এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

স্কুল-কলেজ সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২১ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রনালয়। এতে ৫০% কলেজ প্রভাষক সহকারী অধ্যাপক পদ পাচ্ছেন।

প্রভাষক হতে সহাকারী অধ্যাপক/জৈষ্ঠ প্রভাষক পদের পদোন্নতির বিষয়ে ১১ আগস্ট ২০২২ খ্রি. তারিখে কমিটি গঠন করা হয়েছে।

সদ্য সংবাদ: মাদ্রাসার বাংলা ও ইংরেজী বিষয়ের সহকারি শিক্ষকের নিয়োগ ও এমপিও যোগ্যতা সংশোধন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

স্কুল-কলেজ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (২৮ মার্চ ২০২১ সংশোধিত)

বহুল প্রতিক্ষিত স্কুল-কলেজের সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২১ প্রকাশ করা হয়েছে। দীর্ঘ দিনের শিক্ষক-কর্মচারীদের দাবীর মুখে শিক্ষা মন্ত্রণালয় এই নীতিমালা সংশোধনে করে।

শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে, নতুন সংশোধিত এমপিও নীতিমালা ২৯/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

এর আগে মাদ্রসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিও নীতিমালার সংশোধন করে ২০২০ সালে প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: Ministry of Education Gazette

MPO Notice Teacher Salary Sheet দেখার নিয়ম জানুন

কলেজের প্রভাষক ৮ ও ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

২০২১ খ্রিষ্টাব্দে ২৯ মার্চ প্রকাশিত নতুন সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামোয়  শিক্ষকদের জন্য কিছু সুখবর আছে।

উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের প্রভাষক চাকুরীর ৮বছর পূর্তিতে, কলেজের মোট প্রভাষকের ৫০% জৈষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন।

উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে জৈষ্ঠ প্রভাষক, আর ডিগ্রি কলেজের ক্ষেত্র সহকারী অধ্যাপক নামে একই স্কেলে দুটি পদ থাকবে।

তবে এক্ষেত্রে ১০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে যোগ্য শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে।

আগে যেখানে খুব অল্প সংখ্যক প্রভাষক সহকারী অধ্যাপক পদ পেতেন। নতুন নীতিমালায় সহকারী অধ্যাপক নিয়ে কলেজ শিক্ষকদের দীর্ঘ দিনের বঞ্চনার অবসান হলো।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শিক্ষকরা দীর্ঘদিন থেকে সহকারী অধ্যাপক স্কেলের ক্ষেত্রে, অনুপাত প্রথার বিরোধিতা করে আসছিল।

তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে, আগে থেকে যারা উচ্চ মাধ্যমিক কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন, তারা উক্ত পদে বহাল থাকবে। পরবর্তীতে আর উচ্চ মাধ্যমিক কলেজে সহকারী অধ্যাপক পদ থাকছে না।

উচ্চ মাধ্যমিক কলেজের নতুন পদোন্নতি প্রাপ্ত প্রভাষক জৈষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবে। তবে জৈষ্ঠ প্রভাষকও সহকারী অধ্যাপকের সাথে একই গ্রেডে (গ্রেড-০৬) বেতন-ভাতা প্রাপ্ত হবেন।

তবে ৮ বছর পূর্তিতে মোট প্রভাষকের অর্ধেকের বাহিরে এখনও যারা থাকবেন, তাদের জন্য ১০ বছর পূর্তিতে ৮ম গ্রেড প্রাপ্ত হবেন। এরপর আরো ৬ বছর চাকুরীর পর তারা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন।

স্কুলের সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি পাবেন যেভাবে

স্কুলের সহকারী শিক্ষকগণ চাকুরীর জীবনে ১০ গ্রেড পাওয়ার পর ১০ বছর পূর্তিতে সিনিয়র শিক্ষক হিসাবে ৯ম গ্রেডে উন্নীত হবেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, শিক্ষায় ডিগ্রি (বিএড/সমমান) না করলে সিনিয়র শিক্ষক হতে পারবেন না।

এরপর আরো ৬ বছর পর অর্থাৎ ১৬ বছরের চাকুরী জীবনে তারা পরবর্তী উচ্চতর গ্রেড (৮ গ্রেড) প্রাপ্ত হবেন।

এছাড়া আগের বিএড স্কেলকে উচ্চতর গ্রেড/স্কেল হিসাবে বিবেচনা করার নিয়মকে বাতিল করা হয়েছে।

এতে করে শিক্ষকদের বিএড স্কেল ছাড়াও আরো দুটি উচ্চতর স্কেল পাওয়ার পথ সুগম হলো।

এমপিও নীতিমালা ২০২১: প্রভাষক থেকে জৈষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা

এমপিও নীতিমালায় নতুন করে পদোন্নতির মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে। দীর্ঘদিন থেকে শিক্ষকরা পরীক্ষার মাধ্যমে পদোন্নতির দাবী করে আসছিল।

তবে এখানে সরাসরি পরীক্ষা না হলেও, শিক্ষা ও চাকুরী জীবনের কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে একটি প্রতিযোগিতা মুলক মূল্যায়ন পদ্ধতি কথা বলা হয়েছে।

স্কুল-কলেজ এমপিও নীতিমালা ২০২১ (পদোন্নতি মূল্যায়ন পদ্ধতি)
[জৈষ্ঠ অধ্যাপক/সহকারী অধ্যাপক পদে মূল্যায়ন পদ্ধতির সূচক, এমপিও নীতিমালা ২০২১ এর ১১.৬ অনুচ্ছেদে বর্ণিত]
পদোন্নতির ক্ষেত্রে উপরের মূল্যায়ন পদ্ধতির কিছু বিষয় নিয়ে কিছুটা সমস্যা হতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

যেমন- ‘প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে অনুকরনীয়/সৃজনশীল দৃষ্টান্ত’ বলতে এখানে কী বোঝানো হবে তা স্পষ্ট করে বলা হয়নি।

এছাড়াও ক্লাশে মোট উপস্থিতি সহ কিছু বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যার প্রয়োজন আছে বলে অনেকে মনে করছেন।

সংশোধিত এমপিও নীতিমালার উপরোক্ত অস্পষ্ট বিষয়গুলো মন্ত্রণালয়ের নজরে এলে, প্রভাষক হতে জৈষ্ঠ্য প্রভাষক/সহকারি অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৬ মে, প্রভাষকদের পদোন্নতির রূপরেখা প্রণয়নের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।

কমিটির প্রধান কাজ হবে, ৮ বছর পূর্তিতে প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে পদোন্নতির জন্য সুষ্পষ্ট রূপরেখা প্রণয়ন করা। যাতে করে পরবর্তীতে সুনির্দিষ্ট বিধিতে জৈষ্ঠ্য প্রভাষক/সহকারি অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া সহজ হয়।

সহকারি অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়ন কমিটি গঠন
[কলেজ প্রভাষকদের পদোন্নতির রূপরেখা প্রণয়নের কমিটি সংক্রান্ত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি দেখুন]
লক্ষ্য করুন: সবশেষ ১১ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুপারিশে কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে আপডেট তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

গ্রন্থাগারিক পদটিতে প্রভাষকের মর্যদা প্রদান ও নিয়োগ প্রদান করবে এনটিআরসিএ

সংশোধিত স্কুল-কলেজ এমপিও নীতিমালায় কলেজের গ্রন্থাগারিক পদটিকে প্রভাষক (গ্রন্থাগার) পদের মর্যদা প্রদান করা হয়েছে।

আর সহকারী গ্রন্থাগারিক পদটিকে সহকারি শিক্ষকের (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) সমান মর্যদা দেওয়া হয়েছে।

তবে বেতন-ভাতা অন্যান্য সুযোগ সুবিধা, আগের মত থাকবে বলে সংশোধিত এমপিও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

কিন্তু শিক্ষক পদ মর্যদা দেওয়ার ফলে এই পদের নিয়োগ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। সাধারণত স্কুল-কলেজের এন্ট্রি পদের শিক্ষক নিয়োগ দেয় এনটিআরসিএ।

কিন্তু বিগত দিনে পদগুলোতে নিয়োগ দিত প্রতিষ্ঠান পরিচালনা কমিটি। নবসৃষ্ট শিক্ষক/প্রভাষক সমতুল্য গ্রন্থাগারিক পদে পরিচালনা কমিটি কীভাবে নিয়োগ দিবে?- প্রশ্নটি সামনে চলে আসে।

অবশেষে এমপিও নীতিমালায় উল্লেখিত প্রভাষক/সহকারি শিক্ষক (গ্রন্থাগার) পদটির নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য এনটিআরসিএ কর্তৃপক্ষকে মনোনীত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় ৩১ মে বিষয়টি নিষ্পত্তি করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ দুটিতে এখন থেকে নিয়োগ সুপারিশ করবে এনটিআরসিএ।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পদ দুটির জন্য সিলেবাস প্রণয়ন ও পরীক্ষা গ্রহণের পর সনদ প্রদান করবে। আর সে সনদের ভিত্তিতে পরবর্তীতে গণবিজ্ঞপ্তির আওতায় গ্রন্থাগারিক পদে শিক্ষক নিয়োগ করবে এনটিআরসিএ।

এই আদেশ জারির পর কমিটি কর্তৃক উক্ত পদ দুটির নিয়োগ অবৈধ হবে বলে জানানো হয়েছে।

তবে এই আদেশ জারির আগের কমিটির নিয়োগ বৈধ হবে এবং তারা এমপিওভুক্ত হতে পারবেন বলে জানানো হয়।

স্কুল-কলেজের গ্রন্থাগারিক পদে কমিটির নিয়োগ বন্ধের বিজ্ঞপ্তি
[স্কুল-কলেজের গ্রন্থাগারিক পদে পরিচালনা কমিটির নিয়োগ বন্ধে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি দেখুন]

শিক্ষক-কর্মচারী অন্য পদে চাকুরী করলে বা লাভজনক পদের থাকলে এমপিও বাতিল

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্য কোন পদে চাকুরী বা লাভজনক পদে থাকতে পারবেন না।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে কোন শিক্ষক-কর্মচারী চাকুরী করলে, বা অন্য কোন লাভজনক পদে থাকলে তার এমপিও বাতিল করা হবে বলে নীতিমালায় বলা হয়েছে।

এর আগের নীতিমালায় এই বিষয়ে স্পষ্ট কোন নির্দেশনা দেওয়া ছিলো না। তবে নতুন নীতিমালায় বর্ণিত ‘লাভজনক পদ’ বলতে কী বোঝাবে তা স্পষ্ট করে বলা হয়নি।

স্কুল-কলেজের শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস  তথ্যে অস্পষ্টতা

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা শতভাগ ঈদ বোনাস পাচ্ছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু এমপিও নীতিমালায় এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয় নি।

বোনান ও বৈশাখী ভাতা নিয়ে সংশোধিত নীতিমালার ১৩তম পৃষ্ঠায় ১১.৭(ঙ) নম্বর অনুচ্ছেদে যা বলা হয়েছে-

“শিক্ষক-কর্মচারীদের মূল বেতন/বোনাসের নির্ধারিত অংশ/উৎসব ভাতার নির্ধারিত অংশ/বৈশাখী ভাতার নির্ধারিত অংশ, সরকারের জাতীয় বেতন স্কোল-২০১৫/সরকারের সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সাথে অথবা সরকারের নির্দেশনার সাথে মিল রেখে করতে হবে।”

এখানে শতভাগ ঈদ বোনাস ও বৈশাখী ভাতা বৃদ্ধির কোন স্পষ্ট নির্দেশনা নেই। ‘নির্ধারিত অংশ’- বলতে যতদূর বোঝা যায় আগের মত নির্ধারিত অংশই বোঝাবে।

তবে শিক্ষা মন্ত্রণালয় চাইলে আর অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে, শিক্ষকদের ১০০ ভাগ ঈদ বোনাস দিতে নীতিমালা বাঁধা হয়ে দাঁড়াবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, শিক্ষকদের আগের নিয়মে ঈদ বোনাস দেওয়া হচ্ছে।

সংশোধিত এমপিও নীতিমালা ২০২১ (স্কুল-কলেজ) পিডিএফ (PDF)

প্রকাশিত এমপিও নীতিমালার পিডিএফ কপি সংগ্রহ করা যাবে শিক্ষা মন্ত্রণালয় এর ওয়েবসাইট থেকে।

নিচের সংযুক্ত লিংক থেকে এমপিও নীতিমালার ৪৪ পৃষ্ঠার অরিজিনাল PDF সংগ্রহ করতে পারেন।

উপরের লিংক থেকে পিডিএফ ফাইল পড়তে অসুবিধা হলে, নিচের লিংক থেকে ইমেজ ফাইল সংগ্রহ করুন। যে কোন ডিভাইসে সহজে দেখা যাবে)।

আর স্কুল-কলেজ সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২১ সম্পর্কে জানার থাকলে আমাদের লিখে জানান।

আরো জানুন:

Teacher MPO Update দেখার নিয়ম: www.dshe.gov.bd

Education Ministry Notice Board: শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড

Shikkhok Batayon: শিক্ষক বাতায়ন কন্টেন্ট ডাউনলোড (teachers.gov.bd)

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রনালয় এর মাধ্যমিক ও উচ্চ  শিক্ষা বিভাগ

সবশেষ আপডেট: ২১/১০/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ০৯:১০ অপরাহ্ণ।

“এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)”-এ 283-টি মন্তব্য

  1. কামরুল হাসান

    পদোন্নতির মুল্যায়ন পদ্ধতিটি অবশ্যই শিক্ষকদের জন্য গলার কাঁটা হয়ে দাড়াবে। এই পদ্ধতি ব্যবহার করে প্রতিষ্ঠান প্রধান কিংবা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি শিক্ষকদের আজ্ঞাবাহ থাকতে বাধ্য করবে। অন্যথায় পদোন্নতি হবে না। এছাড়াও এখানে ঘুষ বানিজ্যেরও প্রতিযোগিতা চলবে। ডিজিটাল যুগে এটি এনালগ পদ্ধতিতে হাটার সমান। নিয়োগ বাণিজ্য বন্ধ করে আর একটা বাণিজ্যের সুযোগ দেয়া! বিষয় টি বিজ্ঞজনরা ভেবে দেখবেন।

    জবাব
    • এমপিও নীতিমালা ২০২১ সম্পর্কে সুস্পষ্ট মতামত প্রকাশের জন্য ধন্যবাদ।

    • MD. JAHIRUL ISLAM

      কমিটি/এড হক কমিটি না থাকলে কমিটি নিয়ে মামলা থাকলে এক জন শিক্ষকে চাকুরীর বয়স ১০ হলে রেজুলশনে কে স্বাক্ষর করবে ? দয়া করে প্রশ্নের উওর দিবেন।

    • বিষয়টি নিয়ে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে পরামর্শ করুন।

  2. Anwar BAkul

    স্যার , কারও যদি এমপিও ভুক্তির আগেই অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রী থাকে, তাহলে এমপিও ভুক্তির সময় বিএড স্কেল পাওয়া যাবে কি?

    জবাব
    • শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে বিএড করলে এমপিওভুক্তির সময় নির্ধারিত স্কেল পাওয়া যাবে। ধন্যবাদ।

    • Shamima parvin

      আমি নিয়োগের এক বছর পরে বিএড সনদ অর্জন করি।বর্তমানে এম এড করছি। আমার প্রধান শিক্ষক বলেছেন কিভাবে স্কেল ধরাতে হবে তিনি জানেনা।আমার এখন কী করা উচিত?পরার্মশ দিলে উপকার হবে।

    • আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর দপ্তরে যোগাযোগ করুন।

    • ফারুক, সহ মৌলভী

      যাবে

  3. মোঃ অব্দুল ওয়াহাব শেখ(সহঃপ্রধান শিক্ষক)

    অামি সহকারী শিক্ষক হিসাবে ২০০১সালের এপ্রিলে এম,পি,ও ভুক্ত হই।২০০৫ সালে বি,এড স্কেল প্রাপ্ত হই।২০১৩ সালে টাইমস্কেল প্রাপ্ত হই।বর্তমান ৩য় ধাপে স্কেল ২৫৪৮০/-বেতন২৪৪৩২/-।বর্তমান অামি ৯মগ্রেড থেকে নিয়োগ পেয়ে ৮ম গ্রেডে উর্তীন্ন হয়েছি।হিসাব অনুযায়ী অামার বেতন হবে ২৬৬৩০/-কিন্তু অনেকেই বলছেন বেতন কম হবে।৮ম গ্রেডে ২৩০০০/-স্কেলে ২১৯০০/-টাকা হবে।অাসলে বিষয়টা কি হবে।জানা থাকলে জানালে ভাল হয়।

    জবাব
    • নতুন এমপিও নীতিমালায় সমস্যাটা সমাধান করা হয়েছে। এখন কোন শিক্ষক-কর্মচারীর উচ্চতর স্কেল পেলে বেতন অবশ্যই বাড়বে, কোনভাবেই কমবে না। ধন্যবাদ।

    • Lacky Rany Das.

      স্যার আমি মাধ্যমিক বিদ্যালয়ের১০ তম নিবন্ধন পেয়ে ঔ চাকরি পেয়ে mpo হচ্ছে না, ২ টি তৃতীয় শ্রেনী বলে Ba এবং ma ২য় বিভাগ আজ তিন বছর জাবত বেতন ভাতা পাইনি, সমাজ বিজ্ঞান এখন কি করতে পারি। আমি একজন মেয়ে স্যার।

    • এমপিও নীতিমালায় বর্ণিত কাঙ্খিত যোগ্যতা ছাড়া এমপিও হবার সুযোগ নেই।

  4. Anisur rahman

    নতুন শিক্ষানীতিতে স্কুলে সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা)যদি তিনি কামিল পাশ হন কিন্তু বিএড নাই তাহলে কত গ্রেডে বেতন পাবেন?

    জবাব
    • সিনিয়র শিক্ষকের স্কেল পেতে অবশ্যই বিএড/সমমান সনদ প্রয়োজন হবে। আর আপনার বেতন কত হবে তা জানতে এমপিও নীতিমালা সংগ্রহ করে পড়ুন। ধন্যবাদ।

    • জিল্লুর রহমান

      কলেজের প্রদর্শক গন ১৬ বছরে ৯ম গ্রেড থেকে কোন টাইম স্কেল পাবে কি না। জানাবেন।

    • চাকুরী জীবনে দুটি উচ্চতর গ্রেড পাওয়া যাবে বলে এমপিও নীতিমালায় বলা হয়েছে।

  5. Mamun Sikder

    স্যার, এড হক কমিটি কিকম্পিউটার ল্যাব অপরেটর পদে নিয়োগ দিতে পারবে।
    জানালে খুব উপকৃত হব।

    জবাব
    • এ বিষয়ে সংশোধিত এমপিও নীতিমালায় স্পষ্ট করে তেমন কিছু বলা হয়নি। আপনি এ বিষয়ে জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিুসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।

  6. Md.Abdul Motin

    Sir.আমি সহকারি শিক্ষক কৃষি।জুন ২০০৪ সালে ১০ম গেডে বেতন ভাতা পাই। ২০১৩ সালের February মাসে ৯ ম grade পাই। বতমান বেতন ২৪৪৩২। এখন আমি কি ৮ম grade এ বেতন পাব কি না??? যদি পাই তবে বেতন আগের চেয়ে বাড়বে না কমবে?? দয়া করে জানাবেন…

    জবাব
    • ১০ গ্রেডে বেতন প্রাপ্তির ১০ বছর পর সিনিয়র শিক্ষক হিসাবে ৯ম গ্রেডে বেতন পাবেন। তার ৬বছর পর তার আগের গ্রেডে বেতন পাবেন। এমনই নিয়ম জারি করা হয়েছে সংশোধিত স্কুল-কলেজের এমপিও নীতিমালায়। বেতন কোনক্রমেই কমবে না। বিস্তারিত জানতে এমপিও নীতিমালা সংগ্রহ করে পড়ুন। ধন্যবাদ।

    • শাহাবুব আলম

      বে-সরকারী বিশ্ববিদ্যালয়ের বি,এড সনদ অর্জন করে ১০ম গ্রেডে শুরু থেকে এমপিও
      ভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ করেছে কিন্তু উচ্চতর গ্রেডের আবেদন করে তাকে বে-সরকারী বিশ্ববিদ্যালয়ের বিএড সনদের জন্য আবেদন বাতিল করা হয়েছে।
      তাহলে এরা কী আর উচ্চতর গ্রেড পাবে না??
      দোষ তো এদের না, চাকুরির শুরুতে এমপিও আবেদনের সময় বিএড স্কেল বাতিল করে এমপিও দিতে পারত!!
      ১০ বছর পরে কেন আটকানো হচ্ছে এটা কোন নীয়ম-নীতির মধ্যে পড়ে!!
      জানালে খুশি হব।
      [তা ছাড়া বে-সরকারী স্কুলের শিক্ষকদের তো অনেক জায়গায় বিএড করার জন্য স্কুল থেকে ছুটি দেওয়া হয় না!!]

    • বর্তমানে সংশোধিত এমপিও নীতিমালা অনুসরণ করে শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান করা হচ্ছে। বর্তমান এমপিও নীতিমালা ভালোভাবে পড়ুন। ধন্যবাদ।

    • অনিক বিশ্বাস

      নন এমপিও প্রতিষ্ঠান কি কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিতে পারবে? এর জন্য প্রার্থীর কি যগ্যতা প্রয়োজন?

    • এবিষয়ে বিস্তারিত জানতে এমপিও নীতিমালা সংগ্রহ করে পড়ে দেখুন। এখানে পদটি আছে কী না। পদ থাকলে নিয়োগ দেওয়া যাবে। ধন্যবাদ।

    • মোঃ রেজাউল করিম

      আমার নাম মোঃ রেজাউল করিম আমি ২০১১ সালে মহেশ পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা দপ্তরি পদে চাকুরী পাই তখন ভালো ছিল কিন্তু এখন পদে পরিবর্তন আনা হয়েছে এখন আমার পদের নাম কি আর আমার কাজ কি একটু বলে ভাল হত

    • লিলি

      কলেজ নিবন্ধন আছে কিন্তু স্কুল নিবন্ধন নেই। কলেজ নিবন্ধন দিয়ে কি স্কুলে এমপি ও পাওয়া যাবে???

    • যে স্তরের নিবন্ধন নেই সেই স্তরে এমপিও করতে বোর্ডের অনুমতি ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রয়োজন।

  7. মোঃফারুক হোসেন

    আমি ২য় গণ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএর সুপারিশ প্রাপ্ত একজন কৃষি শিক্ষা বিষয় এর শিক্ষক।আমার বি,এড ডিগ্রী নেই।আমি জানতে চাই যে,৩য় গণবিজ্ঞপ্তিতে যদি আমি প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাই তাহলে কি আমার বেতন ১০ম স্কেল এ থাকবে নাকি ১১তম স্কেল হবে।যেহেতু এমপিও নীতিমালা ২০২১ এ আছে যে, বি,এড ডিগ্রি না থাকলে বেতন স্কেল ১১তম হবে।আমি জানতে চাই যে, ইনডেক্সধারিদের জন্য কি এই নীতিমালা শিথিলযোগ্য হবে কিনা?

    জবাব
    • বেলাল

      আমিও জানতে চাই তৃতীয় গনবিজ্ঞপ্তিতে আমি কৃষি শিক্ষক হিসাবে যোগদান করি এখন আমার এমপিও কোড কত হবে?

    • এটা আদের পক্ষে বলা সম্ভব নয়। আপনি মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করে এবিষয়ের তথ্য জানতে পারেন। ধন্যবাদ।

    • ফারুক, সহ মৌলভী

      হবে।সমস্যা নেই।

  8. Muhammad Mosarrof Hossen

    আমি ১ নভেম্বর ২০১৫ এম পি ও ভুক্ত হই।আমি ৩য় গনবিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল পরিবর্তন করলে বিগত বছরের অভিজ্ঞতা ও ইনক্রিমেন্ট গণনা করা হবে কি? অনুগ্রহ করে জানাবেন।

    জবাব
    • পূর্বের অভিজ্ঞতা গণনা হবে। আপনি এমপিও নীতিমালা পড়ে দেখুন।

  9. Julfikker Ahmed Jaead

    আসসালামু আলাইকুম,
    ‘অফিস সহকারী কাম হিসাব সহকারী’ পদে বিজ্ঞান বিভাগের কেউ আবেদন করতে পারবে কী?
    উত্তরটি জানালে খুবই উপকৃত হতাম।

    জবাব
    • সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে, অফিস সহকারী কাম হিসাব সহকারী পদের যোগ্যতা হলো- ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। এর সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনি বর্তমান এমপিও নীতিমালা সংগ্রহ করে পড়ুন। ধন্যবাদ।

  10. Md Hasan Faruk

    প্রভাষক যারা ৭ম গ্রেডে আছেন, তারা কিভাবে ৬ষ্ট গ্রেডে সহকারী অধ্যাপক পদ প্রাপ্ত হবেন বিষয়টি জানা থাকলে জানাবেন।

    জবাব
    • চাকুরী ৮ বছর পূর্ণ হয়ে ৫০% কোটায় পড়লে বা ১৬ বছর চাকুরীকাল পূর্ণ হলে, প্রভাষকগণ সহকারী অধ্যাপক/জৈষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবে। ধন্যবাদ।

  11. Hafizur Rahman

    স্যার গ্রন্থাগারের নিয়োগ এর জন্য কি নিবন্ধন পরিক্ষা দিতে হবে কি

    জবাব
    • স্কুল-কলেজের সংশোধিত এমপিও নীতিমালায় গ্রন্থাগারিককে শিক্ষকের মর্যদা দেওয়া হয়েছে। । কর্তৃপক্ষ এবিষয়ে কোন নতুন নির্দেশনা জারির পর বোঝা যাবে। আপনি বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

    • sharmin

      স্যার আমি ১/৯/২০২০ এ এমপিও ভুক্ত হই। আমি আমার বকেয়া বেতন এখন ও পাইনি।তাহলে ১লা জুলাই ২০২১ এ আমি কি ৫% ইনক্রিমেন্ট পাব?

    • ১ জুলাই থেকে অটো ৫% ইনক্রিমেন্ট পেলে বিষয়টা পরিষ্কার হবে । বিষয়টি সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অপিসার এর দপ্তরে যোগাযোগ করতে পারেন।

  12. অলিউর রহমান

    প্রভাষক হিসেবে ৮ বছর পর ৫০% বা ১৬ বছর পর যেভাবে ৬ তম গ্রেড (৩৫,৫০০) পাবেন তার জন্য কখন এবং কিভাবে আবেদন করতে পারবেন?

    জবাব
    • অনলাইনে নতুন এমপিও আবেদনের মতই পদোন্নতির আবেদন ইএমআইএস সেলে আবেদন করতে হবে। তবে কবে নাগাদ নতুন এমপিও নীতিমালা কার্যকর হবে তা এখনই বলা সম্ভব নয়। আপনি এই বিষয়ে আপনার এলাকার আঞ্চলিক উপ-পরিচালক দপ্তরে খোঁজ নিতে পারেন। ধন্যবাদ।

  13. বিধান চন্দ্র মন্ডল

    স্যার ২০২১ সালের এম পি ও নীতিমালাতে ২০১৮সালের এম পি ও নীতিমালার ১১.১৩ উপধারা পরিবর্তন করায় ২০০০সালের ৮ আগষ্টের আগের নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের উচ্চতর পদের নিয়োগ পাওয়ার কোন সু্যোগ নাথাকায় তাদের জন্য কালো আইনে রুপান্তরিত হয়েছে।পুর্বে কোনো এম পি ও নীতিমালাতে এর পরিবর্তন করেনি।স্যার ২০২১ সালের এম পি ও নীতিমালা থেকে ১১.২০উপধারা পরিবর্তন করে সংশোধন করলে২০০০সালের ৮ আগষ্টের আগের নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের উপকার হতো। ১১.২০ ধারায় ২০০০সালের ৮ আগষ্টের আগেরএকের অধিক ৩য় বিভাগ নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা উচ্চতর পদে নিয়োগ প্রাপ্ত হলে বেতন হবে কিনা? এবংস্যার ২০২১ সালের এম পি ও নীতিমালা থেকে ১১.২০উপধারা পরিবর্তন করে সংশোধন করলে । সঠিক উত্তর দিলে আমি খুশি হব।আপনাকে ধন্যবাদ।

    জবাব
    • আমাদের জানা মতে, পূর্বের নিয়োগপ্রাপ্তদের জন্য তৎকালীন এমপিও নীতিমালা প্রযোজ্য হবে। এবিষয়ে বিস্তারিত জানতে এমপিও নীতিমালা পড়ুন অথবা উপজেলা শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  14. Nikhil Baral

    ২০১৬ সালে জানুয়ারী মাসে আমার একজন সহকর্মী ও আমি এমপিও ভুক্ত হই। আমাদের বেতন স্কেল ১২,৫০০ টাকা। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমার সহকর্মী ২০১৮ সালে ও আমি ২০১৯ সালে বিএড সম্পন্ন করি। ২০১৯ সালের আগস্ট মাসে ১২,৫০০ টাকা স্কেলে ২টি ইনক্রিমেন্ট পাওয়া পর আমাদের বেতন ১৩,৯১১ টাকা । আমার সহকর্মী বিএড স্কেলে আবেদন করা পর সেপ্টেম্বর মাসে তার বেতন আসে ১৭,৩৭৬ টাকা। ৩য় ইনক্রিমেন্ট পাওয়ার পর তার বেতন ১৮,১৭৭ টাকা ও আমার বেতন পাই ১৪,৫৩২ টাকা। ২০২০ সালে ডিসেম্বর মাসে বিএড স্কেলের জন্য আবেদন করা পর ২০২১ সালে জানুয়ারী মাসে ১৬,০০০ টাকা স্কেলে আমার বেতন আসে ১৫,৯০০ টাকা । অথচ একই পরিপত্রে আমার সহকর্মী ৫টি ইনক্রিমেন্ট পেয়ে তিনি বেতন পান ১৮,১৭৭ টাকা। একই নীতিমালায় দুই ধরণের নিয়ম কিভাবে হয়? অথচ সরকার এ পর্যন্ত ইনক্রিমেন্ট দিয়েছেন ৩টি। প্রশ্নঃ আমার সহকর্মী যদি ১৩,৯১১ টাকা থেকে ১৭,৩৭৬ টাকা বেতন পান তাহলে আমি কেন একই নিয়মে ১৪,৫৩২ টাকা থেকে ১৮,১৭৭ টাকা বেতন পেলাম না? দয়া করে উত্তর দেবেন।

    জবাব
    • বিষয়টি সম্পূর্ণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এখতিয়ারে। এমনই বেতন বৈষম্যের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।

  15. Mostofa

    স্যার আমি ১৬/০৮/২০১৫ তারিখে সহকারি শিক্ষক পদে যোগদান করি এবং ০১/০৭/২০১৬ তারিখে এম.পি.ও ভুক্তি হই।সরকারি টি টি কলেজ থেকে২০১৯শিক্ষাবর্ষে ভর্তিহয়ে ০৭/১০/২০২০ তারিখে ফলাফল প্রকাশের মাধ্যমে সি জি পি এ-৩.২০ পেয়ে বিএড ডিগ্রী অর্জন করি এখন আমি এম পি ও নীতিমালা -২০২১ এর আলোকে বিএড স্কেল ১০ম গ্রেডে বেতন প্রাপ্য হব কি না?

    জবাব
    • সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে আপনার পদের প্রাপ্যতা থাকলে আপনি অবশ্যই বিএড স্কেল পাবেন। ধন্যবাদ।

    • মোঃ জুবায়ের আলম

      স্যার আমার এসএসসি বিজ্ঞান বিভাগ, এইচএসসি মানবিক বিভাগ। ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা কোর্স করা আছে। আমি যদি কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ পাই আমার কি এমপিও হবে?

  16. md.faruk Hossen

    Management বিষয় থেকে কি উৎপাদন ব্যাবস্থাপনা ও বিপনন পদে আবেদন করা যাবে এনটিআরসিএর ৩ গনবিজ্ঞপ্তিতে??

    জবাব
    • উৎপাদন ব্যাবস্থাপনা ও বিপনন পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ের এনটিআরসিএ সনদ প্রয়োজন হবে। তবে সংশোধিত এমপিও নীতিমালায় পদটির যোগ্যতার বিকল্প হিসাবে ‘ম্যানেজমেন্ট বিষয়সহ মার্কেটিং’ অপশনটি আছে। আপনি এই আমরা নিশ্চিত নই। ধন্যবাদ।

  17. জগদীশ চন্দ্র রায়

    প্রভাষকগন প্রভাষক হিসেবে ৮ বছর পর ৫০% বা ১৬ বছর পর যেভাবে ৬ তম গ্রেড (৩৫,৫০০) পাবেন, গ্রন্থাগার প্রভাষকগণ সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন কি ? ধন্যবাদ।

    জবাব
    • আর্থিক সুবিধা পূর্বের ন্যায় বহান থাকবে বলে এমপিও নীতিমালায় বলা হয়েছে। আপনার প্রশ্নের বিষয়ে এখনো নিশ্চিত কোন তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে কিছুদিনের মধ্যে গ্রন্থাগার প্রভাষক এর নিয়োগ ও বেতন-ভাকা বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। ধন্যবাদ।

    • গোলাম রশিদ

      চাকরি থেকে অব্যহতি নেওয়া পর ইনডেক্সের মেয়াদ কতদিন পর্যন্ত থাকে

    • কর্তনের আগ পর্যন্ত ইনডেক্স নম্বর থাকে। তবে এই নম্বর দিয়ে অন্য কোথাও আবেদন করতে পারবেন কিনা তা আমাদের জানা নেই।

  18. মোঃ বাবুল হোসেন

    স্যার শিহ্মকদের বদলির নিয়ম চালু হবে কি না

    জবাব
    • এখনো বিষয়টি নিয়ে নতুন কোন সিদ্ধান্ত হয়নি। ধন্যবাদ।

  19. MD. RUBEL ISLAM

    স্যার,আমরা স্পষ্ট হতে চাই লাইব্রেরী পদটি নিয়োগ দিবে কে? NTRCA না কমিটি।

    জবাব
    • এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত আসতে আমরা দেখিনি। এমন কী, আগের কমিটির কর্তৃক নিয়োগ দেওয়ার বিষয়টি স্থগিত বা অনুরূপ কোন সিদ্ধান্ত অধিদপ্তর থেকে আসেনি। ধন্যবাদ।

    • মোঃ শিমুল হোসেন

      চারুও কারুকলা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে?

    • শিক্ষক নিয়োগ দেয় এনটিআরসিএ।

    • Monotosh Shill

      অবশ্যই NTRCA নিয়োগ দেবে।

    • মোঃ রেজওয়ান সরকার

      আমি বেসরকারি ডিগ্রি কলেজ এর সাচিবিক বিদ্যা

      বিষয়ের প্রদর্শক। আমার এম,পি,ও ভুক্তির সময় আমার পদবীর পার্শ্বে বিষয়ের নামের জায়গায় নাম ছিল না, N/A উল্লেখ ছিল। চাকুরির ২০ বছর অতিক্রম করায় ২য় উচ্চতর গ্রেড এর জন্য আবেদন করলে সাবজেক্ট নাম না থাকায় আমার ফাইল টি বাতিল করে- স্পেসিফিকেশন সাবজেক্ট নাম প্রয়োজন। কিন্তু এম পি ও ভুক্তির সময় হতে আজ অবধি আমার পদবীর পার্শ্বে বিষয়ের নাম ছিল না। এখন আমার করনীয় কি?

    • শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করুন।

  20. Nirmal ray

    জনাব সামাজিক বিজ্ঞানে নিবন্ধন কারীরা স্কুলের সাথে ভোকেশনাল শাখায় সামাজ বিজ্ঞান ( সহ শিক্ষক ) পদে তৃতীয় বিজ্ঞপ্তিতে অন লাইনে আবেদন করা যাচেছ, আমার প্রশ্ন হল সেখানে সাবজেক্ট লেখা আছে ‍sociology কিন্তু Relevent সাবজেক্ট এ যারা নিবন্ধন করা তারা যদি সুপারিশ প্রাপ্ত হন তাদের কোন সমস্যা হবে কি

    জবাব
    • আপনার প্রশ্নের নিশ্চিত উত্তর আমাদের কাছে নেই। তবে যদি তারা সুপারিশ করে তাহলে তারা তা বিধি মোতাবেকই করবেন। তাতে সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ।

  21. A. Islam

    Please tell us the process or step of MPO file. Like. 1.school to Useo office. 2.Deo office programmer. What is next to next. …………………Thanks

    জবাব
    • মোঃ মাহবুবুর রহমান

      স্যার ২০২১ এর এমপিও নীতিমালা বর্তমান কার্যকর হচ্ছে কি? জানালে খুশি হব।

  22. Md Akter Hossain

    স্যার,আমি মোঃ আকতার হোসাইন। আমি সহকারী লাইব্রেরীয়ান। ২০০০, মে, আমি কলেজে এম পি ভুক্ত হয়। ডিপ্লোমা পরিপূর্ণ না হওয়ায় আমি ১১ তম স্কেলে বেতন পায়। পরবর্তী ২০১০ সালে ডিপ্লোমা পরিপূর্ণ হওয়ায় আমি ২০১৩ সালে ফেব্রুয়ারিতে ১০ তম স্কেলে বেতন পায়। কিন্তু আমি এখনো টাইম স্কেল পায় নাই। প্লিজ জানাবেন।
    ধন্যবাদ

    জবাব
    • আপনি বিষয়টি নিয়ে আপনার অঞ্চলের কলেজ পরিচালক এর দপ্তরে গিয়ে আলোচনা করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।

  23. হারুন অর রশিদ

    স্যার মাধ্যমিক বিদ্যালয়ের ( সহশিক্ষা কার্যক্রমগুলো চালু আছে) এমন বিদ্যালয়ে আয়া পদে কত অর্থ বছর হতে নিয়োগ দিতে পারবে জানাবেন দয়াকরে।

    জবাব
    • আয়া পদটি বালিকা বিদ্যালয় এর জন্য অথবা সহ শিক্ষা চালু থাকলে প্রযোজ্য। এই পদে নিয়োগ কখন চালু হবে এটা জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। ধন্যবাদ।

  24. Md. Monsur Rahman

    মোঃ মুনছুর রহমান(সহকারী প‌্রধান শিক্ষক)
    বলেছেন,,
    স্যার, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, পূর্বে নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম ছিল না। হঠাৎ করে এই নিয়ম করায় প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা সৃষ্টি হচ্ছে। হাজার হাজার শিক্ষক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক পদে উন্নীত হতে পারছেননা, যা খুবই দুঃখজনক ব্যাপার। নীতিমালা সংশোধন করে নিয়োগের ক্ষেত্রে পূর্বের ন্যায় পদ্ধতি অবলম্বন করতে অনুরোধ জানাচ্ছি।

    জবাব
    • আপনার দাবীর সাথে আমরা সহমত পোষণ করছি। আশা করি শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি ভেবে দেখবেন। ধন্যবাদ।

  25. বিপ্লব হোসেন

    স্যার আমি মো বিপ্লব হোসেন আমি ০১/০১/২০১২ থেকে আজ পযন্ত০৫/০৪/২০২১ ইংপযন্ত মোট দশ বছর পাচ মাস এমপিও ভুক্ত বিদ্যালয়ে মাস্টাররুলে চতুর্থ শেণি কমচারি হিসাবে কমরত আছি বিদ্যালয়ের ফান্ড থেকে আমাকে মাসিক বেতন দিয়ে আসছে বিদ্যালয়ে যদি কোন কমচারি পদ শুন্য হয় আইনি সহয়তা নিয়ে এমপিও ভুক্ত হতে৷ পারবো কি না বা বিকল্প কোন আইন বা নিয়ম নীতি আছে কিনা এর সঠিক সিদ্ধান্ত দিলে খুবেই উপকৃত হতাম।

    জবাব
  26. Md. Monsur Rahman

    M Rahman বলেছেন,
    স্যার, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি।

    জবাব
  27. Nurun Naher

    Nurun Naher বলেছেন,
    প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ শিথিল করে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি যেহেতু অনেক শিক্ষকই উক্ত সমস্যার সম্মুখীন হয়েছেন।

    জবাব
  28. মোঃ জাহেদুল ইসলাম

    ভাই, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা, ২০২১ কবে থেকে কাযকর হবে????
    এই নীতিমালার আলোকে কবে জনবল নিয়োগ দেওয়া যাবে????

