২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ০৪ নভেম্বর থেকে। ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ২৫ জানুয়ারি থেকে শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে আন্ডারগ্র্যাজুয়েট (অনার্স) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা তারিখ নির্ধারণ করা হয়েছে। ২১ অক্টোবর তারিখে এক বিজ্ঞপ্তিতে, অনার্স ১ম বর্ষের ভর্তি আবেদন, বিভিন্ন ইউনিটের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়।
অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলবে ০৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি ১০৫০/= টাকা। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৫ জানুয়ারি থেকে।
ঢাবির জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে, ভর্তি পরীক্ষার সময়সূচী বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অনার্স ১ম বর্ষ ভর্তির অনলাইন আবেদনে তারিখ ও ফি
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (অনার্স) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে www.du.ac.bd ওয়েবসাইটে আবেদন গ্রহণ করা হবে ০৪ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ সোমবার দুপুর ১২টায় শুরু হবে।
অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে ২৫ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি প্রতি ইউনিটের জন্য ১০৫০/= টাকা।
ঢাবির ভর্তি ওয়েবসাইট থেকে ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার থেকে অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫
২০২৫ সালের অনুষ্ঠিতব্য অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’।
নিচের অনুচ্ছেদে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ দেখুন।
‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার।
‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার অনুষ্ঠিত হবে।
সবশেষে ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ০৪ জানুয়ারি ২০২৫ শনিবার অনুষ্ঠিত হবে।
সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
যেসব বিভাগীয় শহরে এবারে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
বরাবরের মত এবারও বাংলাদেশের ৮টি বিভাগীয় শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ঢাবির অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/ কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
আরো দেখুন: