Madrasha MPO Notice [মাদ্রাসা এমপিও নোটিশ দেখার নিয়ম]

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক কর্মচারীদের এমপিও নোটিশ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে (www.dme.gov.bd) প্রকাশিত হয়।

এই প্রতিবেদন থেকে, বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসে প্রকাশিত এমপিও নোটিশ দেখার নিয়ম জানুন।

Madrasha dme gov bd MPO Notice [মাদ্রাসা এমপিও নোটিশ দেখার নিয়ম]

এমপিও ভুক্ত মাদরাসা শিক্ষক কর্মচারী গণের বেতন ভাতার MPO Notice মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট www.dme.gov.bd এর নোটিশ পাতার নিয়মিত প্রকাশিত হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর- Directorate of Madrasha Education (DME), দেশের সকল সরকারী ও বেসরকারী মাদ্রাসা সমূহ নিয়ন্ত্রণ করে। মাদ্রসা শিক্ষার উন্নয়নের লক্ষ্যে ২০১৫ খৃষ্টাব্দে অধিদপ্তরটি প্রতিষ্ঠিত হয়।

মাদ্রসা অধিদপ্তর এর অন্যতম কাজ হলো, সরকারী মাদ্রসার পাশাপাশি বেসরকারী মাদ্রাসা শিক্ষক গণের এমপিও ভুক্তি করণ ও তাদের পরিচালনা করা।

অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ পাতায়, প্রতিমাসে Madrasha শিক্ষক গণের জন্য MPO Notice প্রকাশিত হয়।

বিঃ দ্রঃ সাম্প্রতিক সময়ের মাদ্রাসার এমপিও আপডেটের খবর জানতে, প্রতিবেদনটির নিচের অনুচ্ছেদের দিকে লক্ষ্য করুন।

Madrasha MPO Notice কী?

MPO এর পূর্ণ রূপ হলো Monthly Pay Order (MPO). এমপিও ভুক্ত বেসরকারী মাদ্রাসা শিক্ষক গণের বেতন ভাতার এই আদেশ Madrasha MPO নামে পরিচিত।

এমপিও ভুক্ত মাদ্রসা শিক্ষক কর্মচারী গণ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর এক আদেশ বলে, প্রতি মাসের বেতন ভাতা প্রাপ্ত হন। চলতি মাসের শেষ সপ্তাহে বা পরের মাসের প্রথম সপ্তাহে MPO Notice প্রকাশিত হয়।

সাধারণত প্রতি এক মাস পর পর, নতুন শিক্ষক MPO ভুক্ত করণ, উচ্চতর ও সিনিয়র স্কেল প্রদান সহ MPO Update – এমপিও আপডেট করা হয়।

আরো পড়ুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০

Madrasha MPO Notice দেখার ঠিকানা

Madrasha MPO Notice মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট www.dme.gov.bd এর নোটিশ পাতায় দেখা যায়। এবতেদায়ী সহ সকল এমপিও ভুক্ত মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী গনের MPO Notice এখানে পাওয়া যাবে।

মাদ্রাসা অধিদপ্তর থেকে MPO Notice দেখবেন যেভাবে

ইন্টারনেট যুক্ত মোবাইল অথবা কম্পিউটার এর মাধ্যমে খুব সহজে মাদ্রাসা এমপিও নোটিশ দেখা যাবে। এ জন্য আপনার থাকতে হবে ইন্টারনেট যুক্ত একটি মোবাইল অথবা কম্পিউটার। মোবাইল ও কম্পিউটারে থাকতে হবে ওয়েব ব্রাউজার, যেমন-গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা বা ইউসি ব্রাউজার।

MPO Notice যেহেতু পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়, তাই এটি দেখতে আপনার মোবাইল ও কম্পিউটারে থাকতে হবে অ্যাডবি রিডার বা অনুরূপ অ্যাপস। সব সফটওয়ার বা অ্যাপস বিনামূল্যে পাওয়া যায়। তাই এগুলো আপনার মোবাইল ও কম্পিউটারে থাকা নিশ্চিত করুন।

এবার আপনার মোবাইল অথবা কম্পিউটারের ওয়েব ব্রাউজারে অ্যাড্রেসবারে www.dme.gov.bd ঠিকানাটি টাইপ করে Enter অথবা Go বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক হোমপেজ দেখতে পাবেন। এবার নিচের ছবির দিকে লক্ষ্য করুন।

মাদ্রাসা অধিদপ্তর এর হোমপেজের প্রথমেই নোটিশ বোর্ড দেখতে পাবেন।

এই নোটিশ বোর্ডে পাবেন আপনার কাঙ্খিত Madrasha MPO Notice. এখানে অধিদপ্তর এর কর্মকাণ্ডের প্রতিদিনকার নোটিশ বা বিজ্ঞপ্তি দেখতে পাবেন।

যদি এখানে আপনার কাঙ্খিত MPO Notice দেখতে না পান, তাহলে নিচের লাল বর্ডার চিহ্নিত সকল লিংকে ক্লিক করুন। 

Madrasha-MPO-Notice-2
লাল বর্ডার চিহ্নিত সকল লিংকটিতে ক্লিক করলে অধিদপ্তর এর সকল নোটিশ দেখতে পাবেন। এখানে আপনার কাঙ্খিত MPO Notice এর খোঁজ করুন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর সকল নোটিশ সহজে একসাথে দেখতে, সংযুক্ত নিচের লিংকটিতে ক্লিক করুন

www.dme.gov.bd/site/view/notices

এরপর অধিদপ্তরের নোটিশ পাতা ব্রাউজ করে সকল নোটিশ একসাথে দেখুন।

যদি এখানে সকল নোটিশ এর মধ্যে উক্ত নোটিশ না পান, তাহলে নোটিশটি এখনও প্রকাশিত হয় নি।

