একাদশ শ্রেণির ভর্তির ২য় দফার ফল ৪ জুলাই, রেজাল্ট দেখুন

২০২৪ সালের এইচএসসি আলিম একাদশ শ্রেণির ২য় দফার ভর্তির ফল প্রকাশ করা হবে ৪ জুলাই তারিখ রাত ৮টার সময়। একই সাথে ১ম মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে।

একাদশ শ্রেণির ভর্তির ২য় পর্যায়ের মেধা তালিকার ফলাফল এসএমএস ও অনলাইনে (xiclassadmission.gov.bd) জানা যাবে।

একাদশ শ্রেণির ২য় দফার ভর্তির ফলাফল প্রকাশ ৪ জুলাই, রেজাল্ট দেখুন

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি-আলিমের একাদশ শ্রেণির ২য় দফার ভর্তির ফলাফল ৪ জুলাই তারিখ রাত ৮ টার সময় প্রকাশ করা হবে।

একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘরে বসে নিজ নিজ ভর্তি ফলাফল জানতে পারবেন। মোবাইল এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশের ভর্তি ফল জানা যাবে।

যে সকল শিক্ষার্থীরা এসএসসি সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ ও নম্বরের ভিত্তিতে, কোন একটি কলেজে নির্বাচিত হবেন সে কলেজের নাম জানা যাবে।

উল্লেখ্য, একাদশের ২য় দফার অনলাইন আবেদন গ্রহণ করা হয়েছে ৩০ জুন থেকে ২ জুলাই ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। একাদশের দ্বিতীয় দফার ভর্তি ফলাফল প্রকাশ করা হবে ৪ জুলাই সন্ধার সময়।

মোবাইল এসএমএস ও অনলাইনে ভর্তি ওয়েবসাইটে একাদশ ভর্তির ফল দেখা যাবে। নিচের অনুচ্ছেদে ২য় দফার ভর্তি ফলাফল দেখার নিয়ম জানুন।

আরো জানুন:

এইচএসসি ভর্তি ২০২৪: মেধা তালিকার ভর্তি রেজাল্ট দেখুন

HSC XI Class Online Admission 2024: একাদশ শ্রেণির ভর্তি ২০২৪

২০২৪ সালের একাদশ শ্রেণির ২য় পর্যায়ের ভর্তি রেজাল্ট নিয়ম

২০২৪ সালের একাদশ ভর্তির ২য় পর্যায় আবেদনের ভর্তি রেজাল্ট পাওয়া যাবে ৪ জুলাই বৃহস্পতিবার রাত ০৮:০০ ঘটিকার সময়। ভর্তি রেজাল্ট প্রকাশের পরপরই মোবাইল এসএমএস ও ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট থেকে জানা যাবে।

ভর্তি রেজাল্ট প্রকাশের পর, ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ভর্তি ফল, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এছাড়া ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট থেকে ভর্তি রেজাল্টের বিস্তারিত জানা যাবে। (নিচের অনুচ্ছেদে অনলাইনে একাদশের ফলাফল দেখার নিয়ম জানুন)।

যারা ২য় পর্যায় ভর্তি রেজাল্টে কোন একটি কলেজে নির্বাচিত হবেন, তাদের ভর্তি রেজাল্ট এর এসএমএস-এর সাথে একটি গোপনীয় কোড প্রদান করা হবে। এই গোপনীয় কোড চুড়ান্ত কলেজ নিশ্চায়নের জন্য সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেয়া কলেজ পছন্দক্রম ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল, কোটা ইত্যাদির ভিত্তিতে শুধুমাত্র ১টি কলেজেই সিলেকশন পাবে।

যারা কোন কারণে মোবাইল এসএমএস পাবেন না, তারা ভর্তির ওয়েবসাইটে দিয়ে ভর্তি ফলাফলের বিষয়টি নিশ্চিত হতে পারেন।

আরো পড়ুন:

একাদশ ভর্তি রেজাল্ট ২০২৪: এসএমএস ও অনলাইনে ফলাফল দেখুন

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: ভর্তি ফলাফল ২৩ জুন

একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট দেখার নিয়ম (১ম মেধাতালিকা ফলাফল)

xiclassadmission.gov.bd ওয়েবসাইটে একাদশ ভর্তির ফলাফল জানার নিয়ম

অনলাইনে একাদশের ভর্তি ফল জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

একাদশের ভর্তি ফল পেতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।

উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

ভর্তি ওয়েবসাইটের লগইন পাতাটি ওপেন হলে শিক্ষার্থীর নিজ তথ্য দিয়ে নিজ প্রোফাইলের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। শিক্ষার্থীর নিজ প্রোফাইল থেকে একাদশের ভর্তি রেজাল্ট দেখা যাবে।

এইচএসসি আলিম একাদশের ভর্তির প্রাথমিক কলেজ নিশ্চয়ন

ভর্তি রেজাল্টে নির্বাচিত শিক্ষার্থীদের নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩৩৫/= (তিন শত পঁয়ত্রিশ) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে।

উল্লেখ্য, ২য় দফার শিক্ষার্থীদের ৫ থেকে ৮ জুলাই ২০২৪ খ্রি. তারিখের মধ্যে কলেজ নিশ্চয়ন ফি পরিশোধ করতে হবে।

নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চায়ন না করলে, শিক্ষার্থীর সংশ্লিষ্ট কলেজ মনোনয়ন ও আবেদন বাতিল হবে। কলেজ নিশ্চায়ন না করলে কলেজ সিলেকশন বাতিল হবে। তাই এবিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।

কলেজের একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

BTEB Admission 2024 (Technical Board HSC BM-Vocational Diploma)

তথ্যসূত্র:

xiclassadmission.gov.bd.

সবশেষ আপডেট: ০২/০৭/২০২৪ খ্রি. তারিখ ০৬:৫৭ অপরাহ্ন।

“একাদশ শ্রেণির ভর্তির ২য় দফার ফল ৪ জুলাই, রেজাল্ট দেখুন”-এ 18-টি মন্তব্য

  1. কোন শিক্ষার্থী আবেদন বাতিল করার ইচ্ছা করলে, পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুন ভাবে আবেদন করতে পারবে

    এই বিষয় টা কেউ বুঝিয়ে বলেন প্লিজ! আমার ছোট ভাই একাদশ শ্রেনির অনলাইনে আবেদন করেছে কিন্তু কলেজ পছন্দ হয়নি।কিন্তু ভুলে নিশ্চয়ন করে ফেলছে।এখন কি ৩ য় বার আবার আবেদন করতে পারবে???
    😕😕😕

    জবাব

মন্তব্য করুন