Home » BTEB Notice 2023: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ bteb.gov.bd

BTEB Notice 2023: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ bteb.gov.bd

bteb-notice-কারিগরি-বোর্ড-নোটিস-www-bteb-gov-bd-notice

BTEB Notice2023 (Bangladesh Technical Education Board Notice): কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ ও বিজ্ঞপ্তি দেখতে  www.bteb.gov.bd সাইট ব্রাউজ করুন।

এই প্রতিবেদনে, বোর্ড ওয়েবসাইট হতে সহজে কাঙ্খিত নোটিশ, বিজ্ঞপ্তি সহ সকল তথ্য সহজে জানার পদ্ধতি বর্ণনা করা হয়েছে।

সদ্য সংবাদ: কারিগরি বোর্ডের এইচএসসি সমমান ভোকেশনাল, বিএম/বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট ২৬ নভেম্বর তারিখে প্রকাশ করা হবে। এ বিষয়ের বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

BTEB Notice 2023: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ দেখার নিয়ম

বাংলাদেশ কারিগরি বোর্ডের সম্প্রতি প্রকাশিত নোটিশ, বিজ্ঞপ্তি দেখা যাবে বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে। বোর্ডের যাবতীয় কার্যক্রমের প্রতিদিনকার তথ্য নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়।

কারিগরি বোর্ডের ভর্তি, পরীক্ষার ও রেজাল্ট প্রকাশের তথ্য বোর্ড ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। এছাড়া বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন, স্বীকৃতি সহ সকল প্রশাসনিক কার্যক্রমের তথ্য এখানে পাওয়া যায়।

নিচের অনুচ্ছেদ থেকে কারিগরি বোর্ড ওয়েবসাইট হতে সহজে নোটিশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন ও পরিপত্র দেখার উপায় সমূহ দেখুন।

BTEB Notice কী?

BTEB Notice নোটিশ হলো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশিত দৈনন্দিন কর্মকাণ্ডের বিবরনী, আদেশ ও নির্দেশনা।

বোর্ড সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী সহ কর্তা ব্যক্তিদের অবহিত করণের লক্ষ্যে প্রকাশিত তথ্যসমূহকে, BTEB Notice বা কারিগরি বোর্ড নোটিশ বলে।

ছুটির দিন বাদে প্রতিটি কর্মদিবসে উক্ত নোটিশ সমূহ www.bteb.gov.bd ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশিত হয়।

এমপিও ভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীর এমপিও নোটিশ দেখতে, সংযুক্ত লেখাটি সহায়ক হতে পারে।

কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ কখন দেখা যায়?

Bangladesh Technical Education Board – বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর নোটিশ সমূহ যেহেতু বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত হয়, সেহেতু সব সময় তা অনলাইনে দেখা যায়।

কোন নোটিশ ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ মাত্রই বিশ্বের যে কোন জায়গা থেকে দেখা যায়।

BTEB Notice কোথায় দেখা যায়?

আপনার প্রয়োজনীয় ও কাঙ্খিত নোটিশ অনলাইনে দেখতে ও ডাউনলোড করতে বোর্ড এর ওয়েবসাইটে যেতে হবে।

বোর্ড ওয়েবসাইটের হোমপেজের প্রথম দিকে নোটিশ বোর্ড নামে একটি অপশন আছে। এখানে সদ্য প্রকাশিত ৫টির মত নোটিশ দেখতে পাওয়া যাবে।

যদি বিগত দিনের প্রকাশিত সকল নোটিশ দেখতে চান, তাহলে এখানে তা দেখতে পারবেন।

BTEB Notic: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ দেখার নিয়ম

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত নোটিশ দেখতে হলে, প্রথমতঃ আপনাকে উক্ত বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে।

ওয়েবসাইটের ঠিকানা: www.bteb.gov.bd

ইন্টারনেট সংযুক্ত মোবাইল অথবা কম্পিউটারে কোন একটা ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারের অ্যাড্রেসবারে বোর্ডের ঠিকানাটি সঠিকভাবে লিখুন।

এবার কী-বোর্ডের Go অথবা Enter বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যে বোর্ড এর হোমপেজ ব্রাউজারে ওপেন হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজ ওপেন হলে, মনোযোগ সহকারে সাইটটি দেখুন।

বিশেষ করে কম্পিউটার ব্রাউজারে দেখলে, আর সাইটের ভাষা বাংলা হলে, নিচের ছবির মত নোটিশ বোর্ড লেখা একটি অপশন দেখতে পাবেন। আর মোবাইল ব্রাউজারে দেখলে সামান্য ভিন্ন হতে পারে।

bteb notice কারিগরি বোর্ড নোটিশ www-bteb-gov-bd notice board

বোর্ড এর হোমপেজে উপরের ছবির মত লাল তীর চিহ্নিত নোটিশ বোর্ড অংশটি খুঁজে বের করুন। খুঁজে পেলে এখানে সদ্য প্রকাশিত কতকগুলো নোটিশের লিংক দেখতে পাবেন।

এখানেই বোর্ড কর্তৃক প্রকাশিত নোটিশ দেখা যায়। কোন নোটিশ দেখতে বা ডাউনলোড করার প্রয়োজন হলে, নোটিশটির লিংকের উপর ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে ব্রাউজারে নোটিশটি ওপেন হবে।

প্রায় প্রতিটি নোটিশই পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়, তাই লোড হতে কিছু সময় নিতে পারে।

কোন নোটিশ ডাউনলোড করার প্রয়োজন হয়, পিডিএফ নোটিশের উপরের দিকে ডান কোনায় প্রিন্ট আইকনের পাশে ডাউনলোড আইকনটি লক্ষ্য করুন।

এই আইকনে ক্লিক করলে আপনার মোবাইল অথবা কম্পিউটার তা ডাউনলোড হয়ে যাবে।

আর প্রিন্ট করার প্রয়োজন হলে প্রিন্ট আইকনে ক্লিক করে নোটিশটি প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন।

কারিগরি ওয়েবসাইট নোটিশ বোর্ডে আপনার কাঙ্খিত নোটিশটি খুঁজে পাচ্ছেন না?

যদি নোটিশ বোর্ড অংশে আপনার কাঙ্খিত নোটিশটি খুঁজে না পান, তাহলে নোটিশ বোর্ড অংশের নিচের দিকে লক্ষ্য করুন। উপরের ছবিতে দেখুন, সকল লেখা একটি লিংক লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করা আছে।

নোটিশ বোর্ডের এই সকল লেখা লিংকটিতে ক্লিক করলে বোর্ডের সকল নোটিশ দিন ও তারিখের ক্রমানুসারে দেখা যাবে।

BTEB Notice সহজে দেখতে সংযুক্ত লিংকটি ব্রাউজারে কপি/পেস্ট করে, বোর্ডের নোটিশ পাতার যান।

www.bteb.gov.bd/site/view/notices

এবার পূর্বের নিয়মের মত প্রয়োজনীয় নোটিশের লিংকটিতে ক্লিক করে তা দেখা ও ডাউনলোড করা যাবে।

কারিগরি শিক্ষা বোর্ড এর সকল খবরা-খবর জানার নিয়ম

বোর্ড কর্তৃপক্ষ প্রতিদিনকার নোটিশের মত সকল খবরা-খবরও নিজ দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করে।

তাই বোর্ড এর প্রকাশিত খবর সমূহ জানতে নোটিশ বোর্ড অংশে আবারও চোখ রাখুন।

এবার এই অংশের সবার উপর খবর লেখা অংশটি ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন এক-একটি করে খবরের লিংক নিচ থেকে উপরের দিকে ক্রল করছে। এখানেই বোর্ড এর সকল খবরা-খবর প্রকাশিত হয়।

আপনি চাইলে প্রয়োজনীয় খবরের লিংকে ক্লিক করে খবরটি পড়তে ও ডাউনলোড পারবেন।

এখানেও কয়েকটি খবরই ক্রল করতে দেখবেন। যদি আপনি প্রকাশিত সকল খবর জানতে চান, তাহলে ডান দিকে সকল লেখা লিংকটিতে ক্লিক করুন। এখানে আপনি প্রকাশিত সকল খবর ক্রমানুসারে দেখতে পাবেন।

খবরটি দেখতে বা ডাউনলোড করার প্রয়োজন হলে, পূর্বের নিয়মের মত পদক্ষেপ গ্রহণ করুন।

BTEB Notice 2023: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ দেখতে কোন প্রকার অসুবিধা হলে আমাদের মন্তব্য করে জানাতে পারেন।

লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে ফেসবুক ও টুইটারে শেয়ার করে সকলকে জানাতে পারেন।

শিক্ষা সম্পর্কীত আরো লেখা, যা আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে।

Shikkhok Batayon Content Upload শিক্ষক বাতায়ন কন্টেন্ট আপলোড

MMC Apps ব্যবহারে MMC Monitoring System এ ক্লাস প্রেরণ

Education Ministry Notice Board শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড

তথ্যসূত্র-

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড – উইকিপিডিয়া

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সবশেষ আপডেট: ২৫/১১/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ ১২:২৭ অপরাহ্ন।

41 thoughts on “BTEB Notice 2023: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ bteb.gov.bd”

    1. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
      পর সমাচার এই যে,কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বোর্ড পরীক্ষার পুন মূল্যায়ন তারিখ কবে হবে? দয়া করে কি জানাবেন বাএ সংক্রান্ত কোনো নোটিশ হয়েছে কিনা?

    2. প্রিয় রবিউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নের উত্তরে জানাচ্ছি যে, কারিগরি শিক্ষা বোর্ড এর যে কোনো সাম্প্রতিক কার্যক্রম অনুসরণ করতে, নিচের সংযুক্ত লিংকটি ব্রাউজ করে প্রতিনিয়ত বোর্ডের কার্যক্রম দেখুন।
      এখন যেহেতু করনা মহামারী কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সেহেতু বোর্ডের নোটিশ বোর্ডে চোখ রাখুন।
      নোটিশ বোর্ডের লিংক: http://www.bteb.gov.bd/site/view/notices
      এখানে বোর্ডের সকল কার্যক্রমের তথ্য পাবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    3. আমার নাম রাতুল দত্ত। স্যার আমি আপনাকে পলিটেকনিক ভর্তিতে রিমেডিয়াল কোর্স সম্পর্কে কিছু কথা বলবো।

      আমি ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি কমার্স থেকে। আমার জেএসসি রেজাল্ট খারাপ থাকায় এসএসসি রেজাল্ট খারাপ আসছে। আমার ইচ্ছা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার। কারণ বাংলাদেশে এর চাহিদা অনেক বেশি। কিন্তু আমি নন সাইন্স। আমি তখন পলিটেকনিক ভর্তি জন্য রিমেডিয়াল কোর্স করি ২য় পর্যায়ে। হঠাৎ করে রিমেডিয়াল কোর্স বন্ধ হয়ে যায়। তখন আর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারলাম না। আমার সাথে আরও ১০ জন ছাত্র ছিল। এখন বর্তমানে আমি এক সরকারি কলেজে পড়াশোনা করছি।

      এবার ভেবেছিলাম রিমেডিয়াল কোর্স করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হবো। কিন্তু এবার কোর্সটা হবে না শুনেছি। এই কোর্স অফ হয়ে যায় তাহলে আমরা আর ভর্তি হতে পারবো না। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে। সরকারি পলিটেকনিক ভর্তি হতে পয়েন্ট দরকার হয় ৩.৫০. আমার পয়েন্ট ৩.৪৮. আর আমার ইচ্ছা ছিল কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করার। কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে হলে পয়েন্ট দরকার হয় ৪.৮০ উপরে হতে হয়। আর বেসরকারি পলিটেকনিক ভর্তি হতে অনেক টাকা। তা আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব নয়।

      স্যার আমি আপনাকে অনুরোধ করছি আপনি ও বাংলাদেশ কারিগরি শিক্ষা মন্ত্রণালয় যেন এই কোর্স বন্ধ না করা হয় । এই কোর্স যেন চালু থাকে। Please Sir ……….

