/ / HSC XI Class Online Admission 2020 | একাদশ শ্রেণি কলেজ ভর্তি ২০২০

HSC XI Class Online Admission 2020 | একাদশ শ্রেণি কলেজ ভর্তি ২০২০

HSC XI Class Online College Addmission 2020 Guideline

HSC XI Class Online College Admission 2020 Guideline, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনলাইন কলেজ ভর্তির নিদের্শনা ও নিয়মকানুন জানুন।

HSC XI Class Online College Admission (Session 2020-2021) Circular and Guideline

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড এর অনুমোদিত কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ৯ আগস্ট  শুরু হতে যাচ্ছে। আর ভর্তির সকল প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর এর মধ্যে শেষ হবে।

একাদশ শ্রেণির কলেজ ভর্তির সময়সূচী সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অনলাইনে ভর্তির আবেদন, ফল প্রকাশ ও ভর্তির সময়সূচী সম্পর্কে তথ্য পরিবেশিত হয়েছে। (বর্ধিত সময়সূচী নিচের দেখুন)

ভর্তি নীতিমালা যেহেতু আগেই প্রকাশিত হয়েছে, তাই আর নীতিমালা নতুন করে যুক্ত করা হয় নাই। (ভর্তির বর্ধিত সময়সূচির বিজ্ঞপ্তি দেখুন সব শেষ অনুচ্ছেদে।)

বরাবরের মত এবারে শুধুমাত্র অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এবার টেলিটক মোবাইল এসএমএস এর মাধ্যমে ভর্তি আবেদন করা যাবে না। অতিরিক্ত খরচের কথা মাথায় রেখে, মোবাইল এসএমএস এর মাধ্যমে ভর্তি আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

অনলাইনে ভর্তি আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা: www.xiclassadmission.gov.bd

করোনা ভাইরাস জনিত কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায়, ভর্তি প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হলেও অবশেষে তা শুরু হতে যাচ্ছে।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ভর্তির নির্দেশনা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য যে, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ভর্তি ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন হবে

বিগত বছরের তুলনায় এবারের ভর্তি প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে। কারণ করোনার কারণে এমনিতেই শিক্ষা বর্ষের অনেক সময় অতিবাহিত হয়েছে।

তাই আগেভাগে ভর্তির নিয়মকানুন জেনে সিদ্ধান্ত চুড়ান্ত করে রাখুন। যাতে করে ভর্তির সময়ে কোন অযাচিত বিড়ম্বনায় পড়তে না হয়।

Online College Admission 2020: একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া কখন শুরু হবে?

২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অনলাইনে কলেজ ভর্তি ৯ আগস্ট শুরু হবে এবং সকল প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর এর মধ্যে সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ, যাছাই-বাছাই সহ ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। (সময়সূচির বিজ্ঞপ্তি নিচে দেখুন)

HSC XI Class Online Admission 2020: একাদশে অনলাইনে ভর্তি আবেদনে কত টাকা লাগবে?

কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে অনলাইনে কলেজ ভর্তি আবেদন করতে ১৫০/= টাকা লাগবে। আর এই অর্থ মোবাইল ব্যাংকিং অপারেটর যেমন- টেলিটক, নগদ, সোনালী ব্যাংক, শিওর ক্যাশ, বিকাশ ও রকেট এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

বিভিন্ন মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 কোন কলেজে ভর্তি আবেদনে ন্যূন্যতম জিপিএ, আসন সংখ্যা কত তা কী আগে থেকে জানা যাবে?

বাংলাদেশের সকল বোর্ডের অধীন কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তি আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ কত পয়েন্ট লাগবে তা অনলাইনে আগে থেকে জানা যাবে। কলেজের বিভিন্ন গ্রুপের মোট আসন সংখ্যা সহ কলেজে EIIN নম্বর, শাখা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ভর্তি আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ নম্বর সহ কলেজের সকল তথ্য জানতে নিচের সংযুক্ত বোর্ড ভিত্তিক লিংকে ক্লিক করুন।

পিডিএফ ফরম্যাটে প্রকাশিত কলেজের তালিকায় উপরোক্ত তথ্য সমূহ পাওয়া যাবে।

ঢাকা শিক্ষা বোর্ড
চট্রগ্রাম শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ড
বরিশাল শিক্ষা বোর্ড
ময়মনসিংহ শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ড

HSC XI Class Online College Admission 2020: উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ভর্তির যোগ্যতা কী?

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড থেকে ২০১৮, ২০১৯, ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে।

এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ২০১৮, ২০১৯, ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, এবারের একাদশ শ্রেণির ভর্তিতে যোগ্য বলে বিবেচিত হবে।

তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়স ২২ বছরের বেশী হতে পারবে না।

বাংলাদেশের বাইরে বিদেশের কোন বোর্ড বা অনুরূপ প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক সনদের মান নির্ধারণের পর ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে।

কলেজ নির্বাচন: এক শিক্ষার্থী কয়টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবে?

একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচন করতে পারবে। তবে শিক্ষার্থীর জিপিএ, মোট প্রাপ্ত নম্বর ও পছন্দক্রমের ভিত্তিতে ১টি কলেজে ভর্তির জন্য নির্বাচন করা হবে।

গ্রুপ নির্বাচন: একাদশ শ্রেণিতে কোন গ্রুপের শিক্ষার্থী কোন কোন গ্রুপে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে?

বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা যে কোন গ্রুপে ভর্তি হতে পারবে।

মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তি হতে পারবে।

ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা, ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে।

HSC XI Class Online Admission 2020: একাদশ শ্রেণির ভর্তি যোগ্যতা নির্ধারণে অনুসরণ পদ্ধতি কী হবে?

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ভিত্তিতে ভর্তি করা হবে। প্রার্থীর যোগ্যতা নির্ধারণে কোন বাছাই বা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্র ৯৫% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।

মেধার ভিত্তিতে ভর্তির পর বাকী ৫% ভাগ মুক্তিযোদ্ধাদের সন্তান/সন্তানের সন্তান এর জন্য সংরক্ষিত থাকবে। উপযুক্ত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে এ আসন কার্যকরী থাকবে না।

মুক্তিযোদ্ধাদের সন্তান বা সন্তানের সন্তান এর পরিচয়ের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদ দাখিল করতে হবে।

প্রতিবন্ধী হিসাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তি জন্য আবেদন করতে পারবে। এছাড়াও প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী, খেলাধুলা বা সংস্কৃতির ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবধান রাখা শিক্ষার্থীরা বোর্ডে ভর্তির জন্য ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

এক্ষেত্রে বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই পূর্বক শিক্ষার্থীকে কাঙ্খিত প্রতিষ্ঠানে (প্রতিষ্ঠান কর্তৃক ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে), ভর্তির ব্যবস্থা করবে।

XI Class Online Admission 2020: একাদশ শ্রেণির ভর্তিতে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণ হবে কীভাবে?

সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত শিক্ষার্থীর প্রাপ্ত গ্রেড পয়েন্ট ও নম্বর সমতুল্য হিসাবে বিবেচিত হবে।

এছাড়া বিভিন্ন সালের উত্তীর্ণ শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য হিসাবে বিবেচ্য হবে।

বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের সাধারণ গণিত ও উচ্চতর গণিত/জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।

এতে করেও যদি প্রার্থী নির্ধারণে জটিলতা না কাটে, তাহলে পর্যায়ক্রমে ইংরেজী, পদার্থ বিজ্ঞান ও রসায়ণ বিষয়ের প্রাপ্ত নম্বর প্রার্থী নির্বাচনে বিবেচ্য বিষয় হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে সমান মোট নম্বরের ক্ষেত্রে, পর্যায়ক্রমে ইংরেজী, গণিত ও বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর প্রার্থী নির্বাচনের বিবেচ্য বিষয় হিসাবে ধরা হবে।

এক গ্রুপের শিক্ষার্থী ভিন্ন কোন গ্রুপে ভর্তি হতে চাইলে জিপিএ একই হলে মোট প্রাপ্ত নম্বর মেধাক্রম নির্ধারণে বিবেচ্য হবে।

যদি  প্রাপ্ত নম্বরও সমান হয় তাহলে পর্যায়ক্রমে ইংরেজী, গণিত ও বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।

স্কুল এন্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কী উক্ত প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে?

