Madrasah Teacher MPO Sheet Correction: MEMIS Cell এ এমপিও শীটের ভুল সংশোধন করা যাবে না। মাদ্রাসা অধিদপ্তরে সরাসরি আবেদন করতে হবে।
MEMIS Cell Teacher-Employer MPO Sheet Correction Notice
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অধিন, বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন সংশোধন বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে ০৫/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, এমপিও শীটের ভুল সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়।
মাদ্রাসা অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে, এম, রুহুল আমীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
এর আগে MEMIS এর ফেসবুক পেজের এক পোস্টে, এমপিও সংশোধনের আবেদন অনলাইনে করা যাবে না বলে জানানো হয়। এরই প্রেক্ষিতে অধিদপ্তরে প্রাপ্ত এমপিও সংশোধনের আবেদন, যাচাই-বাছাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি করা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি এমপিও সংশোধনের কাজ করবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়।
স্কুল-কলেজ হলে দেখুন: School-College MPO Sheet Correction: স্কুল-কলেজ এমপিও শিট সংশোধন
মাদ্রাসা এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত জরুরী নির্দেশনা
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত জরুরী নির্দেশনা দিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ২৭/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে অধিদপ্তর এর ওয়েবসাইটের নোটিশবোর্ডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
আরো জানুন-
এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাদ্রসা অধিদপ্তর
Madrasha MPO Notice | কোথায়, কীভাবে দেখবেন?
MEMIS Madrasah MPO Application | মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন
Madrasah Teacher MPO Sheet Name, Age, Designation, Bank Account Correction
এমপিওভুক্ত বেসরকারী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এমপিও শীটে নাম, জন্ম তারিখ, পদবী, ব্যাংক হিসাব নম্বর সহ অন্যান্য সকল ভুল সংশোধন করা যাবে।
এমপিও শীটের ভুল সংশোধনের জন্য সরাসরি অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে, প্রয়োজনীয় ডকুমেন্ট/কাগজ-পত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।
আবেদনের সাথে সংশ্লিষ্ট কাগজ-পত্র এমপিও সংশোধন কমিটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবে।
প্রয়োজনে একাধিকবার বা সপ্তাহে একবার সভা করে এমপিও শীট সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও শীট সংশোধন কমিটির সদস্য হলেন-
পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন), উপরিচালক (অর্থ), সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও শারিরিক শিক্ষা), সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদ্রাসা/দাখিল ও এবতেদায়ী মাদ্রাসা।
এমপিও সংশোধন কমিটির গঠনের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।
আরো পড়ুন:
MEMIS Madrasah MPO Update – মাদ্রাসা এমপিও আপডেট দেখবেন কীভাবে?
মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন এর প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
মাদ্রাসার ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ
তথ্যসূত্র:
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
সবশেষ আপডেট: ২৯/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৯:৫৮ অপরাহ্ণ।
মাদরাসা শিক্ষক কবে থেকে উচ্চতর স্কেল পাবেন
বিষয়টি নিয়ে এখনো কিছু জটিলতা আছে বলে আমরা খবর পাচ্ছি। অপেক্ষা করুন। ধন্যবাদ।
ami bank account correction file 7/12/2020 tarik dhaka madarash odidoptore joma disi ,akon kibaba janbo file ok hoyse?
/
সামনের এমপিও প্রকাশের পর জানতে পারবেন। এছাড়া জানার অন্য কোন মাধ্যম আছে বলে আমার জানা নেই। ধন্যবাদ।
Bank accout correction এর জন্য কি কাজ করতে হব্র? জানাবেন প্লিজ।
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের জন্য এই প্রতিবেদনটি সহায়ক হতে পারে। ধন্যবাদ।
Name correction এর সিস্টেম জানাবেন প্লিজ
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নাম সংশোধন সংক্রান্ত বিষয়ে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
Mpo sheet a subject add বিষয়ে জানতে চাই, জানাবেন প্লিজ।
Mpo sheet এ জন্ম তারিখ সংশোধন করার জন্য কী কী কাগজের প্রয়োজন? তাছাড়া কোন প্রকৃিয়া অবলম্বন করবো।
Mpo sheet correction প্রতিবেদনে এ বিষয়ে লেখা আছে। ধন্যবাদ।
জন্মতারিখ ৩০/০৬/১৯৭৬ এর জায়গায় আছে ৩০/০৬/১৯৭৩। যা ভুল। সংশোধনের
জন্য ২০১৮সাল থেকে এ পর্যন্ত তিন বার ডকেট নাম্বার ধরানো আছে। কিন্তু সংশোধনের কোন কাজ হচ্ছে না। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জান্নাতুন নাহার এবং কমিটির সদস্য হেলাল উদ্দিন অনেক ঘুরিয়েছেন।আমার আর কিছু করার নেই।অধিদপ্তরের লোকজন যদি সংশোধন না করে দেয়,ভুক্তভোগীদের কি করার থাকে?আমাদের গর্বের মাদ্রাসা অধিদপ্তর!
আমার নামের প্রথম অংশ Mohammad কিন্তু এমপিও সীটে MD. আমার এসএসসি সনদটি বাংলায়।এই অবস্থায় নামের প্রথম অংশ সংশোধন করতে আমি কি করতে পারি অনুগ্রহ পূর্বক জানাবেন।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর এমপিও শীট নাম সংশোধনের জন্য, সম্ভবত ওরা ইংরেজি ভার্শন এসএসসি সনদ দাখিল করতে বলে।
এমপিও শীট এর নাম এসএসসি সনদ অনুসারে হবে।
এক্ষেত্রে অধিদপ্তরে নাম সংশোধনের আবেদন করতে পারেন।
মাদ্রাসার এমপিও শীটে নাম সংশোধন করতে প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা চাই।
মাদ্রাসা এমপিও শিট ভুল সংশোধন এর প্রয়োজনীয় কাগজপত্রের সুনির্দিষ্ট তালিকা আমাদের কাছে নেই। তবে কিছুদিন আগের এক বিজ্ঞপ্তি থেকে ভুল সংশোধনের কাগজপত্রের একটি ধারণা পাবেন। এখান থেকে বিজ্ঞপ্তিটি পড়ুন।
গ্রেড সংশোধন এর আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগে?
গ্রেড সংশোধনের কাগজপত্রের সম্ভাব্য তালিকা সম্পর্কে এই প্রতিবেদনে ও এখানে সংযুক্ত আরেকটি প্রতিবেদনে কিছুটা উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে কষ্ট করে হলেও, আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।
নাম সংশোধনের কি কি কাগজ পত্র লাগবে ,জানতে চাই। সরাসরি জমা দিতে হবে কী?
মাদ্রাসা নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই প্রতিবেদন ও সংযুক্ত অন্য একটি প্রতিবেদনে নির্দেশনা দেওয়া আছে। এ বিষয়ে আরো জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
এমপিও সিটে নামের বানান ভুল হওয়ায় সংশোধন করার জন্য কি কি কাগজ লাগবে তা জানালে উপকৃত হব
এমপিও শিট সংশোধন সম্পর্কে এই প্রতিবেদনের বিজ্ঞপ্তি থেকে একটা ধারণা পাবেন।
আমার সঠিক জন্মতারিখ ০৮/০৫/১৯৮৪ইং
এমপিও কপিতে ০৮/০৫/১৯৬৪ইং যা ভুল টাইপ/মূদ্রীত হয়েছে, সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট/কাগজপত্র মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠিয়েছি, উল্লেখ্য যে আমার প্রথম এমপিও হয়েছে ০১/১১/২০১২ তে। এতদসংক্রান্ত বিষয়ে মাদরাসা অধিদপ্তরের কোন মিটিংএ এজেন্ডা আনা হচ্ছে না, আমার মতো বেসরকারি মাদরাসা সমূহে কর্মরত বহু শিক্ষক-কর্মচারী ভুক্তভোগী। এমপিও সীট সংশোধন কমিটির আহবায়ক,সদস্য সচীব,অন্যান্য সদস্যবৃন্দসহ শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা ও শিক্ষা সচীব সকলের সুদৃষ্টি কামনা করছি।
নামের বানান ঠিক করতে কি কি ডকুমেন্ট দিতে হবে এ ব্যাপারে কিছু জানিয়ে বাধিত করুন।
অগ্রিম ধন্যবাদ।