MPO Notice Teacher Salary Sheet দেখার নিয়ম জানুন

School-College MPO Notice Teacher Salary Sheet 2024: স্কুল-কলেজের বেতন-ভাতার নোটিশ ও এমপিও শিট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের, এমপিও নোটিশ ও এমপিও শিট ডাউনলোড করার নিয়ম জানতে প্রতিবেদনটি পড়ুন।

MPO Notice Teacher Salary Sheet [এমপিও নোটিশ দেখার নিয়ম]

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট www.dshe.gov.bd এর MPO Notice বোর্ডে, Teacher MPO সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়।

অনলাইনে খুব সহজে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ব্রাউজ করে নোটিশ বোর্ড থেকে, চলতি মাসের এমপিও সংবাদ জানতে পারা যায়।

MPO কী?

MPO এর পূর্ণরূপ হলো Monthly Pay Order (MPO)।

বাংলাদেশের এমপিও ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের, বেসরকারী শিক্ষক কর্মচারী গণের প্রতিমাসের বেতন-ভাতা আদেশ কে MPO  বলে।

MPO Notice কী?

MPO Notice হলো বেসরকারী শিক্ষক কর্মচারী গণের বেতন ভাতার আদেশের অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) Directorate of Secondary and Higher Education (DSHE) এর অফিসিয়াল ওয়েবসাইট www.dshe.gov.bd এর MPO Notice পাতার প্রতি মাসে এ আদেশ প্রকাশিত হয়।

আরো পড়ুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

কলেজ ছুটির তালিকা ২০২৪ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)

MPO Notice দেখার ঠিকানা

MPO Notice দেখতে আপনাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-Directorate of Secondary and Higher Education (DSHE) এর অফিসিয়াল ওয়েবসাইট www.dshe.gov.bd তে যেতে হবে।

এরপর সাইটের নোটিশবোর্ডে এমপিও সংক্রান্ত নোটিশ খুঁজতে হবে। সাধারণত চলতি মাসের শেষ সপ্তাহে বা পরের মাসের প্রথম সপ্তাহে এমপিও নোটিশ প্রকাশ করা হয়।

এমপিও নোটিশ দেখতে যা প্রয়োজন হবে

MPO Notice এমপিও নোটিশ দেখতে প্রয়োজন হবে মধ্যম মানের মোবাইল অথবা কম্পিউটার। মোবাইল ফোন হলে, মধ্যম মানের স্মার্ট ফোন হলে ভাল হয়। কম্পিউটার হলে যে কোন মানের হলেই হবে।

মোবাইল ও কম্পিউটারে ওয়েব ব্রাউজার থাকতে হবে। মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার থাকলে ভালো হয়। মোবাইলে অপেরা মিনি বা ইউসি ব্রাউজার হলেও চলবে।

এমপিও নোটিশ যেহেতু পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয় তাই অ্যাডবি রিডার সফটওয়ারটিও থাকতে হবে।

সব ব্রাউজার ও সফটওয়ার বিনামূল্যে পাওয়া যায়। তাই এখনই ডাউনলোড করে নিন। অ্যানড্রয়েড মোবাইল হলে গুগল প্লে থেকে ব্রাউজার ও অ্যাডবি রিডার ডাউনলোড করে নিন।

স্কুল-কলেজের এমপিও নোটিশ দেখবেন যেভাবে

আপনার মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারের অ্যাড্রেসবারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর হোমপেজের ঠিকানা www.dshe.gov.bd টাইপ করুন।

সাধারণত এমপিও নোটিশ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশবোর্ডে দেখতে পাওয়া যায়। অধিদপ্তর এর হোমপেজের প্রথম দিকে, নিচের ছবির মত নোটিশ বোর্ড লেখা অপশনটি লক্ষ্য করুন।

MPO Notice Board Teacher MPO

এখানে সদ্য প্রকাশিত পাঁচটি নোটিশ দেখতে পাবেন। এখানেও থাকতে পারে আপনার কাঙ্খিত নোটিশ।

যদি এখানেও আপনার তথ্যটি খুঁজে না পান, তাহলে নোটিশ বোর্ডের নিচের ডান দিকে সকল লেখা লিংকটিতে ক্লিক করুন।

অথবা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর সকল নোটিশ একসাথে দেখতে, নিচের লিংকটিতে ক্লিক করুন।

www.dshe.gov.bd/site/view/notices

পাতাটি ব্রাউজারে ভিন্ন ট্যাবে ওপেন হলে দিন ও তারিখের ক্রমানুসারে সকল নোটিশ দেখতে পাবেন। এবার ব্রাউজারে পাতাটি উপরে-নিচে টেনে নোটিশগুলো দেখুন। উক্ত নোটিশ প্রকাশিত হলে এখানে তা অবশ্যই দেখতে পাবেন।

অনেক সময় উপরের ছবির মত তীর চিহ্নিত খবর অপশনেও এমপিও নোটিশ প্রকাশ হতে দেখা যায়। তাই এই অপশনে চোখ রাখুন।

সকল খবর একসাথে দেখতে নিচের লিংকটিতে ক্লিক করতে পারেন।

www.dshe.gov.bd/site/view/news

উপরোক্ত লিংকের খবর পাতাটি ব্রাউজারে ওপেন হলে, সকল খবর দেখতে পাবেন। এখানেও এমপিও নোটিশ থাকতে পারে। তাই এখানে চোখ রাখুন।

বিঃ দ্রঃ- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট থেকে কেবল এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীর এমপিও নোটিশ দেখা যাবে।

স্কুল-কলেজের জুন বেতন ভাতার চেক ছাড়

বিশেষ ঘোষনা: এমপিওভুক্ত স্কুল-কলেজের জুন মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে। চেক হস্তান্তরের তথ্য জানাতে নিচের লিংকে ক্লিক করুন।

Teacher MPO Salary Sheet, Voucher Download করার নিয়ম

এখন থেকে এমপিও শিট নিতে ব্যাংকে যেতে হবে না। অনলাইনে প্রতিটি এমপিওভুক্ত স্কুল-কলেজের এমপিও শিট সংরক্ষিত আছে। সংশ্লিষ্ট স্কুল-কলেজ এর এমপিও শিট অনলাইন থেকে প্রিন্ট করে ব্যাংকে জমা দিতে হবে।

এমপিও সীট ডাউনলোড করতে, নিচের লিংকটিতে ক্লিক করুন।

https://drive.google.com/drive/folders/1dLo3w3C_I9b9KCQdLIsycQNzDFJYUIQd

লিংকটি ব্রাউজারে ওপেন হলে, কতকগুলো এমপিও মাসের নাম লেখা ফোল্ডার পাবেন। এবার সম্প্রতি ঘোষিত এমপিও মাসের নামের ফোল্ডারে ক্লিক করুন।

এখানে ব্যাংকের নাম অনুসারে কয়েকটি ফোল্ডার পাবেন। আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে টাকা উত্তোলন করেন, সে ব্যাংকের ফোল্ডারে ক্লিক করুন।

এরপর বিভাগ নির্বাচন করুন, তারপর জেলা, সব শেষে উপজেলা নির্বাচন করুন। এখানে আপনার উপজেলার সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান এমপিও শিট জমা আছে।

আপনার থানার সকল প্রতিষ্ঠান মধ্য থেকে, আপনার প্রতিষ্ঠান এমপিও শিট খুঁজে বের করুন। এরপর তা প্রিন্টারে প্রিন্ট করুন। এই নিয়ম কেবল নতুন এমপিওভুক্তি মাসের জন্য।

আর যে মাসে নতুন এমপিও হয় না কেবল স্মারকে বেতন আসে, সে মাসের সাধারণত একটি ফাইলে সংশ্লিষ্ট ব্যাংকের সকল প্রতিষ্ঠানের অর্থের হিসাব থাকে।

এখানে আপনার প্রতিষ্ঠানের নাম খুঁজে, অর্থের পরিমাণ জেনে নিতে পারবেন এবং ও ফাইলটি প্রিন্টও করা যাবে।