হ্যাঁ, অগ্রাধিকার ভিত্তিতে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। স্কুল এন্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ নিজস্ব শিক্ষার্থীরা, উক্ত কলেজে বা সমানের প্রতিষ্ঠানের নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে,  স্ব স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে।

উক্ত কলেজের নিজস্ব শিক্ষার্থী ভর্তির পর যদি আসন শূন্য থাকে, তাহলে শূন্য আসনে ভর্তি করা যাবে। তবে এ সকল প্রতিষ্ঠানের ভর্তিও অনলাইনে হবে।

এইচএসসি ভর্তি পরীক্ষার বর্ধিত সময়সূচী প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখুন

এইচএসসি কলেজ ভর্তি ২০২০ এর বর্ধিত সময়সূচী

XI Class Online College Admission Notice 2020 – একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইনে একাদশ শ্রেণির কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০/০৭/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে।

ভর্তি আবেদন শুরু ৯ আগস্ট সকাল ০৭টা হতে চলবে ২০/০৮/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

একাদশ শ্রেণি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তি আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ঢাকা শিক্ষা বোর্ড  ও আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি চেয়ারম্যান, প্রফেসর মু. জিয়াউল হক স্বাক্ষরিক বিজ্ঞপ্তিটি বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাসজনিত কারণে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি প্রক্রিয়ার অংশগ্রহণ করতে বলা হয়েছে।

একাদশ শ্রেণি কলেজ ভর্তি বিজ্ঞপ্তির কপি

একাদশ শ্রেণি অনলাইন কলেজ ভর্তি ২০২০ বিজ্ঞপ্তি

ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।(পিডিএফ ফরম্যাট)

উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ভর্তি সম্পর্কে আরো জানার থাকলে প্রশ্ন করতে পারেন।

আর লেখাটি অন্যকে জানাতে চাইলে সামাজিক গণমাধ্যমে শেয়ার করতে পারেন।

আরো পড়ুন:

BD Education Board Address | শিক্ষা বোর্ড ওয়েবসাইট, ইমেইল, ফোন নম্বর

Dhaka Education Board Notice | ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ: কীভাবে দেখবেন?

Rajshahi Education Board Recent Notice: কীভাবে দেখবেন?

Comilla Education Board Notice | কুমিল্লা শিক্ষা বোর্ড নোটিশ: দেখবেন কীভাবে?

Dinajpur Education Board Recent Notice | dinajpureducationboard gov bd

তথ্যসূত্র:

XI CLASS ADMISSION SYSTEM

সবশেষ আপডেট: ১০/০৯/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ১২:২১ অপরাহ্ন।

Share This:

5 Comments

    1. সম্ভবত ম্যানুয়ালি ভর্তি হওয়া যাবে। আপনি যে কলেজে ভর্তি হতে চান সে কলেজে যোগাযোগ করুন (যদি সীট খালি থাকে)। এ বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করুন। নিশ্চয় বিকল্প কোন ব্যবস্থা থাকতে পারে। ধন্যবাদ।

  1. ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আমরা এখন ও ভর্তি হতে পারিনি।আমরা যে কলেজেই যাচ্ছি তারা বলছে যখন বোর্ড থেকে ম্যানুয়ালের নোটিশ দিবে তখনই ভর্তি নিবে এর আগে নিবেনা। অন্যদিকে ৪|১০|২০২০ দেখলাম শুধু কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে ম্যানুয়াল ভর্তির নোটিশ দিছে আর কোনো বোর্ডের ওয়েবসাইটে নাই নোটিশ।এই সম্পর্কে তারাতারি একটা ব্যবস্হা করেন।

    1. সংশ্লিষ্ট বোর্ডের নোটিশ বোর্ডে নিয়মিত চোখ রাখুন। এছাড়া সম্ভব হলে বোর্ডে যোগাযোগ করে ম্যানুয়ালি ভর্তির বিষয়ে খোঁজখবর দিতে পারেন। ধন্যবাদ।

  2. বোর্ডে খোঁজখবর নিব কিভাবে বোর্ডে যদি হেল্পলাইন নাম্বারে ফোন দেই তারা আরো বিরক্ত হয়।বিরক্ত হয় বলে তাদেরকে ফোনই দেইনা।শুধুমাত্র কুমিল্লায় নোটিশ দিল কেন এটার কি কোনো উওর আছে আপনার কাছে।থাকলে অবশ্যই জানাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × four =