HSC XI Class Online College Admission 2024-2025। একাদশ শ্রেণিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম দফার অনলাইন কলেজ ভর্তির আবেদন ২৬ মে থেকে শুরু হবে।
অনলাইন আবেদন ফি ১৫০/= টাকা। কলেজের এইচএসসি একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ৩০ জুলাই ২০২৪ খ্রি. তারিখ থেকে।
HSC XI Class Online College Admission 2024-2025: একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৪
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক কলেজ ও সমমান প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। ভর্তি নীতিমালায়, একাদশ শ্রেণির ভর্তির যোগ্যতা, সময়সূচি, আবেদনের ফি সহ বিস্তারিত তথ্য যুক্ত হয়েছে।
১৫ মে ২০২৪ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, একাদশ শ্রেণির অনলাইন ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। বরাবরের মত এবারেও শুধুমাত্র অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে।
অনলাইনে ভর্তি আবেদন সহ রেজাল্ট দেখা যাবে www.xiclassadmission.gov.bd ঠিকানায়।
এবারও একাদশের ভর্তি প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে। কারণ করোনার কারণে এমনিতেই শিক্ষা বর্ষের অনেক সময় অতিবাহিত হয়েছে।
তাই আগেভাগে ভর্তির সকল তথ্য জেনে সিদ্ধান্ত চুড়ান্ত করে রাখুন। যাতে করে ভর্তির সময়ে কোন অযাচিত বিড়ম্বনায় পড়তে না হয়।
HSC XI Class College Admission 2024: একাদশ শ্রেণিতে ভর্তির তারিখ ২০২৪
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অনলাইনে ভর্তির ১ম দফার আবেদন প্রক্রিয়া চলবে ২৬ মে থেকে ১১ জুন তারিখ পর্যন্ত। ১ম দফার নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ২৩ জুন রাত ৮টার সময়। নির্বাচিত শিক্ষার্থীরা কলেজ নিশ্চায়ন করতে পারবে ২৪ থেকে ২৯ জুন পর্যন্ত। নিশ্চায়ন ফি ৩৩৫/= টাকা।
২য় দফার অনলাইন আবেদন গ্রহণ করা হবে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ৪ জুলাই তারিখে। এই দফার কলেজ নিশ্চায়ন করতে হবে ৫ থেকে ৮ জুলাই তারিখের মধ্যে।
সবশেষ ৩য় দফার ভর্তি আবেদন গ্রহণ করা হবে ৯ থেকে ১০ জুলাই তারিখ পর্যন্ত। ভর্তি রেজাল্ট ১২ জুলাই তারিখে প্রকাশ করা হবে। ভর্তি নিশ্চায়ন করতে হবে ১৩ থেকে ১৪ জুলাই তারিখের মধ্যে।
সকল দফার নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে গিয়ে ভর্তি হতে হবে ১৫ থেকে ২৫ জুলাই তারিখের মধ্যে। কলেজে ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।
আরো পড়ুন:
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: ভর্তি আবেদন শুরু ২৬ মে
একাদশ শ্রেণিতে আবেদন ও ভর্তি রেজাল্ট প্রকাশের তারিখ ২০২৪
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফি
কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণির অনলাইন কলেজ ভর্তি আবেদন ফি ১৫০/= (এক শত পঞ্চাশ) টাকা।
এই ফি পরিশোধ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন।
অনলাইন কলেজ ভর্তির এই ফি মোবাইল ব্যাংকিং অপারেটর যেমন- টেলিটক, নগদ, সোনালী ব্যাংক, শিওর ক্যাশ, বিকাশ ও রকেট এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
আরো পড়ুন:
একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ফি ২০২৪ (সরকারি, এমপিও, নন-এমপিও)
কারিগরি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (ডিপ্লোমা, বিএমটি, ভোকেশনাল ও কমার্স)
একাদশ শ্রেণির ভর্তি আবেদনের জিপিএ ও আসন সংখ্যা
বাংলাদেশের সকল বোর্ডের অধীন কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তি আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ কত পয়েন্ট লাগবে তা অনলাইনে আগে থেকে জানা যাবে।
কলেজের বিভিন্ন গ্রুপের মোট আসন সংখ্যা সহ কলেজে EIIN নম্বর, শাখা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
কলেজ মাদ্রাসায় একাদশ শ্রেণির ভর্তি যোগ্যতা
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড থেকে ২০২২, ২০২৩, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণির ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে।
এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ২০২২, ২০২৩, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, এবারের একাদশ শ্রেণির ভর্তিতে যোগ্য বলে বিবেচিত হবে।
বাংলাদেশের বাইরে বিদেশের কোন বোর্ড বা অনুরূপ প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক সনদের মান নির্ধারণের পর ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে।
কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য কলেজ নির্বাচন
একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচন করতে পারবে।
তবে শিক্ষার্থীর জিপিএ, মোট প্রাপ্ত নম্বর ও পছন্দক্রমের ভিত্তিতে ১টি কলেজে ভর্তির জন্য নির্বাচন করা হবে।
একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা কোন কোন গ্রুপে ভর্তি হতে পারবে?
বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা যে কোন গ্রুপে ভর্তি হতে পারবে।
মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তি হতে পারবে।
ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা, ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে।
একাদশ শ্রেণির ভর্তিতে মেধা ও কোটার অনুপাত
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ভিত্তিতে ভর্তি করা হবে। প্রার্থীর যোগ্যতা নির্ধারণে কোন বাছাই বা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্র ৯৩% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।
মেধার ভিত্তিতে ভর্তির পর বাকী ৫% ভাগ মুক্তিযোদ্ধাদের সন্তান/সন্তানের সন্তান এর জন্য সংরক্ষিত থাকবে। উপযুক্ত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে এ আসন কার্যকরী থাকবে না।
মুক্তিযোদ্ধাদের সন্তান বা সন্তানের সন্তান এর পরিচয়ের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদ দাখিল করতে হবে। আর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য ২% কোটা বরাদ্ধ থাকবে। প্রতিবন্ধী হিসাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তি জন্য আবেদন করতে পারবে।
এছাড়াও প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী, খেলাধুলা বা সংস্কৃতির ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবধান রাখা শিক্ষার্থীরা বোর্ডে ভর্তির জন্য ম্যানুয়ালি আবেদন করতে পারবে।
এক্ষেত্রে বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই পূর্বক শিক্ষার্থীকে কাঙ্খিত প্রতিষ্ঠানে (প্রতিষ্ঠান কর্তৃক ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে), ভর্তির ব্যবস্থা করবে।
একাদশ শ্রেণির ভর্তির সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণ
সমান জিপিএ প্রাপ্তদের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত শিক্ষার্থীর প্রাপ্ত গ্রেড পয়েন্ট ও নম্বর সমতুল্য হিসাবে বিবেচিত হবে।
এছাড়া বিভিন্ন সালের উত্তীর্ণ শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য হিসাবে বিবেচ্য হবে।
বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের সাধারণ গণিত ও উচ্চতর গণিত/জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
এতে করেও যদি প্রার্থী নির্ধারণে জটিলতা না কাটে, তাহলে পর্যায়ক্রমে ইংরেজী, পদার্থ বিজ্ঞান ও রসায়ণ বিষয়ের প্রাপ্ত নম্বর প্রার্থী নির্বাচনে বিবেচ্য বিষয় হবে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে সমান মোট নম্বরের ক্ষেত্রে, পর্যায়ক্রমে ইংরেজী, গণিত ও বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর প্রার্থী নির্বাচনের বিবেচ্য বিষয় হিসাবে ধরা হবে।
এক গ্রুপের শিক্ষার্থী ভিন্ন কোন গ্রুপে ভর্তি হতে চাইলে জিপিএ একই হলে মোট প্রাপ্ত নম্বর মেধাক্রম নির্ধারণে বিবেচ্য হবে।
যদি প্রাপ্ত নম্বরও সমান হয় তাহলে পর্যায়ক্রমে ইংরেজী, গণিত ও বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা
স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।
স্কুল এন্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ নিজস্ব শিক্ষার্থীরা, উক্ত কলেজে বা সমানের প্রতিষ্ঠানের নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে, স্ব স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে।
উক্ত কলেজের নিজস্ব শিক্ষার্থী ভর্তির পর যদি আসন শূন্য থাকে, তাহলে শূন্য আসনে ভর্তি করা যাবে। তবে এ সকল প্রতিষ্ঠানের ভর্তিও অনলাইনে হবে।
HSC XI Class Admission Notice 2024 pdf: একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ২০২৪
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার পিডিএফ কপি, ১৫ মে তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ভর্তি নীতিমালায় একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের তারিখ, ভর্তি রেজাল্ট প্রকাশ, কলেজ নিশ্চায়ন সহ সকল বিষয়ের তথ্য দেওয়া আছে।
নিচের যুক্ত শিক্ষা মন্ত্রনালয়ের কলেজ-মাদ্রাসার একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা থেকে ভর্তির বিস্তারিত তথ্য জানুন।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা সম্পর্কে আরো জানার থাকলে প্রশ্ন করতে পারেন।
আর লেখাটি অন্যকে জানাতে চাইলে সামাজিক গণমাধ্যমে শেয়ার করতে পারেন।
আরো দেখুন:
একাদশ শ্রেণির ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি
BD Education Board Address শিক্ষা বোর্ড ওয়েবসাইট, ইমেইল, ফোন নম্বর
Dhaka Education Board Notice ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ১৭/০৫/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ০৯:৫০ অপরাহ্ন।
আমার কোনো কলেজ আসে নাই।আমি কি কলেজে ভর্তি হতে পারব না?