    জবাব
    • সংশোধিত স্কুল-কলেজ এমপিও নীতিমালা ২০২১ কবে থেকে কার্যকর হবে তা নিশ্চিত করে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়নের জন্য মিটিং এর সিদ্ধান্তের পর নীতিমালা কার্যকর হবে বলে জানা গেছে। ধন্যবাদ।

    • মোঃ মাহবুবুর রহমান

      স্যার আমি মোঃ মাহবুবুর রহমান, সহকারি শিক্ষক, কম্পিউটার, বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক (কম্পিউটার) হিসেবে বিগত ইং–০৯/০৩/২০০২ তারিখে যোগদান করে ০১/০৮/২০০২ তারিখে এম,পি,ও ভূক্ত হই। বর্তমানে আবাদ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক পদে ইং–১৫/১২/২০২০ তারিখে নিয়োগ প্রাপ্ত হয়ে ২০/১২/২০২০ তারিখে যোগদান করি, আমার প্রশ্ন হলো আমি এমপিও আবেদনে ২৬৬৩০/-টাকার গ্রেড দাবি করতে পারবো কিনা?

    • সংশোধিত স্কুল-কলেজ নীতিমালা ভালোভাবে পড়ুন। আর এ বিষয়ে বিস্তারিত জানতে আপনার থানা/উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

    • Md Delower Hossain

      প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক তৃতীয় বিভাগ গ্রহনযোগ‍্য নয় এটা কি কার্যকর হয়ে গেছে না নির্দিষ্ট তারিখ থেকে হবে জানালে উপকৃত হব।

    • সংশোধিত এমপিও নীতিমালায় এ বিষয়ে বলা হয়েছে-অবিলম্বে এই নীতিমালা কার্যকর হবে। মানে প্রকাশের দিন থেকে এটি কার্যকর হয়ে গেছে বলা যায়। আপনি এ বিষয়ে আরো তথ্য পেতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করে সুনির্দিষ্ট তথ্য নিতে পারেন। ধন্যবাদ।

  29. Mohammad Ali

    Sir, would you pleas inform me why the post photocopier or do printer operator isn’t included in the MPO rules and regulations?
    I’m also one of those who are sufferer.
    please help me by informing this point.

    জবাব
    • Md Delower Hossain

      অন্য প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বপদেও কি একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়? প্রধান ও সহপ্রধানদের ক্ষেত্রে।

    • বিষয়টি নিয়ে একটু অস্পষ্টতা আছে। আনি এ বিষয়ে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে কথা বলুন। ধন্যবাদ।

  30. দীনবন্ধু রায় মিঠু

    স্যার, দিনাজপুর শিক্ষা বোডর্ অধীন স্কুল (এসএসসি -এমপিও ভুক্ত )ও কারিগরিশিক্ষা বোডের্ অধীন সংযুক্ত (ভোকেশনাল) এস এস সি জাতীয়করণ হলেও সংযুক্ত এইচএসসি (বি এম ) জাতীয়করন হইল না কেন? তবে কি এখানে স্কুল কতৃপক্ষের গাফিলতি, আইনগত জটিলতা,নাকি
    আমলাতান্ত্রিক জটিলতা দয়াকরে জানাবে।

    জবাব
    • আপনার প্রশ্নের বিষয়ে তথ্য আমাদের কাছে নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে বলতে পারবেন। ধন্যবাদ।

  31. মোঃনজরুল ইসলাম

    স্যার,আমি এমপিওভুক্ত হয়েছি ২০১০ সালে এবং বিএড করেছি ২০১১ সালে। শিক্ষা কর্মকর্তাদের অবহেলার কারণে ১০ম গ্রেড পেয়েছি ২০১৫ সালে। আমার এমপিও হয়েছে ১১ বছর। আমি কি এখন উচ্চতর স্কেলের জন্য আবেদন করতে পারবো ?

    জবাব
    • ‘সহকারী শিক্ষকগণ চাকুরীর জীবনে ১০ গ্রেড পাওয়ার পর ১০ বছর পূর্তিতে’ সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি পাবেন। সংশোধিত এমপিও নীতিমালা ভালোভাবে পড়ে দেখুন। ধন্যবাদ।

  32. শাহানা

    জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকদের চাকরি কি আত্তীকরণের আওতায় আসব। জানাবেন প্লিজ

    জবাব
    • বিষয়টি নিয়ে আমাদের নিশ্চিত কোন তথ্য নেই। এ বিষয়ে জানতে, শিক্ষা মন্ত্রণালয় বা এর দপ্তর সমুহের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। ধন্যবাদ।

  33. শাহানা

    ২০১০ সালে পরে যেগুলো জাতীয়করণ হয়েছে সে সব স্কুলে কি খন্ডকালীন শিক্ষকদের চাকরি আত্তীকরণের আওতায় আনা হয়েছিল।

    জবাব
  34. মোঃ শহিদ উল্যাহ,

    আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সবার প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে ২০২১ সালের ২৮ শে মার্চ প্রকাশিত এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠান স্কুল ও কলেজে হিসাব সহকারী ও সহকারী কম্পিউটার অপারেটর পদে কবে থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে বা নিয়োগ দিতে পারবে।

    জবাব
    • এই বিষয়ে আমাদের কাছে নিশ্চিত তোন তথ্য নেই। আপনি বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।

  35. মোঃ আব্দুল আলীম

    এমপিও নীতিমালা ২০২১ বলে বেতন কমবে না কিন্তু কমেছে তাহলে নীতিমালা মিথ্যা নয়? স্যার উত্তর কি?

    জবাব
    • এই বিষয়টি নিয়ে আপনি যে দপ্তরে পদোন্নতি/উচ্চতর স্কেলের অনলাইন এমপিও আবেদন প্রেরণ করেছিলেন, সেখানে যোগাযোগ করুন। তারা হয়তো বিষয়টি সম্পর্কে ভাল বলতে পারবেন। ধন্যবাদ।

  36. আলম জাহাঙ্গীর

    স্যার, আমি অফিস সহকারী,সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারব কি না? নতুন নীতিমালা অনুযায়ী একটু জানা থাকলে, জানান, স্যার

    জবাব
    • সংশোধিত এমপিও নীতিমালা পড়ে দেখুন।

  37. মোঃ মোস্তাফিজুররহমান

    প্রতিষ্ঠান প্রধান দের অবসরের পর চুক্তি ভিত্তিক নিয়োগের বিষয়ে আগের পরিপত্র (৬০ বছরের বয়সের পর কেউ ১ দিন ও চাকুরী তে থাকতে পারবে না) জারি করে সহকারী প্রধান দের প্রধান হওয়ার সুযোগ করে দেয়া হোক।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  38. md.oaliullah

    স্যার ২০১১ তে একটা স্কুলে আমার mpoহয়।২০২১ এর ৩ য় গনবিগগপ্তিতে আবেদন করায় অন্য একটা স্কুলে আমার চ্যান্স হয়।নতুন স্কুলে গেলে বেতন কি পূর্বের ন্যায় পাবো।যদি পূর্বের,স্কুলের head sir নতুন স্কুলে যেতে না দেয়। আমি আপনাদের সাহায্য চাইলে সাহায্যকরবেন কি।করলে কি ভাবে। স্যার বললে খুব উপকৃত হতাম।

    জবাব
    • বিধি মোতাবেক নিয়োগ পেলে এখানে বাধা দেওয়ার কিছু নেই। আপনি এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঙ্গে আলোচনা করে পরামর্শ নিতে পারেন।

  39. muhammad Nurul Qader

    স্যার,মাদ্রাসার সহকারি মৌলভীরা যুগের পর যুগ যুগ ধরে ১০ম কোডে কেন? তারা কি সহকারি শিক্ষক নয়? একই পদ, একই কাজ, কেউ ৯ম কোডে,কেউ ১০ কোডে, এ কঠিন বৈষম্য কবে কিভাবে দুর হবে জানাইলে উপকৃত হব,

    জবাব
    • এমন বৈষম্যমূলক এমপিও নীতিমালা দেশ ও জাতির কাম্য নয়।

  40. Reza

    স্যার, আমি একটি প্রতিষ্ঠানে ১৮১৭৭ টাকা পাই। আমি অন্য প্রতিষ্ঠানে যোগদান করলে বেতন কি কমবে?

    জবাব
    • সমপদে যোগদান করলে বেতন কমার কোন সম্ভাবনা নাই।ধন্যবাদ।

  41. Md.Sorwar Hossain

    Sir,ami ntrca 3rd gonobiggoptir maddhome sreepur modhusudhon high school terokhadha, khulnnay
    asst.teacher,business studies selected hoici mpo pode but amar oi scholer head teacher bolce eti sristo pod sekhetre amar mpo hote ba bill pete kono problem hobe ki kindly janaben.

    জবাব
    • যদি আপনি এমপিওভুক্ত পদে আবেদন করেন তাহলে এমপিও পেতে অসুবিধা হওয়ার কথা নয়। ধন্যবাদ।

  42. Md. Zahangir Alom

    কলেজে ল‍্যাব সহকারী পদে নিয়োগের সময়ের আগেই নিয়োগ পেলে বেতন হবে কি?

    জবাব
    • বিষয়টি সম্পর্কে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। আপনি মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে তথ্য নিতে পারেন। ধন্যবাদ।

  43. Md. Zahangir Alom

    স‍্যার, আমি একটি নন এমপিও স্কুলে সহকারী শিক্ষক পদে Ntrca থেকে নিয়োগ পেয়েছি। আমি কি mpo র জন‍্য আবেদন করতে পারবো? বেতন কি হবে?

    জবাব
    • যদি আপনি নন-এমপিও পদে নিয়োগ পেয়ে থাকেন তাহলে প্রতিষ্ঠানের এমপিও না হওয়া পর্যন্ত এমপিও আবেদন করলেও লাভ হবে বলে মনে হয়না। এবিষয়ে আপনি প্রতিষ্ঠান প্রধান অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  44. শেখ মুহাম্মদ মনির হোসাইন

    স্যার কলেজ ও মাদরাসার নীতিমালায় মৌলিক পার্থক্য সৃষ্টি করা হয়েছে৷

    1• বেসরকারি স্কুল-কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এ উচ্চমাধ্যমিক বিদ্যালয় বা কলেজে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পেতে এবং ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেতে ১০০ নম্বরের নয়টি মূল্যায়ন সূচক নির্ধারণ করা হয়েছে, কিন্তু মাদরাসার এমপিও নীতিমালায় নির্ধারণ করা হয়নি।

    2• বেসরকারি স্কুল-কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় যেসব প্রভাষকরা ৫০ শতাংশের আওতায় জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেননা তাদেরকে একই পদে চাকরির ১৬ বছর পূর্তিতে জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু মাদরাসার এমপিও নীতিমালায় এমনটি রাখা হয়নি।

    3• স্কুল-কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেতে এমপিওভুক্ত হিসেবে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের অভিজ্ঞতার শর্তারোপ করা হয়েছে। আর মাদরাসার এমপিও নীতিমালায় উচ্চ মাধ্যমিক কলেজ সমপর্যায়ের আলিম মাদরাসায় অধ্যক্ষ হতে জ্যেষ্ঠ প্রভাষক পদধারীদের অভিজ্ঞতা বাদ দিয়ে শুধুমাত্র উপাধ্যক্ষ বা সহকারী অধ্যাপক পদধারীদের অভিজ্ঞতার শর্তারোপ করা হয়েছে। আলিম মাদরাসার উপাধ্যক্ষ পদে নিয়োগ পেতেও জ্যেষ্ঠ প্রভাষক পদধারীদের অভিজ্ঞতা বাদ দিয়ে শুধুমাত্র সহকারী অধ্যাপক পদধারীদের অভিজ্ঞতা শর্ত দেয়া হয়েছে। যা আলিম স্তরের মাদরাসার প্রভাষকদের জন্য খুবই লজ্জাজনক।
    4• স্কুল-কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় স্নাতক (পাস) মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ পদে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদধারীদেরকে অভিজ্ঞতার শর্তে (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বা কলেজের অধ্যক্ষ না হয়েও) সরাসরি আবেদনের সুযোগ দেয়া হয়েছে; অথচ মাদরাসা এমপিও নীতিমালায় স্নাতক (পাস) মহাবিদ্যালয় সমপর্যায়ের ফাযিল স্তরের মাদরাসায় উপাধ্যক্ষ পদে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদধারীদেরকে অভিজ্ঞতার শর্তে সরাসরি আবেদনের সুযোগ দেয়া হয়নি।

    জবাব
    • স্কুল-কলেজের এমপিও নীতিমালার সাথে মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালার এমন অনেক পার্থক্য করা হয়েছে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। মূল্যায়ন ও মতামতের জন্য জন্যবাদ।

  45. Md.moshiur rahman

    গ্রন্থাগার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে কি প্রয়োজন।

    জবাব
    • গ্রন্থাগার প্রভাষক হতে সহকারী অধ্যাপক হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়। যদি সাধারণ প্রভাষকের মত গ্রন্থাগার প্রভাষক একই নিয়মের অধিন হয়, তাহলে সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে পদোন্নতি হবে। ধন্যবাদ।

