MEMIS Madrasah MPO Update দেখতে www.memis.gov.bd (মেমিস) ওয়েবসাইট ব্রাউজ করতে হবে। এখানে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এমপিও আপডেট দেখা যাবে।
নতুন এমপিওভুক্তি বা পদোন্নতি প্রাপ্তদের নামের তালিকা সহ ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্য এখান থেকে জানা যাবে।
MEMIS Madrasah MPO Update: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর এমপিও আপডেট দেখার নিয়ম
সূচীপত্র...
Madrasah Education Management Information System-MEMIS হলো, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর অধীন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর একটি প্রতিষ্ঠান।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ২০১৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা এই অধিদপ্তরের প্রধান কাজ।
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় দেশের শিক্ষা ব্যবস্থায়, সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।
মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব স্বীকার করে, শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার পাশাপাশি, সম্প্রতি MEMIS Cell প্রতিষ্ঠা করে।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এর অধীন EMIS Cell হতে, সকল মাদ্রাসার এমপিও ভূক্তি থেকে শুরু করে সকল কার্যক্রম পরিচালিত হতো।
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ২০২০ খ্রিস্টাব্দের মার্চ মাসের এমপিও ভুক্তির মধ্য দিয়ে MEMIS Cell সফল কার্যক্রম শুরু হয় ।
মাদ্রাসা শিক্ষকের নতুন এমপিওভুক্তি, নাম, পদবী, বয়স ইত্যাদি সংশোধনের যাবতীয় কার্যক্রম একমাত্র MEMIS Cell থেকে পরিচালিত হয়।
MEMIS Cell এ নথিভূক্ত মাদ্রাসা শিক্ষকের এমপিও সংক্রান্ত যাবতীয় তথ্য ও সাম্প্রতিক আপডেট অনলাইনে দেখা যাবে।
আরো পড়ুন:
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ
MEMIS Cell থেকে মাদ্রাসা এমপিও আপডেট দেখার নিয়ম
সদ্য এমপিওভুক্তি সহ সকল এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর এমপিও তথ্য অনলাইনে দেখতে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইটের ঠিকানা: www.dme.gov.bd
কোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করে অ্যাড্রেসবার ঠিকানাটি কপি করে পেস্ট করুন। এরপর কিবোর্ডের Enter অথবা Go বাটনে ক্লিক করে ওয়েবসাইট ব্রাউজ করুন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর হোমপেজে পৌঁছালে ভালোভাবে অনুসন্ধান করুন এবং নিচের ছবির মত অংশটি খুঁজে বের করুন।
হোমপেজে এম.পি.ও (M.P.O) সংক্রান্ত অংশে মনোযোগ দিয়ে লিঙ্কগুলো লক্ষ্য করুন। এখানে এমপিও সংক্রান্ত সাম্প্রতিক তথ্যের লিংক পাওয়া যাবে।
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকের এমপিও’র সর্বশেষ তথ্য ও আপডেট দেখতে, নিচে সংযুক্ত লিংকটিতে ক্লিক করুন।
MEMIS Cell এর Institute MPO Report পাতাটি ব্রাউজারে ওপেন হলে, নিচের ছবির মত একটি সার্চ ফরম দেখতে পাবেন।
উপরের ছবির মত Institute MPO Report সার্চ ফরম ওপেন হলে, Select বাটনে ক্লিক করে সঠিক তথ্য নির্বাচন করে, সবশেষে Get Data বাটনে ক্লিক করুন।
আরো দেখুন:
মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন এর প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
MEMIS Madrasah MPO Application: মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন
মেমিস ওয়েবসাইটে মাদ্রাসা এমপিও আপডেট দেখার নিয়ম
মেমিস ওয়েবসাইটে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও রিপোর্ট সার্চ ফরমে প্রতিষ্ঠানের যে তথ্যসমূহ প্রয়োজন হবে-
Bank: এখানে প্রতিষ্ঠানটি যে ব্যাংক হতে বেতন ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংকের নাম নির্বাচন করুন।
Zone: প্রতিষ্ঠানটি যে জোন এর অন্তর্গত, সে জোন এর নাম নির্বাচন করুন।
District: শিক্ষা প্রতিষ্ঠান এর নিজ জেলা নির্বাচন করুন।
Thana: প্রতিষ্ঠানটি যে থানার অন্তর্গত, সে থানার নাম নির্বাচন করুন।
Pourasava: শিক্ষা প্রতিষ্ঠান কোন পৌরসভার অন্তর্গত হলে, পৌরসভার নাম নির্বাচন করুন। আর পৌরসভার মধ্যে না পড়লে এটা ছেড়ে যান।
Select EIIN No: এখানে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর ইংরেজি সংখ্যায় লিখুন।
Month: এমপিওভুক্তি বা এমপিও আপডেটের মাসের নাম নির্বাচন করুন। অর্থাৎ আপনি যে মাসের এমপিও সার্চ করতে চাচ্ছেন, সেই মাসের নাম।
Year: বছর নির্ধারণ করুন। অর্থাৎ আপনি যে বছরের এমপিও তথ্য খুঁজে পেতে চাইছেন।
এমপিওভুক্ত মাদ্রাসার সকল তথ্য সঠিক ও নির্ভুল ভাবে নির্বাচন করার শেষে, Get Data বাটনে ক্লিক করুন।
কিছু সময়ের মধ্যে, উক্ত প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীর এমপিও তথ্য ও আপডেট দেখা যাবে।
সাধারণত এক মাস পরপর এমপিও আপডেট হয়। নতুন শিক্ষকের এমপিওভুক্তি বা এমপিও নোটিশ প্রকাশ হবার পর এমপিও আপডেট সার্চ করুন।
অনেক সময় MEMIS Cell এর রক্ষণাবেক্ষণ ও সার্ভারে অধিক দর্শনার্থীর চাপে, এমপিও আপডেট দেখতে সমস্যা হতে পারে। তাই কিছু সময় পর পর চেষ্টা করুন।
আরো জানুন:
Madrasha MPO Notice: মাদ্রাসার এমপিও নোটিশ দেখার নিয়ম
মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
ঘোষণা: এমইএমআইএস সেল এর মাধ্যমে এমপি শিট সংশোধন করা যাবে না। এমপিও শিটের ভুল সংশোধনের জন্য অধিদপ্তরে সরাসরি আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিস্তারিত জানুন নিচের লিংকে ক্লিক করে।
Madrasah MPO Sheet Correction: মাদ্রাসা এমপিও শীট ভুল সংশোধন
এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর
MEMIS Cell এর www.memis.gov.bd সাইটে, Madrasah Teacher MPO Update দেখতে অসুবিধা হলে, মন্তব্য করে আমাদের জানান।
লেখাটি অন্য কারো জন্য প্রয়োজন মনে করলে, ফেসবুক, টুইটার সহ অন্য সব সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
Non Govt Teacher Welfare-Retirement Benefit: কল্যাণ ও অবসর সুবিধা
BMEB Recent Notice Examiner List (মাদ্রাসা শিক্ষা বোর্ড নোটিশ) bmeb.gov.bd
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ১০/১০/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:২৫ অপরাহ্ন।
আপনাদের নিয়ম অনুািয়ী কাজ করে দেখলাম সিট আসে না ।
MEMIS Cell এর উপরোক্ত ফরম সঠিক তথ্য নির্বাচন ও পূরণ করলে একটি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীর তালিকা দেখা যাবে।
অবশ্য, অনেক সময় সার্ভার সমস্যা জনিত কারণে বা সার্ভার আপডেটের কারণে সাময়িক সমস্যা হতে পারে।
তাই কিছুক্ষণ পরপর চেষ্টা করুন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
Memis cell এ কাজ হচ্ছেনা কেন দ্যা করে বলবেন কি?