সম্ভবত ম্যানুয়ালি ভর্তি হওয়া যাবে। আপনি যে কলেজে ভর্তি হতে চান সে কলেজে যোগাযোগ করুন (যদি সীট খালি থাকে)। এ বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করুন। নিশ্চয় বিকল্প কোন ব্যবস্থা থাকতে পারে। ধন্যবাদ।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আমরা এখন ও ভর্তি হতে পারিনি।আমরা যে কলেজেই যাচ্ছি তারা বলছে যখন বোর্ড থেকে ম্যানুয়ালের নোটিশ দিবে তখনই ভর্তি নিবে এর আগে নিবেনা। অন্যদিকে ৪|১০|২০২০ দেখলাম শুধু কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে ম্যানুয়াল ভর্তির নোটিশ দিছে আর কোনো বোর্ডের ওয়েবসাইটে নাই নোটিশ।এই সম্পর্কে তারাতারি একটা ব্যবস্হা করেন।
সংশ্লিষ্ট বোর্ডের নোটিশ বোর্ডে নিয়মিত চোখ রাখুন। এছাড়া সম্ভব হলে বোর্ডে যোগাযোগ করে ম্যানুয়ালি ভর্তির বিষয়ে খোঁজখবর দিতে পারেন। ধন্যবাদ।
বোর্ডে খোঁজখবর নিব কিভাবে বোর্ডে যদি হেল্পলাইন নাম্বারে ফোন দেই তারা আরো বিরক্ত হয়।বিরক্ত হয় বলে তাদেরকে ফোনই দেইনা।শুধুমাত্র কুমিল্লায় নোটিশ দিল কেন এটার কি কোনো উওর আছে আপনার কাছে।থাকলে অবশ্যই জানাবেন।
কোন আলিম মাদ্রাসা/কলেজ নিশ্চায়ন করার পর উক্ত নিশ্চায়নকৃত মাদ্রাসা/কলেজ পরিবর্তন করতে হলে কি করতে হবে?
নিশ্চায়নকৃত মাদ্রাসা এক্সেপশনের ডেট পর্যন্ত নাকি অপেক্ষা করতে হবে। উক্ত ডেটের মধ্যে এক্সেপ্ট না করলে ভর্তির আবেদন নাকি বাতিল হয়ে যাবে!
সেই তারিখের পর কি আমি বোর্ডে ভর্তি বাতিল আবেদন করতে পারি? এবং মনমতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারি?
বিষয়টি জটিল। সাধারণত নিশ্চায়ন মানে আপনি নির্বাচিত প্রতিষ্ঠানে ভর্তি হবেন। এটাতে মাইগ্রেশনের সুযোগ আছে। প্রতিষ্ঠানে ভর্তি ২২-২৬ জানুয়ারি পর্যন্ত।
SCHOOL
কেউ যদি সাইন্সে ভর্তি হয়,তারপর বিভাগ পরিবর্তন করতে চায় তাহলে কোনো সুযোগ আছে?
বোর্ড পরবর্তীতে বিভাগ পরিবর্তনের সুযোগ দেয়।
আমি ইতিমধ্যে একটি কলেজে নিশ্চায়ন করেছি।এখন নিশ্চায়ন বাতিল করে কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে?আর নিশ্চায়ন বাতিল করা যায় কিভাবে?
খুব সম্ভবত নিশ্চয়ন বাতিল করা যায় না।
একাদশ শ্রেণির ভর্তির হয়েছি কিন্তু৪র্থ বিষয় পরিবর্তন করতে চাই।কিভাবে করবো??
কলেজে ভর্তির সময় বিষয়গুলো নির্বাচন করতে পারবেন।
আবেদন করার সময় সাইনিং করার পর EDU ID এবং PIN আসার পর পার্সওয়ার্ড সেটার করা সম্ভব না হওয়ায় আবেদন লগইন করা যায়নি বা আবেদন করা সম্ভব হয়নি এমতাবস্থায় কি করণীয়