গুচ্ছ প্রকৌশল ভর্তি সার্কুলার ২০২৪ [চুয়েট রুয়েট কুয়েট]

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চুয়েট রুয়েট কুয়েট গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। অনলাইনে admissionckruet.ac.bd ওয়েবসাইটে ভর্তি আবেদন গ্রহণ করা হবে ২৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত।

ভর্তির আবেদন ফি ক-গ্রুপের ১৩৫০/= টাকা ও খ-গ্রুপের জন্য ১৪৫০/= টাকা পরিশোধ করতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ মার্চ তারিখে।

গুচ্ছ প্রকৌশল ভর্তি সার্কুলার ২০২৪ [CUET RUET KUET Admission 2024]

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশের তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে।

ভর্তি কার্যক্রম তথা ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। আবেদন গ্রহণ চলবে ৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষা ৩ মার্চ অনুষ্ঠিত হবে।

প্রকৌশল গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি ড. সুদীপ কুমার পাল ও সদস্য-সচিব অধ্যাপক ড. মো. মহি উদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি সার্কুলারে এসব তথ্য জানা গেছে।

এবারও একই গুচ্ছে ভর্তি করবে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

আরো পড়ুন:

বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৪: ভর্তির যোগ্যতা ও পরীক্ষার সময়সূচী

ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি ২০২৪: DU Admission 2024

গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

২০২৪ সালের গুচ্ছ প্রকৌশলের ১ম বর্ষের ভর্তির অনলাইন আবেদন ২৪ জানুয়ারি সকাল ১০ টা হতে শুরু হবে।

ভর্তি আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

কেবলমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ভর্তি আবেদনের ঠিকানা: https://admissionckruet.ac.bd/

ভর্তি ফি ক-গ্রুপের জন্য ১৩৫০/- টাকা, আর খ-গ্রুপের জন্য ১৪৫০/- টাকা অনলাইনে প্রদান করতে হবে।

ভর্তি ফি পরিশোধ করা যাবে ৮ ফেব্রুযারি তারিখ পর্যন্ত। প্রকৌশল গুচ্ছে আবেদনের পর ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশিত হবে ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে।

প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। ভর্তি পরীক্ষা ৩ মার্চ ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র সমূহে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা বা গুচ্ছ প্রকৌশলের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ১৮ মার্চ তারিখে। এই তারিখে বিশ্ববিদ্যালয় ও বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তি নিয়মাবলী ও ভর্তির তারিখ জানানো হবে।

আরো পড়ুন:

চবি ভর্তি পরীক্ষা তথ্য ২০২৪: CU Admission 2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি ২০২৪ (২২ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৪

তিন গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে।

(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

(খ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২০ ইং অথবা ২০২১ ইং সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে ।

(গ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৩ ইং সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অথবা ২০২২ ইং সালের নভেম্বর বা তার পরে GCE ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

প্রার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪.০০ পেতে হবে এবং ইংরেজী বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয় সমূহের সর্বমোট গ্রেড পয়েন্ট ১৮.০০ হতে হবে।

ইংরেজী ভার্সন/বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে উক্ত বিষয় সমূহে সমতুল্য গ্রেড পেতে হবে।

এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

(ঘ) প্রার্থীকে GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেল উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে।

GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে।

এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE ‘A’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ‘B’ গ্রেড পেতে হবে।

(ঙ) কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ইং সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা

সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজী বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০,০০০ যোগ্য প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে ।

ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে GCE ‘O’ লেভেল / GCE ‘A’ লেভেল এবং সংরক্ষিত আসনের জন্য সকল সঠিক আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন

২০২৪ সালের গুচ্ছ ইঞ্জিনিয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ২০২৩ সালের বোর্ড কর্তৃক প্রকাশিত উচ্চ মাধ্যমিকের সিলেবাসে অনুষ্ঠিত হবে।

ক ও খ-গ্রুপের ভর্তি পরীক্ষায় গণিত, রসায়ন, পদার্থ ও ইংরেজী বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে।

এমসিকিউ পদ্ধতিতে এবং খ-গ্রুপের জন্য অতিরিক্ত মুক্ত হস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ভুল উত্তরের জন্য প্রশ্নের ২৫% নম্বর কাটা যাবে।

ভর্তি পরীক্ষা ক-গ্রুপের ৫০০ নম্বরের এমসিকিউ (MCQ) প্রশ্নপত্রে নেওয়া হবে।

আর খ-গ্রুপের ৫০০ নম্বর এমসিকিউ এর সাথে অংকন ২০০ নম্বর মিলে ৭০০ নম্বরে অনুষ্ঠিত হবে।

গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে এবারে ৩ হাজার ২৩১টি জনকে ভর্তি করা হবে। এর মধ্যে ২১টি আসন সংরক্ষিত থাকবে। চুয়েটের মোট আসন সংখ্যা ৯৩১ টি, চুয়েটের ১০৬৫ টি ও রুয়েটের আসন সংখ্যা ১২৩৫ টি।

গুচ্ছে থাকা তিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর তালিকা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। www.cuet.ac.bd

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। www.ruet.ac.bd

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। www.kuet.ac.bd

CUET RUET KUET Engineering Admission Circular 2023-2024

২০২৪ সালের গুচ্ছ তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। ভর্তির অনলাইন আবেদনের আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

গুচ্ছ প্রকৌশল ভর্তি সার্কুলার ২০২৪ [চুয়েট রুয়েট কুয়েট]

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের চুয়েট, রুয়েট ও কুয়েট ইঞ্জিনিয়ারিং স্নাতক ১ম বর্ষ কোর্সের ভর্তি সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

গুচ্ছে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ মাত্রই আমরা এখানে তা যুক্ত করবো।

আরো দেখুন:

মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে (এমবিবিএস)

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ (স্নাতক অনার্স ১ম বর্ষ)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

তথ্যসূত্র:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সবশেষ আপডেট: ১৬/০১/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ০৭:৩৭ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন