উপবৃত্তির জন্য আবেদন ফরম পূরণ করার নিয়ম ২০২৩

স্কুল-কলেজের ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির জন্য অনলাইন আবেদন ফরম পূরণ শুরু হয়েছে। উপবৃত্তি আবেদন ফরম পূরণ ও অনলাইন তথ্য এন্ট্রি করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

এই প্রতিবেদন থেকে, স্কুল-কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির অনলাইন উপবৃত্তি আবেদন ফরম পূরণ করার নিয়ম জানুন।

উপবৃত্তির জন্য আবেদন ফরম পূরণ করার নিয়ম 2023 [স্কুল-কলেজ ষষ্ঠ একাদশ শ্রেণি]

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), স্কুল-কলেজের ষষ্ঠ ও একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন ফরম পূরণের কাজ শুরু করেছে। স্কুল-কলেজে উপবৃত্তি অনলাইন আবেদন ফরম ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে এন্ট্রি করতে হবে।

উপবৃত্তি পেতে ইচ্ছুক যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের এই সময়ের মধ্যে উপবৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিতে হবে।

উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত যে সকল শিক্ষার্থীর তথ্য পূর্বে এন্ট্রি করা হয়নি তাদের তথ্যও MIS Software-এ এন্ট্রি করতে হবে।

আরো জানুন:

ভর্তি সহায়তা অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম (মাদ্রাসা একাদশ)

সরকারি ছুটির তালিকা ২০২৪ (বাংলাদেশের ছুটির ক্যালেন্ডার pdf)

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তি আবেদন ফরম পূরণের তারিখ

শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজে) অনলাইনে উপবৃত্তির অনলাইন আবেদন বর্ধিত সময়ে এন্ট্রি করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তি তথ্য MIS Software-এ এন্ট্রি করতে হবে।

উপবৃত্তি আবেদন ফরম ডাউনলোড 2023 pdf

মাধ্যমিক স্কুল ও কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে জমা দিতে হবে।

শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদনের পিডিএফ ফরম (চার পাতা) শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিচের প্রতিবেদন থেকে উপবৃত্তির ফরম ডাউনলোডের পর সকল তথ্য পূরণ করে, শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে উপবৃত্তির আবেদন করতে হবে।

উপবৃত্তির জন্য অনলাইন আবেদন ফরম পূরণের (এন্ট্রির) নিয়ম

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের সময়সূচি সহ আবেদন ফরম পূরণের নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। (নিচের বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানুন)।

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদনের প্রয়োজনীয় তথ্য-ডকুমেন্ট সংগ্রহ করে শিক্ষা প্রতিষ্ঠানকে HSP-MIS ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

১। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে/১৮ বছরের কম শিক্ষার্থীদের পিতা/মাতার সাথে যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে।

২। যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খোলা হলে MIS-এ শিক্ষার্থীর এন্ট্রিকৃত হিসাবধারীর নামের স্থলে প্রথমে শিক্ষার্থীর নাম, তারপর and এবং তারপর দ্বিতীয় হিসাবধারীর নাম ইংরেজিতে এন্ট্রি করতে হবে।

৩। বৃত্তির গেজেটে শিক্ষার্থীর নামের বানান, MIS সফটওয়্যার-এ শিক্ষার্থীর নামের বানান এবং হিসাবধারীর নামের বানান অভিন্ন হবে।

বৃত্তির গেজেটে নামের বানানে হাইফেন ( – ) থাকলে MIS সফটওয়্যার-এ শিক্ষার্থীর নামের বানানে হাইফেন দিতে হবে।

কিন্তু হিসাবধারীর নামের স্থলে শিক্ষার্থীর নামের বানানে হাইফেনের স্থলে Single Space দিতে হবে।

৪। শিক্ষার্থীর নামীয় ব্যাংক হিসাব নম্বর ব্যতীত পিতা/মাতা/অন্য কারও ব্যাংক হিসাব নম্বর প্রদান করা যাবে না।

৫। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।

৬। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৭। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর পরীক্ষার নাম ও সন, পরীক্ষার আইডি/রেজিষ্ট্রেশন নম্বর এবং প্রাপ্ত CGPA সঠিকভাবে পূরণ করতে হবে।

৮। বৃত্তির ক্যাটাগরি (মেধা/সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে।

৯। ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।

১০। ব্যাংক হিসাবটি বর্তমানে অবশ্যই সচল (Active) থাকতে হবে।

১১। বিকাশ, শিউর ক্যাশ, নগদসহ এ ধরণের কোন এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান করা যাবে না।

১২। একটি পরীক্ষার বিপরীতে একজন শিক্ষার্থীর একাধিক এন্ট্রি (Multiple Entry) করা যাবে না। Multiple Entry থাকলে সঠিক এন্ট্রি রেখে অবশিষ্ট এন্ট্রি নিষ্ক্রিয় (Deactivate) করতে হবে।

১৩। শিক্ষার্থীদের তথ্য MIS Software-এ যথাযথভাবে এন্ট্রি হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য অবশ্যই দুই জন শিক্ষককে দায়িত্ব প্রদান করতে হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সংক্রান্ত নোটিশ দেখুন।

উপবৃত্তির আবেদন করার নিয়ম

মাউশি স্কুল-কলেজ উপবৃত্তি ২০২৩ কবে দিবে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপবৃত্তি কবে দিবে এটা আগে থেকে বলা সম্ভব নয়।  উপবৃত্তির আবেদন ফরম পূরণ চলবে ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। এরপর আবেদন যাচাই বাছাই করা হবে। তারপর যোগ্য প্রার্থী নির্বাচন করে উপবৃত্তি প্রদান করা হবে।

2023 সালের স্কুল-কলেজ ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির আবেদন ফরম পূরণ করার নিয়ম জানতে উপরোক্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। কোন বিষয় জানার থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

কলেজ ছুটির তালিকা ২০২৪ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ১১/১২/২০২৩ খ্রি. তারিখ ১২:২৭ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“উপবৃত্তির জন্য আবেদন ফরম পূরণ করার নিয়ম ২০২৩”-এ 9-টি মন্তব্য

  1. উপবৃত্তির ফরম

    জবাব
    • উপবৃত্তি ফরম সংগ্রহের লিংক এখানে দেওয়া আছে।

  2. আমার স্টুডেস্ট আইডি টা হারিয়ে পেলচি . কিন্তু আইডি টা কিভাবে পাব।

    জবাব
    • আবেদন ওয়েবসাইটে দেখুন, ওখানে আইডি পুনরুদ্ধারের কোন অপশন আছে কী না।

  3. SSC exam 2022,result 4.17

    জবাব
  4. school college er upobritti kobe dibe

    জবাব
    • আবেদন শেষ হলে সবাইকে একসাথে উপবৃত্তি দিবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে জানতে পারবেন।

মন্তব্য করুন