  46. নিলুফা আকতার।

    স্যার, আমি কারিগরি কলেজেরএকজন প্রভাষক।আমার এম পি ও হয় ২০১৩ এর ফেব্রুয়ারির এমপিও অর্ডার এ। এপ্রিলের এম পিও অর্ডার এ আরো দুজনের এমপিও হয়।মে মাসের এমপিও শীটে সবার নাম একত্রে ওঠে এবং জানুয়ার থেকে সবাইকে এরিয়া দেয়া হয়। এক্ষেত্রে এমপিও তারিখ কোনটা গন্য হবে? এমপিও তারিখ অনুযায়ী জ্যেষ্ঠতা কে পাবে? অনুগ্রহ করে বলবেন।

    জবাব
    • এমপিও নীতিমালায় জৈষ্ঠ্যতার নিয়ম বলা আছে। এছাড়া জৈষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপকের পদোন্নতির নীতিমালা তৈরীর কাজ চলছে। পরবর্তীতে বিষয়টি আরো পরিষ্কার হবে। ধন্যবাদ।

    • MD manjurul hoque

      এমপি ও নীতিমালা ভালো করে দেখেন ।

  47. নিলুফা আকতার।

    স্যার বিষয়টা একটু বিবেচনা করবেন? তাহলে যে পরে এমপিওর কাগজ পাঠিয়েও অনেক প্রভাষক জেষ্ঠ প্রভাষকের পদমর্যাদা পেয়ে যাবে। আগে এমপিও ঘোষনা হবার পরও অনেকে বঞ্চিত হবে।

    জবাব
  48. রুমানা পারভীন

    নতুন প্রতিষ্ঠান গেলে প্রভাষকদের ইন্ডেক্স চেঞ্জ হবে কিনা

    জবাব
    • এমপিও নীতিমালা অনুসারে, বিধিমোতাবেক নতুন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হলে পুরাতন ইনডেক্স নম্বর নতুন প্রতিষ্ঠানে কার্যকর হবে। এবিষয়ে বিস্তারিত জানতে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা সংগ্রহ করে পড়ুন। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত বলা আছে। ধন্যবাদ।

  49. Md.Wobaydullah

    এখন কী একটি বিদ্যালয়ে বাংলা,ইংরেজি, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার মোট ৪ জন শিক্ষক এমপিও হতে পারবেন? উল্লেখ্য বিদ্যালয়ে ব্যবসায় শাখা চালু আছে

    জবাব
    • এই প্রতিবেদনে সংযুক্ত লিংক থেকে এমপিও নীতিমালা সংগ্রহ করে এর জনবল কাঠামো অংশ পড়ুন। এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। ধন্যবাদ।

  50. মোহাম্মদ মশিউর রহমান

    গ্রন্থাগার প্রভাষক/সাধারণ প্রভাষক যাদের চাকুরী ধারাবাহিক ভাবে ১৬ পূর্ণ হয়েছে তাদের ১০০ নম্বর এর মূল্যায়ন প্রয়োজন হবে না তারা সরাসরি সহকারী অধ্যাপক হতে পারবেন আমার ধারনা আপনি কি বলেন?

    জবাব
    • আসলে এবিষয়ে আগে থেকে বলা সম্ভব নয়। আপনার কথার যুক্তি আছে। দেখা যাক আগামীতে কী সিদ্ধান্ত আসে। ধন্যবাদ।

  51. ইয়াছিন আকন্দ

    আসসালামু আলাইকুম স্যার কম্পিউটার ল্যাব অপারেটর পদে বিজ্ঞান বিভাগ ছাড়া নিয়োগ পাওয়ার কোন সুযোগ আছে কী? জানালে উপকৃত হব ।

    জবাব
    • এমপিও নীতিমালার জনবল কাঠামোয় উল্লেখিত যোগ্যতার বাইরে নিয়োগ পাওয়ার সুযোগ নেই। আপনি এমপিও নীতিমালার জনবল কাঠামো অংশ ভালোভাবে পড়ে দেখুন। ধন্যবাদ।

    • Md.Rubel Peda

      কম্পিউটার ল্যাব অপারেটর পদে এসএসসি ও এইচএসসি ব্যবসায় শিক্ষা ও ৬ মাস কম্পিউটার ডিপ্লোমা থাকলে এমপিও হবে

    • এমপিও নীতিমালা দেখুন।

  52. এইচএম ইয়াছিন আকন্দ

    স্যার আমার কাছে এমপিও নীতিমালা স্পষ্টতা পাচ্ছে না তাই জানতে চাচ্ছি যে এসএসসি /এইচ এসসি তে বিজ্ঞান বিভাগ ছাড়া কম্পিউটার ল্যাব অপারেটরে নিয়োগ পাওয়ার সুযোগ আছে কী না ?

    জবাব
    • সবচেয়ে ভালো হয় আপনি সংশোধিত এমপিও নীতিমালা সংগ্রহ করে একজন অভিজ্ঞ শিক্ষককে দেখিয়ে পরামর্শ নিন। প্রয়োজনে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

  53. Shahaidul Islam

    স‍্যার,একটি প্রতিষ্ঠান এমপিও হতে গেলে মানবিক বিভাগ থাকা আবশ্যক কিনা?জানালে উপকৃত হবো।

    জবাব
    • এরকম প্রশ্নের উত্তর জানা নেই। তবে এমপিও নীতিমালা পড়ে দেখুন। কোন সুনির্দিষ্ট পয়েন্ট আঝে কীনা।

    • Ariful Islam

      কম্পিউটার ল্যাব অপারেটর পদে বিজ্ঞান বিভাগ ছাড়া কী আবেদন করা যাবে না?

    • মোঃ আশরাফুল আলম

      স্যার, আমি ২০০৬ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিএড সম্পন্ন করি। ২০০৯ সালে শিক্ষক নিবন্ধন করি। তখন থেকে ১০ম গ্রেডে বেতন পাই, ২০২০ সালে ১ম উচ্চতর স্কেল ধরে বর্তমানে ৯ম গ্রডে বেতন পাচ্ছি। স্যার আমি কি সহকারী প্রধান শিক্ষক এ সুযোগ নিতে পারি। তাতে কি বেতনের সমস্যা হবে। স্যার দয়া করে জানাবেন।

    • প্রধান শিক্ষকের যোগ্যতা পূরণ করলে বেতন পেতে সমস্যা হওয়ার কথা না। আর হ্যাঁ এশিয়ানের সনদ ভ্যালিড কি না তা জানার চেষ্টা করুন।

  54. মোঃ নজিবর রহমান

    সহকারী শিক্ষক হিসাবে ২০১১ সারে উচ্চতর গ্রেড পেয়েছি , এখন কি ৮ম গ্রেড প্রাপ্তি ?

    জবাব
    • ঊর্মি ভট্টাচার্য্য

      আমি ২০১৪ এর জুলাই মাসে এমপিও ভুক্ত হয় আর বিএড সনদ অর্জন করি ২০২২ সালে। আমি কী বিএড স্কেলের জন্য আবেদন করতে পারব?

    • সনদ অর্জনের পর বিএড স্কেলের আবেদন করতে পারার কথা। আপনি মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলুন।

  55. Moshiur rahman

    16 basor por library lecturer hote asst.professor auto hobe. Apni ke bolen?

    জবাব
    • এবিষয়ে আঞ্চলিক কলেজ পরিচালকের দপ্তরে যোগাযোগ করুন।

  56. Mohammad moshiur rahman

    পদবী দিয়ে পদোন্নতি কেন দিবে না?
    গ্রন্হাগার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে ধারাবাহিক ভাবে ১৬ চাকুরীর অভিজ্ঞতা থেকেই সহকারী অধ্যাপক হতে পারবে। আপনি কি বলেন?

    জবাব
    • বিষয়টি নিয়ে নতুন কোন নির্দেশনা আসেনি। পদবীর সাথে পদোন্নতির বিষয়টি জড়িত। আপনি এবিষয়ে আপনার অঞ্চলের কলেজ পরিচালকের দপ্তরের যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

  57. Mohammad moshiur rahman

    প্রভাষক ( গ্রন্হাগার) থেকে সহকারী অধ্যাপক হতে কি করনিয়?

    জবাব
  58. Md Abuhar Rahman

    স্যার কারিগরী জানুয়ারি ২০২১ এর সংশোধিত এমপিও নীতিমালার অনুমোদন কবে নাগাদ হতে পারে?বা এই চলতি অক্টবরের শেষের দিকে বেতন ভাতা ছাড় করা হবে বলে কি আশা করা যায়??

    জবাব
  59. Mrl city

    প্রভাষক ( গ্রন্হাগার) থেকে সহকারী অধ্যাপক হতে পারবে। একটু অপেক্ষা করতে হবে। আপনি কি বলেন মতামত দিন।

    জবাব
  60. Jahid

    স্যার, আলিম মাদ্রাসায় অফিস সহকারী কাম হিসাব সহকারি পদের বেতন কত এবং চাকরি হওয়ার কয়দিন পর লোন নেওয়া যাবে এবং কত টাকা সর্বচ্চো?

    জবাব
    • বেতনের পরিমান এমপিও শিটে উল্লেখ আছে। আর লোনের বিষয়ে ব্যাংকে যোগাযোগ করুন।

  61. Imdadul Haque Milon

    আসসালামু আলাইকুম। আমি গত ০২/১০/২০২১ তারিখে কলেজে ল্যাব সহকারী হিসাবে জয়েন করেছি। গতমাসে আমার এম্পিও এপ্লিকেশন করেনি। এখন এই মাসে এসে বলছে এই মাসে এপ্লিকেশন করা যাবেনা। আমি জানতে চাচ্ছি নতুন এম্পিও এপ্লিকেশন কখন করা যায়??? প্রতি মাসেই কি এপ্লিকেশন করা যায়? আর আমি কি এই মাসে এম্পিও এপ্লিকেশন করতে পারবো???

    জবাব
    • কোন সমস্যা না থাকলে সব সময় এমপিও আবেদন করা যায়। তবে এক মাস পরপর এমপিওভুক্তি বা এমপিও আপডেট করা হয়। ধন্যবাদ।

  62. রেহানা

    স্যার, পদ সমন্বয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নাকি অভিজ্ঞতা জেষ্ঠতা কোনটা বিবেচনা করা হবে জানালে উপকৃত হব ।

    জবাব
    • এমপিও নীতিমালা বিষয়গুলো বিস্তৃত তাই সংক্ষেপে এবিষয়ে বলা সম্ভব নয়। আপনি এমপিও নীতিমালা সংগ্রহ করে পড়ুন। নিজের বুঝতে না পারলে অভিজ্ঞ কারো সাহায্য নিন। ধন্যবাদ।

  63. Mahmudul Hasan

    ২০০৫ সালের আগে থেকে কারো যদি কলেজের/প্রভাষকের এমপিও থাকে কিন্তু তার স্কুল নিবন্ধন সনদ নেই সে যদি ২০০৫ সালের পরে কোনো স্কুলে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করে (অভিজ্ঞতা সনদ/এমপিও দিয়ে), তবে তার চাকরির ক্ষেত্রে বিধান কি?

    জবাব
    • এমপিওভুক্ত শিক্ষকদের অন্যত্র প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রধানের চাকুরী করতে নিবন্ধনের প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হলো প্রতিষ্ঠান প্রধান ও কিছু তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ছাড়া সকল শিক্ষক নিয়োগ দেয় এনটিআরসিএ। সেক্ষেত্রে সাধারণ শিক্ষক নিয়োগ প্রতিষ্ঠান করতে পারে না। বিষয়টি একটু জটিল। আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে পরামর্শ করুন। ধন্যবাদ।

  64. কামরুল ইসলাম

    একজন সহকারী শিক্ষক পূর্বের নিয়ম অনুযায়ী ৮ বছরে টাইমস্কেল পেয়েছেন । বর্তমানে তিনি কত বছর পর পরবর্তী স্কেল প্রাপ্তির যোগ্য হবেন?
    ১০ বছরের প্রাপ্য টাইমস্কেল বিদ্যালয় কর্তৃপক্ষ ১২ বছরে প্রদান করেছেন। এখন পরবর্তী স্কেল তার চাকুরীর মেয়াদ ১৬ বছর হলেই পাবেন? না স্কেল প্রাপ্তির তারিখ থেকে ৬ বছর হলে পাবেন? অনুগ্রহ করে জানালে উপকৃত হব।

    জবাব
    • একটু এমপিও নীতিমালা পড়ে দেখুন। সেখানে স্পষ্ট করে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ।

  65. Biswajit Roy

    স্যার, ১| ১০ বছর পূর্ণ হলে একজন সহকারী শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের (মাধ্যমিক mpo হয়নি) প্রধান শিক্ষক হতে পারে কি না?
    ২| মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে হলে কি ৩ বছরের সহকারী প্রধান শিক্ষকের অভিজ্ঞতা থাকতে হবে?

    জবাব
  66. মোঃ আশরাফুল ইসলাম

    স্যার, আমি মানবিক বিভাগ থেকে এসএসসি ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস করে কম্পিউটারে ৬ মাস মেয়াদী বাংলাদেশ কারিগরি বোর্ড হতে কোর্স করেছি আমি কি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটরের নিয়োগ নিতে পারি ?

    জবাব
    • সংশ্লিষ্ট পদের এমপিও নীতিমালায় বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে পড়ুন। ধন্যবাদ।

  67. MD Selim Reza

    এমপিওভুক্ত হয়ে গেলে কি আর কোন সমস্যা হবে?

    জবাব
    • সকল তথ্য ও বিধিমোতাবেক এমপিওভুক্তি হলে সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ।

  68. MD Selim Reza

    আমি নভেম্বর মাসে ল্যাব সহকারী পদে এমপিওভুক্ত হয়েছি, এবং বেতন ও পেয়েছি, আমার কি আর কোন সমস্যা হবে, জানালে খুশি হবো।

    জবাব
    • বিধিমোতাবেক এমপিওভুক্ত হয়েছেন, বেতন পেয়েছেন- তাতে আর সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ।

  69. MD.ABDUR RAZZAK

    স্যার আমি মোঃ আব্দুর রাজ্জাক সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার পদে সরকারী বিধিমতে গত 13/04/2021 ইং তারিখে নিয়োগ নির্বাচনী বোর্ড ও 17/4/2021 ইং তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত মোতাবেক সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার পদে নিয়োগ পাই । 19/04/2021 ইং তারিখে যোগদান করি । আমি এমপিও নীতিমালায় পরি কি না স্যার বিষয়টি জানালে খুশি হবো।

    জবাব
  70. MD.ABDUR RAZZAK

    ডিসেম্বর 23, 2021; 1:13 অপরাহ্ন এ
    স্যার আমি মোঃ আব্দুর রাজ্জাক সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার পদে সরকারী বিধিমতে গত 13/04/2021 ইং তারিখে নিয়োগ নির্বাচনী বোর্ড ও 17/4/2021 ইং তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত মোতাবেক সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার পদে নিয়োগ পাই । 19/04/2021 ইং তারিখে যোগদান করি । আমি এমপিও নীতিমালায় পরি কি না স্যার বিষয়টি জানালে খুশি হবো।

    জবাব
    • এই প্রতিবেদনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার পদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি যুক্ত আছে। আপনি বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আগে নিয়োগ-যোগদান করছেন কঅনা, তা দেখুন। ধন্যবাদ।

  71. Jm Sharma

    কারিগরী MPO নীতিমালা অনুযায়ী সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগ NTRCA থেকে হয় না। সেক্ষেত্রে উক্ত পদে নিয়োগের জন্য কি শিক্ষক নিবন্ধন লাগবে?

    জবাব
    • এটা সম্ভবত প্রতিষ্ঠান প্রধানের পদ। এখানে অভিজ্ঞতার প্রয়োজন হবে। আপনি কারিগরি নীতিমালায় সংশ্লিষ্ট পদের যোগ্যতা অংশটি পড়ুন। ধন্যবাদ।

  72. Joy

    Sir, please inform me about the time table of high school for office assistant cum computer operator and 4th class employees. Thanks

    জবাব
    • প্রশ্নটি আরো স্পষ্ট করে করুন। ধন্যবাদ।

  73. লাভলী

    ২ মাস আগে একজনের এম,পি,ও এবং ২মাস পরে আরেকজনেরকিন্তু ১ম জন ২বছর কর্মবিরতি ছিল এবং বেতন ভাতাদি উত্তোলন করেনি এইক্ষেত্রে পদোন্নতি কার হবে?

    জবাব
    • বিষযগুলি নির্ধারণ করবে প্রতিষ্ঠান প্রধান ও বিদ্যালয় পরিচালনা কমিটি। তাদের কাছে বিষয়টি জানুন। ধন্যবাদ।

  74. নুরুজ্জামান

    স্যার মাদরাসায় সহকারি শিক্ষক কৃষিও কম্পিউটার এবং সহকারি মৌলভীদের মাঝে জৈষ্ঠতা নির্ধারণ এম্পিও.যোগদান.বয়স.শিক্ষাগত যোগ্যতা নাকি এন্টার কোড? জানালে উপকৃত হতাম।

    জবাব
    • এমপিও নীতিমালায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে। মাদ্রাসা এমপিও নীতিমাল পড়ে দেখুন।

    • মোঃসাহাব উদ্দীন

      কম্পিউটার অপারেটর এর
      শিক্ষাগতযোগ্যতা

    • এমপিও নীতিমালা সংগ্রহ করে পড়ে দেখুন। ধন্যবাদ।

  75. মোঃ আব্দুল আলীম

    প্রধান শিক্ষক পদে নিয়োগ এর জন্য ২৫-২৬ /০২/২০২২ তারিখে নীতিমালা সংশোধনের বিষয় কী জানা দরকার
    মোঃ আব্দুল আলীম
    ০৮/০৩/২০২২

    জবাব
    • বিষয়টি আমাদের জানা নেই।

  76. shiful islam

    স্যার,আমি একটা নন-এমপিও মাধ্যমিকস্কুলে সহকারী শিক্ষক পদে কর্মরত আছি।বিদ্যালয়টি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১/১/২০১৯ থেকে পাঠদান শুরু হয়।শূণ্যপদের বিপরীতে আমাদের নিয়োগ হয়।বিজ্ঞপ্তিতে নিবন্ধন সনদ চাওয়া হয়নাই। পরীক্ষায় মাউশির প্রতিনিধি উপস্হিত ছিলেন।আমাদের কারোই শিক্ষক নিবন্ধন সনদ নাই। বর্তমানে বিদ্যালয়টির ইআইএন নাম্বার,মাধ্যমিক পর্যন্ত পাঠদানের অনুমতি আছে। ভবিষ্যতে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হলে শিক্ষকদের এমপিওভুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? অগ্রিম ধন্যবাদ।

    জবাব
    • বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক পদের জন্য এনটিআরসিএ সনদ থাকা বাধ্যতামূলক। এখন এর থেকে বাকিটা অনুমান করতে পারেন। আপনি এমপিও নীতিমালা পড়ে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে পারেন।

  77. ফারাবী

    মাধ্যমিক স্কুলে অফিস সহকারীর এ্যাসিস্ট্যান্ট কোনো নিয়োগ আছে নাকি ?

    জবাব
    • এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

  78. রসুল আহম্মদ

    কর্মচারীদের পদোন্নতি তো কোনো সুযোগ নেই।

    জবাব
    • কর্মচারীদের উচ্চতর স্কেল প্রাপ্তির সুযোগ আছে।

  79. তাফাজ্জল হোসেন

    বেসরকারী মাদ্রাসা এমপিও হওয়ার সাথে সাথে ওই মাদ্রাসায় নিয়োজিত সকল কর্মচারীরা কী এমপিওভুক্ত হবে?

    জবাব
    • জনবল কাঠামোর অন্তভূক্ত পদগুলো এমপিওভুক্ত হবে।

  80. নিহার বিন্দু বিশ্বাস

    আমি একজন প্রভাষক। ৮ বছর চাকরির বয়স হলে শিক্ষাছুটি নিয়ে পিএইচডি করতে যাই।কিন্ত এক পর্যায় অন্যায়ভাবে আমাকে বরখাস্ত করে। আমি মহামান্য হাইকোর্টে মামলা করি এবং রায়ে আমাকে বকেয়া বেতনভাতাদিসহ কলেজে যোগদান করানোর আদেশ দেন।যোগদানও করান কিন্তু সার্ভিসকাউন্ট করে ১৬ বছর পূর্ন হলেও আমাকে রেজুলেশন দিয়ে প্রমোশনের কাগজ দিচ্ছেন না। প্রিন্সিপ্যালের বক্তব্য বকেয়া না হলে সার্ভিস কাউন্ট করবেন না। যেখানে হাইকোর্টের রায় আছে এবং নিয়মও আছে এধরনের হলে চাকরিতে নিয়মিত ছিলেন বলে গন্য হবে। এ ব্যপারে করনীয় কী?

    জবাব
    • বকেয়া প্রাপ্তির জন্য আবেদন করতে পারেন। আর প্রিন্সিপ্যালের সাথে দেন-দরকার করে বিষয়টি মিটিয়ে নিতে পারেন।

  81. Chinmay Guha

    স্যার পিএইচডি ডিগ্রি থাকলে কোন এমপিওতে কোন সুবিধা আছে কি?
    বিস্তারিত জানালে খুশি হব।

    জবাব
    • এমপিওভুক্তিতে সংশ্লিষ্ট পদে বৈধভাবে নিয়োগ হতে হবে। তবে সহকারী অধ্যাপক/জৈষ্ঠ্য প্রভাষক পদে পদোন্নতিতে পিএইচডির একটা ভূমিকা থাকবে বলে সম্পতি পদোন্নতির রূপরেখায় বলা হয়েছে।

  82. মহিউদ্দিন

    আসসালামু আলাইকুম
    আমি একটা বিষয় জানতে চাচ্ছি
    কম্পিউটার ল্যাব অপারেটর কি যে কোন বিভাগ থেকে নিয়োগ নিতে পারবে নাকি শুধুমাত্র সাইন্স লাগবে

    জবাব
    • এমপিও নীতিমালায় সকল পদের যোগ্যতার বিষয়টি স্পষ্ট করা আছে। নীতিমালার বর্ণিত যোগ্যতার বাইরে কোন পদে নিয়োগ হলে এমপিওভুক্তিতে সমস্যা হবে। আপনি এমপিও নীতিমালা সংগ্রহ করে দেখুন।

  83. তামিমা

    ২০ বছর ধরে এম পি ও ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একজন ব্যাক্তি চতুর্থ শ্রেণীর কর্মচারী ( এম পি ও সীটে দপ্তরী) পদে চাকরিরত আছেন,,,এখন ২০২১ সালে নতুন এমপি ও নীতিমালায় নাকি আছে দপ্তরী পদ আর উল্লেখ করা যাবে না,,, তাহলে এনার এখন কোন পদটি হবে??? ( চতুর্থ শ্রেণীর কর্মচারী এখানে এখন মোট পাঁচটি পদ আছে )

    জবাব
    • সবচেয়ে ভালো হয় আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে বিষয়টি নিয়ে কথা বলুন। তিনি এবিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন।

  84. হাসনা হেনা

    আমি বেসরকারি একটি স্কুলের সহকারী শিক্ষক(গণিত)। আমার পদটা অস্থায়ী।প্রাতিষ্টানিক বেতন পায়।আমার পদটা ntrca থেকে নিয়োগ ছাড়া আর অন্য কোনো ভাবে mpo করা যাবে? জানালে উপকৃত হবো।

    জবাব
    • এখন আর শিক্ষক পদে অন্য কোন ভাবে এমপিওভুক্ত হওয়ার সুযোগ নেই।

  85. আনিসুল মালেক

    স্যার,
    আমি মে ২০২২ মাসে বেতন গ্রেড ৭ থেকে ৬ নং গ্রেডে উন্নিত হই, যা মার্চ/২০২২ থেকে কার্যকর হয়। আমার প্রশ্ন জুলাই/২০২২ মাসে ৫% ইনক্রিমেন্ট পান কি-না?

    জবাব
    • নিয়ম থাকলে পাবেন। এক্ষেত্রে কম পাওয়ার সুযোগ নেই।

  86. মামুন

    ফাজিল লেভেলের অফিস সহকারী কাম কম্পিটার এই পদ থেকে কি পদোন্নতি কি সম্ভম? যদি অনাসর্ মাস্টারস থাকে? জানাবেন প্লিজ

    জবাব
    • একটি নির্ধারিত সময়ের পরে উচ্চতর স্কেল পাওয়া যেতে পারে। তবে এসব পদের পদোন্নতি প্রাপ্ত হয়ে ভিন্ন পদে উত্তোরণের উপায় আছে বলে আমাদের জানা নেই।

  87. মোঃ আবদুল মতিন

    ১৯৯৫ সালে মাদ্রাসায় জুনিয়র মৌলভী হিসেবে নিয়োগ প্রাপ্ত হই।১৯৯৫সালের জনবল কাঠামো অনুযায়ী ১৯৯৭সালে সহকারী মৌলভী হিসেবে পদায়ন করা হয়। ২০০৫ সালে টাইম স্কেল পাই।
    বর্তমানে একটি উচ্চ বিদ্যালয়ে ১৬০০০/স্কেলে কর্মরত। আমি কী এখন উচ্চতর (২২০০০)স্কেলের জন্য আবেদন করতে পারব।

    জবাব
    • চাকুরী জীবনে পদোন্নতি বাদে দুটি উচ্চতর স্কেল পাবেন। আপনি এই বিষয়ে সঠিক তথ্য জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করুন।

  88. মামুন

    বি,পিএড দিয়ে কি প্রধান শিক্ষক হওয়া যাবে?

    জবাব
    • এমপিও নীতিমালায় প্রধান শিক্ষকের যোগ্যতা উল্রেখ করা হযেছে। প্রয়োজনে এমপিও নীতিমালা সংগ্রহ করে বিস্তারিত জানুন।

  89. নাছির উদ্দিন

    আমি ২০১৯ সালের ৩০ অক্টোবর সরকারী বিধি মোতাবেক ডিজি প্রতিনিধি ও কমিটির মাধ্যমে একটি প্রতিষ্টানে সহকারী গ্রন্থাগারিক পদে অনেক কষ্টে নিয়োগ পাই। এবং এমপিও জন্য আবেদন করি, তার পরিপ্রেক্ষিতে আমার লাইব্রেরিয়ান সনদটি রয়েল ইউনিভার্সিটির ভুয়া সনদ বলে প্রমানিত হওয়ার কারনে ফাইল রিজেক্ট হয়। আর তাই আমার প্রতিষ্টান প্রধান আমাকে নতুন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লাইব্রেরিয়ান র্কোসটি করার জন্য অনুমতি প্রধান করে। তাই আমি ২০২০-২১ সেশন ভর্তি হই। যা আমার বর্তমানে পরীক্ষা চলমান এবং দিচ্ছি। তাই আমার প্রশ্ন আমি কোর্স সম্পন্ন করে এমপিওর জন্য আবেদন করলে আমি কি এমপিওভুক্ত হতে পারব কি-না? অনেক অনিশ্চয়তার মধ্যে সময় পার করছি সঠিক পরামর্শ দিবেন আশা করি জনাব।

    জবাব
    • আপনার ফাইল যে অফিস রিজেক্ট করেছে তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিন। তারা এই বিষয়ে আপনাকে সঠিক তথ্য দিতে পারবে।

  90. মামুন

    ২০১০ ইং সালের আগের এমপি ও নীতি মালা (স্কুল) দরকার কোথায় পাব জানা বেন দয়াকরে?

