২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ভর্তির আবেদন শুরু ১ জানুয়ারি থেকে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি থেকে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ (যোগ্যতা ও পরীক্ষার তারিখ)
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিটের অর্ন্তভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার স্বাক্ষরিত ভর্তির বিজ্ঞপ্তিতে ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আবেদনকারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (ju-admission.org) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সূচি, ভর্তির যোগ্যতা ও পরীক্ষার দিন-তারিখের বিষয়গুলো জানানো হয়েছে। নিচের অনুচ্ছেদে এসব বিষয়ে বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছে।
জাবি ভর্তির অনলাইন আবেদন ও পরীক্ষার ফি
আবেদনের সময়সীমা: ০১ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:৩০ টা থেকে ২১ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
অনলাইনে আবেদনের ঠিকানা: https://ju-admission.org/
আবেদন ফি: অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নিম্নোক্ত হারে আবেদন ফি প্রদান করতে হবে।
A, B, C এবং D ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা।
E ইউনিটের জন্য ৭৫০ টাকা।
C1, F, G, H ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা।
I ইউনিটের জন্য ৫০০ টাকা।
আবেদন ফি-এর সাথে ১.২% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে (সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৪-২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
২০২১ সাল ও তার পরবর্তী বছর সমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২৩ ও ২০২৪ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। নিম্নলিখিত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবে
ইউনিট ভিত্তিক ভর্তি যোগ্যতা
A ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) এবং H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), F ইউনিট (আইন অনুষদ) এবং I ইউনিট (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০, মানবিক /ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
C1 ইউনিট (কলা ও অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে।
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.২৫), মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০) থাকতে হবে।
জি.সি.ই. ২০১৯ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত 0 লেভেল পরীক্ষায় অন্তত ৫ (পাঁচ)টি বিষয়ে এবং ২০২৩ অথবা ২০২৪ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনকারীর 0 লেভেল এবং A লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে B গ্রেড/সমমান ও ৩ (তিন)টি বিষয়ে কমপক্ষে C গ্রেড/সমমান থাকতে হবে।
A লেভেল শিক্ষার্থীদের জন্য:
A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
B ও F ইউনিটের ক্ষেত্রে: বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে ন্যুনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
D ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম ৪ গ্রেড/সমমান থাকতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫
জবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে (শুক্রবার ও শনিবার ব্যতীত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে ju-admission.org ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত তথ্যের জন্য ও ভর্তি আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
আরো দেখুন: