একাদশ শ্রেণির ভর্তির ৩য় দফার ফলাফল ১৮ জানুয়ারি, রেজাল্ট দেখুন

একাদশ শ্রেণির ভর্তির ফলাফল ২০২২

২০২৩ সালের এইচএসসি একাদশ শ্রেণির ৩য় দফার ভর্তির ফলাফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি তারিখ রাত ৮টার সময়। একাদশ শ্রেণির ভর্তি ৩য় পর্যায়ের মেধা তালিকার ফলাফল এসএমএস ও অনলাইনে জানা যাবে।

একাদশ শ্রেণির ৩য় দফার ভর্তির ফলাফল প্রকাশ ১৮ জানুয়ারি, রেজাল্ট দেখার নিয়ম

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৩য় দফার ভর্তির ফলাফল ১৮ জানুয়ারি তারিখ বুধবার রাত ৮ টার সময় প্রকাশ করা হবে।

একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘরে বসে নিজ নিজ ভর্তি ফলাফল জানতে পারবেন। মোবাইল এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশের ভর্তি ফল জানা যাবে।

যে সকল শিক্ষার্থীরা এসএসসি সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ ও নম্বরের ভিত্তিতে, কোন একটি কলেজে নির্বাচিত হয়েছেন সে কলেজের নাম জানা যাবে।

উল্লেখ্য, একাদশের ৩য় পর্যায়ের অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে ১৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। একাদশের ৩য় পর্যায়ের ভর্তি ফলাফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি বুধবার রাত সন্ধার সময়।

মোবাইল এসএমএস ও অনলাইনে ভর্তি ওয়েবসাইটে একাদশ ভর্তির ফল দেখা যাবে। নিচের অনুচ্ছেদে ৩য় দফার ভর্তি ফলাফল দেখার নিয়ম জানুন।

আরো জানুন:

এইচএসসি ভর্তি ২০২২: মেধা তালিকার ভর্তি রেজাল্ট দেখুন

HSC XI Class Online Admission 2022: একাদশ শ্রেণির ভর্তি ২০২২

২০২২ সালের একাদশ শ্রেণির ৩য় দফার ভর্তি রেজাল্ট জানার উপায়

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশের ৩য় পর্যায় আবেদনে ভর্তি রেজাল্ট পাওয়া যাবে ১৮ জানুয়ারি রাত ০৮:০০ ঘটিকার সময়। ভর্তি রেজাল্ট প্রকাশের পরপরই মোবাইল এসএমএস ও ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট থেকে জানা যাবে।

ভর্তি রেজাল্ট প্রকাশের পর, ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ভর্তি ফল, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এছাড়া ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট থেকে ভর্তি রেজাল্টের বিস্তারিত জানা যাবে। (নিচের অনুচ্ছেদে অনলাইনে একাদশের ফলাফল দেখার নিয়ম জানুন)।

যারা ২য় পর্যায় ভর্তি আবেদনের পর কোন একটি কলেজে নির্বাচিত হবেন, তাদের ভর্তি রেজাল্ট এর এসএমএস-এর সাথে একটি গোপনীয় কোড প্রদান করা হয়েছে। এই গোপনীয় কোড চুড়ান্ত কলেজ নিশ্চায়নের জন্য সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেয়া কলেজ পছন্দক্রম ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল, কোটা ইত্যাদির ভিত্তিতে শুধুমাত্র ১টি কলেজেই সিলেকশন পাবে।

যারা কোন কারণে মোবাইল এসএমএস পাবেন না, তারা ভর্তির ওয়েবসাইটে দিয়ে ভর্তি ফলাফলের বিষয়টি নিশ্চিত হতে পারেন।

আরো পড়ুন:

College Admission Result 2022: এইচএসসি ভর্তি ফলাফল ২০২২

এইচএসসি-আলিম ভর্তি রেজাল্ট ২০২২: প্রকাশিত ফলাফল দেখার নিয়ম

xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে একাদশ ভর্তির ফলাফল জানার নিয়ম

অনলাইনে একাদশের ভর্তি ফল জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

একাদশের ভর্তি ফল পেতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।

http://smart5.xiclassadmission.gov.bd/board/viewResult22_23

উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

ভর্তি রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হলে শিক্ষার্থীর নিজ তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন।

এবার ভর্তির আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি/সমমান পরীক্ষার রোল ও রেজি. নম্বরের তথ্য লিখে দিন। এরপর বোর্ড ও পাশের সন নির্বাচন করুন।

Verification কোডটি ফাঁকা টেক্স বক্সে লিখে, সবশেষে View Result বাটনে ক্লিক করুন।

কিছু সময়ের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী কোন কলেজে নির্বাচিত হয়েছেন তা দেখা যাবে।

এইচএসসি একাদশের ভর্তির প্রাথমিক কলেজ নিশ্চয়ন

ভর্তি রেজাল্টে নির্বাচিত শিক্ষার্থীদের নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩২৮/= (দুই শত আটাশ) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে।

উল্লেখ্য, ৩য় দফার শিক্ষার্থীদের ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখের মধ্যে কলেজ নিশ্চয়ন ফি পরিশোধ করতে হবে।

নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চায়ন না করলে, শিক্ষার্থীর সংশ্লিষ্ট কলেজ মনোনয়ন ও আবেদন বাতিল হবে। কলেজ নিশ্চায়ন না করলে কলেজ সিলেকশন বাতিল হবে। তাই এবিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।

কলেজ নিশ্চায়ন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

BTEB Admission 2022 (Technical Board HSC BM-Vocational Diploma)

তথ্যসূত্র:

xiclassadmission.gov.bd.

সবশেষ আপডেট: ১৬/০১/২০২৩ খ্রি. তারিখ ০৪:৪৫ অপরাহ্ন।

Share This:

18 Comments

  1. কোন শিক্ষার্থী আবেদন বাতিল করার ইচ্ছা করলে, পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুন ভাবে আবেদন করতে পারবে

    এই বিষয় টা কেউ বুঝিয়ে বলেন প্লিজ! আমার ছোট ভাই একাদশ শ্রেনির অনলাইনে আবেদন করেছে কিন্তু কলেজ পছন্দ হয়নি।কিন্তু ভুলে নিশ্চয়ন করে ফেলছে।এখন কি ৩ য় বার আবার আবেদন করতে পারবে???
    😕😕😕

    1. নিশ্চায়ন করে ফেললে আর সুযোগ নেই। নিশ্চায়ন মানে সে উক্ত কলেজে ভর্তি হবে। তবে মাইগ্রেশনে উপরের দিকের কলেজে যেতে পারে। ধন্যবাদ।

    1. আমার ছোট ভাইয়ের ৩য় ধাপে কলেজ সিলেকশনের রেজাল্ট আজকে পেয়েছি। কিন্তু ও যেই কলেজে সিলেক্ট হয়েছে। ওই কলেজ ওর পছন্দ না। এইক্ষেত্রে এখন কি আর মাইগ্রেশনের সুযোগ আছে?? আর যদি মাইগ্রেশন সম্ভব হয় তাহলে তার রেজাল্ট কবে দিতে পারে?? দয়া করে বলবেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + 6 =