গুচ্ছ প্রকৌশল ভর্তি সার্কুলার ২০২৩ [চুয়েট রুয়েট কুয়েট]

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চুয়েট রুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। অনলাইনে admissionckruet.ac.bd ওয়েবসাইটে ভর্তি আবেদন গ্রহণ করা হবে ১০-২২ মে তারিখ পর্যন্ত।
ভর্তির আবেদন ফি ক-গ্রুপের ১২০০/= টাকা ও খ-গ্রুপের জন্য ১৩০০/= টাকা পরিশোধ করতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুন তারিখে।
গুচ্ছ প্রকৌশল ভর্তি সার্কুলার ২০২৩ [চুয়েট রুয়েট কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩]
সূচীপত্র...
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশের তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে।
ভর্তি কার্যক্রম তথা ভর্তির অনলাইন আবেদন শুরু করা হবে ১০ মে থেকে, চলবে ২২ মে ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষা ১৭ জুন অনুষ্ঠিত হবে।
প্রকৌশল গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও সদস্য-সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক ভর্তি সার্কুলারে এসব তথ্য জানা গেছে।
এবারও একই গুচ্ছে ভর্তি করবে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) গুচ্ছে ভর্তি
আরো পড়ুন:
বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩: ভর্তির যোগ্যতা ও পরীক্ষার সময়সূচী
ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি ২০২৩: DU Admission 2023
গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩
২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তির অনলাইনে ভর্তি আবেদন ১০ মে সকাল ৯ টা হতে শুরু হবে। ভর্তি আবেদন করা যাবে ২২ মে ২০২৩ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
কেবলমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ভর্তি আবেদনের ঠিকানা: https://admissionckruet.ac.bd/
এবারেও গতবারের মত ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ভর্তি ফি ক-গ্রুপের জন্য ১২০০/- টাকা, আর খ-গ্রুপের জন্য ১৩০০/- টাকা অনলাইনে প্রদান করতে হবে।
ভর্তি ফি পরিশোধ করা যাবে ২৩ মে পর্যন্ত। প্রকৌশল গুচ্ছে আবেদনের পর ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশিত হবে ০৩ জুন ২০২৩ খ্রি. তারিখে।
প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ৪ জুন থেকে। ভর্তি পরীক্ষা ১৭ জুন ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র সমূহে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে ৮ জুলাই তারিখে। এই তারিখে বিশ্ববিদ্যালয় ও বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তি নিয়মাবলী ও ভর্তির তারিখ জানানো হবে।
আরো পড়ুন:
চবি ভর্তি পরীক্ষা তথ্য ২০২৩: CU Admission 2023
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি ২০২৩ (২২ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩
বাংলাদেশের সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড হতে ২০১৯/২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৪.০০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে পৃথকভাবে প্রতিটিতে গ্রেড পয়েন্ট ৫.০০ থাকতে হবে। অর্থাৎ তিন বিষয়ে মোট ১৫ গ্রেড পয়েন্ট হতে হবে। ইংরেজী বিষয়ে ৪.০০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
উপরোক্ত চার বিষয়ের মেধাক্রম হিসাবে মোট ৩৩ হাজার পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তিতে এইচএসসি জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০০ থাকতে হবে।
ইংরেজী মিডিয়াম এ-লেভেল, ও-লেভেল প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ যোগ্যতা, নিচের অনুচ্ছেদে সংযুক্ত ভর্তি বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানুন।
গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন
২০২৩ সালের গুচ্ছ ইঞ্জিনিয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ২০২২ সালের বোর্ড কর্তৃক প্রকাশিত উচ্চ মাধ্যমিকের সিলেবাসে অনুষ্ঠিত হবে।
ক ও খ-গ্রুপের ভর্তি পরীক্ষায় গণিত, রসায়ন, পদার্থ ও ইংরেজী বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে।
এমসিকিউ পদ্ধতিতে এবং খ-গ্রুপের জন্য অতিরিক্ত মুক্ত হস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি ভুল উত্তরের জন্য প্রশ্নের ২৫% নম্বর কাটা যাবে।
ভর্তি পরীক্ষা ক-গ্রুপের ৫০০ নম্বরের এমসিকিউ (MCQ) প্রশ্নপত্রে নেওয়া হবে।
আর খ-গ্রুপের ৫০০ নম্বর এমসিকিউ এর সাথে অংকন ২০০ নম্বর মিলে ৭০০ নম্বরে অনুষ্ঠিত হবে।
গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে এবারে ৩ হাজার ২৩১টি জনকে ভর্তি করা হবে। এর মধ্যে ২১টি আসন সংরক্ষিত থাকবে। চুয়েটের মোট আসন সংখ্যা ৯৩১ টি, চুয়েটের ১০৬৫ টি ও রুয়েটের আসন সংখ্যা ১২৩৫ টি।
গুচ্ছে থাকা তিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর তালিকা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। www.cuet.ac.bd
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। www.ruet.ac.bd
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। www.kuet.ac.bd
CUET RUET KUET Engineering Admission Circular 2022-2023
২০২৩ সালের গুচ্ছ তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। ভর্তির অনলাইন আবেদনের আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
২০২৩ সালের চুয়েট, রুয়েট ও কুয়েট ইঞ্জিনিয়ারিং স্নাতক ১ম বর্ষ কোর্সের ভর্তি সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
গুচ্ছে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ মাত্রই আমরা এখানে তা যুক্ত করবো।
আরো দেখুন:
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ (স্নাতক অনার্স ১ম বর্ষ)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
তথ্যসূত্র:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সবশেষ আপডেট: ০৮/০৫/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ ০৯:৪০ পূর্বাহ্ণ।