Bangladesh Gazette PDF Download: বাংলাদেশ গেজেট BG Press

Bangladesh Gazette PDF Download করুন BG Press থেকে। বিজি প্রেস এর বাংলাদেশ গেজেট আর্কাইভ থেকে, সকল মন্ত্রণালয়ের গেজেট/প্রজ্ঞাপন ডাউনলোড করা যায়। এই প্রতিবেদন থেকে সকল মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের প্রকাশিত গেজেট সংগ্রহের নিয়ম জানতে পারবেন।

Bangladesh Gazette PDF Download সম্পর্কীত লেখায় আপনি যা জানতে পারবেন

  • Bangladesh Gazette কী?
  • BG Press কী?
  • বাংলাদেশ গেজেট কোথায় পাওয়া যায়?
  • বাংলাদেশ গেজেট আর্কাইভ থেকে সকল মন্ত্রনালয়ের গেজেট/প্রজ্ঞাপন কীভাবে ডাউনলোড করা যায়?

এবার আসুন প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা। আশা করি পুরো লেখাটি মনোযোগ সহকারে পড়বেন। তারপর আপনার প্রয়োজনীয় গেজেট ডাউনলোড করা চেষ্টা করবেন।

Bangladesh Gazette কী?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও প্রতিষ্ঠান সমূহের জারিকৃত প্রজ্ঞাপন, বিধি, আদেশ, নোটিশ সহ সরকারি ঘোষণা সম্বলিত প্রকাশনা হলো Bangladesh Gazette।

বাংলাদেশ সরকারী গেজেট এর সাপ্তাহিক সংখ্যা হলো নিয়মিত প্রকাশনা। তবে প্রয়োজনে অতিরিক্ত সংখ্যাও মাঝে-মধ্যে প্রকাশিত হয়।

BG Press কী?

BG Press এর পূর্ণরূপ হলো Bangladesh Government Press। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এর অধিন এটি একটি সংবেদনশীল সরকারি মুদ্রনালয়

বিজি প্রেস সরকারের যাবতীয় মুদ্রণ কাজ করে থাকে। সরকারী গেজেটের সাপ্তাহিক ও অতিরিক্ত সংখ্যা এখান থেকে প্রকাশিত হয়।

বাংলাদেশ গেজেট কোথায় পাওয়া যায়?

Bangladesh Gazette প্রকাশ করে BG Press। তাই আপনার প্রয়োজনীয় সরকারী গেজেট অনলাইনে পেতে, বিজি প্রেস এর ওয়েবসাইট ব্রাউজ করতে হবে।

বাংলাদেশ সরকারী মুদ্রণালয় এর ওয়েবসাইট এর ঠিকানা: https://www.dpp.gov.bd/bgpress

বাংলা ভার্সনে ওয়েবসাইটটি পেতে চাইলে, https://www.dpp.gov.bd/bgpress/bangla লিংকটিতে যেতে পারেন।

এখানে প্রতি সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক গেজেট ও অতিরিক্ত সংখ্যা গেজেট, সংরক্ষিত থাকে।

তাই এখান থেকে খুব সহজে সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর সহ সকল সরকারি গেজেট দেখা ও ডাউনলোড করা যায়।

Bangladesh Gazette PDF Download করার নিয়ম

বাংলাদেশ গেজেট ডাউনলোড করতে, আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে www.dpp.gov.bd/bgpress/bangla ঠিকানা লিখে, বিজি প্রেস এর হোমপেজে যান।লিখতে সমস্যা হলে লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করুন।

এরপর হোমপেজের বামে প্রধান মেন্যু লেখা নেভিগেশন সূচীপত্র ভালোভাবে লক্ষ্য করুন।

এখানে মাঝামাঝি অবস্থানে সরকারী গেজেট লেখা লিংকটিতে মাউস পয়েন্টার স্থির করুন।

দেখবেন দুটি লিংক দেখতে পাবেন। প্রথমটি সাপ্তাহিক গেজেট দ্বিতীয়টি অতিরিক্ত সংখ্যা গেজেট

এবার আপনার প্রয়োজনীয় গেজেট অপশনটিতে ক্লিক করুন।

এখানে বাংলা ভার্সন এর সাইট থেকে সাপ্তাহিক গেজেট পিডিএফ ডাউনলোড করার প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।

ইংরেজী ভার্সনে বা অতিরিক্ত সংখ্যা গেজেট ডাউনলোড করার প্রক্রিয়া  প্রায় একই। কিছু ভাষাগত পার্থক্য ছাড়া তেমন পার্থক্য নেই।

BG Press Gazette এর নিয়মিত প্রকাশনা সাপ্তাহিক গেজেট দেখতে ও ডাউনলোড করতে, লিংকটির উপর ক্লিক করুন। না পারলে এই লিংকে ক্রিক করুন।

কিছুক্ষণের মধ্যে পাতাটি ওপেন হলে, নিচের ছবির মত অপশনগুলো লক্ষ্য করুন।

কম্পিউটার ব্রাউজার হলে এটা পাতার মাঝামাঝি দেখতে পাবেন।

Bangladesh Gazette PDF Download Form

এখানে তিন উপায়ে Bangladesh Gazette খুঁজে বের করা যাবে এবং  PDF কপি Download করা যাবে।

BG Press হতে গেজেট Gazette Download করার ভিন্ন তিন প্রক্রিয়া

1. বাংলাদেশ গেজেট খুঁজে পেতে বক্স চিহ্নিত প্রথম অপশনটি লক্ষ্য করুন। এখানে ১ লা জুলাই ২০১৭ খ্রিষ্টাব্দের আগে প্রকাশিত গেজেট সমূহ পাওয়া যাবে।

কোন তারিখ হতে কত তারিখ পর্যন্ত প্রকাশিত গেজেট খুঁজবেন, তা তারিখ নির্ধারণ আইকনে ক্লিক করে নির্ধারণ করে দিতে পারবেন।

সব শেষে সার্চ করুন লিংকে ক্লিক করুন।

সার্চ ফলাফলে আপনার কাঙ্খিত গেজেট সমূহ প্রদর্শিত হবে।

2. প্রদর্শিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ লা জুলাই ২০১৭ খ্রিষ্টাব্দের পরে প্রকাশিত গেজেট সমূহ, কীভাবে সার্চ করতে হবে তার নির্দেশনা।

এই নির্দেশনাটি ভালোভাবে পড়ুন।

3. আশা করি উপরের নির্দেশনাটি ভালোভাবে পড়েছেন। এবার সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে খালি ঘরগুলোয় সঠিক তথ্য লিখুন এবং প্রয়োজনীয় তথ্য সিলেক্ট বাটনে ক্লিক করে নির্ধারণ করুন।

সব শেষে সার্চ করুন লিংকে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার কাঙ্খিত গেজেট এর লিংক প্রদর্শিত হবে।

এবার গেজেট লিংকটিতে ক্লিক করে তা দেখুন এবং প্রয়োজনে ডাউনলোড করুন।

4. সবশেষে অপশনটিতে সম্পতি প্রকাশিত ১০ টি গেজেট দেখতে পাবেন। যদি চান তাহলে নিচের দিকে পাতার নেভিগেশন থেকে পরবর্তী পাতার গেজেট দেখতে পাবেন।

প্রয়োজনীয় প্রকাশিত গেজেট লিংকে ক্লিক করে, দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

এখানে থেকেও খুব সহজে সম্প্রতি প্রকাশিত গেজেট খুঁজে পাওয়া যাবে।

অতিরিক্ত সংখ্যা গেজেট খোঁজ করা ও ডাউনলোড করার প্রক্রিয়া

সাপ্তাহিক গেজেটের মত অতিরিক্ত সংখ্যা গেজেট খুঁজে পেতে ও ডাউনলোড করতে প্রথমত এখানে ক্লিক করুন।

ব্রাউজারের ভিন্ন ট্যাবে পাতাটি ওপেন হলে, অতিরিক্ত সংখ্যা গেজেট পাতাটি দেখা যাবে।এখানে উপরোক্ত সাপ্তাহিক গেজেট এর মত সার্চ করা সহ সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক শ্রেণীভিত্তিক প্রকাশিত অতিরিক্ত সংখ্যা গেজেট সংরক্ষিত আছে।

Bangladesh Gazette PDF Download: মন্ত্রণালয় হতে গেজেট অনুসন্ধানের নির্দেশনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মন্ত্রণালয় সমূহ তার বহুবিদ কার্য সম্পাদনের লক্ষ্যে গেজেট প্রকাশ করে। মন্ত্রণালয় এর দৈনন্দিন কার্যাবলীর গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর ওয়েবসাইটে প্রকাশ করে।

তাই বিজি প্রেসে সম্প্রতি প্রকাশিত কোন গেজেট খুঁজে না পেলে বা যা এখনো প্রকাশিত হয় নি- এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েব সাইটে খোঁজ করুন।

মন্ত্রণালয় এর ওয়েবসাইট এর ঠিকানা খুজে পেতে, কোন একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চবারে/অ্যাড্রেসবারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর নাম লিখে সার্চ দিন। সার্চ রেজাল্ট প্রথম দিকে মন্ত্রণালয় এর নাম সম্বলিত কতকগুলো লিংক দেখা যাবে।

এর মধ্য থেকে যে লিংকের শেষে .gov.bd লেখা আছে, সেটাই সংশ্লিষ্ট মন্ত্রনালয় এর দাপ্তরিক ওয়েবসাইট। এবার লিংকটিতে ক্লিক করে মন্ত্রণালয় এর ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করুন।

মন্ত্রণালয় এর ওয়েবসাইট এর হোমপেজে প্রবেশ করে, প্রথমেই নোটিশ বোর্ড দেখতে পাবেন। এখানে সাধারণ সম্প্রতি প্রকাশিত ৫টির মত নোটিশ দেখা যাবে। এখানেও আপনার তথ্য খুঁজে পেতে পারেন।

যদি আর পুরানো তথ্য দেখতে চান, তাহলে নোটিশ বোর্ডের নিচে সকল লেখা লিংকে ক্লিক করলে, পর্যায়ক্রমে সকল প্রকাশিত নোটিশ দেখতে পাবেন। এখানেও আপনার কাঙ্খিত গেজেট এর তথ্য থাকতে পারে।

নোটিশ বোর্ডে কাঙ্খিত তথ্য না পেলে, নোটিশ বোর্ডের নিচে আদেশ/প্রজ্ঞাপন/নীতিমালা/পরিপত্র নামে আরেকটি সেকশন আছে। সেখানে কতকগুলো বিভাগ ও উপবিভাগ আছে। এখন সংশ্লিষ্ট বিভাগে গিয়ে উপবিভাগের লিংকে ক্লিক করে, প্রকাশিত তথ্যসমূহের মধ্যে আপনার প্রয়োজনীয় গেজেট/প্রজ্ঞাপন খুঁজুন।

আশা করি এই লেখাটি BG Press হতে খুব সহজে, Bangladesh Gazette এর PDF Download করতে সহায়ক হবে।

বাংলাদেশ গেজেট পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়। তাই গেজেট দেখতে আপনার কম্পিউটার অথবা মোবাইলে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার প্রয়োজন হবে।

লেখায় কোন প্রকার অসঙ্গতি বা তথ্যে ভুল থাকলে জানাতে পারেন।

গেজেট দেখতে ও ডাউনলোড করতে অসুবিধা হলে, মন্তব্য করে আমাদের জানান।

আর লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে, সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন।

শিক্ষা মন্ত্রণালয় এর প্রকাশিত গেজেট, প্রজ্ঞাপন, অফিস আদেশ সহজে দেখতে চাইলে নিচের লেখাটি পড়তে পারেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন 2019 | Ministry of Education Gazette

তথ্যসূত্র:

বাংলাদেশ সরকারি মূদ্রণালয় (বিজিপ্রেস)

সবশেষ আপডেট: ৩১/০৭/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ১১:৩৪ পূর্বাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“Bangladesh Gazette PDF Download: বাংলাদেশ গেজেট BG Press”-এ 23-টি মন্তব্য

  1. বিজিপি গেজেট ৭০৩৬ সঠিক ভাবে প্রকাশ করা হোক।

    জবাব
    • বিডি এডুকেটর আপনার সাথে একমত পোষণ করছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

  2. very helpful.

    জবাব
    • লেখাটি বিজি প্রেস হতে বাংলাদেশ গেজেট খুঁজতে সাহায্য করেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

  3. New found a good web and very helpful for me.Thanks

    জবাব
    • বিডি এডুকেশন সম্পর্কে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানাই।
      ভালো থাকুন, শুভকামনা রইল।

  4. ২০১১ সালের ১০ জানুয়ারির অতিরিক্ত গেজেট পাওয়া যাচ্ছে না । কীভাবে পাবো?

    জবাব
    • কোন মন্ত্রণালয়ের? বিস্তারিত বলুন। আমরা গেজেট খুঁজে পেতে সাহায্য করবো। ধন্যবাদ।

  5. আমার ১৫/০৫/২০০৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধা গেজেট এর pdf দরকার। একটু সাহায্য করবেন প্লিজ।

    জবাব
    • আপনার উল্লেখিত দিন ও তারিখের মুক্তিযোদ্ধা গেজেট খুঁজে পেলাম না। হয়তো দিন ও তারিখের ভুল হতে পারে। বিষয়গুলো ভালো ভাবে অনুসন্ধান করুন। ধন্যবাদ।

  6. বিজি প্রেস থেকে গেজেট প্রকাশিত হওয়ার পর কি করতে হবে এবং অনলাইন হতে কতদিন লাগবে এবং বাতার জন্য কোথায় কিভাবে কি কি জমা দিতে হবে একটু জানাবেন দয়া করে

    জবাব
    • আপনার জানতে চাওয়া বিষয়টি স্পষ্ট নয়। ভালোভাবে বুঝিয়ে বললে হয়তো পরামর্শ দিতে পারতাম। বিস্তারিত ভাবে লিখুন। ধন্যবাদ।

  7. আমার বাবা একজন মুক্তিযোদ্ধা তার ঠিকানা ভুল ছিল আগে ভুল সংশোধনের জন্য আবেদন করলাম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হলো এবং 9 জুলাই বিজিবি প্রেস থেকে অতিরিক্ত সংখ্যা গেজেট প্রকাশ হলো কিন্তু এখনো অনলাইন হয় নাই অনলাইন হতে কতদিন লাগবে? এবং পরবর্তীতে আমাদের কাজ কি হবে মুক্তিযুদ্ধা বাতার জন্য?

    জবাব
    • অনলাইনে পোস্ট হতে কিছুদিন লাগতে পারে। মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তির আবেদনে প্রাথমিক পদক্ষেপ হিসেবে, আপনার উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ এর কার্যালয় যোগাযোগ করে পরামর্শ নিতে পারে।

  8. Kivabe jomir gazette pate pari?

    জবাব
    • গেজেটটি কোন বছর ও তারিখে প্রকাশিত হয়েছে তা আগে জানুন। তারপর আর্টিকেলের নির্দেশনামতো সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর গেজেট সার্চ করুন।
      ধন্যবাদ।

  9. হাসপাতালের কোন ছবি সাংবাতদক তুলতে পারবে না

    জবাব
  10. তথ্য অধিকার আইন

    জবাব
    • তথ্য অধিকার আইন এর কপি অনলাইনে পেতে চাইলে, বিষয়টি গুগলে সার্চ করলে এর লিংক পেয়ে যাবেন। ধন্যবাদ।

  11. PDF পাওয়া যাচ্ছে না

    জবাব
    • কোন গেজেট এর পিডিএফ?

  12. S.R.O. No 276-Law/2010
    open hochche na

    জবাব
  13. খুলনা জেলার বিপি লিস্টের বই লাগবে প্লিজ হেল্প করুন

    জবাব

মন্তব্য করুন