Non Govt. School College Teacher MPO তথ্য দেখার নির্দেশনা

আপনার মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারের অ্যাড্রেসবারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর হোমপেজের ঠিকানা www.dshe.gov.bd টাইপ করুন।

এরপর Enter অথবা Go  তে ক্লিক করে অধিদপ্তর এর হোমপেজে যান।

অধিদপ্তর এর হোম পেজ ওপেন হলে নিচের ছবির মত পাতাটি দেখতে পাবেন।

এখানে লাল বর্ডার চিহ্নিত এমপিও অথবা সাইটের ভাষা ইংরেজী হলে  MPO লেখা সেকশন খুঁজে বের করুন।

Teacher MPO Notice

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর হোমপেজে এমপিও সেকশনে মোট চারটি অপশন দেখতে পারেন। যেমন:

শিক্ষক এমপিও ভুক্ত করণ: এই অপশনটিতে গেলে নতুন শিক্ষক হিসাবে এমপিওভুক্ত করণের, Online MPO Application ফরম পাওয়া যাবে।

এমপিও নীতিমালা: এখানে ২০২১ সালে ঘোষিত এমপিও নীতিমালা পাওয়া যাবে। নীতিমালাটি পিডিএফ ফরম্যাটে প্রকাশিত, তাই এটা দেখতে অ্যাডবি রিডার সফটওয়ার প্রয়োজন হবে।

তালিকাভুক্ত শিক্ষক: এই লিংকটিতে ক্লিক করলে, এযাবৎ কালের এমপিও ভুক্ত সব শিক্ষকের তালিকার আপডেট দেখা যাবে।

এমপিও নোটিশ: উপরের ছবির লাল তীর চিহ্নিত এমপিও নোটিশ (MPO Notice) লিংকটিতে পাবেন আপনার কাঙ্খিত নোটিশ।

সম্প্রতি প্রকাশিত এমপিও নোটিশ দেখতে, লিংকের উপর ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে নোটিশটি ব্রাউজারে লোড হলে তা দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

চলতি মাসের শেষ সপ্তাহে বা পরের মাসের প্রথম সপ্তাহে, এমপিও নোটিশ প্রকাশিত হয়।

এমপিও নোটিশ লিংকটিতে ক্লিক করলে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত বেসরকারী শিক্ষক কর্মচারীদের (স্কুল ও কলেজ) বেতন-ভাতার নোটিশটি দেখতে পাবেন।

এই নোটিশ আপনার কম্পিউটার অধবা মোবাইলে ডাউনলোড করতে, পিডিএফ নোটিশের ডান কোনায় তীর  চিহ্নিত আইকনটিতে ক্লিক করুন।

এমপিও ভুক্ত মাদ্রাসাকারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নোটিশ দেখতে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে যেতে হবে। (নিচের অনুচ্ছেদে দেখুন)।

Madrasha MPO Notice ও কারিগরি এমপিও নোটিশ সম্পর্কে বিস্তারিত জানতে, নিচের লিংকে ক্লিক করুন।

Madrasha MPO Notice কোথায়, কীভাবে দেখবেন?

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ: Techedu MPO Notice দেখার নিয়ম

বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গণের অবসর ও কল্যান সুবিধার তথ্য জানতে, নিচের লিংকটি সহায়ক হতে পারে।

Non Govt Teacher Welfare-Retirement Benefit কল্যাণ ও অবসর সুবিধা

এমপিও নোটিশ দেখতে কারো কোন সমস্যা হলে, আমাদের জানান। নিচে মন্তব্যের ঘরে আপনার প্রশ্ন, মতামত ও পরামর্শ জানাতে পারেন।

লেখাটি অন্যকে জানাতে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা

সবশেষ আপডেট: ০৭/০৭/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ০৫:২৮ অপরাহ্ন।

“MPO Notice Teacher Salary Sheet দেখার নিয়ম জানুন”-এ 31-টি মন্তব্য

    • জনবল কাঠামো নীতিমালা ২০১৮ অনুসরণ করে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
      মন্তব্যের জন্য ধন্যবাদ।

  1. I got appointed by NTRCA in 2016 public circular in a school( under junior mpo.) My post in Eng. is newly created post and I am not getting mpo from the authority. Is there any posibility to be under mpo ? with whom should I contact in this point? I have been living a very poorly life with my family? Pls help me by giving some information.

    জবাব
    • প্রিয় Naroutam chakma, প্রথমেই আপনার প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। আপনি বলেছেন- নতুন সৃষ্ট পদ ইংরেজী বিষয়ে নিয়োগ পাওয়াতে আপনার এমপিও হচ্ছে না। শূন্যপদ হলে আর প্রতিষ্ঠানের এমপিও থাকলে আপনি অবশ্য এমপিও ভুক্ত হতেন। এ বিষয়ে আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনার পদে এমপিও হওয়ার নিয়ম না থাকে, তাহলে নিয়মটি পরিবর্তন হওয়া পর্যন্ত আপেক্ষা করুন। ধন্যবাদ।

    • আপনার জানতে চাওয়া বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। প্রিন্ট করতে চাইলে সরাসরি ওয়েবপেজ থেকে প্রিন্ট করতে পারবেন। আবার ডাউনলোড করেও প্রিন্ট করতে পারবেন। আর দুই পাতা এক পাতায় প্রিন্ট করতে চাইলে একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটর এর সাহায্যে নিন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • প্রিয় রবীন্দ্র চন্দ্র বর্মন, আপনার জানতে চাওয়া বিষয়টি স্পষ্ট নয়। সদ্য প্রাপ্ত মে/২০২০ মাসের নতুন এমপিও সংক্রান্ত সকল তথ্য জানতে, সংযুক্ত লিংকটি সহায়ক হতে পারে।
      https://www.bdeducator.com/edu/new-may-mpo-2020-school-college-madrasah-technical/
      উপরোক্ত রিপোর্টে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এর মে মাসের এমপিও সীট এর তথ্য পাওয়া যাবে।

  2. উচ্চতর স্কেল এর জন্য আবেদন করেছি। এখন ফাইলটি কোথায় আছে কিভাবে জানবো ?

    জবাব
  3. আমি আগে সহকারী শিক্ষক হিসেবে মাদ্রাসায় চাকরি করেছি। আমি গত ৩০/০৯/২০২০ ইং তারিখ সহঃ প্রধান শিক্ষক হিসেবে দিগনগর উচ্চ বিদ্যালয়ে , মুকসুদপুর যোগদান করেছি । আমি আপনার দপ্তরে রিলিজ এর আবেদনের জন্য PDS পুরন প্রসংগে একটি আবেদন করেছি। কিন্তু দুঃখের বিষয় আমি এখনো MPO এর জন্য আবেদন করতে পারিনি। কিভাবে আবেদন করতে পারি জানালে চিরকৃতজ্ঞ থাকিব।

    জবাব
    • স্কুল ও মাদ্রাসার এমপিও আবেদন প্রথমত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে নিষ্পত্তি হয়। আপনার এমপিওভুক্ত আবেদন কীভাবে করতে পারবেন, তার পরামর্শ সংশ্লিষ্ট দপ্তর থেকে নিতে পারেন। ধন্যবাদ।

    • আমাদের জানা মতে এতদিন আগের এমপিও শিট অনলাইনে পাওয়া যাবে না। কিছুদিন আগে থেকে গুগল ড্রাইভে এমপিও শিট জমা রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্রবাদ।

  4. আমি অনলাইনে এম পি ও ফাইল পাঠাছি ৮-০২-২০২২তাং। আমার ফাইল রিজেক্ট হয়নি কিন্তু ইনডেক্স নং মাচ মাসে বের হয়নি।কবে ইনডেক্স লাগতে পারে। হাইস্কুলে।

