Madrasha MPO Notice | কোথায়, কীভাবে দেখবেন?
www.dme.gov.bd সাইটে Madrasha MPO Notice কীভাবে দেখবেন?
Madrasha MPO Notice: এমপিও ভুক্ত মাদরাসা শিক্ষক কর্মচারী গণের বেতন ভাতার MPO Notice মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট www.dme.gov.bd এর নোটিশ পাতার নিয়মিত প্রকাশিত হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর- Directorate of Madrasha Education (DME), দেশের সকল সরকারী ও বেসরকারী মাদ্রাসা সমূহ নিয়ন্ত্রণ করে। মাদ্রসা শিক্ষার উন্নয়নের লক্ষ্যে ২০১৫ খৃষ্টাব্দে অধিদপ্তরটি প্রতিষ্ঠিত হয়।
মাদ্রসা অধিদপ্তর এর অন্যতম কাজ হলো, সরকারী মাদ্রসার পাশাপাশি বেসরকারী মাদ্রাসা শিক্ষক গণের এমপিও ভুক্তি করণ ও তাদের পরিচালনা করা।
অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ পাতায়, প্রতিমাসে Madrasha শিক্ষক গণের জন্য MPO Notice প্রকাশিত হয়।
Madrasha MPO Notice কী?
MPO এর পূর্ণ রূপ হলো Monthly Pay Order (MPO). এমপিও ভুক্ত বেসরকারী মাদ্রাসা শিক্ষক গণের বেতন ভাতার এই আদেশ Madrasha MPO নামে পরিচিত।
এমপিও ভুক্ত মাদ্রসা শিক্ষক কর্মচারী গণ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর এক আদেশ বলে, প্রতি মাসের বেতন ভাতা প্রাপ্ত হন।
চলতি মাসের শেষ সপ্তাহে বা পরের মাসের প্রথম সপ্তাহে MPO Notice প্রকাশিত হয়।
সাধারণত প্রতি এক মাস পর পর, নতুন শিক্ষক MPO ভুক্ত করণ, উচ্চতর ও সিনিয়র স্কেল প্রদান সহ MPO Update – এমপিও আপডেট করা হয়।
Madrasha MPO Notice কোথায় দেখা যায়?
Madrasha MPO Notice মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট www.dme.gov.bd এর নোটিশ পাতায় দেখা যায়।
এবতেদায়ী সহ সকল এমপিও ভুক্ত মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী গনের MPO Notice এখানে পাওয়া যাবে।
আরো পড়ুন: এবতেদায়ী এমপিও ২০২০: মাদ্রাসার জুলাই-সেপ্টেম্বর মাসের অনুদান হস্তান্তর
মাদ্রাসার নভেম্বর মাসের বেতন-ভাতার আপডেট জানুন, প্রতিবেদনের নিচের দিকে।
www.dme.gov.bd থেকে MPO Notice কীভাবে দেখা যাবে?
ইন্টারনেট যুক্ত মোবাইল অথবা কম্পিউটার এর মাধ্যমে খুব সহজে মাদ্রাসা এমপিও নোটিশ দেখা যাবে।
এ জন্য আপনার থাকতে হবে ইন্টারনেট যুক্ত একটি মোবাইল অথবা কম্পিউটার।
মোবাইল ও কম্পিউটারে থাকতে হবে ওয়েব ব্রাউজার, যেমন-গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা বা ইউসি ব্রাউজার।
MPO Notice যেহেতু পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়, তাই এটি দেখতে আপনার মোবাইল ও কম্পিউটারে থাকতে হবে অ্যাডবি রিডার বা অনুরূপ অ্যাপস।
সব সফটওয়ার বা অ্যাপস বিনামূল্যে পাওয়া যায়। তাই এগুলো আপনার মোবাইল ও কম্পিউটারে থাকা নিশ্চিত করুন।
এবার আপনার মোবাইল অথবা কম্পিউটারের ওয়েব ব্রাউজারে অ্যাড্রেসবারে www.dme.gov.bd ঠিকানাটি টাইপ করে Enter অথবা Go বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক হোমপেজ দেখতে পাবেন। এবার নিচের ছবির দিকে লক্ষ্য করুন।
মাদ্রাসা অধিদপ্তর এর হোমপেজের প্রথমেই নোটিশ বোর্ড দেখতে পাবেন।
এই নোটিশ বোর্ডে পাবেন আপনার কাঙ্খিত Madrasha MPO Notice. এখানে অধিদপ্তর এর কর্মকাণ্ডের প্রতিদিনকার নোটিশ বা বিজ্ঞপ্তি দেখতে পাবেন।
যদি এখানে আপনার কাঙ্খিত MPO Notice দেখতে না পান, তাহলে নিচের লাল বর্ডার চিহ্নিত সকল লিংকে ক্লিক করুন।
লাল বর্ডার চিহ্নিত সকল লিংকটিতে ক্লিক করলে অধিদপ্তর এর সকল নোটিশ দেখতে পাবেন। এখানে আপনার কাঙ্খিত MPO Notice এর খোঁজ করুন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর সকল নোটিশ সহজে একসাথে দেখতে, সংযুক্ত লিংক কপি করে ব্রাউজারের অন্য ট্যাবে পেস্ট করুন। www.dme.gov.bd/site/view/notices
এরপর অধিদপ্তরের নোটিশ পাতা ব্রাউজ করে সকল নোটিশ একসাথে দেখুন।
যদি এখানে সকল নোটিশ এর মধ্যে উক্ত নোটিশ না পান, তাহলে নোটিশটি এখনও প্রকাশিত হয় নি।
MPO Notice চলতি মাসের শেষ সপ্তাহে বা পরের মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়। তাই নির্দিষ্ট তারিখের মধ্যে খোঁজ করুন।
MPO Notice খুঁজে পেলে এবার লিংকটির উপর ক্লিক করুন। কিছুক্ষণের পর পিডিএফ ফরম্যাটে প্রকাশিত এমপিও নোটিশ দেখতে পাবেন।
যদি নোটিশটি ডাউনলোড করতে চান, তাহলে নোটিশের ডান কোনায় নিচের দিকের তীর চিহ্নিত ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আপনার কম্পিউটারে বা মোবাইলে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে।
আরো পড়ুন: Madrasah MPO Sheet Correction | মাদ্রাসা এমপিও শীট ভুল সংশোধন
মাদ্রাসা শিক্ষকদের এমপিও আপডেট দেখবেন কোথায়?
সম্প্রতি প্রকাশিত এমপিও আপডেট অনলাইনে দেখা যায়। নতুন শিক্ষকের এমপিওভুক্তি, উচ্চতর স্কেল কিংবা নাম, বয়স, জন্ম তারিখ সংশোধন ইত্যাদি আপডেট, তথা এমপিও আপডেট দেখতে অধিদপ্তরের MEMIS Cell এ যেতে হবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত মাদ্রাসা শিক্ষকদের এমপিও আপডেট দেখতে, নিচের লেখাটি সহায়ক হতে পারে।
December New Madrasah MPO 2020: মাদ্রাসার ডিসেম্বর ২০২০ মাসের বেতন
এমপিওভুক্ত সকল মাদ্রাসা (স্বতন্ত্র এবতেদায়ি সহ) শিক্ষকের ডিসেম্বর/২০২০ মাসের বেতন-ভাতার চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।
ডিসেম্বর মাসের বেতন-ভাতা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
Madrasha Teacher MPO সম্পর্কে আরো জানুন
নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্তি সহ টাইম স্কেল, সিনিয়র স্কেল, নাম, বয়স সংশোধনের জন্য, অনলাইন এমপিও আবেদন করার নিয়ম জানতে নিচের লেখাগুলো পড়ুন।
এমপিও ভুক্ত মাদ্রসা শিক্ষকের অবসর ও কল্যাণ ভাতা প্রাপ্তির তথ্য জানতে, নিচের লিংকটিতে ক্লিক করুন।
Madrasha MPO Notice দেখতে কোন সমস্যা হলে, মন্তব্য করে আমাদের জানান।
লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে, আপনার ফেসবুক ও টুইটার পাতায় শেয়ার করুন।
আর যদি ইমেইলে প্রতিটি লেখা পেতে চান, তাহলে সাইডবারে খাম চিহ্নিত আইকনে ক্লিক করে, ইমেইল সদস্যতা গ্রহণ করুন।
তথ্যসূত্র:
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
সবশেষ আপডেট: ০৬/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৭:১৫ অপরাহ্ণ।
মাদ্রাসার এমপিও তালিকা দেখতে পারিনা। কিভাবে মাদ্রাসার এমপিও দেখা যাবে জানাবেন।
প্রিয় আবু বকর সিদ্দিকী, আপনি এমপিও তালিকা দেখতে পারছেন না বলে জানিয়েছেন। আপনি আপনার মাদ্রাসার গত নভেম্বর/২০১৯ মাসের এমপিও আপডেট দেখতে চাইলে, সংযুক্ত লিংকের লেখার নির্দেশনা মত আপনার মাদ্রাসার এমপিও আপডেট দেখতে পারবেন।
আর চলতি জানুয়ারী/২০২০ মাসের নতুন এমপিও আপডেট এখনও হয় নি। এটা দেখতে এ মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ। ভালো থাকুন, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
https://www.bdeducator.com/www-dshe-gov-bd-teacher-mpo-update/
আমি একটি মাদ্রাসায়সহঃমৌলভী পদে কর্মরত আছি।বিএড স্কেলের জন্য ফেব্রুয়ারী মাসে আবেদন করেছিলাম।কিভাবে দেখবো জানালে উপকৃত হতাম।আমার ইনডেক্স নম্বরঃ২১১২০৭৩
আপনি মার্চ/২০২০ মাসে ঘোষিত এমপিওতে যদি আপনার স্কেল আসে তাহলে তা জানতে পারবেন। এছাড়া MEMIS ড্যাশবোর্ডে গিয়ে আপনার এমপিও ‘র বর্তমান অবস্থা জানতে পারবেন।
এম পি ও তে নাম ,পদবি ।বিষয় উল্লেখ না থাকায় ডিও ম্যাডামের ফরোয়াডিং সহ হাতে হাতে মাদ্রাসা শিক্ষা অদিদপ্তরে পাঠানো হয়েছে । কবে সংশোধন হবে এবং কিভাবে দেখতে পাব ।
এমপিওতে আপনার বিষয়, পদবি উল্লেখ না থাকায় তা সংশোধনের জন্য কাগজপত্র জমা দিয়েছেন। যদি আপনার জমাকৃত কাগজপত্র ঠিক থাকে, তাহলে আগামী এমপিওতে আপনার বিষয় ও পদবী সংশোধিত হবে। মার্চ/২০২০ মাসে যেহেতু এমপিও আপডেট হয়েছে, তাই আগামী মে/২০২০ মাসে আবারো এমপিও আপডেট হতে পারে। সাধারণত এক মাস পর পর এমপিও আপডেট হয়। এমপিও আপডেট হলে এমপিও সীটে অথবা অনলাইনে সংশোধিত এমপিও সিট দেখতে পাবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
বৈশাখী ভাতার সিট কিভাবে পাবো
আমি এইমাত্র মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট ঘুরে আসলাম। অধিদপ্তরের ওয়েবসাইটে কেবলমাত্র মার্চ মাসের এমপিও সীট ডাউনলোডের নির্দেশনা দেওয়া আছে। এখন পর্যন্ত বৈশাখী ভাতা প্রাপ্তির লক্ষ্যে প্রয়োজনীয় এমপিও সীট এর ব্যাপারে কোন তথ্য নেই।
এ বিষয়ে নতুন আপডেট এলেই তা জানিয়ে দেয়া হবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
বাংলা নববর্ষ 1427 এর মেমো কোথাও পাওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে লিংকটি দেখালে খুব ভালো হতো।
মাদ্রাসা শিক্ষক বৈশাখী ভাতা প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও, অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত এমপিও শীট প্রকাশের কোন লিংক দেখা যাচ্ছে না।
এ বিষয়ে পরামর্শ হল, আপনারা নিজেই মূল স্কেলের 20% হারে বিল করে ব্যাংকে জমা দিতে পারেন।
অথবা, সংশ্লিষ্ট ব্যাংকে এ বিষয়ে পরামর্শ নিতে পারেন।
অথবা MEMIS এর হেল্পলাইনে ফোন করে এ বিষয়ে পরামর্শ নিতে পারেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
এ বিষয়ে কোন আপডেট এলে তা জানিয়ে দেয়া হবে।
মাদ্রাসা বৈশাখী ভাতার ভাউচার ডাউনলোড এর লিংক সংযুক্ত করা হলো। এখান থেকে উক্ত ভাতার ভাউচার ডাউনলোড করে দেখতে পারেন।
https://drive.google.com/drive/mobile/folders/1tdknvk3bZO8tB8OKLUrg-gkUifc9QS0g?usp=drive_open
১৫/১২/২০১৯ তারিখের পরে পরিপত্র জারি মারফত টাইম স্কেল বন্ধ করা হয় । ০২/০১/২০২০ তারিখে মাদ্রাসা অধিদপ্তর পরিপত্র জারি করে টাইম স্কেল/উচ্চত্তর গ্রেড দেওয়ার সিদ্বান্ত গ্রহন করে। দুঃখের বিষয় আমার মত হাজার হাজার শিক্ষক চার বছর ধরে অপেক্ষা করার পর ফাইল রেডি করে বসে আছেন । কিন্তু ওয়েবসাইট বন্ধ থাকায় ফাইল প্রেরন করতে পারছেনা । কবে ওয়েবসাইট চালু হবে তা জানালে উপকৃত হতাম ।
আপনারা কি সদ্য মার্চ/২০২০ মাসের এমপিও ধরতে পারেন নি?
মে/২০২০ মাসের এমপিও আবেদনের এখনো সময় আছে বলে মনে হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে সামরিক সব কিছু বন্ধ আছে।
তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন।
আর আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখুন। তিনি এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
উচ্চতর স্কেল এ-র আবেদন কবে থেকে শূরূ হবে,জানালে উপকৃত হব। ধন্যবাদ।
মে মাসের এমপিও আবেদন ও বেতন-ভাতা হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে। এরপর জুলাই/২০২০ মাসে এমপিও আবেদন শুরু হবে। জুলাই মাসের এমপিও আবেদন শুরু হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
স্কুল, কলেজ শিক্ষকদের উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদন শুরু হলো প্রায় এক সপ্তাহ আগে থেকে, অথচ মাদ্রাসার শিক্ষকদের উচ্চতর স্কেল এর আবেদনের কোন খবর পাচ্ছিনা। জানাবেন কি?কত তারিখে শুরু এবং কত তারিখে শেষ।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে এখনো কোন নিশ্চিত তথ্য প্রকাশ করে নি।
এমপিও সংক্রান্ত যে কোন তথ্যের জন্য আমাদের সংশ্লিষ্ট অধিদপ্তর এর উপর নির্ভর করতে হয়। তাই এক্ষেত্রে কোন আগাম তথ্য দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে নিশ্চিত তথ্য দিলেই আমরা তা প্রকাশ করবো।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
মাদ্রাসা শিক্ষকদের উচ্চতর স্কেলের আবেদনের কোন খবর পাচ্ছি না। জানাবেন কি? কত তারিখে শুরু এবং কত তারিখে শেষ।
সদ্য জুলাই/২০২০ মাসে ঘোষিত এমপিও’তে মাদ্রাসা শিক্ষকের উচ্চতর গ্রেড, বিএড স্কেল, সহকারী অধ্যাপক স্কেল সহ বিবিধ পদের এমপিওভুক্তি হয়েছে।
সেই হিসাবে বলা যায়, আপনি উক্ত পদের যোগ্য হলে বিবি মোতাবেক আবেদন করতে পারবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
নতুন এমপিও ভুক্ত মাদ্রাসার সহকারী মৌলভী পদের শিক্ষকরা এমপিও আবেদনের সাথে কামিল তথা বিএড স্কেলের আবেদন করতে পারবে? পারলে কিভাবে?একসাথে আবেদন করতে না পারলে কখন আবেদন করবে।দয়া করে জানাবেন।
আপনার জানতে চাওয়া বিষয়টি বেশ জটিল। বিএড স্কেলের মত একই সাথে কামিল সমমানের এমপিওভুক্তি হয় কী না, সে বিষয়ে সুনিদিষ্ট তথ্য ও পরামর্শ আমাদের কাছে নেই। আপনি বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। তিনিই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। কারণ মাদ্রাসার এমপিও আবেদন প্রথম পর্যায়ে উপজেলা মাধ্যমিক অফিসে নিস্পত্তি হয়।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
২০১৮সালের mpo নীতিমালায় আছে যারা ২০০৬সালের পুর্বে কামিল পাশ করেছে তারা বিএড স্কেল পাবে।প্রশ্ন হলো এ স্কেল নতুন mpoভুক্ত সহকারী মৌলভী পদের শিক্ষকরা পাবে কিনা?যদি পেয়ে থাকে আবেদনের সময় বেতন গ্রেড ১১এর স্থলে ১০দেয়া।যাবে কিনা?জানালে খুশি হব।
আপনার প্রশ্নের বিষয়ে সঠিক নির্দেশনা ও পরামর্শের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে কথা বলুন। তিনি এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারবেন। ধন্যবাদ।
কর্মচারীদের উচ্চতর স্কেল, টাইম স্কেল প্রাপ্তির ১০ বছর পর না কি চাকরিকাল ১০বছর পর প্রাপ্য হবে ?
এমপিও নীতিমালা ২০১৮ অনুসারে একজন শিক্ষক-কর্মচারী চাকুরী জীবনে দুটি উচ্চতর গ্রেড পাবেন। একটি ১০ বছর পূর্তিতে, পরেরটি ১৬ বছর পূর্তিতে। তবে এখানেও অনেক কথা আছে। যেমন-কেউ যদি বিএড স্কেল প্রাপ্ত হন, তাহলে বিএড স্কেলও উচ্চতর গ্রেড হিসাবে বিবেচিত হবে। এ বিষয়ে আরো ভালো নির্দেশনার জন্য আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
বাদ পড়া এম পিও ভুক্ত মাদ্রাসা শিক্ষকদের নতুন আবেদন করার কোন খবর থাকলে অনুগ্রহ করে জানাবেন।
এপ্রিল ও মে-২০২০ মাসের বাদপড়া স্কুল-কলেজের শিক্ষক কর্মচারী গনের জন্য, এমপিওভুক্তির নির্দেশনা সম্বলিত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
কিন্তু মাদ্রাসা শিক্ষকদের জন্য এই বিষয়ে এখনো কোন তথ্য প্রকাশ করতে আমরা দেখিনি।
এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঙ্গে যোগাযোগ করুন।
তিনি হয়তো এই বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
মাদ্রাসার সুপার ও সহ সুপার গণ ঊচ্চতর স্কেল পাবেন কিনা? দয়া করে জানালে উপকৃত হবে। ধন্যবাদ
কোন শিক্ষক, কর্মচারী উচ্চতর /টাইম স্কেল না নিলে চাকরির কোন ক্ষতি হবে কিনা ? জানালে উপকৃত হবো । ধন্যবাদ
প্রাপ্ত উচ্চতর স্কেল না নিলে অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। আবার পরবর্তীতে অডিটে কেন আপনি প্রাপ্য স্কেল নেননি, এমন প্রশ্নের সন্মুখীন হতে পারেন। তবে চাকুরীর কোন ক্ষতি হবে কী-না-এই বিষয়ে আমাদের জানা নেই।
ধন্যবাদ।
আয়া, নিরাপত্তাকর্মী ও লাইব্রেরীয়ান পদে নিয়োগের জন্য পত্রকিা বিজ্ঞপ্তি প্রদান করেছি।এখন কিভাবে ডিজি প্রতিনিধি নিয়োগের জন্য আবেদন করতে হবে তা জানা ও লিংক আব্শ্যক।
আমাদের জানা মতে, ডিজি প্রতিনিধি নিয়োগের জন্য মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করতে হয়। সাথে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর পরিচালনা কমিটি, অধিভুক্তি, স্বীকৃতির কপি সহ অন্যান্য কাগজপত্র দাখিল করতে হয়।
আপনি পুরো প্রক্রিয়া সম্পর্কে জানতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।
অথবা, আপনার এলাকায় সদ্য নিয়োগ বোর্ড গঠিত হয়েছে, এমন মাদ্রাসার প্রধানের সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে এই বিষয়ে সুনিদিষ্ট পরামর্শ দিতে পারবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
১জুন ১৯৯১ এর এম পি ও কিভাবে পাব? এটা কোথায় থেকে তুলতে হবে?