    জবাব
    • এই প্রতিবেদনে স্কুল-কলেজের এমপিও নীতিমালা সংগ্রহের লিংক দেওয়া হয়েছে। কোন একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে এমপিও নীতিমালার পিডিএফ কপি সংগ্রহ করুন।

  91. মামুন

    প্রধান শিক্ষক ও মেনে জিং কমিটি আমাকে গত ৭/৬/২০২২ইং তারিখে অন্যায় ভাবে সাময়িক বরখাস্ত করেছে আমার এখন করনীয় কি? দয়া ক রে জানাবেন প্লিজ?

    জবাব
    • নিশ্চয় কোন কারণে আপনাকে সাময়িক বরখাস্ত করেছে। প্রথমে কারণটি জানুন। তারপর বিষয়টি অসত্য হলে আপনি স্থানীয় প্রশাসনে জানাতে পারেন।

  92. রাসা

    মাধ্যমিক আয়া পদে কি প্রমোশন পাওয়ার বিধান আছে ?

    জবাব
    • উচ্চতর স্কেল পাওয়া যাবে। তবে এসব পদের পদোন্নতি নেই।

  93. রিপন

    ১/এড হক কমিটি কি সাময়িক বরখাস্ত করতে পারে? ২/যদি ও সাময়িক বরখাস্ত করে তাহলে ক রনীয় কি? দয়া করে জানাবেন?

    জবাব
    • এগুলো আইনি বিষয়। এ বিষয়ে আইনবিদের সাথে কথা বলুন।

  94. ওয়াহিদ

    আমাদের স্কুল এন্ড কলেজটি বেসরকারি। অথচ আমরা সরকারি স্কুলের মতো বেতন-ভাতা পাই।
    এমপিও ভুক্তির আবেদনের সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশ্বস্থ করেছিলেন, এমপিও ভুক্ত হলেও আমরা পূর্বের ন্যায় বেতন-ভাতা পাবো।
    সম্প্রতি প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়েছে। এখন কি সরকারি স্কুল-কলেজের মতো বেতন পেতে কোন সমস্যা হবে?

    জবাব
    • এমপিও হলেও প্রতিষ্ঠান বেতন-ভাতা দিতে চাইলে পাবেন।

  95. মোহাঃ মাহফুজ আলম

    আসসালামু আলাইকুম।প্রথমেই ধন্যবাদ দিচ্ছি ধৈর্য্য সহকারে সবার মন্তব্যের জবাব দেওয়ার জন্য।স্যার,আমি দুটো বিষয় জানতে চাচ্ছিলাম।প্রথমত: স্কুল এন্ড কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান জাতীয়করণ হলে কী কলেজ শাখা জাতীয়করণের আওতায় পড়বে না শুধু স্কুল শাখা জাতীয়করণ হবে- জানাবেন প্লিজ।উল্লেখ্য যে,স্কুলের প্রতিষ্ঠাকাল ১৯৬৭ এবং কলেজ শাখা এইবার(২০২২) MPO হয়েছে। দ্বিতীয়ত: স্কুল শাখা ও কলেজ শাখার সময়কাল( ক্লাস পরিচালনার)একই হবে (১০ ঘটিকা হতে ০৪ ঘটিকা) না কলেজ শাখা আগে( ১০ ঘটিকা হতে ০২ ঘটিকা) ছুটি দিতে পারবে এবং আইনগত ভাবে কলেজ শাখার প্রভাষকগণ স্কুল শাখায় ক্লাস নিতে বাধ্য কীনা?

    জবাব
    • এখানে দুটি স্তর রয়েছে। স্কুল লেভেলে এমপিও হলে স্কুলের শিক্ষকরা বেতন পাবে। আর স্কুল ও কলেজ উভয় লেভেল এমপিওভুক্ত হলে সকল স্তরের শিক্ষকগণ বেতন পাবেন। আর স্কুল-কলেজ পরিচালনার বিষয়টি সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্যদের উপর নির্ভর করবে।

  96. আব্দুল মজিদ

    স্যার,আমি আব্দুল মজিদ,সহকারী প্রধান শিক্ষক,হামকুড়িয়া উচ্চ বিদ্যালয়!গত01/06/1987তারিখে এমপিও ভূক্ত! 01/02/94তারিখে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান!1999সালে সহকারী প্রধান শিক্ষকের স্কেল প্রাপ্ত!09/08/2006তারিখ থেকে 05/07/2019তারিখ পর্যন্ত সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলাম!হাইকোটের রায়ে নির্দোষ প্রমানিত হয়ে 06/07/2019তারিখে বিদ্যালয়ের কাজে ফিরে এসেছি!এসে দেখি আমার বেতন গ্রেড নবমই রয়ে গেছে এমপিও সিটে পদবীটাও নাই!স্যার,আমার চাকুরী কি নিয়মিত হিসাবে গন্য হবে,পদবী পাব কি,বকেয়া বেতন পাব কি,সহকারী প্রধান শিক্ষকের স্কেল পাব কি?আবেদন করেছি এখনো ফলাফল পাই নাই!স্যার দয়া করে বিস্তারিত জানাবেন!

    জবাব
    • পআপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর নিকট আপনার সমস্যার বিষয়টি বলুন। তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।

  97. Md Abdus Salam

    ২০০৬ সালের পূর্বে যারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল পাশ। তাদের জন্য বিএড প্রশিক্ষণ এর কোনো সুযোগ নেই। তারা সহকারী মৌলভী শিক্ষক পদে বিএড স্কেল ১৬০০০ পেয়ে আসছে। ২০২১ সালের এমপিও নীতিমালায় যারা ২০০৬ সালের পূর্বে কামিল পাশ তাদের বিষয়টি উল্লেখ করা হয়নি। অতএব যারা ২০০৬ সালের পূর্বে নিয়োগ এবং ২০০৬ সালের পূর্বে কামিল পাশ। তাদের স্কেলের বিষয়টি কি হবে? তারা কি বিএড স্কেল পাবেনা ?

    জবাব
  98. মতিউর রহমান

    আমি ৩য় গণবিজ্ঞপ্তিতে আইসিটি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে ১ ফেব্রুয়ারী যোগদান করি। আমার আইসিটি কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১ বছর মেয়াদি। এমপিও নীতিমালায় কারিগরি ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্টানের কথা না বলায় আমার এমপিও ফাইল ডিডি অফিস থেকে বাতিল করেছে। এখন আমার করণীয় কি?

    জবাব
    • এরকম অনেকের সমস্যা হচ্ছে। এমনকি ইংরেজী বিষয়ের শিক্ষকদেরও এমন হয়েছে। আপনি নতুন সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করুন। অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দেখুন তারা কি বলে।

  99. Abdur Rahiim

    আসসালামু আলাইকুম স্যার, দাাখিল মাদ্রাসার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যে পদটি আছে এই পদের এমপিও কি বর্তমানে বন্ধ আছে। এমপিও এর কাজ করে এমন একজন স্যার বিষয়টি আমাকে বলল। স্যার, আমাকে একটু সঠিক তথ্যটি দিয়ে সাহায্য করবেন? আমি জানতে চাচ্ছি দাখিল মাদ্রাসার জন্য এই পদে নিয়োগ বন্ধ আছে কিনা? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এখানে পদটি আছে।

    জবাব
    • আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর দপ্তরে যোগাযোগ করুন। তিনি সঠিক তথ্য দিতে পারেবেন।

  100. Md.Ashraful Alam

    স্যার, আমার নিয়োগ২০১০ সালে সমাজবিজ্ঞানে কিন্তু ২০১৪ সালে এক ম্যাডামের এমপিও সীটে সমাজ বিজ্ঞান চলে আসে।কিন্ত তার নিয়োগে কোন বিষয় উল্লেখ ছিল না। তার নিয়োগ ১৯৯৯ সালে। প্রধান শিক্ষকের নিকটে পদবী সংশোধন করে চাইলে তিনি বিষয়টি এরিয়ে যান।এবং আমাকে বাংলা দিতে চান। যা আমার সকল কাগজ পত্রের সাথে গরমিল। স্যার দয়া করে পরামর্শ দেন কি করব।

    জবাব
    • বিষয়গুলো খুব জটিল। আপনি প্রধানের সাথে আলোচনা করে সমঝোতায় আসুন।

  101. হামিদুল ইসলাম

    আমি প্রথম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি 2005 সালে।বর্তমানে আমার বয়স 44.আমার এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে কলেজ শাখা চালু করবে।আমি কি সেখানে গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পেতে পারি।নাকি ntrca এর মাধ্যমেই নিয়োগ হবে।

    জবাব
    • এই বিষযে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে পরামর্শ করুন।

  102. Sopon humar

    Sir…B.p.ad ki Bed somoman?
    Ami bped teacher…10 grade …10 bosor por ki ucchotor grade pabo…Pele kon grade asbe

    জবাব
  103. শাহাজাদি ইয়াসমিন সৃষ্টি

    কেউ যদি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং সিভিলে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা পাশ করার পর ৬ মাস মেয়াদি সরকারি কম্পিউটার কোর্স করে, তবে কি সে ২০২১ এর নীতিমালা অনুযায়ী এমপিও ভুক্ত হয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে আবেদন করতে পারবে?

    জবাব
    • আপনি সরাসরি এমপিও নীতিমালা পড়ে দেখুন।

  104. মোঃ জুবায়ের আলম

    আমি কারিগরি বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ২ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স করেছি। আমি কি ল্যাব অপারেটর পদে আবেদন করতে পারবো বা এমপিও কি হবে?

    জবাব
    • কোন পদে নিয়োগ পেতে হলে সেই পদের যোগ্যতা থাকতে হবে। আপনি এমপিও নীতিমালায় সেই পদের যোগ্যতা দেখে নিতে পারেন।

  105. Md Rabiul Islam

    ইন্টারমিডিয়েট কলেজে ব্যবসা শাখায় মৌলিক পোস্ট কয়টি ও কি কি?

    জবাব
  106. মোশিউর রহমান

    স্যার,আমি একটি দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক(বিজ্ঞান) পদে কর্মরত ছিলাম.৩য় গনবিজ্ঞপ্তিতে একটি ডিগ্রী কলেজে প্রদর্শক পদে সুপারিশ পায়।তাই চাকরি থেকে পদত্যাগ করে যোগদান করি।আমি এমপিও নিতমালার(সংশোধিত) ১১.১৫ অনুছেদ অনুযায়ী ইনডেক্সধারী হিসেবে ট্রান্সফার হতে চায়,কিন্তু কিছু জটিলতা হচ্ছে,কী করতে পারি।ধন্যবাদ

    জবাব
  107. খোকন

    স্যার,যেই সকল শিক্ষক মামলা জনিত কারনে বেতন করতে পারেনি কিন্তু মামলা খারিজ হওয়ায় পরে তিনি কি যোগদান থেকে বেতন পাবেন।জানাবেন প্লিজ।

    জবাব
    • এমপিও নীতিমালা অনুসরণে পদটি বৈধ হলে আর বৈধ উপায়ে নিয়োগ পেলে আবেদন করতে পারবেন।

  108. Shohidul Islam

    স্যার, ল্যাব সহকারী, পদটি কি চালু হয়েছে স্কুলে? এমপিও নীতিমালায় ত নাই।

    জবাব
    • এটা মন্ত্রনালয় কোন বিজ্ঞপ্তি দিলে এটা বলা যাবে।

  109. আবিদ মোরশেদ

    যোগানের ২মাস পর যদি MPO হয় তাহলে বিগত মাসের বেতন ভাতা পাওয়া যাবে কি???

    জবাব
    • এটা পাওয়া যাবে কীনা তা আমাদের পক্ষে বরা সম্ভব নয়। তবে আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর দপ্তরে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।

  110. Ayub khan

    স্যার,
    আমি ২০১০ সালে ২০ শে ডিসেম্বর নন এম পি ও ডিগ্রি শাখায় প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত। এক মাত্র প্রভাষক। যা বিধিমোতাবেক নিয়োগ প্রাপ্ত। ২০২১ সালের ১৩ ই জানুয়ারি উচ্চ মাধ্যমিক শাখায় আমার বিষয়ে প্রভাষক পদটি ৬০ বছর পুর্তি জনিত কারনে শুন্য হয়। কলেজ গভর্নিং বডি ২০১৮ সালের ৯ এর ২ ধারা এবং ২০২১ এর ৯.৩ ধারা মোতাবেক আমাকে ডিগ্রি শাখা থেকে উচ্চ মাধ্যমিক শাখায় সমন্বয় করে এম পি ও এর জন্য আবেদন করে ১ /০৬/২০২১ ইং তারিখে। যা অদ্যাবধি পর্যন্ত
    এম পি ও হয়নি। কিন্তু বিগত ২০১০,২০১৩,২০১৮,এবং ২০২১ ইং সালের বিধিতে একই ভাষা একই কথা বলা আছে।এবং কি হয়েছেও বটে। আমি এখন কি করতে পারি।আমাকে পরামর্শ দিলে উপকৃত হবো।
    ধন্যবাদ স্যার।

    জবাব
    • কি কারণে এমপিও হচ্ছে না তার কারণ নিশ্চয় বলা হয়েছে। আপনি এমপিও নীতিমালার সংশ্লিষ্ট অনুচ্ছেদের ব্যাখ্যাটি কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করুন।

  111. Ayub khan

    আবেদনের পর মাউশি গত ৫/১/২২ইং তারিখে মতামত দেয় যে, ৯এর ৩ ধারায় সমন্বয়ের কথা ব্ লা আছে। তবে ১২/১২/২১ ইং তারিখে এ বিষয়ে স্পষ্টীকরনের জন্য মন্ত্রনালয়ের সিদ্ধান্ত চাওয়া হয়েছে। যা আজ প্রায় বছর। আসলে কি হবে স্যার।

    জবাব
    • মন্ত্রণলয়ের যোগাযোগ করে দেখতে পারেন।

  112. মোঃ জাহিদ আলম

    স্যার আমার বাবা একজন এমপিওভুক্ত স্কুলের ( ষষ্ঠ থেকে দশম শ্রেণী) চতুর্থ শ্রেণীর কর্মচারী। বেশ কয়েক বছর ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ, যার ফলে অনেক ভারী কাজ তিনি করতে পারেন না, তবে তিনি নিয়মিত স্কুলে যায় এবং সাধারণ কাজগুলো করে। যখন অনেক ভারী কাজ করতে হয় আমি তার ছেলে হিসাবে সেখানে গিয়ে সাহায্য করি। তবে তিনি নিয়মিত ঔষধ সেবন চালিয়ে যাচ্ছেন। আমাদের ৬ সদস্যের পরিবারটা আমার পিতার ৯ হাজার টাকা বেতনের উপর নির্ভরশীল। এছাড়া আমাদের আয়ের অন্য কোন উৎস নেই। কিন্তু এমতাবস্থায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকসহ কমিটি বৃন্দ আমার পিতা কে এক মাসের ভেতরে চাকরি ছেড়ে দিতে বলেছে। যেখানে বয়স অনুযায়ী আমার পিতা এখনো ১২ বছর বা তার বেশি সময় কাজ করার সুযোগ পাবে। এবং সেই সাথে বলছে ১০ লক্ষ টাকা দিলে আমার পিতার চাকরিটা আমার নামে করে দিবে। প্রশ্ন হল এখানে প্রতিষ্ঠান প্রধান আমাদের ক্ষেত্রে যে কাজটা করছেন এমন কোন কাজ কি তার করার অধিকার আছে কিনা। অর্থাৎ আমি জানতে চাচ্ছি তিনি যে কাজটা করছেন এটা কি আইন দ্বারা স্বীকৃত নাকি তিনি অবৈধ কাজ করছেন?

    জবাব
    • বিষয়গুলো মানবিক দিক থেকে দেখা উচিত। আপনি এ বিষয়ে স্কুলের প্রধান বা সভাপতির সাথে কথা বলুন।

  113. Chaitanna Sarker

    স্যার, আমি ল্যাব সহকারী (কম্পিউটার) 2010 সালে আমার নিয়োগ। আমি কি এমপিও পাব ? কারণ আমাকে বলে বিজ্ঞান বিভাগের হতে হবে। আমি মানবিক বিভাগের এবং ডিপ্লোমাধারী।

    জবাব
    • আপনি বর্তমানে প্রচলিত এমপিও নীতিমালায় ল্যাব সহকারীর যোগ্যতার বিষয়টি দেখুন।

    • Chaitanna Sarker

      Thanks Sir

  114. নূরমোহাম্মদ

    স্যার আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৯৭ইং সালে ৪র্থ শ্রেণির কর্মচারী অফিস পিয়ন পদে নিয়োগ প্রাপ্ত হই।২০২১ইং সালে যখন ই এফ টি ফরম পূরণ করার প্রধান বলেন, তখন কম্পিউটার অপারেটর একজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি আমাকে বললেন তোমার পদবি অফিস পিয়ন আর নেই,তখন আমি স্যারকে বললাম আমার পদবি এখন কি হবে।তখন স্যার বললেন তোমার পদবি অফিস পিয়নের পরিবর্তে অফিস সহায়ক হয়ে গিয়াছে।তখন আমি স্যারকে বললাম এটার কি কোনো গেজেট প্রকাশ হয়েছে।তখন স্যার বললেন ২০১৫ইং গেজেট মূলে তোমার পদবি এখন থেকে অফিস সহায়ক। আর আমি ই এফ টি ফরমে অফিস সহায়ক পদবি পূরণ করে দিচ্ছি এবং অফিসে গিয়ে একটি রেজুলেশন লেখে রাখিও।এখন কথা হচ্ছে বর্তমান কমিটির মাননীয় সভাপতি সাহেব বলছেন আমার পদবি যদি অফিস সহায়ক করা হয়,তাহলে ২০২১ইং নীতিমালা অনুযায়ী ৪র্থ শ্রেণির কর্মচারী গনকে নিয়োগ দিতে পারবেন না।স্যার দয়া করে জানাবেন বর্তমানে আমার করনীয় কি?

    জবাব
    • বিষয়টি স্পষ্ট করে বুঝতে পারিনি।

    • নূরমোহাম্মদ

      আমি ১৯৯৭ইং থেকে অফিস পিয়ন পদে কর্মরত আছি।২০২১ইং ই এফ টি ফরম পূরণ করি অফিস সহায়ক পদে।এখন বর্তমান কমিটির সভাপতি সাহেব বলেছেন আমাকে অফিস সহায়ক পদে রাখলে নিরাপত্তা পহরি, নৈশপহরী,পরিছন্নতাকর্মি ও আয়া পদে নিয়োগ দিতে পারবেন না। তাই আমাকে অফিস সহায়ক পদটি বাদ দিতে হবে।এখন আমি কি করব।

    • এই বিষয়ে আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে কথা বলুন। তিনি এ বিষয়ে ভালো পরামর্শ দিতে পারবেন।

  115. Lokman

    ছার‌‌‌ আমি অপিস পিয়ন পদে২০১৩সালে যোগ দান করি এখন প্রধানশিক্ষক আমাকে নিরাপত্তা কর্মী হিসাবে রাখতে চায় কিন্তু কমিটি শিক্ষক গন আমাকে সহায়ক রাখতে চায় আর ইতিমধ্যে প্রধানশিক্ষক কুমিল্লা শিক্ষা বোর্ডে ২জন শিক্ষক পাঠান শিক্ষা বোর্ডে এরক নিতিমালা নেই তারা  বলছে এক সপ্তাহ পর যোগাযোগ করতে বলেছে এটা নিয়ে রিট হইছে এখন কি করা।

    জবাব
    • রেজাউল করিম দিগদাইড় ইউনিয়ন মডেল হাই স্কুল

      2011 সালে আমরা তিনজন সমাজবিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি । 2012 সালের নভেম্বর মাসে আমরা বিএড স্কেল সহ 10 নং কোডেএমপিওভুক্ত হই। 2022 সালের নভেম্বর 10 বছর পূর্ণ হয়। আমরা তিনজন সহকারী শিক্ষক হিসাবে সমাজবিজ্ঞানে কর্মরত। জানালে খুশি হব এখন আমাদের পদবী কি হবে।

    • পদবী বলতে বুঝলাম না। সহকারি শিক্ষকগণ সিনিয়র সহকারি শিক্ষক হবেন।

  116. মোঃ জসীম উদ্দীন

    পত্রিকার বিজ্ঞপ্তি অনুসারে একজন শিক্ষক ’সহকারী শিক্ষক’ হিসাবে যথাযথ পক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হয়ে 10/12বছর শিক্ষকতা করার পর তিনি প্রধান শিক্ষক ও নিয়মিত কমিটির রেজুলেশনের মাধ্যমে পূর্বের নিয়োগ পত্রের বিপরীতে ’সহকারী শিক্ষক’ গণিত লিখে সংশোধিত নিয়োগ পত্র সরকারী বিধি মোতাবেক নিতে পারেন কিনা?

    জবাব
  117. মোঃ জসীম উদ্দীন।

    একই প্রতিষ্ঠানে কর্মরত মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত কোন শিক্ষক উচ্চ মাধ্যমিক (নন এমপিওভুক্ত)পর্যায়ে
    প্রভাষক পদে নিয়োগ পেলে তার মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্তি বহাল থাকবে কিনা ? এবং উক্ত বিষয়টি যদি গোপন রেখে এমপিওর টাকা উত্তোলন করেন তার কি ধরনের অপরাধ হবে এবং তার ব্যবস্থা কি নেওয়া যেতে পারে?

    জবাব
    • একই সাথে দুই পদে চাকুরী করা যাবে না।

  118. মোঃ জসীম উদ্দীন

    এনটিআরসির এর অনুমোদন ব্যাতিত শুধুমাত্র নিয়মিত কমিটির রেজুলেশনের মাধ্যমে কোন শিক্ষককে যদি প্রধান শিক্ষক নিয়োগ পত্র দেন এবং যোগদান পত্র গ্রহন করেন তাহলে তার বৈধতা কতটুকু

    জবাব
    • এমপিওভুক্ত কোন প্রতিষ্ঠানের শূন্যপদে প্রতিষ্ঠান নিয়োগ দিতে পারবে না। নিয়োগ দিলেও বেতন-ভাতা সরকার থেকে পাওয়া যাবে না।

  119. মোঃ জসীম উদ্দীন

    পেপারে সার্কুলারের মাধ্যমে বিধিমোতাবেক একজন কে ১২বছর পূর্বে ’সহকারী শিক্ষক’ হিসাবে নিয়োগ দিয়েছেন এবং এমপিও ভুক্ত হয়ে চাকুরীরত আছেন ১২বছর পর এসে কমিটির রেজুলেশন করে তাকে ”সংশোধিত নিয়োগ পত্র গনিত হিসাবে” পূনরায় নিয়োগ পত্র দিতে পারেন কিনা?

    জবাব
  120. মোঃ জসীম উদ্দীন

    নিয়মিত গভর্নিংবডির কোন সদস্য যুক্তি সংগত লিখিত কোন কারন সদস্যসচিব কে অবহিত না করে পর পর তিন টি সভায় অনুপস্থিত থাকলে তাঁর সদস্য পদ বহাল থাকবে কি না? এ বিষয়ে চলমান কমিটি কি পদক্ষেপ গ্রহন করতে পারে?

    জবাব
  121. আরিফুল ইসলাম

    স্যার,
    আমি ২০১৪ সালে একটি নিন্ম মাধ্যমিক এমপিওভুক্ত মাধ্যমিক স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা শাখায় নিয়োগ নেই।কিন্তু ব্যবসায় শিক্ষা না খুলে প্রধান শিক্ষক আমার নিয়োগ দেয়।২০২২ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক এমপিওভুক্ত হয়।এখনও ব্যবসা শাখা খোলা হয় নাই।কিন্ত ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি আছে।২০২৩ শিক্ষাক্রমে কোন বিভাগ থাকছে না তাহলে কি আমার শাখা খোলা লাগবে কিনা? আমি যতদুর শুনেছি মনতোনালয় থেকে এখন আর শাখা খোলার অনুমোদন দিচ্ছে না।আমি শাখা খোলার আবেদন করে বিদ্যালয়ের তদন্ত রিপোর্ট সম্পন্ন করে রেখেছি কিন্ত চুরান্ত অনুমোদন করে দিচ্ছে না বলছে এটা পুরোপুরি স্থগিত।আমি খুব অসহায় আছি আমাকে সুপরামর্শ দানে মর্জি হয়।

    জবাব
    • এই বিষয়গুলোর পরামর্শ নিতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।

  122. Md Furkan Ali Biddot

    স্যার চারু কারু ও কলা, অনার্স/ডিগ্রি পাস করে ০১বছরেরে কোর্স করলেই কি নিবন্ধন পরিক্ষা দেওয়া যাবে। স্যার এক্টু দ্রুত জানাবেন।

    জবাব
    • যখন নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন এই বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

  123. মোঃ আমিনুল হক

    স্যার, আমার নিয়োগ 2002সালে, সামাজিক বিজ্ঞান, সহকারী শিক্ষক পদে।2019সালে আমাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়। আমার বিএড নাথকায় 11গ্রেডে বেতন আসে। 2021সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার একটি বেসরকারি কলেজ থেকে বিএড ডিগ্রী অর্জন করি।
    এখন বিএড স্কেলের জন্য আবেদন করতে পারব কিনা? আবেদন করলে বিএড স্কেল পাবকী না?জানালে উপকৃত হব। ধন্যবাদ।

    জবাব
  124. মোঃ নিরব

    (১১শ ১২শ)কলেজ পর্যায় আইসিটি ল্যাব এসিস্ট্যান্ট এমপিও দেওয়ার জন্য সুপারিশ করবেন । আমরা খুব অসুবিধার ভিতর আছি। আমাদের কথাটা মানিকভাবে চিন্তা করেন বর্তমান সরকার আইসিটির বিষয়ের উপর অনেক গুরুত্ব করেছে। কিন্তু আমরা না খেয়ে মরতেছি

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  125. আঃ মমিন

    আমি ভোকেশনাল থেকে এস এস সি পাশ । ল্যাব সহকারী (উদ্ভিদ বিজ্ঞান / প্রানী বিজ্ঞান) চাকুরী পেয়েছি ।এখন আমার বেতুন হবে কি ?

    জবাব
  126. হেলাল

    কৃষি ২০১৪ সালে কমিটির নিয়োগ। ২০২২ সালে নতুন এমপিও হয় প্রতিষ্ঠানটি। এমপিও আবেদন এ বেতন কোড কত হবে ?

    জবাব
  127. জয়ন্ত দাস

    ২০০৫ সালে বিএড স্কেল ও ২০১৩ সালে টাইম স্কেলে বেতন কত ছিল তা জানার দরকার।কোনো উপায় আছে কি???

    জবাব
    • ওই সময়ে যারা চাকুরীতে ছিলেন তাদের কাছ থেকে জানতে পারেন।

মন্তব্য করুন