MMC Apps ব্যবহারে MMC Monitoring System এ মাল্টিমিডিয়া ক্লাস প্রেরণে, mmcm.gov.bd ঠিকানায়, মাল্টিমিডিয়া মনিটরিং সিস্টেম এ ক্লাস প্রেরণ করার নিয়ম জানুন।
MMC Apps সম্পর্কীত লেখায় আপনি যা জানতে পারবেন
- Multimedia Classroom কী তা জানতে পারবেন;
- Multimedia Classroom Monitoring System (MMC) এ Registration ও Login করার প্রক্রিয়া জানতে পারবেন;
- MMC Apps কী এবং মোবাইলে কীভাবে Download করা যাবে তা জানতে পারবেন;
- MMC Apps ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম এ ক্লাস প্রেরণ করতে পারবেন।
Multimedia Classroom কী?
Multimedia (মাল্টিমিডিয়া) হলো এমন একটি ডিজিটাল মাধ্যম, যেখানে লেখা, ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন প্রভৃতি তথ্যকে দর্শক-শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়।
আর Multimedia Classroom হলো এমন একটি শ্রেণি কক্ষ, যেখানে উপরোক্ত ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
আরো জানুন:
Shikkhok Batayon | শিক্ষক বাতায়ন | teachers.gov.bd | কন্টেন্ট ডাউনলোড
Shikkhok Batayon Content Upload | শিক্ষক বাতায়ন কন্টেন্ট আপলোড
Multimedia Classroom Monitoring System কী?
MMC Monitoring System হলো সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা মাল্টিমিডিয়া ক্লাসরুম এর প্রতিদিনকার কার্যক্রম মনিটরিং করা একটি সিস্টেম।
এখানে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষের প্রতিদিনের কার্যক্রম দেখা ও মনিটরিং করা যায়।
Multimedia Classroom Monitoring System এ প্রতিষ্ঠান নিবন্ধন করার নিয়ম
আপনার প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ বা উক্ত কার্যক্রম চালু থাকলে, মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমে ক্লাসের তথ্য প্রেরণের জন্য, প্রথমেই আপনার প্রতিষ্ঠানকে নিবন্ধন (Registration) করতে হবে।
অনলাইনে নিবন্ধনে জন্য MMC Monitoring System এর হোমপেজে যেতে হবে।
ঠিকানা: http://mmcm.gov.bd
এর পর হোমপেজের প্রথমে নেভিগেশন বারে শেষের দিকে, নিবন্ধন লেখা লিংক খুঁজে বের করুন।
মোবাইল ব্রাউজার হলে আড়াআড়িভাবে তিনটি দাগ দেওয়া চিহ্নে ক্লিক করলে শেষের দিকে নিবন্ধন লেখা লিংকটি পেয়ে যাবে।
আর যদি খুজে না পান, তাহলে লিংটিতে ক্লিক করুন।
ব্রাউজারের ভিন্ন ট্যাবে, নিবন্ধন পাতাটি ব্রাউজারে লোড হলে নিচের ছবির মত একটি পাতা দেখতে পাবেন।
এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো সঠিকভাবে নির্বাচন ও লিখে পূরণ করে, সবার শেষে আবেদন করুন লিংকটিতে ক্লিক করে আপনার আবেদন জমা দিন।
mmcm.gov.bd ওয়েবসাইটে Registration এর জন্য প্রয়োজনীয় তথ্য
উপরের ছবির মত নিবন্ধন পাতায় সবার আগে বিভাগ নির্বাচন করুন। এর পর জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ নির্বাচন করুন।
উক্ত বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে …নির্বাচন করুন… লেখার উপর ক্লিক করুন। দেখবেন এখানে আপনার প্রতিষ্ঠান যে বিভাগ, জেলা ও উপজেলায় অবস্থিত তা আগে থেকে দেওয়া আছে। আপনি শুধু নির্বাচন করুন।
এরপর শিক্ষা প্রতিষ্ঠানের স্তর নির্বাচনের ক্ষেত্রে চারকোনা ব্ক্সকে ক্লিক করুন। এবার আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখুন।
শিক্ষা প্রতিষ্ঠানের EIN নম্বর এর জায়গায় আপনার প্রতিষ্ঠানের সঠিক EIN নম্বর লিখুন।
শিক্ষা প্রতিষ্ঠানের ইমেইল এর জায়গায় কলেজের অফিসিয়াল ইমেইল ঠিকানাটি লিখুন।
শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নম্বর এর জায়গায় সঠিক মোবাইল নম্বরটি লিখুন।
শিক্ষা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড এর জায়গায় পাসওয়ার্ড লিখুন এবং তা কোন জায়গায় লিখে রাখুন। কারণ পরবর্তীতে লগইন করার সময় উক্ত পাসওয়ার্ড প্রয়োজন হবে।
পুনরায় পাসওয়ার্ড লিখুন অংশে পূর্বে যে পাসওয়ার্ডটি লিখেছেন তা পুনরায় লিখুন।
এবার দুটি সংখ্যার ক্যাপচা দেওয়া থাকবে তা নিচের ঘরে সতর্কতার সাথে লিখুন। এখানে যদি যোগ করতে দেওয়া থাকে তাহলে যোগফলটি নিচের ঘরে লিখুন।
সবার শেষে উপরোক্ত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করেছেন কী না তা ভালোভাবে দেখে, আবেদন করুন লিংকে ক্লিক করে, আপনার নিবন্ধন আবেদনটি কর্তৃপক্ষের নিকট জমা দিন।
কিছু সময়ের মধ্যে আপনার নিবন্ধন আবেদনটি মন্জুর হলে, আপনার প্রতিষ্ঠানের ইমেইল আর পাসওয়ার্ড ব্যবহার করে উক্ত সিস্টেমে লগইন করতে পারবেন।
MMC Apps কী?
Multimedia Classroom Apps হলো, মাল্টিমিডিয়া ক্লাসরুমের প্রতিদিনকার প্রতিবেদন দাখিলের একটি মাধ্যম।
MMC Apps এর মাধ্যমে দেশের প্রায় ২৫ হাজার মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের কার্যক্রম মনিটরিং করা হয় হয়।
এই Apps এর বৈশিষ্ট হলো, চলমান ক্লাসের ছবি, জিপিএস লোকেশন ব্যবহার করে প্রতিবেদন দাখিল করা যায়।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্বলিত স্মার্টফোন এর মাধ্যমে, এই অ্যাপস বিনামূল্যে ডাউনলোড করা যায়।
আরো দেখুন:
Education Ministry Notice Board | শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন 2019 | Ministry of Education Gazette
MMC Apps Download করার নির্দেশনা
MMC Apps Download করতে আপনার মোবাইল থেকে গুগল প্লে সেন্টারে যেতে হবে।
এরপর প্লে সেন্টার এর হোমপেজের সার্চ বক্সে MMC Apps Download লিখে সার্চ করুন।
সার্চ রেজাল্ট এর মধ্যে থেকে Access to Information Programme কর্তৃক প্রকাশিত, Multimedia Classroom Monitoring System Apps এর লিংকে ক্লিক করুন।
উক্ত অ্যাপসটি ওপেন হলে Install লেখা লিংকটিতে ক্লিক করুন। দেখবেন আপনার অ্যাপসটি ডাউনলোড হতে শুরু করেছে।
ডাউনলোড প্রক্রিয়া শেষ হলে Open লেখা একটি লিংক দেখতে পাবেন। এখানে ক্লিক করে অ্যাপসটি আপনার মোবাইলে ওপেন করুন।
আপনার মোবাইলে অ্যাপসটি ওপেন হওয়ার সময় আপনার ফোনের ক্যামেরা ও লোকেশন ব্যবহার করার জন্য কিছু পারমিশন চাইবে। সবখানে Yes করুন।
MMC Apps Login করার নিয়ম
আশা করি আপনি সফলভাবে প্রতিষ্ঠান নিবন্ধন ও MMC Apps Download করতে পেরেছেন।
এবার ক্লাস প্রতিবেদন দাখিলে লগইন করতে, MMC Apps টি ওপেন করুন। প্রথমেই নিচের ছবির মত একটি পাতা দেখতে পাবেন।
এখানে MMC Apps এর Login পাতায়, নিবন্ধন করার সময়কার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এখানে ইউজার নেম লেখা অংশে নিবন্ধনের সময় দেওয়া, প্রতিষ্ঠানের ইমেইল আইডি সঠিকভাবে লিখুন।
পাসওয়ার্ড অংশে নিবন্ধনের সময় দেওয়া পাসওয়ার্ড সঠিকভাবে লিখুন।
সবশেষে লগইন বাটনে ক্লিক করুন।
সঠিক ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হলে, আপনার প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন।
MMC Apps ব্যবহার করে ক্লাস প্রতিবেদন প্রেরণ করার নির্দেশনা
ক্লাস প্রতিবেদন দাখিল করতে, MMC Apps টিতে উপরোক্ত নির্দেশনা অনুযায়ী Login (লগইন) করলে, নিচের ছবির মত একটি পাতা দেখতে পাবেন।
এবার নিচের ছবির মত পাতাটি ভালোভাবে লক্ষ্য করুন।
এখানে প্রথমেই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন। এরপর আরো তিনটি অংশ ভালোভাবে লক্ষ্য করুন।
প্রতিবেদন দাখিল অংশে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুম এর প্রতিবেদন দাখিল করতে পারবেন।
পূর্ববর্তী প্রতিবেদন অংশে আপনার প্রতিষ্ঠানে পূর্বে দাখিলকৃত ক্লাস সম্পর্কে জানতে পারবেন।
সবশেষে আজকের ক্লাসের সংখ্যা অংশে দাখিলকৃত ক্লাসের সংখ্যা দেকতে পারবেন।
মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমে ক্লাসের তথ্য প্রেরণের জন্য, প্রতিবেদন দাখিল লেখা লিংকটিতে ক্লিক করুন।
নিচের ছবির মত একটি পাতা দেখতে পাবেন।
উপরের ছবির মত পাতাটি ভালোমত লক্ষ্য করুন।
সিলেক্ট বক্সে ক্লিক করে সংশ্লিষ্ট শ্রেণি নির্বাচন করুন।
এরপর বিষয় নির্বাচন করে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা লিখুন।
শিক্ষকের নাম অংশে পাঠদানরত শিক্ষকের নাম লিখুন।
ক্যামেরা আইকন সম্বলিত চলমান এমএমসির ছবি তুলুন অংশে ক্লিক করে আপনার মোবাইলে চলমান ক্লাসের ছবি তুলুন।
ছবিটি এমনভাবে তুলতে হবে যাতে শিক্ষার্থী ও চলমান মাল্টিমিডিয়া ক্লাস এর প্রজেক্টরের স্ক্রিন এর ছবি একসাথে আসে। তাই ক্লাসের পিছন দিক হতে শিক্ষার্থী সহ প্রোজেক্টর স্ক্রিনে চলমান ক্লাসের ছবি তুলুন।
সবার শেষে পরবর্তী ধাপ লেখা লিংকটিতে ক্লিক করুন।
নিচের ছবির মত একটি পাতা প্রদর্শিত হবে।
উপরের ছবির মত পাতায় পূর্বের পাতায় পূরণকৃত সকল তথ্য ও ছবি দেখতে পাবেন। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে দাখিল করুন লিংকটিতে ক্লিক করে প্রতিবেদনটি দাখিল করুন।
ব্যস কাজ শেষ। আর কোন কিছু ভুল লক্ষ্য করলে সংশোধন করুন লিংকে ক্লিক করে তথ্যগুলো সংশোধন করে আবারও তা দাখিল করতে পারবেন।
আপনার প্রতিবেদনটি দাখিল হলে আপনাকে বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং আপনার প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে গিয়ে, আজকে প্রেরিত প্রতিবেদনের সংখ্যা জানতে পারবেন।
বিঃদ্রঃ- উপরোক্ত নমুনা ছবিতে ‘চলমান এমএমসির ছবিতে’ ফাঁকা একটা ছবি ব্যবহার করা হয়েছে। এখানে পূর্বের নির্দেশনা মত ক্লাসের একটি ছবি যুক্ত করতে হবে।
MMC Apps ব্যবহার করে MMC Monitoring System এ ক্লাস প্রতিবেদন প্রেরণ, বা উক্ত সিস্টেমে Registration ও Login করতে অসুবিধা হলে, মন্তব্য করে জানাতে পারেন।
লেখাটি অন্য কারো সাথে শেয়ার করতে চাইলে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন।
তথ্যসূত্র:
MMC Apps Download ও MMC Monitoring System এ ক্লাস প্রেরণ সম্পর্কীত লেখাটি তথ্যনির্ভর ও প্রয়োজনীয় একটি লেখা।
মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমে ক্লাস প্রেরণে MMC Apps প্রয়োজনীয় একটি অ্যাপস। এমএমসি অ্যাপস ডাউনলোড করে mmcm.gov.bd সাইটে ক্লাস প্রেরণ করুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
Dhonnobad
MMC Apps সম্পর্কীত লেখায় মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন।
Mmc তে login হচ্ছেনা। user id ভুল বলছে।
প্রিয় জসীম উদ্দিন, আপনি MMC Apps login এর সমস্যার কথা জানিয়েছেন। সঠিক ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলে সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে কিছু বিষয়ের দিকে নজর দিতে পারেন-
ইউজার আইডি হিসাবে প্রদত্ত সঠিক ইমেইল ও পাসওয়ার্ড দিচ্ছেন কী না তা নিশ্চিত হয়ে নিন।
আপনার মোবাইলের MMC Apps টি আপডেটেড কী না তা দেখে নিন। যদি আপডেট ভার্সন না হয়ে থাকে তাহলে তা আপডেট করে নিন। অনেক সময় পুরাতন ভার্সনের অ্যাপস এ ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে। অ্যান্ড্রয়েড ফোন হলে গুগল প্লে সেন্টার থেকে তা আপডেট করতে পারবেন।
অনেক সময় দূর্বল নেটওয়ার্ক এর জন্যও এমন সমস্যা হতে পারে। তাই কিছুক্ষণ পর আবারও চেষ্টা করুন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
আরো জানার থাকলে প্রশ্ন করতে পারেন।
MMC রেজিষ্ট্রেশন করার জন্য প্রতিষ্ঠানের ইমেল ব্যবহার করতে হবে। কিন্তু MMC এর সদস্য হওয়ার জন্য এই ইমেলটি একবার ব্যবহৃত হয়েছে বিধায় এখন রেজিষ্ট্রেশন করতে গেলে একবার এই ইমেলটি ব্যবহৃত হয়েছে এ ধরনের একটি Message দেখানো হচ্ছে। ব্যবহৃত ইমেল দিয়ে আর রেজিষ্ট্রেশন করা যাচ্ছে না। এখন করনীয় কি?
ব্যবহৃত ইমেইল দিয়ে নতুন আরেকটি অ্যাকাউন্ট করা যাবে না। ভিন্ন ইমেইল ব্যবহার করতে হবে। ধন্যবাদ।
আমি শিক্ষক নিবন্ধন করতে যাচ্ছি,তখন জানাচ্ছে যে আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে।তাহলে আমি কিভাবে নিবন্ধন করবো?
এখন নিবন্ধনের সময়কার দেওয়া ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। ধন্যবাদ।
user id and Password ki প্রতিষ্ঠানের না শিক্ষকের
নিবন্ধনের সময় প্রতিষ্ঠান যে ইমেইল ও পাসওয়ার্ড দিয়েছিলো সেটা।
প্রতিবেদন ছক পূরণ করে “ছবি” তুললে ছবি সিলেক্ট হচ্ছে না- পরবর্তী ধাপে যেতে পারছি না। অ্যাপ আনইনস্টল করেও দেখেছি- ইন্টারনেট,লোকেশন চালু থাকে। এখন করণীয় কী?
ইন্টারনেট কানেশনশন চেক করে দেখুন। আর কিছু পরপর চেষ্ঠা করুন। এছাড়া বন্ধুদের মোবাইল ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ।
mmc app a goto mas er (july) er totall class kotota hoyece ki vabe janbo?
এটা অ্যাপসের ফাংশন থেকে জানা যাবে- আগে তাই যেতো। আপডেটের পর কেমন হয়েছে সে বিষয়ে জানা নেই। তবে একটু অ্যাপসটি ঘুরে-ফিরে দেখুন। ধন্যবাদ।
আমি অ্যাপসটি ডাউনলোড করতে পারছিনা, সার্চ দিলে এই নামে কোন অ্যাপস আসেনাভ