২০২৫ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সকল বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন তারিখে। এইচএসসি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার সময়সূচী দেখুন
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা পরীক্ষার সময়সূচী)
দেশের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন তারিখ বৃহস্পতিবারে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট রবিবারে। ব্যবহারিক পরীক্ষা গ্রহণ শুরু হবে ১১ আগস্ট তারিখে। ব্যবহারিক শেষ হবে ২১ আগস্ট তারিখে।
পরীক্ষার রুটিনে উল্লেখিত দিন তারিখের সকালের পরীক্ষা শুরু হবে সকাল ১০টার সময়, পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। বিকালের পরীক্ষা গ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, প্রকাশিত পরীক্ষার সময়সূচী ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের জন্য প্রযোজ্য হবে।
নিচের অনুচ্ছেদের এইচএসসির সময়সূচী সম্বলিত রুটিনের কপি সংযুক্ত করা হয়েছে। প্রয়োজনে নিজের কাছে সংগ্রহ করে রাখুন।
এইচএসসি ব্যবহারিক পরীক্ষার সময়সূচী
সকল বোর্ডের এইচএসসি ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১/০৮/২০২৫ তারিখ থেকে। ব্যবহারিক পরীক্ষা গ্রহণ শেষ করতে হবে ২১/০৮/২০২৫ তারিখের মধ্যে। ২৪/০৮/২০২৫ খ্রি. তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি করে সকল কাগজপত্র বোর্ডে জমা দিতে হবে।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নির্দেশনা
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশেষ কয়েকটি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের এসব বিষয় মেনে চলতে বলা হয়েছে।
১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩। * ৩০ নম্বররের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
* ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট |
* পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না
সকাল 30.00 টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরন |
সকাল ১০.০০ টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ |
সকাল ১০.৩০ মি. বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ |
(২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫মি.)
দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ ।
দুপুর ০২.০০ টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ।
দুপুর ৩.০০ মি. বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ |
(২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ০২.২৫মি.)
৪। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে।
৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন
অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাজ করা যাবে না।
৭। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে |
৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে |
৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবে | প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার রুটিন নিয়ো কোন প্রশ্ন থাকলে লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে শেয়ার করুন।
তথ্যসূত্র-
Amerder char dite hbe….. Exam ero komai ante hobe…. Subject matro 10 ti Hote Hobe