স্কুল-কলেজ ইএফটি তথ্য সংশোধন করার নিয়ম

স্কুল-কলেজ ইএফটি তথ্য সংশোধন করার সময়সূচী বেঁধে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক-কর্মচারীদের এমপিও শিট, এনআইডি ও ব্যাংক হিসাব সংশোধন করার নিয়ম জানুন।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ইএফটি তথ্য সংশোধন করার নিয়ম

স্কুল-কলেজের চলমান ইএফটি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে বেশীরভাগ শিক্ষক-কর্মচারীদের তথ্যে ত্রুটি থাকায় সংশোধনের কাথা বলেছে শিক্ষা অধিদপ্তর।

যাদের তথ্যে ভুল আছে তাদেরকে তথ্যগুলো সংশোধন করতে হবে। এমপিও শিটের তথ্য সংশোধনের প্রয়োজন হলে অনলাইনে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করতে হবে।৬ মার্চ তারিখের মধ্যে এই আবেদন করতে হবে।

ইএমআইএস ওয়েবসাইটে প্রতিষ্ঠান প্রধানের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে, এমপিও কারেকশন অপশনে এমপিও শিটের সংশোধন করতে হবে।

জাতীয় পরিচয়পত্রের সংশোধনের প্রয়োজন হলে, বাংলাদেশ নির্বাচন কমিশনের দপ্তর থেকে অনলাইনে আবেদন করে তথ্যগুলো সংশোধন করা যাবে।

শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব নাম্বার সংক্রান্ত তথ্যের ভুলের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে তথ্য সংশোধন করতে হবে।

সকল তথ্য সংশোধন করতে হবে ৭ এপ্রিল তারিখের মধ্যে। এই সময়ের মধ্যে তথ্যগুলো সংশোধন করা না হলে, স্বয়ংক্রিয়ভাবে এমপিও স্থগিত হয়ে যাবে বলে শিক্ষা অধিদপ্তরের নোটিশে থেকে জানানো হয়েছে।

ইএফটিতে যাদের তথ্য সংশোধন করতে হবে

১ম ধাপে যারা ইএফটিতে বেতন পেয়েছন তাদের তথ্যগুলো সঠিক আছে। এরপর ২য় ধাপ থেকে যারা বেতন পেয়েছেন তাদের তথ্যে কোন না কোন ভুল আছে। এইসব ধাপের শিক্ষক-কর্মচারীদের তথ্য সংশোধন করতে হবে। এর অর্থ হলো- ২য়, ৩য়, ৪র্থ, ৫ম সহ যাদের বেতন দেওয়া এখনো সম্ভব হয়নি, তাদের সকলের তথ্য সংশোধন করতে হবে।

কিভাবে বুঝবেন কোন তথ্যটি সংশোধন করতে হবে

এসএসসি সমমান সনদের নিজের নামকে মূল ধরে সকল তথ্য সংশোধন করতে হবে। ধরুন এমপিও শিটে সনদ অনুসারে নাম ঠিক আছে, কিন্তু জাতীয় পরিচয়পত্রে নাম কিছুটা অমিল আছে। তাহলে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হবে।

আবার যদি এমপিও শিটের সনদ অনুসারে নাম ঠিক না থাকে ,তাহলে সনদ অনুসারে এমপিও শিটের নাম সংশোধন করতে হবে। ব্যাংক হিসাবেও জাতীয় পরিচয়পত্র ও এমপিও শিটের অনুরূপ নাম হতে হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচের বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

ইএফটি তথ্য সংশোধন করার নিয়ম

আরো দেখুন:

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

“স্কুল-কলেজ ইএফটি তথ্য সংশোধন করার নিয়ম”-এ 2-টি মন্তব্য

  1. আসসালামু আলাইকুম।
    স্যার আমি একজন শিক্ষক।
    ইএফটির ২য় ধাপে ডিসেম্বরের বেতন পেয়েছি বিধায় আমার তথ্য শংশোধন করতে হবে।
    কিন্তু স্যার আমার তো কোন ভূল নাই। A. K. M. HUSAIN AHMED আমার নামের এই বানান সকল ডকুমেন্টে ( সনদ, এনআইডি, এমপিও, একাউন্ট) একই রকম ছিল। কিন্তু ইএফটি তে . (ডট) সাপোর্ট না করায় আমি শুধু ব্যাংক একাউন্ট থেকে ডট উঠিয়ে ইএফটি আবেদন করেছিলাম। স্যার এখন আমি কিভাবে, কি সংশোধন করবো? যদি একটু পরামর্শ দিতেন স্যার অনেক উপকৃত হতাম। ধন্যবাদ স্যার।

    জবাব

মন্তব্য করুন