মার্চ এমপিও ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের খবর

মার্চ এমপিও ২০২২(March MPO 2022): এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতার চেক ছাড়ের খবর জানুন।
মার্চ এমপিও ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের বেতনের আপডেট খবর (March MPO 2022)
সূচীপত্র...
শিক্ষা মন্ত্রনালয়ের অধিন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই মধ্যে ৩১ মার্চ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন ভাতা ছাড় ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে।
৫ এপ্রিল কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
সবশেষ এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ৭ এপ্রিল অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
এবারে দেশের শিক্ষা অধিদপ্তর সমূহে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরিতে এনটিআরসিএ কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা এমপিওভুক্ত হচ্ছেন। এছাড়া ইনডেক্সধারী শিক্ষকরা সহকারী অধ্যাপক/জৈষ্ঠ্য প্রভাষক, উচ্চতর স্কেল/বিএড স্কেল পাচ্ছেন।
আরো জানুন:
জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা
এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষাপঞ্জি
২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)
মাদ্রাসার মার্চ মাসের বেতন-ভাতার চেক ছাড়
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।
৩১ মার্চ ২০২২ খ্রি. তারিখে মার্চের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি অধিদপ্তরের নোটিশবোর্ডে প্রকাশ করা হয়।
মাদ্রাসার মার্চের বেতন-ভাতার উত্তোলন করা যাবে ০৭/০৪/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের বিজ্ঞপ্তিতে বেতনের স্মারক নং ও নিচের অনুচ্ছেদে এমপিও শিট সংগ্রহের লিংক দেখুন।
Madrasah March MPO Sheet 2022: মাদ্রাসা মার্চ এমপিও শিট ২০২২
নিচের লিংক থেকে মাদ্রাসার মার্চ মাসের এমপিও শিট সংগ্রহ করুন।
https://drive.google.com/drive/folders/1MA1yWdQ1vccWulNuvD8PcqM3Siu1OgIK?usp=sharing
March MPO 2022: কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চের বেতন হস্তান্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
৫ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক-কর্মচারীদের বেতনের ১২টি চেক অনুদান বণ্টনকারী সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
কারিগরি অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক বিমল কুমার মিশ্র মার্চের বেতনভাতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
কারিগরির শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১১ এপ্রিল ২০২ খ্রি. তারিখ পর্যন্ত বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।
কারিগরি মার্চ এমপিও শিট ২০২২: Technical March MPO Sheet 2022
নিচের লিংক থেকে কারিগরির মার্চ মাসের বেতনের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/
উল্লেখ্য, এবারে এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা এসব অধিদপ্তরের নতুন এমপিওভুক্তির জন্য আবেদন করেছেন।
বেসরকারি স্কুল-কলেজের মার্চ মাসের বেতনের চেক ছাড়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর অধিন স্কুল-কলেজের মার্চ মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, স্কুল-কলেজের মার্চ মাসের বেতন-ভাতা ছাড় ও এমপিও শিট প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২০৮০/৪, তারিখ: ০৭/০৪/২০২২
নিচের অনুচ্ছেদে এমপিও শিট সংগ্রহের লিংক দেওয়া হয়েছে।
স্কুল-কলেজ মার্চ এমপিও শিট ২০২২: School-College March MPO Sheet 2022
নিচের লিংক থেকে স্কুল-কলেজের মার্চের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1QqXVbObX5qoModDcrJwo_z7jAHbX4hWK?usp=sharing
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসের এমপিও সভায় বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া প্রায় সাড়ে চার হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন।
এদের মধ্যে স্কুলের ৩ হাজার ৮৯৯ জন ও কলেজের ৫২৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকরা মার্চের এমপিও’তে এমপিওভুক্ত হয়েছেন।
তবে এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত প্রায় ৩০ হাজার শিক্ষকদের মধ্যে স্কুল-কলেজে বেশীরভাগ শিক্ষক নিয়োগ পেয়েছিলেন।সেখান থেকে সাড়ে চার হাজার শিক্ষক নতুন এমপিওভুক্ত হওয়ায় সংশ্লিষ্টরা মনে করছেন এ সংখ্যা তুলনামূলক অনেকটা কম।
এছাড়া স্কুল-কলেজের ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীগণ বিএড স্কেল, উচ্চতর স্কেল/গ্রেড ও প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার স্কেল প্রদান করা হয়েছে। এবারের এমপিও সবায় ৪৭ জন শিক্ষককে বিএড স্কেল প্রদান করা হয়েছে।
স্কুল-কলেজের মার্চের বেতন-ভাতা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর, খুব কম সময়ের মধ্যে ব্যাংকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
২০২২ সালের মার্চ মাসের এমপিও ও বেতন-ভাতার আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন। আর এ বিষয়ে কোন তথ্য জানার থাকলে আমাদের লিখে জানাতে পারেন।
আরো জানুন:
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)
মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স)
এমপিওভুক্ত মাদ্রাসার ৫০% জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ০৭/০৪/২০২২ খ্রি. তারিখ ১১:০৫ পূর্বাহ্ন।
আমি ৮/৩/২০২২ইং তারিখে অনলাইনেএম পি ও ফরম পূরণ করে পাটানো হয়। আমার ফাইল রিজেকট হয়নি এখন আনচলিক অফিসে আছে। আমরা এম পি ও কোড কবে ছাড়বে।
ফাইল ঠিক থাকলে আগামী এমপিওতে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ উপাধ্যক্ষ নিয়োগের যোগ্যতা ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডিগ্রি কলেজ পর্যায়ের কলেজ সহকারী অধ্যাপক হিসাবে কমপক্ষে ৩ বছর সহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, ডিজির প্রজ্ঞাপন অনুযায়ী ঃ ডিগ্রি কলেজ পর্যায়ের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলেও নিয়োগ পেতে পারেন।এরকম দ্বৈত নীতির কারণে সকল যোগ্যতা থাকলেও যোগ্য প্রার্থীকে টাকার কাছে হারতে হয়। অন্যদিকে কাম্য যোগ্যতা না থাকলেও ডিজি তার বেতন ভাতার ব্যবস্থাও করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ডিজি বিষয়টি ক্লিয়ার করবেন কি?
আমি অনলাইনে এম পি ও ফাইল ৮/২/২০২২ইং তারিখে পাঠানো হয়েছে। আমার ফাইল রিজেকট হয়েনি।শিক্ষক প্যাটানে আমার নাম যোগ হয়েছে কিন্তু ইনডেক্স নং বসেনি।আমার ইনডেক্স কবে বসতে পারে।
অপেক্ষা করুন।
এত দিন সহকারী মৌলভী পদে ফাযিল বিশেষ পাশ বলে বি এভ ভর্তির সুযোগ পাইনি।উনিশে সুযোগ পেয়ে চাকরির নবম বছরে বি এড স্কেল প্রাপ্ত হয়েছি। উনিশ বছরে উচ্চতর স্কেল নিয়ে কী লাভ। অপরাধটা কোথায়।
মতামতের জন্য ধন্যবাদ।
আমি ইনডেক্স ট্যান্সফার আবেদন করেছি
০৯/০২/২০২২তারিখে প্রগ্রামার স্যার,
done দেখিয়েছেন কিন্তু ২৮তারিখে
আবার withdrawal দেখাচ্ছে
এটা কি জবাব চাচ্ছি?
কোন কারণে এমনটা হয়েছে তার কারণ জানার চেষ্টা করুন। EMIS-এ লগিন করে দেখুন। মন্তব্যের ঘরে সাধারণ এটার কারণ লেখা থাকে।
স্যার,আমি ০৪/০৩/২০২২ তারিখে এমপিও এর জন্য ফাইল পাঠাই,কিন্তু সেটি এখন পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসেই আছে,সেন্টারে সেন্ট কিংবা রিজেক্ট কিছুই করেন নি।এখন আমার করনীয় কি??!!