Emis New MPO [www.dshe.gov.bd] এমপিও আপডেট দেখুন

Directorate of Secondary and Higher Education-DSHE ওয়েবসাইট www.dshe.gov.bd থেকে Teacher MPO Update-শিক্ষক এমপিও আপডেট দেখুন।

এই প্রতিবেদন থেকে, নতুন শিক্ষকদের এমপিওভুক্তি ও ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রাপ্তির এমপিও আপডেট দেখার নিয়ম জানুন।

সদ্য সংবাদ: এমপিওভুক্ত স্কুল-কলেজের আগস্ট মাসের এমপিও ও বেতন-ভাতার চেক হস্তান্তরের আপডেট খবর জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Emis New MPO [www.dshe.gov.bd] শিক্ষক এমপিও আপডেট দেখার নিয়ম

www.dshe.gov.bd হলো, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) – Directorate of Secondary and Higher Education (DSHE) এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে Teacher MPO Update দেখা যায়। সাধারণত এক মাস পর পর MPO Update হয়।

আরো জানুন:

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়ন

Teacher MPO Update কী?

Teacher MPO Update হলো, বেসরকারী স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের, MPO ভুক্ত শিক্ষক কর্মচারী গণের Monthly Pay Order (MPO) এর হালনাগাদ করণ।

Teacher MPO Sheet Update করার কারণ

কোন প্রতিষ্ঠানের নতুন শিক্ষক অন্তর্ভূক্তি, টাইমস্কেল, সিনিয়র স্কেল, নাম-বয়স ইত্যাদি যুক্ত ও সংশোধনের কারণে Teacher MPO Update করা হয়।

দেশে প্রতিনিয়ত বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর নিয়োগ হচ্ছে। শূন্য ও সৃষ্ট পদে নিয়োগকৃত শিক্ষকগণ যখন বেতন-ভাতা প্রাপ্ত হন, তখন উক্ত প্রতিষ্ঠানের এমপিও তালিকা আপডেট করা হয়।

আবার কোন শিক্ষক যখন বিধিসম্মত সময়ে টাইমস্কেল বা সিনিয়র স্কেল পান, তখনো উক্ত তালিকা সংশোধন করা হয়।

এছাড়াও নাম, বয়স, জন্ম তারিখ ইত্যাদি ভুল থাকলে তা সংশোধন করেও MPO Update করা হয়।

নতুন শিক্ষক-কর্মচারী গণের এমপিও ভুক্তির (স্কুল-কলেজ) তথ্য জানতে, নিচের লেখাটি সহায়ক হতে পারে।

এমপিও ভুক্ত সকল মাদ্রাসার এমপিও ভুক্তির আবেদন করার নিয়ম ও প্রক্রিয়া জানতে, নিচের সংযুক্ত লেখাটি পড়ুন।

Teacher MPO Update দেখার সময়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট www.emis.gov.bd তে, প্রতি এক মাস পরপর স্কুল-কলেজ এর Teacher MPO Update প্রকাশিত হয়।

এখানে লক্ষ্যনীয় যে, বিগত দিনগুলোতে এক মাস পর পর MPO Update হতে দেখা গেছে। তাই বিষয়টি পূর্ব ধারণা থেকে উল্লেখ করা হয়েছে।

EMIS Teacher MPO Update দেখার ঠিকানা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন, Education Management Information System (EMIS) Portal এর পাতায়, Teacher MPO Update প্রকাশিত হয়।

নিজের বা গোটা প্রতিষ্ঠানের MPO Update দেখতে, এই ঠিকানায়- http://www.emis.gov.bd যেতে হবে।

বিঃ দ্রঃ– EMIS সার্ভার আপডেট বা MPO Update এর জন্য, উপরোক্ত লিংকে শিক্ষক এমপিও আপডেট তালিকা সব সময় দেখা নাও যেতে পারে। তাই এমপিও প্রকাশের পর, বা কিছু সময় পরপর দেখুন।

অথবা, নতুন এমপিও ভুক্তি বা স্কেল পরিবর্তনের জন্য প্রেরিত এমপিও আবেদন, কোন পর্যায়ে আছে তা দেখতে, EMIS এর প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে লগইন করে দেখুন।

এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে প্রবেশ করে, এমপিও আবেদনের অবস্থান জানতে পারবেন। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

www.emis.gov.bd  হতে Teacher MPO Update দেখার নিয়ম

এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষক কর্মচারী গণের MPO Update দেখতে, www.emis.gov.bd ঠিকানাটি আপনার ব্রাউজারের নতুন ট্যাবে কপি করে পেস্ট করুন।

এরপর EMIS Cell এর হোমপেজে ব্রাউজ করুন।

EMIS Cell এর হোমপেজ ওপেন হলে নেভিগেশন মেন্যুর দিকে লক্ষ্য করুন। নিচের ছবিতে লাল বৃত্ত চিহ্নিত Portal লেখা লিংকটি খুঁজে বের করুন এবং ক্লিক করুন।

মোবাইল ব্রাউজার হলে, ট্রগল নেভিগেশন মেন্যুর উপর ক্লিক করলে, Portal লেখা লিংকটি খুঁজে পাবেন।

এবার নিচের ছবির মত একটি সার্চ ফরম দেখতে পাবেন। এখানে চারটি সিলেক্ট বক্স আছে।

এগুলি সঠিকভাবে নির্বাচন করলে, সবশেষে কাঙ্খিত এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকের তালিকা দেখা যাবে।

www-dshe-gov-bd-emis-gov-bd cell

  1. বিভাগ নির্বাচন করুন: আপনার প্রতিষ্ঠানটি যে বিভাগের অর্ন্তগত সিলেক্ট বক্সে ক্লিক করে বিভাগ নির্বাচন করুন।
  2. জেলা নির্বাচন করুন: বিভাগ নির্বাচন করার পর জেলা নির্বাচন করুন।
  3. উপজেলা নির্বাচন করুন: প্রতিষ্ঠানটি যে উপজেলার অর্ন্তগত, সে উপজেলার নাম নির্বাচন করুন।
  4. প্রতিষ্ঠান নির্বাচন করুন: উপজেলা নির্বাচন করা হলে এই বক্সে উপজেলার সকল স্কুল ও কলেজ এর নাম দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রতিষ্ঠানটির নাম খুঁজে বের করে তা নির্বাচন করুন।

ব্যাস কাজ শেষ। কিছুক্ষণের মধ্যে আপনার কাঙ্খিত প্রতিষ্ঠানের সকল শিক্ষকের নাম, আইডি, ইনডেক্স নম্বর, বিষয়, জন্মতারিখ সহ সকল তথ্য দেখতে পাবেন।

কোন শিক্ষকের নতুন এমপিওভুক্তির আবেদন করা হলে, এমপিওভুক্তির সাথে সাথে তার নামে পাশে এমপিও ইনডেক্স নম্বর যুক্ত হবে।

এমপিও না হলে জায়গাটি ফাঁকা থাকবে। আপনার এমপিওভুক্তি হয়েছে কী না, এখান থেকে বোঝা যেতে পারে।

MPO Update News কখন ও কীভাবে দেখবেন?

MPO Update হওয়া বা না হওয়া, বর্তমান মাসের এমপিও ঘোষণার উপর অনেকটা নির্ভর করে। সাধারণত চলতি মাসের শেষ সপ্তাহে বা পরবর্তী মাসের প্রথম সপ্তাহে এমপিও ঘোষনা করা হয়।

যদি পূর্ববর্তী মাসে এমপিও আপডেট না হয়, তাহলে এ মাসে এমপিও আপডেট হবে। তাই এমপিও ঘোষণার MPO Notice প্রকাশিত হয়েছে কী না, তা নিশ্চিত হয়ে নিন।

এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রসা ও কারিগরি প্রতিষ্ঠানের, MPO Update News দেখতে নিচের লেখাগুলো সহায়ক হতে পারে।

MPO Notice – Teacher Salary Sheet দেখার নিয়ম

Madrasha MPO Notice: মাদ্রাসা এমপিও নোটিশ দেখার নিয়ম

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখার নিয়ম: Techedu MPO Notice

www.dshe.gov.bd হতে Teacher MPO Update দেখতে কোন প্রকারে অসুবিধা হলে আমাদের জানান।

আপনাদের প্রশ্ন, মতামত ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

Teacher MPO Update সম্পর্কীত লেখাটি, কোন এমপিওভুক্ত শিক্ষক প্রয়োজনীয় মনে করলে, ফেসবুকে লাইক শেয়ার ও কমেন্ট করে অন্যের কাছে ছড়িয়ে দিন।

টুইটার সহ অন্যসব সামাজিক মাধ্যমে শেয়ার করেও অন্যকে জানাতে পারেন।

সবশেষ আপডেট: ৩০/০৮/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ ০৮ :০৫ অপরাহ্ন।

“Emis New MPO [www.dshe.gov.bd] এমপিও আপডেট দেখুন”-এ 99-টি মন্তব্য

    • এখনও MPO Update – এমপিও আপডেট হয় নি। সাধারণ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, প্রতি এক মাস অন্তর এমপিও আপডেট হয়। কিন্তু মার্চ মাসের এমপিও আপডেট এখনও হয় নি। আমি এই মাত্র চেক করলাম। নতুন আপডেট এলে অবশ্যই জানতে পারবেন। সে পর্যন্ত BD Educator – বিডি এডুকেটর এর সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।

    • প্রিয় ইয়াচিন আল মাহমুদ, 2019 খৃষ্টাব্দের মার্চ মাসের MPO Update – এমপিও আপডেট দেখা যাচ্ছে। আপনার কাঙ্খিত এমপিও আপডেট চেক করতে পারেন। ধন্যবাদ।

    • না হওয়ার কথা। তবুও মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তিনি এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন। ধন্যবাদ।

    • প্রিয় সালেহা বেগম, কোন এমপিও ভুক্ত শিক্ষক অবসরে ও অন্যত্র চাকুরী নিলে পদটি http://www.emis.gov.bd সার্ভার থেকে কর্তন করতে হয় (স্কুল-কলেজে)। এরপর উক্ত পদে আবারো উক্ত সার্ভারে নতুন নিয়োগকৃত শিক্ষকের এমপিও আবেদনের মাধ্যমে তা এমপিও ভুক্ত করতে হয়।
      গোটা প্রক্রিয়ার জন্য পরিচালনা পরিষদের রেজুলেশন সহ অন্যন্য কাগজপত্র দিতে হয়।
      এ বিষয়ে সঠিক তথ্য জানতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।

    • প্রিয় Jannat ara, আপনি আপনার এমপিও ফাইল কোন অবস্থায় আছে তা জানতে (স্কুল/কলেজ হলে), emis.gov.bd সাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে জানতে পারবেন।
      আর মাদ্রাসা হলে memis.gov.bd সাইটে একই প্রক্রিয়ার তা জানা যাবে।
      আপনি যেখান থেকে আবেদন করেছেন, সেখানে গিয়ে এমপিও আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ। ভালো থাকুন। শুভকামনা রইল।

    • মার্চ মাসের এমপিও পর্যন্ত অপেক্ষা করুন। মার্চ মাসের এমপিও প্রকাশ হতে পারে এই মাসের শেষ দিকে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      ভাল থাকুন, শুভকামনা রইল।

  1. স্কুল এর নাম রাজারাম্ পুর হাসিনা বালিকা উচ্চ বালিকা বিদয়ালয় আমার mpo আডেট আগের নিয়মে দেখতে পাচ্ছিনা৷
    কিভাবে দেখবো তার জন্য সাহায্য চাই৷

    জবাব
    • এ বিষয়ে এখন সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। মার্চ/২০২০ মাসের এমপিও আপডেট হওয়ার পর বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। তাই অপেক্ষা করুন।

  2. আমি কলেজের একজন শিক্ষক।NTRCA কর্তৃক আমার নিয়োগ হয়েছে। ইনডেক্স হয়েছে নভেম্বর মাসে।কিন্তু ব্যাংক হিসাব নাম্বার ভুল হয়ে এসেছে।অন লাইনে সংশোধনের জন্য আবেদন করেছিলাম।রিজেক্ট হয়েছে।এই ভুল কিভাবে সংশোধন করবে?

    জবাব
    • আপনার আবেদন রিজেক্ট হয়েছে যে কারণে সেই কারণ অনুসন্ধান করুন। সেখানে নিশ্চয়ই আবেদন রিজেক্ট হওয়ার কারণ দর্শানো আছে। সেটা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করুন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  3. আমি নভেম্বরের ৭ তারিখে স্বপদে ntrca এর সুপারি পেয়ে অন্য বিদ্যালয়ে যোগদান করি কিন্তু আমি যখন ইনডেক্স ট্রানেজফার করতে যাই তখন জানতে পারি নতুন সফ্টওয়ারে নিয়ম অনুযায়ী পূর্বের প্রতিষ্ঠান থেকে ওয়ান লাইনের মাধ্যমে রিলিজ করাতে হবে।আমি এর জন্য উপজেলায় আবেদন করেছি কিন্তু মাধ্যমিক অফিসার ফাইল ডিইওতে পাঠাতে পারছে না।আমি কি করবো?
    রিলিজ না করে এমপিও এর জন্য আবেদন করা যাবে?
    আপনার জানা থাকলে দয়া করে আমাকে নোট দিলে ধন্য হবো।আমার প্রথমবার ডিডিতে ফাইল গিছিলো কিন্তু নতুন সওয়াফ্টওয়ারের জন্য এমনিতেই মুছে যায়।

    জবাব
    • আপনি যেহেতু পূর্বের একটি প্রতিষ্ঠান চাকুরীরত আছেন, তাই অন্য প্রতিষ্ঠানে এমপিও করাতে হলে আপনাকে পূর্বের প্রতিষ্ঠানের এমপিও রিলিজ করতে হবে করতে হবে। এ বিষয়ে সঠিক নির্দেশনা পেতে http://www.emis.gov.bd এর হেল্পলাইনে কল করে জানতে পারেন। অথবা উক্ত সাইটের ইনস্ট্রাকশন লিংকটিতে ক্লিক করে ইন্ডেক্স ভুক্ত শিক্ষকের নতুন করে নতুন প্রতিষ্ঠান ইন্ডেক্স বদলি করার নিয়ম জানতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত মাদ্রাসা এমপিও আপডেট দেখতে নিচের লিংকটি ব্রাউজারে কপি করে পেস্ট করুন।
      Madrasah MPO Notice সংক্রান্ত লেখায় শেষ অনুচ্ছেদে মাদ্রাসা এমপিও আপডেট সংক্রান্ত তথ্য পাবেন। এখানে মাদ্রাসা শিক্ষকগণের এমপিও আপডেটের তথ্য প্রাপ্তির লিংক এবং প্রক্রিয়া বর্ণনা করা আছে। প্রশ্নের জন্য ধন্যবাদ।
      https://www.bdeducator.com/madrasha-mpo-notice/

  4. eims & meims দ্বারা যথাক্রমে মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা বিভাগের তথ্য জানা সম্ভব। তবে কারিগরি (এইচএসসি-বিএম) এর প্রতিষ্ঠানের তথ্য জানার কোন লিংক আছে কিনা? দয়াকরে জানাবেন।

    জবাব
    • কারিগরি শিক্ষা অধিদপ্তর এর এমপিও নোটিশ দেখা ডাউনলোড করার লিংক আছে। এখানে এমপিও নোটিশ দেখা ও ডাউনলোড করা যায়।
      অধিদপ্তরের নোটিশ বোর্ডেও এমপিও নোটিশ দেখা যায়।
      এছাড়া এমপিও আবেদনের কাগজপত্র পাঠানো ও তথ্য ডাউনলোড করা যায়।
      এমপিও আবেদনের কাগজপত্র পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর ইউজারনেম ও পাসওয়ার্ড এর প্রয়োজন হয়। আর এমপিও নোটিশ যে কেউ নোটিশ বোর্ড দেখতে পারে।
      নিচের লিংকে গেলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  5. সূত্রঃ 11/4/2020
    স্যার আমি তারিকুল ইসলাম, আপনি আমার প্রশ্নের উত্তরে এমপিও নোটিশ সম্পর্কে উত্তর দিয়েছেন কিন্তুু আমি আসলে বিভিন্ন ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের তথ্য (প্রতিষ্ঠানের ট্রেড, কর্মরত শিক্ষক) ইত্যাদি জানতে চাই, eims দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজের সকল তথ্য জানা যায়। ঠিক এইভাবে বিএম কলেজ সম্পর্কে জানার কোন লিঙ্ক আছে কিনা? দয়া করে জানাবেন।

    জবাব
    • কারিগরি শিক্ষা অধিদপ্তর এরএমন ব্যবস্থা আছে বলে আমাদের জানা নেই। কিছুদিন আগেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে সবকিছু পরিচালিত হতো। বর্তমানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিজস্ব সার্ভারে তাদের এমপিও কার্যক্রম পরিচালিত হয়। কারিগরি অধিদপ্তর এখন অনুরূপ কোন সার্ভার থেকে এমপিও কার্যক্রম পরিচালনা করছে কিনা, তা আমাদের জানা নেই। ‌
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • আপনার এমপিও সীটে জন্ম তারিখ ভুল এসেছে বলে জানিয়েছেন। আগামী এমপিও মাসে এমপিও সীটে জন্ম তারিখ সংশোধন করা যাবে।
      জন্ম তারিখ সংশোধন এর জন্য উপযুক্ত প্রমাণ সহ রেজুলেশন করে, জন্মতারিখ সংশোধনের আবেদন করতে হবে।
      এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর দপ্তরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  6. আমি মোর্শেদা খানম। আমার এমপিও হিসাব নাম্বার সংশোধন ফাইলটি রিজেক্ট হয়।মন্তব্যের ঘরে ছিলো Correction is needed from DSHE.দেশের বর্তমান পরিস্থিতিতে দিনাজপুর থেকে ঢাকায় গিয়ে সংশোধন কিভাবে করব? অফিস খোলা আছে কিনা জানিনা।এবং মে মাসের এমপিও শীটে যদি এই ভুল সংশোধন করতে না পারি তবে এতো দিনের তুলতে না পারা বেতনের টাকাগুলো কি আমার ল্যাপ্স হয়ে যাবে?

    জবাব
    • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর সকল কার্যক্রম চালু আছে কী না, সে বিষয়ে আমাদের হাতে কোন সুনির্দিষ্ট তথ্য নেই।
      মে/২০২০ মাসের এমপিও হতে আরো কিছুটা সময় আছে। আপনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নোটিশ বোর্ডে চোখ রাখতে পারেন। এখানে দেখতে পারবেন কখন মে মাসের এমপিও আবেদন শুরু হচ্ছে। এরমধ্যে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ঢাকায় গিয়ে ব্যাংক হিসাব নম্বর সংশোধন করার প্রক্রিয়া নিতে পারেন।
      আর বিষয়টি নিয়ে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে, বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  7. অবসর ভাতা ও কল্যাণ ট্রাষ্ট এর জমানো টাকা গুলোর প্রত্যেক শিক্ষকের নামে আলাদা একাউন্ট করে দিলে ভাল হত, যাতে আমরা আমাদের জমানো টাকার হিসাব জানতে ও দেখতে পারতাম। এই কাজটা কি করা যায় না!?

    জবাব
    • আপনার উল্লেখিত বিষয়টি যৌক্তিক। আপনার চিন্তা
      ও মতামতের সঙ্গে আমরা একমত পোষণ করছি।
      আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
      পরামর্শের জন্য ধন্যবাদ।

    • আপনার প্রশ্নটি বেশ অস্পষ্ট। এক ইনডেক্সে দুটি চাকুরী করা যায়-এমন তথ্য আমাদের কাছে নেই। তবে এমপিওভুক্ত কোন শিক্ষক অন্য কোন প্রতিষ্ঠানের নতুন চাকুরী নিলে তাকে ওই প্রতিষ্ঠানে আবারো এমপিওভুক্ত হতে হয়।
      আপনার সমস্যার বিষয়ে আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন।

    • কম্পিউটার ল্যাব অপারেটর পদের যোগ্যতা এস এস সিতে কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি ভোকেশনাল। এইচ এস সি কম্পিউটার অপারেশন কারিগরি শিক্ষা বোর্ড। সাথে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ। এই যোগ্যতায় কি নিয়োগ নেওয়া যাবে?জানালে উপকৃত হবো।

  8. আমার বিদ্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার পদে যিনি ছিলেন সে এখন আমাদের বিদ্যালয়ে আইসিটি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, কিন্তু ২০১৯ সাল থেকে তার নাম এখনো Mpo sheet আসে, নাম কর্তন করা হয়নি, এখন নামটি কিভাবে কর্তন করবো।
    Mpo sheet থেকে নাম কর্তন ছাড়া কি নতুন কাউকে নিয়োগ দিলে MPO হবে?

    জবাব
    • কোন পদের শিক্ষক-কর্মচারীর ইস্তফা, চাকরি হতে অবসর, ভিন্ন পদে এমপিও বা অন্য কোনো কারণে পদটি শূন্য হলে, অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে অনলাইনে পদটির এমপিওভুক্তি কর্তন করতে হবে। এমপিও কর্তন ছাড়া ওই পদে পুনরায় শিক্ষক/কর্মচারী নিয়োগ দিলেও এমপিও করা যাবে না। নতুন এমপিওভুক্তির মতোই প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে, EMIS Cell এ এমপিও কর্তন করা যায়।
      আপনি এ বিষয়ে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে, সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  9. আমি মোঃ মোজাম্মেল হক।সহকারী শিক্ষক,শেখ মোঃ মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয়।শিক্ষক আই ,ডি- ২৮২৫১৫
    বিদ্যালয়ের ইন- ১১১১৬৫, সিরাজদিখান,মুুুুন্সিগন্জ।
    আমার ১ম mpo এর কপি হারিএ গেছে। যা ছিল আগষ্ট/১৯৯৫ ,স্বারক নং-১৬৪৭৫/৪ বিশেষ।তাং- ২৮/ ৯ /৯৫ইং।
    এখন আমি এই mpo কপি online এ কিভাবে পেতে পারি অথবা অন্য কোনভাবে?

    জবাব
    • এত পুরানো এমপিও কপি কোথায় পাবেন, এই বিষয়ে আমাদের তেমন আইডিয়া নেই।
      তবে আপনার নিজ প্রতিষ্ঠানে সকল মাসের এমপিও কপি জমা থাকার কথা।
      আর আপনার সাথে যদি কেউ এমপিওভুক্ত হয়ে থাকেন, তাহলে তার কাছেও এমপিও কপি থাকতে পারে।
      ব্যাংকে এমপিও সীট জমা থাকতে পারে। তবে এত পুরানো কপি তারা সংরক্ষণ করে কী-না তা নিয়ে সন্দেহ আছে।
      অধিদপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে আপনার কাঙ্খিত এমপিও সীট এর খোঁজ নিতে পারেন।
      উল্লেখিত স্থানগুলোতে এমপিও কপির খোঁজ করতে পারেন।
      ধন্যবাদ।

    • আপনার এমপিও আবেদন সঠিক থাকলে, ফাইল ডিডি অফিস থেকে নিস্পত্তি শেষে EMIS Cell এ প্রেরণ করা হবে। আগামী সেপ্টেম্বর মাসের এমপিও পেতে পারেন। ধন্যবাদ।

  10. আমার mpo ২০১৪ সালে সেখানে নামের বানান Chayan Kalyan Roy -এর পরিবর্তে Chayan Calyan Roy হয়। প্রথমিক ভাবে প্রধান শিক্ষক কে জানালে তিনি পরে করলেও হবে বলেন। পরে ২০১৮ সালে উপজেলা থেকে জেলা মাধ্যমিক অফিস , একটি ফরোয়াড করে কিন্তু আর কোনো খবর নেই, এখন কি করব? আমার নামের বানান সংশোধনের কোনো উপায় আছে?

    জবাব
    • প্রতিষ্ঠান প্রধান এর ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে, EMIS Cell এর ড্যাশবোর্ড থেকে এমপিও আবেদন এর অবস্থান জানা যাবে। যদি কোন কারনে তা রিজেক্ট হয় তার কারণে সেখানে উল্লেখ থাকবে। ধন্যবাদ।

    • নাম সংশোধনের জন্য আবেদন করতে হয়। আপনি ২০২৬ সালে আবেদন করেছিলেন। কিন্তু সংশোধন হয় নি বলে জানিয়েছেন। এমতাবস্থায় সঠিক পরামর্শের জন্য (স্কুল ও মাদ্রাসা হলে) আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। তিনি বললে, আবারও নাম সংশোধনের অনলাইনে আবেদন করুন।ধন্যবাদ।

  11. আমি একটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। আমার এমপিও শীটে জন্মতারিখ এসেছে ০১/০১/১৯৮৭। কিন্তু আমার প্রকৃত জন্ম তারিখ ০৫/ ০১/ ১৯৮৭। এই ভুলটি কিভাবে সংশোধন করব, জানালে উপকৃত হব।

    জবাব
    • এমপিও সীটে জন্ম তারিখ সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এমপিও আবেদনের মত MEMIS Cell এ প্রয়োজনীয় কাগজ-পত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • প্রথমে আপনাকে এমপিও সীট এর লিংক ব্রাউজ করে, গুগল ড্রাইভ ফোল্ডারে যেতে হবে। এরপর সেখানে ব্যাংকের নাম লেখা কতগুলো ফোল্ডার দেখতে পারেন। এবার আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংকের ফোল্ডারে ক্লিক করতে হবে।
      এখানে এমপিও সীট, টপসীট ও ভাউচার নামে কতগুলো ফোল্ডার পাওয়া যাবে। এখানে দেশের প্রতিটি এমপিও প্রতিষ্ঠানের উক্ত ডকুমেন্ট সংরক্ষিত আছে।
      আপনার প্রতিষ্ঠানের কোন জেলা, উপজেলা/থানায় অবস্থিত তা খুঁজে বের করুন। দেখবেন এখানে আপনার প্রতিষ্ঠানের প্রাপ্ত অর্থের পরিমান সহ অন্যান্য তথ্যাবলী সম্বলিত সীট সমূহ আছে।
      ধন্যবাদ।

  12. আমি ২০০৬ সলে নওগাঁ আস্তান মোল্লা কলেজে অফিস সহকারী হিসাবে যোগদান করি। ডিগ্রী পযায়ে এমপি ও ভুক্ত না হওয়ার কারনে এখন পর্যন্ত বিল৷ ধরতে৷ পারি না।। এখন প্রশ্ন ২০১৮ নিতি মালায় ৯ এর খ ধারায় সম্নয়ের নিতি৷ রয়েছে । ও খানে৷ লেখা আছে ডিগ্রি পযায়ে কোন শিক্ষক / কমচারী এমপিও ভুক্ত নয় এমন কেউ মাধ্যৃমিক পযায়ে শুন্য পদের বিপরীতে এমপিও ভুক্ত হতে পারবেন।। মাধ্যমিক পযায়ে ১ টি পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ বৃদ্ধি হয়েছে । এখন আমি কি ঐ৷ পদে৷ সম্ন্নয় করে বিল৷ ধরতে পারব??

    জবাব
    • এমন একটি বিধান এমপিও নীতিমালায় আছে। কিন্তু এটা মানতে কমিটি বাধ্য কি-না, সে সম্পর্কে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই।
      আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বা আপনার অঞ্চলের ।আঞ্চলিক উপ-পরিচালকের দপ্তরে যোগাযোগ করে নিশ্চিত তথ্য জেনে নিতে পারেন।
      আর আপনার বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি প্রধানের সঙ্গে কথা বলতে পারেন।
      ধন্যবাদ।

  13. স্যার, আমি বেসরকারি কলেজের শিক্ষকদের পিডিএস এর জন্য যে সফটওয়্যার দেওয়া হয়েছে তাতে শিক্ষকদের তথ্য দিতে গিয়ে ভুলবশত existing না করে hrm লিঙ্ক ব্যবহার করি এবং প্রতিষ্ঠান প্রধান সেটি অনুমোদন দিয়ে দেন। পরবর্তীতে দেখা যায় শিক্ষক হিসেবে যুক্ত হয়েছে। এখন আমার করণীয় জানালে উপকৃত হতাম।

    জবাব
    • আপনি ইনডেক্সধারী শিক্ষক তবে নতুন শিক্ষক হিসাবে নিবন্ধন করেছেন। এখন existing শিক্ষক হিসাবে নিবন্ধন করে দেখুন, এটা সফটওয়ার নিচ্ছে কী না। যদি নেয় তাহলে পূর্বেরটা ডিলিট করে নতুনটা অনুমোদন করতে বলুন। সবচেয়ে ভালো হয়, আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে পরামর্শ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করলে।
      ধন্যবাদ।

  14. MPO তে জন্মতারিখ ভুল আসছে। এখন অনলাইনে কিভাবে মানে কোন ওয়েবসাটে গিয়ে আবেদন করার ফর্ম টা পাবো? আর কারেকশন করার প্রসেস টা কি?

    জবাব
    • স্কুল-কলেজের এমপিও শিটে ভুল থাকলে এমপিও আবেদনের মতই EMIS Cell সফটওয়ারে তা সংশোধন করা যাবে। আপনি এ বিষয়ে যেখানে এমপিও আবেদন করেছিলেন সেখানে যোগাযোগ করুন।

    • অন্য কোন নির্দেশনা না থাকলে, প্রতি এক মাস পরপর এমপিও আপডেট হয়। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমাদের নিশ্চিতভাবে জানা নেই। পরবর্তীতে এ বিষয়ে নিশ্চিত তথ্য পেলে জানানোর চেষ্টা করবো।

    • এমপিও শিটে পিতামাতার নামের বানান সংশোধন করতে হয় বলে মোনা যায় নি। আপনি বিষয়টি নিয়ে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে দেখতে পারেন। ধন্যবাদ।