MPO Notice চলতি মাসের শেষ সপ্তাহে বা পরের মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়। তাই নির্দিষ্ট তারিখের মধ্যে খোঁজ করুন।

MPO Notice খুঁজে পেলে এবার লিংকটির উপর ক্লিক করুন। কিছুক্ষণের পর পিডিএফ ফরম্যাটে প্রকাশিত এমপিও নোটিশ দেখতে পাবেন।

যদি নোটিশটি ডাউনলোড করতে চান, তাহলে নোটিশের ডান কোনায় নিচের দিকের তীর চিহ্নিত ডাউনলোড বাটনে ক্লিক করুন।

আপনার কম্পিউটারে বা মোবাইলে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে।

আরো জানুন:

Madrasah MPO Sheet Correction: মাদ্রাসা এমপিও শিট ভুল সংশোধন নিয়ম

মাদ্রাসা শিক্ষকদের এমপিও আপডেট দেখার নিয়ম

সম্প্রতি প্রকাশিত এমপিও আপডেট অনলাইনে দেখা যায়। নতুন শিক্ষকের এমপিওভুক্তি, উচ্চতর স্কেল কিংবা নাম, বয়স, জন্ম তারিখ সংশোধন ইত্যাদি আপডেট, তথা এমপিও আপডেট দেখতে অধিদপ্তরের MEMIS Cell এ যেতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত মাদ্রাসা শিক্ষকদের এমপিও আপডেট দেখতে, নিচের লেখাটি সহায়ক হতে পারে।

মাদ্রাসার মে মাসের বেতনের চেক ছাড়ের খবর

ঘোষণা: এমপিওভুক্ত মাদ্রাসার মে মাসের মাসের বেতনের চেক ছাড়ের আপডেট খবর জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Madrasha Teacher MPO সম্পর্কে আরো জানুন

নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্তি সহ টাইম স্কেল, সিনিয়র স্কেল, নাম, বয়স সংশোধনের জন্য, অনলাইন এমপিও আবেদন করার নিয়ম জানতে নিচের লেখাগুলো পড়ুন।

MEMIS Madrasah MPO Application : মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন

এমপিও ভুক্ত মাদ্রসা শিক্ষকের অবসর ও কল্যাণ ভাতা প্রাপ্তির তথ্য জানতে, নিচের লিংকটিতে ক্লিক করুন।

Non Govt Teacher Welfare-Retirement Benefit কল্যাণ ও অবসর সুবিধা

মাদ্রাসা এমপিও নোটিশ দেখতে কোন সমস্যা হলে, মন্তব্য করে আমাদের জানান।

লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে, আপনার ফেসবুক ও টুইটার পাতায় শেয়ার করুন।

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

“Madrasha MPO Notice [মাদ্রাসা এমপিও নোটিশ দেখার নিয়ম]”-এ 160-টি মন্তব্য

    • প্রিয় আবু বকর সিদ্দিকী, আপনি এমপিও তালিকা দেখতে পারছেন না বলে জানিয়েছেন। আপনি আপনার মাদ্রাসার গত নভেম্বর/২০১৯ মাসের এমপিও আপডেট দেখতে চাইলে, সংযুক্ত লিংকের লেখার নির্দেশনা মত আপনার মাদ্রাসার এমপিও আপডেট দেখতে পারবেন।
      আর চলতি জানুয়ারী/২০২০ মাসের নতুন এমপিও আপডেট এখনও হয় নি। এটা দেখতে এ মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ। ভালো থাকুন, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
      https://www.bdeducator.com/www-dshe-gov-bd-teacher-mpo-update/

  1. আমি একটি মাদ্রাসায়সহঃমৌলভী পদে কর্মরত আছি।বিএড স্কেলের জন্য ফেব্রুয়ারী মাসে আবেদন করেছিলাম।কিভাবে দেখবো জানালে উপকৃত হতাম।আমার ইনডেক্স নম্বরঃ২১১২০৭৩

    জবাব
    • আপনি মার্চ/২০২০ মাসে ঘোষিত এমপিওতে যদি আপনার স্কেল আসে তাহলে তা জানতে পারবেন। এছাড়া MEMIS ড্যাশবোর্ডে গিয়ে আপনার এমপিও ‘র বর্তমান অবস্থা জানতে পারবেন।

  2. এম পি ও তে নাম ,পদবি ।বিষয় উল্লেখ না থাকায় ডিও ম্যাডামের ফরোয়াডিং সহ হাতে হাতে মাদ্রাসা শিক্ষা অদিদপ্তরে পাঠানো হয়েছে । কবে সংশোধন হবে এবং কিভাবে দেখতে পাব ।

    জবাব
    • এমপিওতে আপনার বিষয়, পদবি উল্লেখ না থাকায় তা সংশোধনের জন্য কাগজপত্র জমা দিয়েছেন। যদি আপনার জমাকৃত কাগজপত্র ঠিক থাকে, তাহলে আগামী এমপিওতে আপনার বিষয় ও পদবী সংশোধিত হবে। মার্চ/২০২০ মাসে যেহেতু এমপিও আপডেট হয়েছে, তাই আগামী মে/২০২০ মাসে আবারো এমপিও আপডেট হতে পারে। সাধারণত এক মাস পর পর এমপিও আপডেট হয়। এমপিও আপডেট হলে এমপিও সীটে অথবা অনলাইনে সংশোধিত এমপিও সিট দেখতে পাবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • আমি এইমাত্র মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট ঘুরে আসলাম। অধিদপ্তরের ওয়েবসাইটে কেবলমাত্র মার্চ মাসের এমপিও সীট ডাউনলোডের নির্দেশনা দেওয়া আছে। এখন পর্যন্ত বৈশাখী ভাতা প্রাপ্তির লক্ষ্যে প্রয়োজনীয় এমপিও সীট এর ব্যাপারে কোন তথ্য নেই।
      এ বিষয়ে নতুন আপডেট এলেই তা জানিয়ে দেয়া হবে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • মাদ্রাসা শিক্ষক বৈশাখী ভাতা প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও, অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত এমপিও শীট প্রকাশের কোন লিংক দেখা যাচ্ছে না।
      এ বিষয়ে পরামর্শ হল, আপনারা নিজেই মূল স্কেলের 20% হারে বিল করে ব্যাংকে জমা দিতে পারেন।
      অথবা, সংশ্লিষ্ট ব্যাংকে এ বিষয়ে পরামর্শ নিতে পারেন।
      অথবা MEMIS এর হেল্পলাইনে ফোন করে এ বিষয়ে পরামর্শ নিতে পারেন‌।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      এ বিষয়ে কোন আপডেট এলে তা জানিয়ে দেয়া হবে।

  3. ১৫/১২/২০১৯ তারিখের পরে পরিপত্র জারি মারফত টাইম স্কেল বন্ধ করা হয় । ০২/০১/২০২০ তারিখে মাদ্রাসা অধিদপ্তর পরিপত্র জারি করে টাইম স্কেল/উচ্চত্তর গ্রেড দেওয়ার সিদ্বান্ত গ্রহন করে। দুঃখের বিষয় আমার মত হাজার হাজার শিক্ষক চার বছর ধরে অপেক্ষা করার পর ফাইল রেডি করে বসে আছেন । কিন্তু ওয়েবসাইট বন্ধ থাকায় ফাইল প্রেরন করতে পারছেনা । কবে ওয়েবসাইট চালু হবে তা জানালে উপকৃত হতাম ।

    জবাব
    • আপনারা কি সদ্য মার্চ/২০২০ মাসের এমপিও ধরতে পারেন নি?
      মে/২০২০ মাসের এমপিও আবেদনের এখনো সময় আছে বলে মনে হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে সামরিক সব কিছু বন্ধ আছে।
      তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন।
      আর আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখুন। তিনি এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • মে মাসের এমপিও আবেদন ও বেতন-ভাতা হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে। এরপর জুলাই/২০২০ মাসে এমপিও আবেদন শুরু হবে। জুলাই মাসের এমপিও আবেদন শুরু হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  4. স্কুল, কলেজ শিক্ষকদের উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদন শুরু হলো প্রায় এক সপ্তাহ আগে থেকে, অথচ মাদ্রাসার শিক্ষকদের উচ্চতর স্কেল এর আবেদনের কোন খবর পাচ্ছিনা। জানাবেন কি?কত তারিখে শুরু এবং কত তারিখে শেষ।

    জবাব
    • মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে এখনো কোন নিশ্চিত তথ্য প্রকাশ করে নি।
      এমপিও সংক্রান্ত যে কোন তথ্যের জন্য আমাদের সংশ্লিষ্ট অধিদপ্তর এর উপর নির্ভর করতে হয়। তাই এক্ষেত্রে কোন আগাম তথ্য দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে নিশ্চিত তথ্য দিলেই আমরা তা প্রকাশ করবো।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • মাদ্রাসা শিক্ষকদের উচ্চতর স্কেলের আবেদনের কোন খবর পাচ্ছি না। জানাবেন কি? কত তারিখে শুরু এবং কত তারিখে শেষ।

    • সদ্য জুলাই/২০২০ মাসে ঘোষিত এমপিও’তে মাদ্রাসা শিক্ষকের উচ্চতর গ্রেড, বিএড স্কেল, সহকারী অধ্যাপক স্কেল সহ বিবিধ পদের এমপিওভুক্তি হয়েছে।
      সেই হিসাবে বলা যায়, আপনি উক্ত পদের যোগ্য হলে বিবি মোতাবেক আবেদন করতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  5. নতুন এমপিও ভুক্ত মাদ্রাসার সহকারী মৌলভী পদের শিক্ষকরা এমপিও আবেদনের সাথে কামিল তথা বিএড স্কেলের আবেদন করতে পারবে? পারলে কিভাবে?একসাথে আবেদন করতে না পারলে কখন আবেদন করবে।দয়া করে জানাবেন।

    জবাব
    • আপনার জানতে চাওয়া বিষয়টি বেশ জটিল। বিএড স্কেলের মত একই সাথে কামিল সমমানের এমপিওভুক্তি হয় কী না, সে বিষয়ে সুনিদিষ্ট তথ্য ও পরামর্শ আমাদের কাছে নেই। আপনি বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। তিনিই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। কারণ মাদ্রাসার এমপিও আবেদন প্রথম পর্যায়ে উপজেলা মাধ্যমিক অফিসে নিস্পত্তি হয়।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  6. ২০১৮সালের mpo নীতিমালায় আছে যারা ২০০৬সালের পুর্বে কামিল পাশ করেছে তারা বিএড স্কেল পাবে।প্রশ্ন হলো এ স্কেল নতুন mpoভুক্ত সহকারী মৌলভী পদের শিক্ষকরা পাবে কিনা?যদি পেয়ে থাকে আবেদনের সময় বেতন গ্রেড ১১এর স্থলে ১০দেয়া।যাবে কিনা?জানালে খুশি হব।

    জবাব
    • আপনার প্রশ্নের বিষয়ে সঠিক নির্দেশনা ও পরামর্শের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে কথা বলুন। তিনি এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারবেন। ধন্যবাদ।

    • এমপিও নীতিমালা ২০১৮ অনুসারে একজন শিক্ষক-কর্মচারী চাকুরী জীবনে দুটি উচ্চতর গ্রেড পাবেন। একটি ১০ বছর পূর্তিতে, পরেরটি ১৬ বছর পূর্তিতে। তবে এখানেও অনেক কথা আছে। যেমন-কেউ যদি বিএড স্কেল প্রাপ্ত হন, তাহলে বিএড স্কেলও উচ্চতর গ্রেড হিসাবে বিবেচিত হবে। এ বিষয়ে আরো ভালো নির্দেশনার জন্য আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • এপ্রিল ও মে-২০২০ মাসের বাদপড়া স্কুল-কলেজের শিক্ষক কর্মচারী গনের জন্য, এমপিওভুক্তির নির্দেশনা সম্বলিত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
      কিন্তু মাদ্রাসা শিক্ষকদের জন্য এই বিষয়ে এখনো কোন তথ্য প্রকাশ করতে আমরা দেখিনি।
      এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঙ্গে যোগাযোগ করুন।
      তিনি হয়তো এই বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  7. কোন শিক্ষক, কর্মচারী উচ্চতর /টাইম স্কেল না নিলে চাকরির কোন ক্ষতি হবে কিনা ? জানালে উপকৃত হবো । ধন্যবাদ

    জবাব
    • প্রাপ্ত উচ্চতর স্কেল না নিলে অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। আবার পরবর্তীতে অডিটে কেন আপনি প্রাপ্য স্কেল নেননি, এমন প্রশ্নের সন্মুখীন হতে পারেন। তবে চাকুরীর কোন ক্ষতি হবে কী-না-এই বিষয়ে আমাদের জানা নেই।
      ধন্যবাদ।

  8. আয়া, নিরাপত্তাকর্মী ও লাইব্রেরীয়ান পদে নিয়োগের জন্য পত্রকিা বিজ্ঞপ্তি প্রদান করেছি।এখন কিভাবে ডিজি প্রতিনিধি নিয়োগের জন্য আবেদন করতে হবে তা জানা ও লিংক আব্শ্যক।

    জবাব
  9. আমাদের জানা মতে, ডিজি প্রতিনিধি নিয়োগের জন্য মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করতে হয়। সাথে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর পরিচালনা কমিটি, অধিভুক্তি, স্বীকৃতির কপি সহ অন্যান্য কাগজপত্র দাখিল করতে হয়।
    আপনি পুরো প্রক্রিয়া সম্পর্কে জানতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।
    অথবা, আপনার এলাকায় সদ্য নিয়োগ বোর্ড গঠিত হয়েছে, এমন মাদ্রাসার প্রধানের সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে এই বিষয়ে সুনিদিষ্ট পরামর্শ দিতে পারবেন।
    প্রশ্নের জন্য ধন্যবাদ।

    জবাব
    • তখনকার দিনে আজকের মত এমপিও সীট প্রকাশ হয়ে থাকলে, এটা প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকার কথা। অর্থাৎ আপনার পদের বিপরীতে প্রাপ্য অর্থের ডকুমেন্টস তো প্রতিষ্ঠান সংরক্ষণ করে থাকবে। তাই এটা প্রতিষ্ঠানে খুঁজুন।

  10. স্কুল ও কলেজ শিক্ষকরা সেপ্টেম্বর মাসের এমপিওতে উচ্চতর গ্রেড পেয়ে যাচ্ছে। অতচ মাদ্রাসা শিক্ষকদের আবেদন নেওয়া হচ্ছেনা । কবে আবেদন নেওয়া হবে জানালে উপকৃত হব ।

    জবাব
    • স্কুল-কলেজ শিক্ষকদের উচ্চতর গ্রেড দেওয়া হলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের নীতিগতভাবে উচ্চতর গ্রেড দেওয়া হবে। তবে কবে নাগাদ উচ্চতর গ্রেড এর আবেদন নেওয়া হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তথ্য পেতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট অথবা বিডি এডুকেটর সাইটে চোখ রাখুন।
      ধন্যবাদ।

  11. বর্তমান সংশোধিত নীতিমালা অনুযায়ী নতুন শিক্ষক এম পিও আবেদন করার নিয়মটি দয়া করে জানাবে। আমরা খবর পাচ্ছিযে, প্রতিষ্ঠান প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট অনলাইনে আবেদন পাঠাবেন আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার DEU ও DD বাদ দিয়ে সরাসরি অধিদপ্তরে প্রেরন করবে। যদি নিয়ম এ রকম হয় তাহলে DD কাছে আটকে থাকা ফাইল এর কি অবস্থা হবে।অনুগ্রহ করে জানাবে।

    জবাব
    • যদি এমনটি হয় তাহলে নিশ্চয় কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আর মাদ্রাসার সংশোধিত এমপিও নীতিমালায় এ বিষয়ে কোন তথ্য জানানো হয় নি। আপনি এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।

  12. স্যার ডিএমই- তে প্রবেশ করতে ২৪ ঘন্টার ২০ ঘন্টাই সমস্যা হয়। ডাউনলোড হতে সমস্যা হয়। অন্যান্য সাইটে খুব সহজেই ডুকা যায়। অনুগ্রহপুর্বক সমস্যা গুলির সমাধান চাই।

    জবাব
    • প্রতিটি অধিদপ্তর তার নিজস্ব নিয়মে চলে। মাদ্রাসা অধিদপ্তর বিষয়টি নিয়ে এখনো কোন তথ্য প্রদান করেনি। আপনি আপডেট তথ্য পেতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ অভ্যাহত রাখুন। আর অধিদপ্তর এর নোটিশ বোর্ড সহ বিডি এডুকেটর ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।

    • সংশোধিত মাদ্রাসা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২০ এ বিষয়টি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয় নি। শুধু বলা হয়েছে নীতিমালাটি অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরেও কোন তথ্য প্রকাশ হয় নি। অপেক্ষায় থাকুন, এ বিষয়ে তথ্য পেলেই জানানো হবে। ধন্যবাদ।

    • স্কুল-কলেজের এমপিও আবেদন নিস্পত্তি শেষে এমপিও সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার জানুয়ারি ২৯২১ মাসের এমপিও সভা এখনো অনুষ্ঠিত হয়নি। এমপিও সভা আহবান বা অনুষ্ঠান হওয়া মানে, সংশ্লিষ্ট মাসে এমপিও নিষ্পত্তি হয়েছে বলে অনুমান করা যেতে পারে। ধন্যবাদ।

  13. স্কুল ও কলেজের ইএফটির মাধ্যম নিজের ব্যাংক একাউন্ট বেতন পেতে ফরম পূরণ করার জন্য আদেশ জারি করেছে উচ্চ শিক্ষা অধিদপ্তর । মাদ্রাস শিক্ষা অধিদপ্তর ইএফটির ফরম পূরণের আদেশ জারি করবে জানাবেন?