    জবাব
  5. DATE-11.06.2022
    WE EXPECT A BETTER AUTO-GENERATED EDUCATION SYSTEM FROM RECRUITMENT TO RETIREMENT OF THE TEACHERS FROM PRIMARY TO HIGHER EDUCATION INSTITUTIONS UNDER PEOPLE’S REPUBLIC OF BANGLADESH GOVERNMENT. CLASS ROOM REQUIREMENTS & TOOLS ARE NOT AVAILABLE IN RURAL AREAS. THE DISCRIMINATION IS SEVERE IN MANY REGIONS. THE MIND-SET OF THE EDUCATION DEPARTMENT ON EDUCATION IS WEAK. WE HAVE TO CONFRONT CHALLENGES OF THE PRESENT CENTURY AND TAKE PREVIOUS PREPARATIONS FOR THE CHALLENGES OF THE UPCOMING CENTURIES. LET US MORALLY BALANCE THE WORDS ‘DIGITAL BANGLADESH’ BOTH IN THEORY AND PRACTICE FROM THE ROOT LEVELS. THANKS.

    জবাব
  6. আসসালামুয়ালাইকুম।স্যার কেমন আছেন।স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ,স্যার স্কুলে এমপিওভুক্ত নিরাপত্তাকর্মীর ,ডিউটি কয় ঘন্টা? এবং তাদের কোন সাপ্তাহিক বা বাৎসরিক ছুটি আছে কিনা? দয়া করে জানালে উপকৃত হব ।স্যার আমি যেই স্কুলে নিরাপত্তাকর্মী হিসেবে আছি !! সেখানে ডিউটি ১২ বার ঘন্টা এবং নাই কোন সাপ্তাহিক ছুটি বা বাৎসরিক, ছুটি কয়েক দিন কাটাতে পারলে ও তাও আবার বন্ধের সময় কয়েকদিন!! ,সব সময় থাকতে হয় স্কুলে পুরো সপ্তাহে সাত ০৭ দিন!! সবাই ছুটি কাটাতে পারলে ও আমরা নিরাপত্তাকর্মীরা কোন ছুটি কাটাতে পারিনা কোন প্রয়োজনে !স্যার বিনয়ের সাথে জানতে চাচ্ছি যে যে , আমি যতটুকু জানি সরকারী চাকুরীতে আট ঘণ্টার উপরে ডিউটি নাই ! তাহলে স্যার নিরাপত্তাকর্মীদের কেন বার ১২ ঘন্টা ডিউটি হবে?!! আর সবার ছুটি থাকলেও নিরাপত্তাকর্মীদের ছুটি কেন নাই?! স্যার নিরাপত্তাকর্মীরাও তো মানুষ!! আমাদের ও তো ফ্যামিলি আছে , আমাদের ও তো পরিবারের সঙ্গে সময় কাটাতে মন চাই কিন্তু পারিনা!! স্যার আমাদের ও তো অন্য সবার মত এক দুদিন ঘুরতে ইচ্ছা করে , কিন্তু স্যার! বার ১২ঘন্টা ডিউটি ও ছুটি না থাকার কারণে কোথাও যেতে পারিনা!! স্যার স্কুলে নিরাপত্তাকর্মীদের ডিউটি আট ০৮ ঘন্টা এবং অন্যান্য দের মত ছুটির অনুমতি করলে , তাদের জীবন ও অনেক অনেক সুন্দর ও সুখী হবে । এবং আপনাদের প্রতি অনেক অনেক আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করব ইনশাআল্লাহ। স্যার নিরাপত্তাকর্মী মানে সুধু বসে থাকা না ! স্যার অনেক অনেক কাজ আছে ,১২ঘন্ট ডিউটি ও এত এত কাজ কাজ করার পর ও যদি সপ্তাহে একদিন ০১দিন ও ছুটি কাটাতে না পারি !!! তাহলে স্যার আমরা নিরাপত্তাকর্মীরা কি বাঁচবো! স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ্ ্ ্

    জবাব
  7. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্কুল কলেজের শিক্ষকদের ১১ তারিখ বেতন পাওয়ার শেষ দিন মাদ্রাসার বেলায় বলা হয় 15 তারিখের পর হইতে। তাহলে শেষ তারিখ কোনটা মাদ্রাসার।

    জবাব

মন্তব্য করুন