মাদ্রাসার ডিসেম্বর ২০২৩ এমপিও প্রকাশ ও বেতনের চেক ছাড়

২০২৩ সালের মাদ্রাসার ডিসেম্বর মাসের এমপিও প্রকাশ ও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক ছাড় করে অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ডিসেম্বরের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ৮ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখের পর থেকে।

মাদ্রাসার ডিসেম্বর ২০২৩ এমপিও প্রকাশ ও শিক্ষকদের বেতনের চেক ছাড়

এমপিও প্রাপ্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০২৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড় ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে। (বিজ্ঞপ্তি নিচে দেখুন)।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ জাকির হোসেন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে, ডিসেম্বরের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে বেতন-ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি ৪/০১/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশ করা হয়েছে।

ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি দেখা যাবে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট (www.dme.gov.bd) এর নোটিশ বোর্ডে।

সংশ্লিষ্ট অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডার থেকে এমপিও শিট, টপ শিট ও ভাউচার এর সফট কপি সংগ্রহ করা যাবে। (নিচে লিংক দেওয়া হয়েছে)।

মাদ্রাসার ডিসেম্বর মাসের বেতন-ভাতা, নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে ০৮/০১/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের পর থেকে উত্তোলন করা যাবে।

আরো পড়ুন:

মাদ্রাসার ৬ষ্ঠ-১০ম শ্রেণির নতুন শিক্ষাক্রমের ক্লাস রুটিন ২০২৪

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

অধিদপ্তরে প্রকাশিত মাদ্রাসার ডিসেম্বর ২০২৩ এর বেতন ছাড়ের বিজ্ঞপ্তি দেখুন

মাদ্রাসার ডিসেম্বর মাসের এমপিও নোটিশ ২০২৩

Madrasah December MPO Sheet 2023: মাদ্রাসা ডিসেম্বর এমপিও শিট ২০২৩

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর/২০২৩ মাসের এমপিও কপি সংগ্রহ করতে হবে নিচের সংযুক্ত লিংক থেকে।

https://drive.google.com/drive/folders/10KPss14mo0St_VAKa15K9aoWNX19zkaV?usp=sharing

নির্দেশনা:  উপরের গুগল ড্রাইভ ফাইলের লিংকটি কপি করে, ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করুন এবং লিংকটি ব্রাউজ করুন।

গুগল ড্রাইভ এর পাতাটি ওপেন হলে, ইংরেজীতে ব্যাংকের নাম লিখা কতকগুলো ফোল্ডার দেখতে পাওয়া যাবে।

প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংকের নাম লিখা ফোল্ডারে ক্লিক করুন।

এখানে সংশ্লিষ্ট ব্যাংক হতে বেতন উত্তোলন করে, এমন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জেলা ও থানা ভিত্তিক তথ্য সংরক্ষিত আছে।

এবার আপনার প্রতিষ্ঠানটি খুঁজে বের করুন এবং প্রয়োজনে তা প্রিন্ট করে, বিল এর কাগজপত্রের সাথে ব্যাংকে জমা দিন।

২০২৩ সালের মাদ্রাসার ডিসেম্বর মাসের বেতন-ভাতার এমপিও শিটের সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

আরো পড়ুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০

December MPO 2023: স্কুল-কলেজের ডিসেম্বর মাসের চেক হস্তান্তর

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“মাদ্রাসার ডিসেম্বর ২০২৩ এমপিও প্রকাশ ও বেতনের চেক ছাড়”-এ 4-টি মন্তব্য

  1. আমি নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ২০২০ সালের সেপ্টেম্বরে এমপিওভুক্ত হই এবং ২০১৯ এর ১লা জুলাই থেকে ১৪ মাসের বকেয়া বেতনভাতা পাই। কিন্তু ২০২০ সালের জুলাই থেকে আমার বেতনের সাথে ৫% ইনক্রিমেন্ট যোগ হয়নি। এখন কি আমি ইনক্রিমেন্টের বকেয়ার জন্য আবেদন করতে পারবো ? দয়া করে জানাবেন।

    জবাব
    • আপনার সাথে বেতন প্রাপ্ত অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রেও কি এমন ঘটেছে? যদি আপনার মতই অন্যান্য শিক্ষকদের এমন বেতন এসে থাকে, তাহলে এটা স্বাভাবিক। আপনি বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে আলোচনা করে দেখতে পারেন। ধন্যবাদ।

  2. ami december masher mpo sheet ti download korbo kintu assena

    জবাব
    • অভিজ্ঞ কোন ব্যক্তির সাহায্য নিন অথবা কম্পিউটারে ডাউনলোড করার চেষ্টা করুন।

মন্তব্য করুন