Education Ministry Notice Board: শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড

Education Ministry BD Notice Board

Education Ministry Notice Board – শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর নোটিশ, প্রজ্ঞাপন, প্রশাসনিক আদেশ ও নীতিমালা দেখুন।

সদ্য সংবাদ: শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই দিন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল-কলেজের ছুটির প্রজ্ঞাপন দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Education Ministry Notice Board সম্পর্কীত লেখায় যা জানতে পারবেন-

  • Education Ministry কী এবং শিক্ষা মন্ত্রণালয় এর বিভাগ সমূহের ওয়েবসাইট এর ঠিকানা কী তা জানতে পারবেন;
  • Education Ministry এর Notice Board হতে প্রয়োজনীয় নোটিশ দেখতে ও ডাউনলোড করতে পারবেন;
  • শিক্ষা মন্ত্রণালয় এর নোটিশ এর পাশাপাশি প্রজ্ঞাপন/আদেশ, পরিপত্র/নীতিমালা কোথায় প্রকাশিত হয় তা জানতে ও দেখতে পারবেন।

Ministry of Education, Bangladesh – শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ

Ministry of Education, Bangladesh বাংলায় শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা বাদে, মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষা সহ দেশের শিক্ষা ব্যবস্থার সকল কিছু নিয়ন্ত্রিত হয় এই মন্ত্রণালয় থেকে।

শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সহ কারিগরি, মাদ্রাসা ও বৃত্তিমূলক শিক্ষা পদ্ধতি সহ শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে।

শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এর লক্ষ্যে মন্ত্রণালয়টি, প্রতিনিয়ত তার সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর ও অধিদপ্তর এর মাধ্যমে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা অফিস আদেশ, নীতিমালা বা পরিপত্র জারি করে।

শিক্ষা মন্ত্রণালয় এর সংশ্লিষ্ট বিভাগ পরিচিত

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় এর কার্যক্রমের সুবিধার্থে এর রয়েছে দু’টি বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

এছাড়াও দু’টি বিভাগের অধিনে রয়েছে কতগুলো দপ্তর ও অধিদপ্তর।

এখানে শিক্ষা মন্ত্রণালয় ও বিভাগ সমূহের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো-

  • শিক্ষা মন্ত্রণালয়- https://moedu.gov.bd
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ- http://www.shed.gov.bd
  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ- http://www.tmed.gov.bd

Education Ministry Notice Board হতে নোটিশ, প্রজ্ঞাপন, পরিপত্র দেখবেন কীভাবে?

শিক্ষা মন্ত্রণালয় নোটিশ দেখতে, আপনাকে শিক্ষা মন্ত্রণালয় এর বিভাগ সমূহের ওয়েবসাইট ব্রাউজ করতে হবে।

এখানে লক্ষ্যনীয় যে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সকল তথ্য প্রকাশিত হয় না। তবে শিক্ষা মন্ত্রণালয় এর সংশ্লিষ্ট বিভাগ এর ওয়েবসাইটে, প্রয়োজনীয় সকল তথ্য, নিয়মিতভাবে প্রকাশিত হয়।

স্কুল, কলেজ ও উচ্চ শিক্ষা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর নোটিশ বোর্ডে।

আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য জানা যাবে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর নোটিশ বোর্ড হতে।

আরো জানুন: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: Ministry of Education Gazette

শিক্ষা মন্ত্রণালয় অধিন স্কুল, কলেজ ও উচ্চ শিক্ষার নোটিশ, আদেশ, নীতিমালা দেখবেন যেভাবে

আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর ওয়েবসাইট ঠিকানাটি- www.shed.gov.bd লিখুন।

লিখতে সমস্যা হলে লিংকটির উপর ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে ব্রাউজারের ভিন্ন ট্যাবে উক্ত বিভাগ এর হোমপেজ ওপেন হবে।

এবার হোমপেজের প্রথমেই নিচের ছবির মত কতগুলো অপশন দেখতে পাবেন।

ছবিতে তীর নির্দেশীত নোটিশ বোর্ড লেখা অপশন প্রথমেই দেখতে পাবেন। এরপর পর্যায়ক্রমে খবরআদেশ/প্রজ্ঞাপন/নীতিমালা/পরিপত্র লেখা অপশনগুলো পেয়ে যাবেন।

Education Ministry Bangladesh Notice Board Image

শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর নোটিশ দেখতে চাইলে, নোটিশ বোর্ডে সম্প্রতি প্রকাশিত পাঁচটি নোটিশ দেখতে পাবেন।

যদি এখানে আপনার কাঙ্খিত নোটিশ না পান, তাহলে নোটিশ বোর্ডের নিচে ডান দিকের সকল লেখা লিংকটির উপর ক্লিক করুন।

নোটিশ পাতাটি ব্রাউজারে লোড হলে, ক্রমানুসারে সকল নোটিশ দেখতে ও ডাউনলোড করতে পাববেন।

নোটিশ দেখতে ও ডাউনলোড করতে সবার ডানে PDF লেখা আইকনটিতে ক্লিক করুন।

নোটিশের PDF ফাইলটি আপনার ব্রাউজারে লোড হলে, তা দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

এরপর যদি সংশ্লিষ্ট বিভাগ প্রকাশিত খবর জানতে চান, তাহলে ছবিতে তীর নির্দেশীত খবর অংশে চোখ রাখুন।

এখানে একটি খবর নিচ থেকে উপরের দিকে ক্রল করছে। প্রয়োজনীয় খবরের লিংকে ক্লিক করে খবরটির ব্রাউজারে লোড করে দেখুন, বা প্রয়োজনে ডাউনলোড করুন।

আর সকল খবর একসাথে দেখতে চাইলে, খবর অংশে ডানদিকে বৃত্ত চিহ্নিত সকল লেখা লিংকটিতে ক্লিক করুন। এখানে সকল খবর একসাথে দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রকাশিত, অফিস আদেশ/প্রজ্ঞাপন/নীতিমালা/পরিপত্র দেখতে ছবির মত নিচের অংশ ভালোভাবে দেখুন।

এখানে মন্ত্রণালয়ের উক্ত বিভাগ প্রকাশিত সকল প্রজ্ঞাপন ও পরিপত্র দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

আপনার যে শিক্ষা মাধ্যমের প্রজ্ঞাপন/পরিপত্র দরকার, সে মাধ্যমের শিক্ষা লিংকটিতে ক্লিক করুন। এবং উপর নোটিশ বোর্ড অংশে বর্ণিত উপায়ে তা দেখুন ও ডাউনলোড করুন।

নতুন এমপিওভুক্ত স্কুল, কলেজ এর এমপিও আবেদনের নিয়ম জানতে নিচে সংযুক্ত লেখাটি প্রয়োজনীয় হতে পারে।

Online MPO Application: শিক্ষক এমপিও (স্কুল-কলেজ) আবেদন করার নিয়ম

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর নোটিশ বোর্ড থেকে প্রয়োজনীয় তথ্য পাবেন যেভাবে-

প্রথমে ব্রাউজারের অ্যাড্রেসবারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর ঠিকানা www.tmed.gov.bd লিখুন।

উক্ত বিভাগ এর হোমপেজ ওপেন হলে নিচের ছবির মত অপশনগুলো লক্ষ্য করুন।

Education Ministry Bangladesh Notice Board Image-2

হোমপেজের প্রথমে নোটিশ বোর্ড, এরপর খবর ও তার নিচের আদেশ/প্রজ্ঞাপন/নীতিমাল/পরিপত্র লেখা অপশনগুলো খুঁজুন।

এবার আপনার প্রয়োজনীয় তথ্য দেখতে ও ডাউনলোড করতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বর্ণিত পদ্ধতি সমূহ অনুসরণ করুন।

মন্ত্রণালয়ের উভয় বিভাগের ওয়েবসাইট এর হোমপেজ এর অপশনগুলো একই প্রকারের, তাই উপরোক্ত পদ্ধতি ভালোভাবে পড়ুন।

এমপিভুক্ত নতুন মাদ্রাসার এমপিও আবেদন করার নিয়ম, সময়সীমা ও করণীয় জানতে নিচের সংযুক্ত লেখাটি পড়ুন

MEMIS Madrasah MPO Application: মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন করার নিয়ম

বিঃ দ্রঃ– মন্ত্রণালয়ের নোটিশ ও অন্যান্য ডকুমেন্ট সাধারণ PDF ফরম্যাটে প্রকাশিত হয়, তাই তা দেখতে আপনার মোবাইল অথবা কম্পিউটারে, অ্যাডোবি রিডার বা অনুরূপ সফটওয়ার বা অ্যাপস এর প্রয়োজন হবে।

Education Ministry Notice Board: এমপিও শিক্ষক কর্মচারীর জন্য প্রয়োজনীয় তথ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর অধিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের Teacher MPO Update দেখতে নিচের লেখাটি সহায়ক হতে পারে।

www.dshe.gov.bd – Teacher MPO Update দেখার নিয়ম

স্কুল ও কলেজ শিক্ষক ও কর্মচারী গণের এর প্রতি মাসের MPO Notice দেখতে নিচের লেখাটি পড়ুন।

MPO Notice: Teacher MPO নোটিশ দেখার নিয়ম

মাদ্রাসা শিক্ষক/কর্মচারী গণের প্রতি মাসের বেতন-ভাতার তথ্য জানতে পড়ুন-

Madrasha MPO Notice: মাদ্রাসা এমপিও নোটিশ দেখুন

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী গণের এমপিও নোটিশ দেখার প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে নিচের লেখায়।

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ: Techedu MPO Notice দেখুন

শিক্ষা মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন দেখতে নিচের লেখাটি সহায়ক হতে পারে।

সকল মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন দেখতে ও ডাউনলোড করতে নিচের লেখায় ক্লিক করুন।

Bangladesh Gazette PDF Download: বাংলাদেশ গেজেট: BG Press

Education Ministry Notice Board হতে তথ্য পেতে অসুবিধা হলে, মন্তব্য করে জানান।

লেখায় ভুল-ভ্রান্তি থাকলে বা হোমপেজের কোন তথ্য পরিবর্তিত হলে থাকলে জানান।

আর শিক্ষা মন্ত্রণালয় নোটিশ সম্পর্কীত লেখাটি, অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে, সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়।

সবশেষ আপডেট: ২২/০৮/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ১০:২২ অপরাহ্ণ।

Share This:

14 Comments

    1. এমপিওতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর নাম, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর ইত্যাদি ভুল থাকলে সংশোধন করা যায়।
      আরে সংশোধনীর জন্য স্কুল কলেজ এর ক্ষেত্রে emis ও মাদ্রাসার জন্য memis এ আবেদন করতে হয়।
      আপনার প্রশ্নটিতে বিস্তারিতভাবে বলা হলে আরো সুনির্দিষ্টভাবে বলা যেত।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  1. আমি আপনাদের নিকট জানতে চাচ্ছি যে, বর্তমানে তো স্কুল বন্ধ। মার্চ/2020 হতে। স্কুলের বেতন কি সব মাসের পরিশোধ করতে হবে। করোনা পরিস্থিতিতে যাদের উপার্জনের পদ বন্ধ হয়ে গেছে। তারা কি ভাবে স্কুলের বেতন পরিশোধ করবেন। এ ব্যাপারে কি কোন নিদিষ্ট সরকারের সিদ্ধান্ত আছে। থাকলে অবশ্যই জানাবেন।

    1. এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এর লিখিত কোন নির্দেশনা আছে বলে আমাদের জানা নেই। তবে মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে সকলকে মানবিক হতে অনুরোধ করেছেন। ধন্যবাদ।

  2. আমি একটি সংবাদে শিক্ষকদের বিদেশ প্রশিক্ষণের একটি সংবাদ দেখেছিলাম কিন্তুু এখন আর খুজে পাচ্ছিনা লিংটি দিয়ে সহযোগিতা করলে উপকৃত হব।

  3. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর অধিন । বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় এর একজন সহকারী শিক্ষক, অতিরিক্ত শ্রেণী শাখা ।নাম মাহফুজা খাতুন আমার বিদ্যালয় এমপিও ভূক্ত । আমার বিদ্যালয়ের সকল কর্মচারী, সকল শিক্ষক বেতন পায় । আমি হতভাগা শুধু বেতন পাই না । আমার নিবন্ধন আছে । আমি সমাজ বিজ্ঞান বিষয়ে নিবন্ধন ধারী একজন শিক্ষক । এনটআরসি এর নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার পূর্বে ২০১৫ সালে কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত । স্কুল থেকে বেতন দেওয়ার কথা থাকলেও স্কুল থেকে তেমন কিছু পাইনা যা পাই যতসামান্য তাও আবার (৩)তিন মাস (৬) ছয়মাস পরপর । এমপিও বা সরকারী বেতন হবে আশায় দীর্ঘদিন যাবত চাকুরী করিয়া আসিতেছি । আমি প্রনোদনার কোন টাকাই পাই নাই । এমতাবস্থায় এই অতিরিক্ত শ্রেণী শাখা বেতন বা এমপিও সরকার ছাড়করবেন কিনা ? করলেও কতদিন পর ? অথবা যদি বেতন সরকার না দেয় তাহা হলে আমি এই পেশা ছেড়ে দিব । অন্যপেশায় চলে যাব্ ।
    তাই করজোড়ে অনুরোধ এই ব্যপারে মতামত দিয়ে উৎসাহ বা নিরোধসাহিত করবেন ।
    মাহফুজা খাতুন
    সহকারী শিক্ষক
    সমাজ বিজ্ঞা্ন, অতিরিক্ত শ্রেণী শাখা,
    এম কে ডি আর গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
    উপজেলা ঘাটাইল, জেলা টাঙ্গাইল ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − two =