    জবাব
    • স্কুল-কলেজ এর মাত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ইএফটির মাধ্যমে বেতন-ভাতা প্রেরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে এই বিষয়ে আমরা নিশ্চিত নই। আশা করা যাচ্ছে স্কুল-কলেজ এর পর এই প্রক্রিয়া শুরু হবে। ধন্যবাদ।

  14. স্কুলের কামিল পাশ সহকারী মৌলভী শিক্ষক বেতন শুরু হয় ১০কোডে ১৬,০০০/- স্কেলে অথচ একই মাদ্রাসার কামিল পাশ সহকারী মৌলভী শিক্ষক বেতন শুরু হয় ১১কোডে ১২,৫০০/- এই বৈ-সমস্যা কেন? কবে সমাধান হবে জানাবেন। ধন্যবাদ

    জবাব
    • এমনই অনেক বেতন বৈষম্য স্কুল-কলেজ-মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিদ্যমান। আশা করি শিক্ষা মন্ত্রণালয় খুব দ্রুত বেতন বৈষম্য দূর করার চেষ্টা করবেন। ধন্যবাদ।

  15. মাদ্রাসার শিক্ষকদের উচ্চতর স্কেলে জন্য মেমিস আবেদন গ্রহণ করতে প্রস্তুত। আবেদন করতে বলা হয়েছে । শিক্ষরা আবেদন করলে সেই আবেদন কি কারনে নামন্জুর করেন বা বাতিল করেন? জানাবেন

    জবাব
    • আমরা আগাম কোন তথ্য দিতে পারি না। শিক্ষা সম্পর্কীত কোন প্রয়োজনীয় তথ্য পেলে আমরা দ্রুত তা প্রকাশ করি। মাদ্রাসা শিক্ষা বোর্ড এর নোটিশ বোর্ডে নিয়মিত চোখ রাখুন।

  16. আমার এম,পি,ও শীটে এবং সার্টিফিকেটে নাম মোঃ আব্দুর রশীদ কিন্তু জাতীয় পরিচয়পত্রে নাম মোঃ আব্দুর রশীদ সানা আছে।ই,এফ,টি তে বেতন নিতে কোন সমস্যা হবে কি না তাহা অনুগ্রহ পূর্বক জানালে উপকৃত হবো।

    জবাব
    • চাকুরীর সকল ডকুমেন্টস এসএসসি/সমমান সনদের নাম অনুসারে হতে হবে। এমনটাই বলা হয়েছিলো স্কুল-কলেজের ইএফটি নীতিমালায়। এখনো মাদ্রাসার ইএফটি চালুর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা মাদ্রাসায় চালু হলে বোঝা যাবে। ধন্যবাদ।

  17. আমি মোহাম্মদ অলিউর রহমান সাইটবাড়িয়া হককুল হুদাআলিম মাদ্রাসার আরবি প্রভাষক কালীগঞ্জ উপজেলা ঝিনাইদহ। এপ্রিল মাসের 4 তারিখে জৈষ্ঠ প্রভাষকের স্কেল প্রাপ্তির জন্য আবেদন করেছি। স্কেল পাব কিনা এবং মে মাসের এমপিও মিটিং হবে কি না হলে কত তারিখে? জানালে খুশি হব।

    জবাব
    • এটা অধিদপ্তর কর্তৃক এমপিও আপডেট হলে বোঝা যাবে। আরও নিশ্চিতভাবে জানতে MEMIS সেলে গিয়ে, আবেদনের বর্তমান অবস্থা জানার চেষ্টা করুন। এমপিও আবেদন নিষ্পত্তির বিভিন্ন ধাপ পেরিয়ে গেলে বুঝতে পারবেন আবেদনের বর্তমান অবস্থা। ধন্যবাদ।

  18. স্কুল কলেজের বেতন ছাড় করনের তারিখ এবং কারিগরি ও মাদ্রাসার বেতন ছাড় করণের তারিখ একই দিন তারিখ হলে ভালো হয়। এবং বেতন তোলার দিন-তারিখ একই হলে ভালো হয়। মাদ্রাসার শিক্ষকরা প্রায়ই মন্তব্য করে মাদ্রাসার সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়। বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি

    জবাব
    • স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের বেতন-ভাতা ছাড় করে ভিন্ন তিনটি অধিদপ্তর। তাই বেতনের চেক ছাড়ের বিষয়ে ভিন্নতা দেখা যায়। আপনার প্রস্তাবটি ভেবে দেখার মত। আশা করি অধিদপ্তরগুলো এই বিষয়ে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ।

  19. আমরা শুনেছি প্রতি মাসের 20 তারিখের ভিতরেই এমপিও কমিটির মিটিং হয়। চলতি এপ্রিল মাসে এমপিও কমিটির মিটিং হল কিনা সবিনয়ে জানতে চাই

    জবাব
  20. আগামী ২৯ এপ্রিল বৃহস্পতিবার মাদ্রাসা অধিদফতরে নাম ও বিষয় সংশোধনের জন্য কাগজ পত্র জমা দিতে পারবো কি-না দয়া করে জানালে উপকৃত হবো।

    জবাব
    • বিষয়টি নিয়ে অধিদপ্তরে যোগাযোগ করে দেখতে পারেন। তবে অফিস লকডাউনের কারণে কন্ধ থাকায় সেটা জানাও সম্ভব নয়। আপনি ২৯ তারিখে অফিস খুললে ফোন করে জানে নিতে পারেন। ধন্যবাদ।

  21. সংশোধিত নীতিমালা ২০২০অনুযায়ী ৫০%হিসাবে সহকারী অধ্যাপক /জ্যেষ্ঠ প্রভাষকদের স্কেল দেয়া শুরু হয়েছে কি? না হয়ে থাকলে কখন থেকে শুরু হবে জানালে উপকৃত হব।

    জবাব
    • না, এখনও শুরু হয়নি। আজকের খবরে বলা হয়েছে, প্রভাষকের পদোন্নতির জন্য রূপরেখা তৈরী করা হচ্ছে। এটা হলে তারপর আবেদন গ্রহন করা হবে। ধন্যবাদ।

    • প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়নের কাজ চলছে। এটা হলে 50 শতাংশ পদন্নতির এমপিওভুক্তি শুরু হবে বলে খবর পাওয়া গেছে। ধন্যবাদ।

  22. আমি গত ৫ ই ফেব্রুয়ারি ইং তারিখে সহকারী অধ্যাপকের স্কেল পাওয়ার জন্য আবেদন করলে এম,পি ও শীটে বিষয়ের নাম উল্লেখ না থাকায় সেটি বাতিল করা হয়।আমি গত ০৬/০৫/২০২১ ইং তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক পরোপকারী,শ্রদ্ধেয় জনাব বাদশা মিয়া স্যারের সহায়তায় এম,পি ও শীটে বিষয় উল্লেখের আবেদন জমা দেই।দয়া করে জানাবেন এখন আমার প্রত্যাশিত পদোন্নতি পেতে আর কোন সমস্যা হবে কি-না?

    জবাব
    • যে কারণে আপনার সহকারী স্কেল প্রাপ্তির আবেদন রিজেক্ট করা হয়েছে, সে কারণটি দূর করা হলে অন্য কোন আর ত্রুটি না থাকলে সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ।

  23. গতকাল ১৭মে, ২১রবি। এম পি ও কমিটীর মিটিং হয়ে গেল। আলিম মাদ্রাসা সহকারী অধ্যাপক স্কেলে সংক্রান্ত বিষয়ে কি সিদ্ধান্ত হলো সবিনয়ে জানতে চায়।

    জবাব
    • পুরানো নিয়মে সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তির বিষয়টি এখনো চালু আছে। কিন্তু সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে এখনো সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তির বিষয়টি এখনো চালু হয় নি। ধন্যবাদ।

    • বিষয় সংশোধনের জন্য যে কাগজপত্রের প্রয়োজন তা ইএমআইএস সেলে লগিন করে বিষয় সংশোধন অপশনটি নির্বাচন করে প্রতিটি পদক্ষেপে কি কি তথ্য ও ডকুমেন্টস লাগবে তা শেষের সংযুক্তি ধাপে জানা যাবে। ধন্যবাদ।

  24. মেমিসে প্রতিষ্ঠান প্রধান যেভাবে তার পাস ওয়াড পরিবর্তন করতে পারে সেভাবে ইউজার আইডি পরিবর্তন করতে পারবে কি? যদি পারা যায় তাহলে কিভাবে।অনুগ্রহ করে জানাবেন।

    জবাব
    • অফিস চলাকালীন সময়ে মেমিসের হেল্পলাইনে ফোন করে দেখুন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।

    • স্কুল-কলেজের গ্রন্থাগারিক পদে আর নিয়োগ দিতে পারবে না কমিটি। এই বিষয়ে আদেশ জারি হয়েছে। মাদ্রাসায় এখনো এবিষয়ে কোন নির্দেশনা আসেনি। তবে স্কুল-কলেজ হলে মাদ্রাসায় একই নিয়ম হওয়ার কথা। ধন্যবাদ।

  25. সহকারী অধ্যাপকের স্কেল পেয়েছি । কিন্তু ৩টা ইনক্রিমেন্ট যোগ হলো না। মারাত্তক ফাকি। এ ব্যপারে কিছু বলবেন কি?

    জবাব
  26. জুনে বাজেট হলে জুলাই থেকে কি ৫০% হারে সহকারী অধ্যাপক পদের স্কেল দেয়া হবে?নাকি আরও অনির্দিষ্ট কাল অপেক্ষার প্রহর গুনতে হবে?

    জবাব
    • প্রভাষক থেকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। তারা পদোন্নতির নীতিমালা করার পর, সহকারী অধ্যাপক পদে ৫০% পদোন্নতির কাজ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ।

  27. আমি গত ৬/৫/২০২১ ইং তারিখে এম,পি ও শীটে বিষয় উল্লেখের আবেদন জমা দেই।আমি গত ৭/১০/১৯৯৬ইং সালে লুধুয়া হাইস্কুল ও কলেজে পৌরনীতি বিষয়ের প্রভাষক হিসাবে যোগদান করি,এরপর সুজাতপুর ডিগ্রী কলেজে পৌরনীতি বিষয়ের প্রভাষক হিসাবে যোগদান করি।এরপর ২৫/২/১৯৯৭ইং তারিখে নারায়নপুর ডিগ্রী কলেজের নিয়োগপ্রাপ্ত হয়েও যোগদান না করে মাদ্রাসায় যোগদান করি।যে কারনে অনেকেই উপহাস করে।আমি কি ভূল করেছি? এম,পি,ও শীটে বিষয় কবে ঠিক হবে, দয়া করে জানাবেন কি?

    জবাব
    • আপনি কোন প্রতিষ্ঠানে চাকুরী করবেন তা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আর এমপিও শিটের বিষয় সংশোধন নির্ভর করছে আবেদন প্রেরণ ও তা নিষ্পত্তির উপর। ধন্যবাদ।

  28. সকল বেসরকারি চাকরী জিবি রা অন্তত এমন পরিমান বোনাসের টাকা পাওয়া উচিৎ । যাতে বোনাসের টাকা দিয়েই একটা কুরবানীর পশু ক্রয় করতে পারে।এ ব্যপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।

    জবাব
    • বিগত বছরগুলোতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট দিয়ে আসছে সরকার। নতুন বছরেও এটা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ।

    • এই বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। তবে বিগত বছরগুলোতে এমপিও শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট সকলের জন্য প্রযোজ্য হতে দেখেছি।

    • ফাজিল মাদরাসায় ৫০% সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নে কতৃপক্ষের আশু কোন প্লান আছে কি জনাব?
      আমাদের আর কতকাল বঞ্চনার ক্ষণ গুনতে হবে?

    • শিক্ষা অধিদপ্তরে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি রূপরেখা প্রণয়নের কাজ চলছে বলে জানা গেছে। আশা করা যায় নতুন অর্থবছরের ৫০% শিক্ষক সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পানে। ধন্যবাদ।

  29. ৫০% হিসাবে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির নীতিমালা জারির প্রায় ৮মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত দৃশ্যত তা বাস্তবায়নের কোন আলামত দেখা যাচ্ছে না।বলা হচছে রূপ রেখা তৈরির কাজ চলছে,অর্থ বরাদ্দ হলে হবে। এভাবে মাদরাসা অধিদপ্তর আর কতদিন পর শিক্ষকদেরকে তাদের ন্যায্য অধিকার টুকু বাস্তবায়নের পদক্ষেপ গ্রহনে বাধিত করবেন?

    জবাব
  30. ৫০%হিসাবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রুপ রেখা কি এখনো চূড়ান্ত হয়নি?আর কতকাল অপেক্ষায় থাকতে হবে এভাবে?

    জবাব
    • ৫০% সহকারী অধ্যাপকের পদোন্নতির বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি। এবিষয়ে নতুন তথ্য পেলে আমরা তা দ্রুত জানানো চেষ্টা করবো। ধন্যবাদ।

  31. কলেজের নীতিমালা অনুযায়ী সহকারী অধ্যাপক ও প্রভাষকদের ৫০% হিসেবে স্কেল দেয়ার জন্য গঠিত কমিটির সভা হলেও মাদ্রাসার কোন খবর পাওয়া যাচ্ছে না। আমরা মাদ্রাসা অধিদপ্তরের এহেন কার্যক্রম দেখে খুবই হতাশ। প্রকৃত তথ্য জানতে চাই।

    জবাব
    • সেপ্টেম্বর মাসে এমপিও আপডেট হবে। প্রতি এক মাস পরপর এমপিও আপডেট হয়। এবিষয়ে বিস্তারিত জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর নিকট যোগাযোগ করুন। ধন্যবাদ।

  32. স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি মাসের ১/২ তারিখের ভিতর বেতন দেয়া যায় কি না ভেবে দেখার জন্য সবিনয়ে অনুরোধ করছি ।

    জবাব
    • সাধারণ বেতন-ভাতার প্রায় সময়ই মাসের শুরুতে ছাড় করা হয়। কিন্তু অনুদান প্রদানকারী ব্যাংক শিক্ষকদের দিতে দেরী করে বা শেষ দিনে ছাড় করে।

  33. জনাব আসসালামু আলাইকুম। অতীব দুঃখের সাথে জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষক দের বেতন যে তারিখ শেষ তারিখ দেয়া হয়। ঐ শেষ তারিখে কোন মাসেই শিক্ষকদের বেতন দেয়া হয় না। এ ব্যাপারে কোনো সহযোগিতা বা কোন ব্যবস্থা নেয়ার সুযোগ আছে কি না?

    জবাব
    • এটা নিয়ে স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিতে পারেন। তিনি হয়তোবা ব্যাংক কর্মকর্তার সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবেন। ধন্যবাদ।

  34. মাদ্রাসার প্রভাষকদের ৫০%হিসাবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না অথচ নীতিমালা জারির এক বছর অতিবাহিত হয়েছে। তাহলে নীতিমালা বাস্তবায়ন কত বছর পর হবে?ইহা অধিদপ্তরের খামখেয়ালি নয়কি? আমরা আশাহত।কবে হবে শিক্ষকদের অধিকার বাস্তবায়ন?

    জবাব
  35. মাদ্রাসা শিক্ষক দের বেতন রমজানের আগেই দেয়া উচিত। এখনো বেতনের তারিখ জানা গেল৷ না। শিক্ষকরা রমজানের বাজার করবে কিভাবে ?

    জবাব
  36. পদবী ও বিষয় সংশোধন ও সংযোজন করার জন্য শুধু মাত্র নিয়োগ পত্র ও যোগদান পত্র সেই সাথে সংশোধন বিষয়ে রেজুলেশন এবং তিন শত টাকার স্ট্যাম্পে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির সাক্ষর সংযুক্ত আবেদনের মাধ্যমে মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীদের সংশোধন করার সুযোগ দিলে অতি সহজে সংশোধন কাজ সম্পন্ন করা সহজ হবে ।

    জবাব
  37. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মহার্ঘ ভাতা দেয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা জানতে চাই

    জবাব
  38. ৫০%হিসাবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির বিধি
    প্রণয়নের দেড় বছর অতিবাহিত হলেও এখন ও বাস্তবায়ন করার কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। মহাপরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।

    জবাব
  39. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদুল আজহার আর মাত্র 10 12 দিন বাকি। এখনো পর্যন্ত ঈদের বোনাস ঘোষণা হলো না। তাহলে শিক্ষকরা কুরবানী পশু ক্রয় করবে কিভাবে।? দয়া করে যদি কিছু বলতেন।

    জবাব
  40. নতুন এমপিও ভূক্ত থেকে বাদপরার করণ সহ মাদরাসার তালিকা জানাবেন কি। বা কেন মাদরাসার তালিকা প্রকাশ করা হয় নাই।

    জবাব
  41. কলেজ ও কারিগরিতে ৫০%হিসাবে সহকারী অধ্যাপক ও জ্যেষঠ প্রভাষকদের স্কেল চালু হলেও মাদ্রাসা অধিদপ্তর এখনও কোনো চিঠি ইস্যু করে নাই। মাদ্রাসা শিক্ষকদের প্রতি আর কত অবহেলা? শিক্ষক দের সাথে এরকম বেমাতাসুলভ আচরণ কতটুকু সঠিক? অতিসত্বর চালু করার জন্য বিনীত অনুরোধ করছি।

    জবাব
  42. আমি দাখিল মাদ্রাসার একজন কৃষি শিক্ষক।আমার চাকুরির বয়স ব র্তমানে ২২বছর।.২০০৮ সালে আমি টাইম স্কেল পাই।গত ০৪/০৮/২২ইং তারিখে উচ্চতর স্কেলের জন্য কাগজ-পত্রাদি মন্ত্রালয়ে প্রেরণ করি।কিন্তু প্রাপতা নাই বলে আমার ফাইলটি রিজেক্ট করে। প্রাপতা নাই শব্দটির ব্যাখ্যা দিলে উপকৃত হব।

    জবাব
  43. আমি দাখিল মাদ্রাসার একজন শিক্ষক।উচচতর স্কেলের জন্য মন্ত্রালয়ে কাগজ পত্র পাঠালে জানানো হচেছ প্রাপতা নেই।অথচ হাই স্কুলের শিক্ষকদের উচচতর স্কেল দেয়া হচেছ।কোন নীতিমালায় দেয়া হচেছ তা জানালে খুব খুশি হব।

    জবাব
  44. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান(মাদ্রাসা) জনবল কাঠামো ও নীতিমালা ২৩ নভেম্বর/২০২০ জারির পর থেকে অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান খুবই কঠিন হয়ে পড়েছে ।কারণ অধ্যক্ষ পদের জন্য যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে (উপাধ্যক্ষ অথবা সহকারী অধ্যাপক পদে তিন বছর সহ মোট ১৫বছর) সেখানেই সমস্যা দেখা দিয়েছে। কারণ ৫% পাওয়ার কারণে উপাধ্যক্ষ প্রায় অধ্যক্ষের বেতনের সমপরিমাণ বেতন পান।আর সহকারী অধ্যাপক অনেক ক্ষেত্রে ই জেনারেল প্রভাষক রয়েছেন। আর আরবী থাকলেও মোট ১৫ বছর হয়নি। তার চেয়েও বড় কথা হলো অধিকাংশ উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক প্রশাসনিক দায়িত্ব পালন করতে অপরাগতা প্রকাশ করে থাকেন।যদি কোন উপাধ্যক্ষ/সহকারী অধ্যাপক প্রার্থী হতে ইচ্ছা পোষন করেন তখন কোন সাপোর্টিং প্রার্থী পাওয়া যায় না।তাই উক্ত পদে লোক নিয়োগ দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। তাই প্রতিষ্ঠান পরিচালনার জন্য জরুরী ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি/২০১০ এর নীতিমালা জারি করা সময়ের দাবি। এবিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

    জবাব
  45. সহকারী অধ্যাপক পদে যারা পদোন্নতি পাবে,তাদের অর্জিত ইনক্রিমেন্ট গুলো বহাল থাকবে কি-না জানতে চাই।ইনক্রিমেন্ট গুলো না কাটার জন্য মহা পরিচালক মহোদয়ের মাধ্যমে বিনীত অনুরোধ জানাই।

    জবাব
  46. প্রভাষক থেকে পদোন্নতি হয়ে সহকারী অধ্যাপক প্রাপ্ত হয়েছি।কিন্তু দুঃখের বিষয় তিনটি ইনক্রিমেন্ট মার গেছে । ফিরে পাওয়ার কোন সুযোগ আছে কিনা সবিনয়ে জানতে চাই।

    জবাব
  47. জুন ২০২৩ মাসের স্কুল শিক্ষকদের বেতন দেয়া হয়েছে, মাদ্রাসা শিক্ষকদের কবে বেতন দেওয়া হবে সবিনয়ে জানতে চাই।

    জবাব
  48. আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ স্কুল-কলেজের বেতন ছাড় হল অথচ মাদ্রাসা শিক্ষকদের বেতন এখনো ছাড় হলো না। যে সকল শিক্ষকবৃন্দ শিক্ষকতার উপরেই নির্ভরশীল তারা মানবতার জীবন যাপন করছে। ইতিমধ্যেই অনেকেই টাকা কর্জ করে সংসার চালাচ্ছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

    জবাব
  49. আসসালামু আলাইকুম
    আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ – বাংলাদেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের বেতন মাসে ২৫০০ টাকা। অন্য শিক্ষকদের বেতন ২৩০০ টাকা। এটা কিভাবে দেয়া হয়? সুবিনয়ে জানতে চাই! একজন মানুষ এক মাস শিক্ষকতার পরে ২৫০০ টাকা নিয়ে বাড়ি যাবে,, তাও আবার তিন মাস পরে একসাথে টাকাগুলি দেবে এটা কোন ধরনের মানবিকতা? বিষয়টা একটু যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানোর চেষ্টা করবেন

    জবাব
  50. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুন মাসের বেতন স্কুল কলেজ শিক্ষকদের ১১ তারিখ দেয়া হয় অথচ মাদ্রাসা শিক্ষকদের এখনো বেতন ঘোষণাই হল না এ বিষয়ে কিছু বলবেন?

    জবাব

মন্তব্য করুন