ইনডেক্স ট্যান্সফার আবেদন করেছি
    ০৯/০২/২০২২তারিখে প্রগ্রামার স্যার,
    done দেখিয়েছেন কিন্তু ২৮তারিখে
    আবার withdrawal দেখাচ্ছে
    এটা কি জবাব চাচ্ছি?

    জবাব
    • কোন কারণে এমনটা হয়েছে তার কারণ জানার চেষ্টা করুন। EMIS-এ লগিন করে দেখুন। মন্তব্যের ঘরে সাধারণ এটার কারণ লেখা থাকে।

  5. স্যার,আমি ০৪/০৩/২০২২ তারিখে এমপিও এর জন্য ফাইল পাঠাই,কিন্তু সেটি এখন পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসেই আছে,সেন্টারে সেন্ট কিংবা রিজেক্ট কিছুই করেন নি।এখন আমার করনীয় কি??!!

    জবাব

মন্তব্য করুন