  1. প্রিয় woakil uddin, BTEB Notice Board এ নোটিশ দেখা যাচ্ছে কোন অসুবিধা বর্তমানে নেই। আপনি সংযুক্ত লিংকটি: http://www.bteb.gov.bd/site/view/notices ব্রাউজারে কপি/পেস্ট করে খুব সহজেই বিটিইবি নোটিশ দেখতে পারবেন। ডিপ্লোমার কয়েকটি বিষয়ে উত্তর পুনঃনিরীক্ষণ এর নোটিশ দেখা যাচ্ছে।
    প্রশ্নের জন্য ধন্যবাদ।
    এরপর থেকে অবশ্যই বাংলা/ইংরেজীতে প্রশ্ন করার অনুরোধ রইল।

    1. কারিগরি শিক্ষা বোর্ড এর সকল কর্মকাণ্ড চালু আছে কী-না, তা বোর্ডের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে জেনে নিতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  2. মোঃ জহিরুল হক,প্রধান শিক্ষক, নওপাড়া উচ্চ বিদ্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জ।

    ৪ বছর মেয়াদী কোর্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ভর্তি বিজ্ঞপ্তি কবে নাগাদ পাওয়া যাবে?

    1. এ বিষয়ে তথ্য পাওয়া যাবে কারিগরি শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে। ভর্তি বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে চোখ রাখুন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    1. ডিপ্লোমাতে ভর্তির সময় ভর্তির যোগ্যতা উল্লেখ করা থাকে। যদি সংশ্লিষ্ট কোর্সে ভর্তিতে আপনার যোগ্যতা মিলে যায় তাহলে ভর্তি হতে পারবেন। ধন্যবাদ।

  3. স্যার, কারিগরি স্বল্পমেয়াদী কোর্স এর ইলেক্ট্রিক্যাল ট্রেড গুলা দিয়ে বিদেশে যাওয়া যাবে কি? অর্থাৎ বইদেশে চলে কি?

  4. আসসালামু আলাইকুম।। স্যার শুন্য আসনে ভর্তির শেষ তারিখ ছিল 10।।
    তবে এখন lockdown তো এখন কি ভাবে কি করব😭😭।।দয়াকরে জানাবেন।।।কাগজ পত্র আজ ই সংগ্রহ করলাম কিন্তু আজ থাইকা বন্ধ সব।।।

  5. আমি ২০০৬ সালে এস এস সি পাশ। আমি সরকারি পলিটেকনিক হতে ৪ বছর মেয়াদী কোর্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবো কি?

    1. কারিগরি ভর্তি বিজ্ঞপ্তিতে কারা ভর্তি হতে পারবে সে বিষয়টি উল্লেখ থাকবে। তাই ভর্তির সময়ে বিজ্ঞপ্তি ভালোভাবে পড়লে বিষয়টি জানা যাবে। ধন্যবাদ।

    1. ৮ জানুয়ারি থেকে কারিগরির অনলাইনে আবেদন শুরু হতে হবে। এই প্রতিবেদনের নির্দেশনা অনুসরণ করে অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অভিজ্ঞ কারো সাহায্য নিতে হবে। ধন্যবাদ।

  6. তারিফুল হক তাজ

    জনাব, আমি ডিপ্লোমা ইন লাইভস্টক (গভ:) এ ভর্তি হতে ইচছুক। আমার এইচ এস সি উত্তীর্ণ সাল হলো ২০০৮। এসএসসি তে জিপিএ ৪.৫৬ এবং এইচএসসি তে ৪.৯০। আমি কি আমার পছন্দমত ডিপ্লোমাতে অংশগ্রহণ করতে পারব? আর ২০২৩ এর ভর্তি বিজ্ঞপ্তি কবে নাগাদ পেতে পারি? অনুগ্রহ করে জানালে উপকৃত হবো।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top