এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখুন

এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৩

২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল ১০ মার্চ ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে। সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম জানুন।

উল্লেখ্য, ১২ মার্চ তারিখে কারিগরি বোর্ডের এইচএসসি সমমান বিএম-ভোকেশনাল পরীক্ষার পুনঃনিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। নিচের অনুচ্ছেদে রেজাল্টের লিংক দেওয়া আছে।

এইচএসসি আলিম রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখুন

২০২২ সালের এইচএসসি সমমান বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে প্রকাশ করা হবে, সেটা নিয়ে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী চিন্তায় ছিলেন। তবে সকল বোর্ডের এইচএসসি আলিম সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ১০ মার্চ ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে।

(নিচের অনুচ্ছেদে সকল বোর্ডের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের লিংক দেওয়া হয়েছে, প্রয়োজনে ফল সংগ্রহ করুন)।

এর আগে ১৯ ফেব্রুয়ারি তারিখে ঢাকা বোর্ডের চেয়ারম্যান, পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, সাধারণত ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুন:নিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করা হয়। সে হিসাবে ১০ মার্চ তারিখ শুক্রবার ফল প্রকাশ করা হয়েছে।

এদিকে পুনঃনিরীক্ষণ রেজাল্ট না দেওয়ার কারণে, অনেক শিক্ষার্থী মেডিকেল ভর্তি আবেদন করতে পারেননি বলে অভিযোগ করেছেন।

এইচএসসি আলিম সমমান বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম

২০২২ সালের এইচএসসি-আলিম ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফলাফল প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন বোর্ডের উত্তর পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে।

নিচের লিংকগুলো থেকে এইচএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফল দেখুন।

কারিগরি বোর্ড এইচএসসি বিএম-ভোকেশনাল পুনঃনিরীক্ষণ রেজাল্ট এখান থেকে

ঢাকা বোর্ড পুনঃনিরীক্ষণ রেজাল্ট এখানে পাওয়া যাবে

বরিশাল বোর্ড ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল সংগ্রহ করুন এখান থেকে

সিলেট বোর্ড রেজাল্ট চ্যালেঞ্জ ফলাফল দেখুন এখানে ক্লিক করে

কুমিল্লা বোর্ড এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল জানুন এখানে

দিনাজপুর বোর্ড ফলাফল খাতা চ্যালেঞ্জ রেজাল্ট পাওয়া যাবে এখানে

ময়মনসিংহ বোর্ড খাতা চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

যশোর বোর্ড ফলাফল চ্যালেঞ্জ ফলাফল জানুন এখান থেকে

রাজশাহী বোর্ড পুনঃনিরীক্ষণ রেজাল্ট জানুন এখান থেকে

চট্টগ্রাম বোর্ড এর পুনঃনিরীক্ষণ ফলাফল দেখুন এখান থেকে

মাদ্রাসার আলিমের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফল দেখুন এখান থেকে

উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষার্থীর তার রেজাল্ট নিয়ে আপত্তি করলে তা রিভিউ এর জন্য আবেদন করতে পেরেছেন।

৮ ফেব্রুয়ারি এইচএসসি, আলিম ও সমমানের রেজাল্ট রিভিউ করা প্রসঙ্গে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। (সব বোর্ড প্রায় একই ধরণের নোটিশ প্রকাশ করে)।

ফলাফল রিভিউ নোটিশে ৯ হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত রেজাল্ট রিভিউ এর আবেদন করতে হয়েছে।

প্রতি পত্রের জন্য আবেদন ফি ধরা হয়েছে ১৫০/= টাকা। দুই পত্র বিশিষ্ট বিষয়ে এক পত্র বা দুই পত্রের জন্য আবেদন করা গেছে।

মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট রিভিউ এর আবেদন করা গেছে এবং ফি পরিশোধ করতে হয়েছে। শুধুমাত্র প্রি-পেইড টেলিটক মোবাইল থেকে এই আবেদন করা হয়েছে।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখুন (HSC Result 2023)

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এইচএসসি-আলিম ফলাফল ২০২২)

এইচএসসি সমমান ফলাফল রিভিউ (বোর্ড চ্যালেঞ্জ) আবেদন

কুমিল্লা বোর্ডের প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণ নোটিশে, রেজাল্ট রিভিউ (বোর্ড চ্যালেঞ্জ) এর যে নমুনা ফরম্যাট দেওয়া হয়েছে।

এখানে আপনার ব্যক্তিগত রেজাল্ট রিভিউয়ের জন্য সংশ্লিষ্ট বোর্ড ও অন্যান্য তথ্য পরিবর্তন করবেন।

লক্ষ্য করুন: এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদনের আগে বিস্তারিত জানতে নিচের যুক্ত নোটিশ ভালোভাবে পড়ুন।

এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন ২০২৩

২০২২ সালের এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল সম্পর্কে আরো জানতে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট নাম্বার সহ দেখুন (HSC Result 2022)

তথ্যসূত্র-

কুমিল্লা শিক্ষা বোর্ড

Share This:

34 Comments

    1. ভাইয়া ওখানে আবেদন করার পরে একটা ট্রাকিং নাম্বার দিছে,,, অইটা কিভাবে ট্রাক করবো,, প্লিজ জানাবেন

  1. খাতা চ্যালেঞ্জের রেজাল্ট কবে পাবো? ট্রাকিং নাম্বার চেক করবো কিভাবে? আপনার যদি বিষয়টি অবগত থাকেন তাহলে একটু জানবেন।

  2. খাতা রিভিউ করার জন্য আবেদন করার পর ট্র্যাকিং নাম্বার আছে তো ওইটা দিয়ে কেমনে কি ট্র্যাকিং করতে পারবো?? দয়া করে জানায়েন আর রিভিউয়ে রেজাল্ট কবে দিবে দয়া করে জানায়েন

  3. মেডিকেল আবেদন এর তো শেষ তারিখ আজ। পুনঃ নিরীক্ষণ এর রেজাল্ট যদি সংশোধন হয় তাহলে মেডিকেল এ পুন: আবেদনের সুযোগ কি পাবে? রেজাল্ট যদি মেডিকেল এ রেজাল্ট গননায় ধরা হবে কিভাবে? যদি কিছু জানাতেন স্যার।

    1. মেডিকেল ভর্তিতে পুনঃনিরীক্ষণে রেজাল্ট পরিবর্তনকারীদের নতুন করে আবেদনের সুযোগ থাকবে কীনা, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে আমাদের অপেক্ষা করা ছাড়া কোন উপায় নাই।

  4. পুন: নিরীক্ষন এর রেজাল্ট কি ফেব্রুয়ারি তে দিবে? মেডিকেল পরিক্ষায় যাতে শিক্ষার্থীরা তাদের পুন:নিরীক্ষন রেজাল্ট এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা কি স্বাস্থ্য অধিদফতর করবে? জানালে উপকৃত হবো।

  5. পুনঃ নিরীক্ষন রেজাল্ট কি ২৮ ফেব্রুয়ারি তে দিবে? আপনারা যদি এ সম্পর্কে সঠিক দিন বোর্ড এর সাথে যোগাযোগ করে জানাতেন তাহলে অভিভাবকরা চিন্তামুক্ত হতো কিছু।

  6. পুন: নিরীক্ষন এর রেজাল্ট আগে না হলে শিক্ষার্থীরা বঞ্চিত হবে।এটা কি কোন দায়িত্বশীল শিক্ষাব্যবস্থা স্যার।আপনাদের মতামত ও বোর্ড যাতে এ মাসে রেজাল্ট দেয় আর স্বাস্থ্য অধিদফতর যাতে পুন:আবেদন এর সুযোগ দেয় সে মোতাবেক আপনারা যদি সুন্দর একটা খবর প্রকাশ করলে কৃতজ্ঞ থাকবো।

  7. স্যার এটা তো একধরনের অনিয়ম করছে আর শিক্ষার্থীদের উপর তো শিক্ষাবিদরা এরকম করতে পারে না।আপনাদের এ বিষয়ে একটা সংবাদ প্রকাশ করেন যাতে পুন:নিরীক্ষন রেজাল্ট এ সপ্তাহে দেয় এবং মেডিকেল ভর্তি কমিটি পুন: আবেদনের সুযোগ দেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × one =