তখনকার দিনে আজকের মত এমপিও সীট প্রকাশ হয়ে থাকলে, এটা প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকার কথা। অর্থাৎ আপনার পদের বিপরীতে প্রাপ্য অর্থের ডকুমেন্টস তো প্রতিষ্ঠান সংরক্ষণ করে থাকবে। তাই এটা প্রতিষ্ঠানে খুঁজুন।
স্কুল ও কলেজ শিক্ষকরা সেপ্টেম্বর মাসের এমপিওতে উচ্চতর গ্রেড পেয়ে যাচ্ছে। অতচ মাদ্রাসা শিক্ষকদের আবেদন নেওয়া হচ্ছেনা । কবে আবেদন নেওয়া হবে জানালে উপকৃত হব ।
স্কুল-কলেজ শিক্ষকদের উচ্চতর গ্রেড দেওয়া হলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের নীতিগতভাবে উচ্চতর গ্রেড দেওয়া হবে। তবে কবে নাগাদ উচ্চতর গ্রেড এর আবেদন নেওয়া হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তথ্য পেতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট অথবা বিডি এডুকেটর সাইটে চোখ রাখুন।
ধন্যবাদ।
ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও মেমিসে প্রবেশ করতে পারচ্ছি না। কারণ কি?দয়া জানাবেন।
মেমিসে লগইন করতে গেলে কোন ম্যাসেজ দিচ্ছে কী না, তা লক্ষ্য করুন। এছাড়া, কিছু পরপর চেষ্টা করে দেখুন। ধন্যবাদ।
বর্তমান সংশোধিত নীতিমালা অনুযায়ী নতুন শিক্ষক এম পিও আবেদন করার নিয়মটি দয়া করে জানাবে। আমরা খবর পাচ্ছিযে, প্রতিষ্ঠান প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট অনলাইনে আবেদন পাঠাবেন আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার DEU ও DD বাদ দিয়ে সরাসরি অধিদপ্তরে প্রেরন করবে। যদি নিয়ম এ রকম হয় তাহলে DD কাছে আটকে থাকা ফাইল এর কি অবস্থা হবে।অনুগ্রহ করে জানাবে।
যদি এমনটি হয় তাহলে নিশ্চয় কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আর মাদ্রাসার সংশোধিত এমপিও নীতিমালায় এ বিষয়ে কোন তথ্য জানানো হয় নি। আপনি এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।
মাদ্রাসা প্রভাষক দের ৫০% সহকারী অধ্যাপক হওয়ার জন্য আবেদন করা যাবে কি না? জানতে চাই
দু’এক দিন অপেক্ষা করুন। নতুন নীতিমালায় এমপিওভুক্তি সম্পর্কে এখনো তেমন তথ্য জানা যায় নি। ধন্যবাদ।
স্যার ডিএমই- তে প্রবেশ করতে ২৪ ঘন্টার ২০ ঘন্টাই সমস্যা হয়। ডাউনলোড হতে সমস্যা হয়। অন্যান্য সাইটে খুব সহজেই ডুকা যায়। অনুগ্রহপুর্বক সমস্যা গুলির সমাধান চাই।
মাদ্রাসা শিক্ষকদের কবে থেকে উচ্চতর গেডের আবেদন নেওয়া হবে। স্কুল ও কলেজের নেওয়া হচ্ছে মাদ্রাসার নয় কেন ?
প্রতিটি অধিদপ্তর তার নিজস্ব নিয়মে চলে। মাদ্রাসা অধিদপ্তর বিষয়টি নিয়ে এখনো কোন তথ্য প্রদান করেনি। আপনি আপডেট তথ্য পেতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ অভ্যাহত রাখুন। আর অধিদপ্তর এর নোটিশ বোর্ড সহ বিডি এডুকেটর ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।
মাদ্রাসা প্রভাষক দের ৫০% সহকারী অধ্যাপক হওয়ার আবেদন কখন থে কে শুরু হবে, দয়া করে জানাবেন।
সংশোধিত মাদ্রাসা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২০ এ বিষয়টি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয় নি। শুধু বলা হয়েছে নীতিমালাটি অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরেও কোন তথ্য প্রকাশ হয় নি। অপেক্ষায় থাকুন, এ বিষয়ে তথ্য পেলেই জানানো হবে। ধন্যবাদ।
mpo sheet এ bank account ভুল থাকলে EFT তে বেতন কিভাবে পাব?
আপনার উল্লেখিত সমস্যা এড়াতে মাদ্রাসা অধিদপ্তরে এমপিও শিটে ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের আবেদন করতে হবে। ধন্যবাদ।