এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল ২৬ ডিসেম্বর ২০২৩

২০২৩ সালের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল ২৬ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে প্রকাশ করা হয়েছে। সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম জানুন।

উল্লেখ্য, এইচএসসি আলিম সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। নিচের অনুচ্ছেদে প্রকাশিত রেজাল্ট দেখুন।

এইচএসসি আলিম রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে

২০২৩ সালের এইচএসসি সমমান বোর্ড চ্যালেঞ্জ ফলাফল প্রকাশ করা হবে, সেটা নিয়ে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী চিন্তায় আছেন। তবে শিক্ষা বোর্ড থেকে পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ বিষয়ে সম্প্রতি তথ্য প্রকাশ করেছে।

সকল বোর্ডের এইচএসসি আলিম সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২৬ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে।

২৬ ডিসেম্বর তারিখে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাধারণত ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুন:নিরীক্ষণ ফলাফল প্রকাশ করা হয়। সে হিসাবে ২৬ ডিসেম্বর তারিখে ফলাফল প্রকাশ করা হয়েছে।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখুন (HSC Result 2023)

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এইচএসসি-আলিম ফলাফল ২০২৩)

এইচএসসি আলিম সমমান বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম

২০২৩ সালের এইচএসসি-আলিম ও সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ পুনঃনিরীক্ষণ রেজাল্ট সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে দেখা যাবে। ফলাফল প্রকাশ মাত্রই নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে পারবেন।

এছাড়া বিডি এডুকেটর কর্তৃপক্ষ পুনঃনিরীক্ষণ রেজাল্ট এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদে যুক্ত করেছে।

নিচের লিংকগুলো থেকে সরাসরি এইচএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখা যাবে।

ঢাকা বোর্ড পুনঃনিরীক্ষণ রেজাল্ট এখানে পাওয়া যাবে

বরিশাল বোর্ড ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল সংগ্রহ করুন এখান থেকে

সিলেট বোর্ড রেজাল্ট চ্যালেঞ্জ ফলাফল দেখুন এখানে ক্লিক করে

কুমিল্লা বোর্ড এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল জানুন এখানে

দিনাজপুর বোর্ড ফলাফল খাতা চ্যালেঞ্জ রেজাল্ট পাওয়া যাবে এখানে

ময়মনসিংহ বোর্ড খাতা চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

যশোর বোর্ড ফলাফল চ্যালেঞ্জ ফলাফল জানুন এখান থেকে

রাজশাহী বোর্ড পুনঃনিরীক্ষণ রেজাল্ট জানুন এখান থেকে

চট্টগ্রাম বোর্ড এর পুনঃনিরীক্ষণ ফলাফল দেখুন এখান থেকে

মাদ্রাসার আলিমের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফল দেখুন এখান থেকে

কারিগরি বোর্ড এইচএসসি বিএম-ভোকেশনাল পুনঃনিরীক্ষণ রেজাল্ট এখান থেকে।

উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২৬ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষার্থীর তার রেজাল্ট নিয়ে আপত্তি করলে তা রিভিউ এর জন্য আবেদন করতে পেরেছেন।

২৭ ডিসেম্বর এইচএসসি, আলিম ও সমমানের রেজাল্ট রিভিউ করা প্রসঙ্গে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা বোর্ড। (সব বোর্ড প্রায় একই ধরণের নোটিশ প্রকাশ করে)।

ফলাফল রিভিউ নোটিশে ২৭ নভেম্বর হতে ৩ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত রেজাল্ট রিভিউ এর আবেদন করতে হয়েছে।

প্রতি পত্রের জন্য আবেদন ফি ধরা হয়েছে ১৫০/= টাকা। দুই পত্র বিশিষ্ট বিষয়ে এক পত্র বা দুই পত্রের জন্য আবেদন করা গেছে।

মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট রিভিউ এর আবেদন করা গেছে এবং ফি পরিশোধ করতে হয়েছে। শুধুমাত্র প্রি-পেইড টেলিটক মোবাইল থেকে এই আবেদন করা হয়েছে।

২০২৩ সালের এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল সম্পর্কে আরো জানতে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

এইচএসসি রেজাল্ট ২০২৩ মার্কশিট নাম্বার সহ দেখুন (HSC Result 2023)

তথ্যসূত্র-

কুমিল্লা শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল ২৬ ডিসেম্বর ২০২৩”-এ 37-টি মন্তব্য

  1. Hsc result 2023

    জবাব
    • ভাইয়া ওখানে আবেদন করার পরে একটা ট্রাকিং নাম্বার দিছে,,, অইটা কিভাবে ট্রাক করবো,, প্লিজ জানাবেন

    • প্রতিবেদনে যুক্ত নোটিশ অনুসরণ করুন। অথবা কোন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।

    • রেজাল্ট প্রকাশের নোটিশটা কখন এবং কিভাবে পাওয়া যাবে

    • বোর্ডের ওয়েবসাইটে নোটিশ দিলে আমরা জানিয়ে দেব।

  2. ফেল করলে কি ঐ বিষয়েয় নম্বর দেখায় না?

    জবাব
    • না, দেখায় না। কেবলমাত্র F গ্রেড দেখায়।

  3. যারা ৩ বিষয়ে ফেল করছে তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে

    জবাব
    • পারবে। তবে তিন বিষয়ে সকল পত্রের ফি দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে।

  4. বোর্ড চেলেঞ্জ এর রেজাল্ট কিবে প্রকাশিত হিবে

    জবাব
    • রেজাল্ট পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে।

  5. মেডিকেল এডমিশনের আগেই রেজাল্ট দিবে???

    জবাব
    • খুব সম্ভবত দিতে পারে।

  6. খাতা চ্যালেঞ্জের রেজাল্ট কবে পাবো? ট্রাকিং নাম্বার চেক করবো কিভাবে? আপনার যদি বিষয়টি অবগত থাকেন তাহলে একটু জানবেন।

    জবাব
    • বোর্ডগুলো কিছু দিন পরে নোটিশ দিয়ে রেজাল্ট প্রকাশ করবে।

  7. ১ম পত্র এবং ২য় পত্র দুটি মিলে কি ১৫০টাকা?নাকি ৩০০টাকা?

    জবাব
    • দুই পত্রে ৩০০ টাকা।

  8. পরবর্তী রেজাল্ট কত তারিখে দিবে।

    জবাব
  9. ফেব্রুয়ারির মধ্যেই কি পরবর্তী রেজাল্ট প্রকাশ হবে।।

    জবাব
    • খুব সম্ভবত হতে পারে।

  10. খাতা রিভিউ করার জন্য আবেদন করার পর ট্র্যাকিং নাম্বার আছে তো ওইটা দিয়ে কেমনে কি ট্র্যাকিং করতে পারবো?? দয়া করে জানায়েন আর রিভিউয়ে রেজাল্ট কবে দিবে দয়া করে জানায়েন

    জবাব
    • বোর্ড রেজাল্ট প্রকাশ করলে এই প্রতিবেদন থেকে জানতে পারবেন।

  11. মেডিকেল আবেদন এর তো শেষ তারিখ আজ। পুনঃ নিরীক্ষণ এর রেজাল্ট যদি সংশোধন হয় তাহলে মেডিকেল এ পুন: আবেদনের সুযোগ কি পাবে? রেজাল্ট যদি মেডিকেল এ রেজাল্ট গননায় ধরা হবে কিভাবে? যদি কিছু জানাতেন স্যার।

    জবাব
    • মেডিকেল ভর্তিতে পুনঃনিরীক্ষণে রেজাল্ট পরিবর্তনকারীদের নতুন করে আবেদনের সুযোগ থাকবে কীনা, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে আমাদের অপেক্ষা করা ছাড়া কোন উপায় নাই।

  12. পুন: নিরীক্ষন এর রেজাল্ট কি ফেব্রুয়ারি তে দিবে? মেডিকেল পরিক্ষায় যাতে শিক্ষার্থীরা তাদের পুন:নিরীক্ষন রেজাল্ট এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা কি স্বাস্থ্য অধিদফতর করবে? জানালে উপকৃত হবো।

    জবাব
    • এ বিষয়ে মেডিকেল ভর্তি কমিটি এখনো কোন তথ্য প্রকাশ করে নি।

  13. পুনঃ নিরীক্ষন হলে কি মেডিকেল এ পুন: আবেদনের সুযোগ পাবে? রেজাল্ট কবে দিবে? জানাবেন plz

    জবাব
  14. পুনঃ নিরীক্ষন রেজাল্ট কি ২৮ ফেব্রুয়ারি তে দিবে? আপনারা যদি এ সম্পর্কে সঠিক দিন বোর্ড এর সাথে যোগাযোগ করে জানাতেন তাহলে অভিভাবকরা চিন্তামুক্ত হতো কিছু।

    জবাব
    • সাধারণ বোর্ড ১ম মাস পর পুনঃনিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করে থাকে।

  15. পুন: নিরীক্ষন এর রেজাল্ট আগে না হলে শিক্ষার্থীরা বঞ্চিত হবে।এটা কি কোন দায়িত্বশীল শিক্ষাব্যবস্থা স্যার।আপনাদের মতামত ও বোর্ড যাতে এ মাসে রেজাল্ট দেয় আর স্বাস্থ্য অধিদফতর যাতে পুন:আবেদন এর সুযোগ দেয় সে মোতাবেক আপনারা যদি সুন্দর একটা খবর প্রকাশ করলে কৃতজ্ঞ থাকবো।

    জবাব
    • বোর্ড ও মেডিকেল ভর্তি কমিটির অবহেলায় এরকম ঘটনা ঘটছে।

  16. স্যার এটা তো একধরনের অনিয়ম করছে আর শিক্ষার্থীদের উপর তো শিক্ষাবিদরা এরকম করতে পারে না।আপনাদের এ বিষয়ে একটা সংবাদ প্রকাশ করেন যাতে পুন:নিরীক্ষন রেজাল্ট এ সপ্তাহে দেয় এবং মেডিকেল ভর্তি কমিটি পুন: আবেদনের সুযোগ দেয়।

    জবাব
  17. পুনঃ নিরীক্ষন এর রেজাল্ট মেডিকেল ভর্তিতে কাজে না লাগে তাহলে পুনঃ নিরীক্ষন করে কি হবে??টাকা হাতিয়ে নেওয়া হলো।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ। তবে এই রেজাল্ট অন্য সব বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কাজে লাগতে পারে।

  18. আজ কি পুঃনঃফলাফল প্রকাশিত হবে ?

    জবাব
    • আজ ২৬ ডিসেম্বর এইচএসসি ফর পুনঃণিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

  19. বিপিএড এর পূন:নিরীক্ষণ রেজাল্ট কবে দিবে

    জবাব

মন্তব্য করুন