  15. এমপিও সিটের নাম ও বয়স সংশোধনের জন্য যে Filled Up Correction Form প্রয়োজন হয় তা আমার নিচের ই-মেইলে পাঠালে অনেক উপকৃত হবো। E-mail: mosharrof445 (ad) gmail.com

    জবাব
  16. ‌আমি একজন বেসরকা‌রি ক‌লেজের প্রভাষক,গত ফেব্রুয়ারী/২০২০ তা‌রি‌খে চাকুরী দশ বছর পূর্ন হ‌য়ে‌ছে । উচ্চতর স্কে‌লের জন‌্য কোন গ্রেড দাবী ক‌রে আ‌বেদন কর‌তে হ‌বে ।

    জবাব
    • এতদিন আগের এমপিও শিট অনলাইনে পাওয়া যাবে বলে মনে হয় না। আপনার প্রতিষ্ঠানে এমপিও শিট এর কপি থাকার কথা। প্রতিষ্ঠান থেকে তা সংগ্রহ করুন। ধন্যবাদ।

    • সংশোধিত এমপিও নীতিমালা কবে নাগাদ পুরোপুরি কার্যকর হবে তা আমাদের জানা নেই। আপনি এ বিষয়ে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।

    • সংশ্লিষ্ট মাসের এমপিও শীট আপনার প্রতিষ্ঠানে জমা থাকার কথা। অনলাইনে এতদিন আগের এমপিও শীট পাওয়া যাবে বলে মনে হয় না। ধন্যবাদ।

  17. ২০১৪সালে আমার mpoহয়।যা ছিল ১১।২০২১ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোস করে১০ গ্রেডর আবেদন করছি।তাহলে টাইম স্কেল২০২৪হবে, না২০৩১সাল হবে

    জবাব
  18. নাম ঃ মাহফুজা খাতুন
    সহকারী শিক্ষক
    সমাজ বিজ্ঞান
    অতিরিক্ত শ্রেণী শাখা
    এম কে ডি আর গণ উচ্চ বিদ্যালয়
    ঘাটাইল, টাঙ্গাইল ।
    আমি বিগত ২০১৫ সালে এন টি আর সি এর মাধ্যমে নিয়োগ শুরু হওয়ার পূর্বে কমিটির মাধ্যমে নিয়োগ পাই । বিগত বছর দরে একমত বিনা বেতনে পাঠদান করিয়া আছিতেছি, এম পি ও হওয়ার আশায় । আমার স্কুল এম পি ও ভূক্ত । আন্যান্য সকল শিক্ষক কর্মচারীরা বেতন পান । আমি শুধু বেতন পাই না ।আমি কি সরকারী বেতন ভূক্ত হইতে পারব কি না? বা কতদিন পরে হবে?

    জবাব
    • পদটি এমপিওভুক্ত হলে এমপিও পারেন আর নন-এমপিও হলে অপেক্ষা করতে হবে। আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে এবিষয়ে আলোচনা করে সঠিক তথ্য জানতে পারেন। ধন্যবাদ।

  19. নিয়োগ ১৯৯৯ সহকারি শিক্ষক ইসলাম শিক্ষা কামিল ২০০০ এম পি ও ২০১৯ এখন আমি কামিল স্কেলের আবেদন করিলে স্কেল পাবো কি ?

    জবাব
  20. ‌আমি একজন বেসরকা‌রি ক‌লেজের (বিএম) শাখার কম্পিউটার ল্যাব অ্যাসিটেন্ট আমার মে/২০১৭ তা‌রি‌খে চাকুরী ১৬ বছর পূর্ন হ‌য়ে‌ছে । উচ্চতর স্কে‌লের জন‌্য আ‌বেদন কর‌তে পাবো কি এবং একই পদে বৈষম্য কেন ।

    জবাব
  21. আমি একজন বেসরকা‌রি ক‌লেজের (বিএম) শাখার কম্পিউটার ল্যাব অ্যাসিটেন্ট আমার মে/২০১৭ তা‌রি‌খে চাকুরী ১৬ বছর পূর্ন হ‌য়ে‌ছে । উচ্চতর স্কে‌লের জন‌্য আ‌বেদন কর‌তে পাবো কি এবং একই পদে স্কেল বৈষম্য কেন ।

    জবাব

মন্তব্য করুন