Memis cell সফটওয়ার আপডেট করার কারণে সার্বার বন্ধ ছিলো। এখন খুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ।
মাদ্রাসার শিক্ষকদের উচ্চতর স্কেল নেওয়া হচ্ছে না কেন? জানাবেন প্লিজ।
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের এমপিও সভার এজেন্ডাতে শিক্ষকদের টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রাপ্তির বিষয়টি ছিলো। তার মানে জুলাই মাসের বেতন-ভাতার সাথে অনেক শিক্ষকই উচ্চতর স্কেল পেয়েছেন। (এমপিও সভার বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে)
তবে কিছু পদের ক্ষেত্রে বেতন-ভাতার স্কেল নির্ধারণে জটিলতা থাকায় অধিদপ্তর গত জুলাই/২০২০ মাসে অর্থ মন্ত্রণালয় এর কাছে পত্র পাঠিয়েছে। (এখানে দেখুন)
এমতাবস্থায় কিছু পদের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা। তবে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রাপ্তি অব্যাহত আছে বলেই মনে হচ্ছে।
আপনি কোন পদে চাকুরী করছেন তা জানলে আরো বিস্তারিতভাবে বলা যেত।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
আমি মাদ্রাসার জীববিঞ্জানের সহকারি শিক্ষক।গত১-৬-২০০৯ইং তারিখে বি,এড স্কেল পেয়েছি।আমি কি এখন উচ্চতর স্কেল পাব? দয়া করে জানাবেন।
এমপিও নীতিমালা ২০১৮ অনুসারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী চাকুরী জীবনে ২টি উচ্চতর গ্রেড/সিলেকশন গ্রেড পাবেন। একটি ১০ বছর পূর্তিতে, পরেরটি ১৬ বছর পূর্তিতে।
ইদানিং বিএড স্কেলকে একটি উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করা হবে বলে অর্থ মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে।
আপনি আপনার উচ্চতর গ্রেড সম্পর্কে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
স্যার,স্কুল ডিজি তে থাকতে ২০০৬এর আগে কামিল পাশ সহকারী মৌলভীরা অনেকেই কামিল স্কেল পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত মাদ্রাসা ডিজি থেকে এমপিও। দেওয়ার পর অনেকবার। ফাইল জমা দিলেও ডিলেট করে দিয়েছে।স্যার, আমাদের। প্রতি অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব কামিল স্কেল অনুমোদন। দিবেন বলে আশা করছি।অনেক শিক্ষক স্কেল পাওয়া ছাড়াই অবসরে যাচ্ছে মনকষ্ট নিয়ে।
আশা করি কর্তৃপক্ষ আপনার আবেদন শুনবেন। ধন্যবাদ।
আশা করি কর্তৃপক্ষ আপনার আবেদন শুনবেন। ধন্যবাদ।
আপনাদের নিয়ম অনুািয়ী কাজ করে দেখলাম সিট আসে না ।
MEMIE Cell এ প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তালিকা দেখা যায়। হয়তো তথ্য দিতে ভুল হয়েছে অথবা সার্ভারের সমস্যা আছে। সঠিক তথ্য দিয়ে আবারো চেষ্টা করুন। ধন্যবাদ।
স্কুল কলেজের শিক্ষকরা উচ্চতর গ্রেড পায় আর মাদ্রাসার শিক্ষকদের উচ্চতর গ্রেডের স্পষ্টীকরনের আদেশ নাই কেন? সতিই এদেশে মাদ্রাসার শিক্ষদের মানুষ বলে মনে করা হয় না। কর্তপক্ষের শুভ দৃষ্টি কামনা করি।
আমাদের কাছে যতটুকু তথ্য আছে, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে মাদ্র্রাসা অধিদপ্তর উচ্চ পর্যায়ে চিঠি চালাচালি করছে। সিদ্ধান্ত হলে অবশ্যই তা জানতে পারবেন। ধন্যবাদ।
স্যার,গত ২৩/১১/২০ তারিখে আলিম মাদরাসা র প্রভাষক দের সিনিয়র প্রভাষক যে পদ চালু হয়েছে,বিধি মোতাবেক এখন কি মেমিসের মাধ্যমে আবেদন করতে পারব,না আরও কোন নির্দেশনা লাগবে?
কিছুদিন অপেক্ষা করতে পারেন। আগামী জানুয়ারি মাসের নতুন এমপিও’র আবেদন পাঠানোর সময়সূচী MEMIS Cell ঘোষণা করতে পারে। তাছাড়া নতুন এমপিও নীতিমালা কবে নাগাদ কার্যকরী হচ্ছে- এটা জানতে আরো কিছু সময় অপেক্ষা করে নিশ্চিত হওয়া দরকার। আর হ্যাঁ, নতুন এমপিও আবেদনের বিষয়ে আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।।
november maser mpo sheet kobe out hobe?
নভেম্বর মাসের বেত-ভাতা ছাড়ের সাথে এমপিও শিট প্রকাশিত হবে। বেতন ছাড় পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।
november maser sathe ami bed scale pabo ,5% increments pabo ke?
স্কেল এর সাথে আপনি আপনার প্রাপ্য সমূদয় অর্থ পাবেন। ধন্যবাদ।
জানুয়ারি /২০২১ মাসের এম,পি ও আবেদনের সময়সূচি কবে প্রকাশিত হবে ?
MEMIS Cell ওয়েবসাইটে এ বিষয়ে এখনো কোন তথ্য প্রকাশ হয় নি। ২০২১ খ্রিষ্টাব্দের জানুয়ারী মাসের এমপিও আবেদনের নতুন সময়সূচী প্রকাশের সাথে সাথে বিডি এডুকেটর সাইটে প্রকাশ করা হবে। তাই এমপিও সম্পর্কীত সকল তথ্য জানতে সংযুক্ত থাকুন।
মাদ্রাসার নভেম্বর /২০ মাসের বেতন-ভাতা চেক কবে ছাড় হবে ?
আপনার মন্তব্যের জবাব দেওয়ার সময় পর্যন্ত (দুপুর ১২:৩০) বেতন-ভাতা ছাড়ের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বেতনের চেক হস্তান্তর করা হবে।
মাদ্রাসা অধিদপ্তরের web site এ প্রবেশ করা কেন যাচ্ছেনা? জানাবেন p/l
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট ডাউন দেখতে পাচ্ছি। কিছু পরপর সাইটে ঢোকার চেষ্টা করুন। ধন্যবাদ।
মাদ্রাসা অধিদপ্তরের web site এ প্রবেশ করা কেন যাচ্ছেনা? জানাবেন p/l
সার্ভার বন্ধ আছে। আমরাও বিষয়টি লক্ষ্য করেছি। কিছুক্ষণ পর পর চেষ্টা করে দেখুন। ধন্যবাদ।
জানুয়ারি/২১ মাসের mpo আবেদনের সময়সূচি কি প্রকাশিত হয়ে? জানাবেন p/l
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট কারিগরি ত্রুটির জন্য বন্ধ আছে। তাই আমরা এ বিষয়ে কোন তথ্য জানতে পারিনি। সার্বক্ষণিক ওয়েবসাইটে নজর রাখুন।
M P O প্রকাশের সময় সূচী সম্পর্কে জানাবেন ? p/l
এমপিও প্রকা্শ সাধারণত এক মাস পরপর হয়ে থাকে। নভেম্বর মাসে এমপিও আপডেট হয়েছে। সেই হিসাবে জানুয়ারি/২০২১ মাসের আবারও এমপিও আপডেট হবে। ধন্যবাদ।
মাদ্রাসার জানুয়ারি/২১ মাসের MPO হবে কি না? জানাবেন p/l
এমপিও প্রক্রিয়া চলমান আছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই এমপিও প্রকাশ করা হবে। ধন্যবাদ।
মাদরাসা উচ্চতর স্কেল কি খবর জানাবেন
মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও সভার নোটিশ এখনো প্রকাশিত হয় নি। প্রকাশ হলে বোঝা যাবে উচ্চতর স্কেল সম্পর্কে। ধন্যবাদ।
মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও সভার নোটিশ কখন প্রকাশিত হবে প্র সম্পর্কে।
আপনার মন্তব্যের জবাব দেওয়া পর্যন্ত এমপিও সভার নোটিশ প্রকাশিত হয় নি। প্রকাশ হলে বিডি এডুকেটর সাইটে জানতে পারবেন। ধন্যবাদ।
মাদ্রাসার শিক্ষকদের উচ্চতর স্কেল নেওয়া হচ্ছে কি 10 বছরের স্কল
মাদ্রাসা ১০ বছরের উচ্চতর স্কেল অনুমোদন হয়েছে বলে জানতে পেরেছি। তবে ১৬ বছরেরটি এখনো চালু হয় নি বলে খবর পাওয়া গেছে। আপনি এ বিষয়ে জানতে মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
কি ভাবে উচ্চতর স্কেল আবেদন করা যাবে কখন থেকে আবেদ;ন করতে হবে
মাদ্রাসা হলে MEMIS Cell এ এমপিও আবেদনের মতই উচ্চতর স্কেল এর আবেদন করা যাবে। ধন্যবাদ।
আমি কামিল পাশ করেছি কিন্তু ফাজিল ক্লাসে ইংরেজি ৩০০ নম্বর থাকায় সহকারী শিক্ষক ইংরেজি পদে মাদ্রাসায় চাকুরী করিতেছি। এখন আমি কী কোন মাদ্রাসায় সহকারী সুপার পদে আবেদন করতে পারব ? জানতে চাই।
আপনার প্রত্যাশিত পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে, সদ্য প্রকাশিত সংশোধিত মাদ্রাসা এমপিও নীতিমালা পড়ুন। আপনি কামিল পাশ হলেও চাকুরীর অভিজ্ঞতা জেনারেল পদের। তাই জেনারেল পদের কোন শিক্ষক মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান হতে পারবেন কি-না তা নীতিমালায় দেখে নিন। ধন্যবাদ।
Assalamualaikum. Sir,Kamil scel niae problem ki ? Present time kamil scel pabar jonno application kora jabe ki ? Thank you sir.
বিষয়টি নিয়ে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। কারণ তিনিই প্রথম এমপিও আবেদন নিষ্পত্তি করবেন। ধন্যবাদ।
Assalamualaikum. Sir, 2020 saler surute amader Lakshmipur 01 Ramgonj upojelay 04 jon teacher Kamil scel peyecen. Onukoron kore ami por por 02 bar application kore ai morme DD office theke Rejected hoi je “after next order “.A bisoy upojela maddomik Eradication Officer sunirdarito jobab dite paren na. Tai sothik advicer jonno aponar kace binito vabe onurud janacchi. Donnobad Sir.
বিষয়টি প্রশাসনিক। তারা যদি বিধিতে আপনার স্কেল দিতে না পারেন তাহলে আমরা এই বিষয়ে কিছু বলতে পারি না। কারণ বিধিতে না পড়লে স্কেল পাওয়া যাবে না। ধন্যবাদ।
এমপিও দেখা যায় না
মাদ্রাসার মে মাসের এমপিও মিট দেখতে বেতন-ভাতা ছাড়ের প্রতিবেদনটি দেখুন।
আসসালামুআলাইকুম ৷সার, সহকারি মৌলভি কামীল পাস ২০০৩ ,র্সাবিস ০৮বছর + ৷
১১ নং গ্রেড থেকে ১০ নং গ্রেড পাওয়ার জন্য কামিল স্কেলের আবেদন করা যাবে কিনা ?
সংশোধিত মাদ্রাসা এমপিও নীতিমালা ভালোভাবে পড়ে দেখুন। আর এই বিষয়ে পরামর্শের জন্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। কারণ তিনি এই বিষয়ে সঠিক নির্দেশনা দিতে পারবেন। ধন্যবাদ।
MADRASHA teacher DER bokeya five persent incrimint Kobe Hobe janale khoshi hotem
এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলতে পারেন।
আমি জানুয়ারী /22 মাসের 31 তারিখে যোগদান করে মে/22 মাসে এমপিও/ ইনডেক্স নম্বর পেয়েছি এবং মে/22 মাসে বেতন পেয়েছি। এখন প্রশ্ন হলো গত 03 মাসের বকেয়া বেতন পাবকিনা? যদি পাই তবে কি উপায়ে জানালে উপকৃত হতাম।
এনটিআরসিএ কর্তৃক নিয়োগ হলে বকেয়া পাবেন।
আমি 3য় গণবিঞ্জপ্তির মাধ্যমে এনটিআরসিএ কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে দাখিল মাদ্রাসায় যোগদান করে 03 মাস পর ইনডেক্সধারী হয়ে চলতি মাসে বেতন ভাতাদি পেয়েছি কিন্ত গত 03 মাসের বকেয়া বেতনের জন্য অন লাইনে আবেদন করে ছিলাম কিন্তু কর্তৃপক্ষ নতুন ইনডেক্সধারীদের বকেয়া বেতন প্রাপ্য নয় জানিয়ে আমার আবেদন রিজেক্ট করেছে, আসলে আমি বকেয়া বেতন পাবকি? জানালে উপকৃত হতাম।
গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বকেয়া দেওয়া কথা শুনেছি। স্কুল-কলেজে বকেয়া দেওয়ার একটা অফিস আদেশ আছে। তবে মাদ্রাসার এ বিষয়ে কোন তথ্য আমাদের কাছে নেই। আপনি অফিসে গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন।
মাদ্রাসার জেনারেল শিক্ষক দের কি দ্বিতীয় উচচতর স্কেল পাবে না। প্রাপ্ত নেই। বলে রিজেক্ট করে। কেন করেন¿? দয়া করে জানাবেন।
বেসরকারী শিক্ষকদের চাকুরী জীবনে পদোন্নতি ছাড়া দুটি উচ্চতর স্কেল এর বেশী পাওয়া যাবে না। এখন বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করুন।
3য় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএ কর্তৃক মাদ্রাসার নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন প্রদানের কোন পরিপত্র জারি হয়েছে কিনা? জানালে উপকৃত হতাম।
স্যার, আমি ২০০৩ সালে ফাজিল পাশ করেছি। বর্তমানে ইবঃ জুনিয়র মৌলভী পদে কর্মরত। ইবঃপ্রধান হতে হলে ৮বছরের জুনিয়র মৌলভীর অভিজ্ঞতা লাগে। আমার ২০০৩ সালের ফাজিল সনদ দিয়ে ইবঃপ্রধান হওয়া যাবে?
এমপিও নীতিমালা ও জনবল কাঠামো পড়ে দেখুন। সেখানে পদটির যোগ্যতা দেওয়া আছে।