ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [পরীক্ষার সিলেবাস ও মানবন্টন]

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের বিডিএস ১ম বর্ষ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অনলাইনে আবেদন ১৫ জানুয়ারি থেকে ৩ মার্চ তারিখ পর্যন্ত। আবেদন ফি ১০০০/= টাকা। আবেদনের যোগ্যতা, প্রশ্নের মানবণ্টন ও পরীক্ষার তারিখ সম্পর্কে জানুন।

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [বিডিএস ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন]

দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

১৪ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dgme.portal.gov.bd), ডেন্টাল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ) ডা. মোঃ মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, ডেন্টালের ভর্তির প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

ডেন্টাল কলেজের বিডিএস কোর্সের ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে ১৫ জানুয়ারি থেকে। আবেদন  করা যাবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ মার্চ ২০২৪ খ্রি. তারিখে।

অনলাইন আবেদন ও প্রবেশপত্র ডাউনলোডের ঠিকানা: http://dgme.teletalk.com.bd/bds/index.php

আরো জানুন:

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ [যোগ্যতা ও সময়সূচি]

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার যোগ্যতা

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীকে নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে।

আবেদনকারী প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২০২৩ সনে এইচএসসি/’এ’ লেভেল সমমান ও ২০২১ সনে ‘ও’ লেভেল সমমান অথবা ২০২২ সনে এইচএসসি/’এ’ লেভেল সমমান ও ২০২০ সনে এসএসসি/’ও” লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তবে শর্ত থাকে যে, এইচএসসি/সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী ০২ (দুই) বছরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ হতে হবে।

এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

সকলের জন্যে এইচএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

ডেন্টাল ভর্তির অনলাইন আবেদন ও পরীক্ষার তারিখ

অনলাইনে আবেদন শুরুর তারিখ : ১৫/০১/২০২৪ খ্রি. (সকাল ১০.০০ টা)।

অনলাইনে আবেদনের শেষ তারিখ : ০৩/০২/২০২৪ খ্রি (রাত ১১:৫৯ মি.)।

পরীক্ষা ফি ১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ : ০৪/০২/২০২৪ থ্রি. (রাত ১১.৫৯ মি.)।

প্রবেশ পত্র বিতরণ (ডাউনলোড) : ২৫/০২/২০২৪ খ্রি, রবিবার হতে ২৭/০২/২০২৪ খ্রি. পর্যন্ত।

ভর্তি পরীক্ষার তারিখ : ০৮/০৩/২০২৪ খ্রি. শুক্রবার, সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত।

ডেন্টাল ভর্তি পরীক্ষার মানবন্টন

১০০ (একশত) নম্বরের ১০০ (একশত) টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস: জীববিজ্ঞান ৩০; রসায়ন ২৫; পদার্থবিদ্যা ২০; ইংরেজি ১৫; সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০।

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। ভর্তিযোগ্য পরীক্ষার্থীদের মেধা তালিকাসহ ফল প্রকাশ করা হবে।

ডেন্টাল কলেজের ভর্তির মেধাতালিকার রেজাল্ট প্রকাশের নিয়ম

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্ন লিখিতভাবে মূল্যায়ন করা হবে।

ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ = ৭৫ নম্বর (সর্বোচ্চ)।

খ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ)।

লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং উপরে বর্ণিত পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট (Aggregated) নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধা তালিকা তৈরী করা হবে।

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [Dental Admission Circular pdf 2024]

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর জন্য প্রযোজ্য হবে।

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [Dental Admission Circular 2024]

২০২৪ সালের ডেন্টাল কলেজে ভর্তি আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এমবিবিএস মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [MBBS Admission 2024]

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি ২০২৪ [CUET RUET KUET Admission]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি তথ্য ২০২৩-২০২৪

তথ্যসূত্র-

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন