দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (Dakhil Syllabus 2023)

২০২৩ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে আগামী বছরের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সদ্য সংবাদ: মাদ্রাসা বোর্ড ইতোমধ্যে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। প্রকাশিত দাখিলের সময়সূচি জানতে নিচের প্রতিবেদনটি দেখুন।

দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত পরীক্ষার সিলেবাস ২০২৩ (Dakhil Short Syllabus PDF 2023)

২০২৩ সালে অনুষ্ঠিতব্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। করোনা কালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ সালের এসএসসি/দাখিল সমমান পরীক্ষার্থীদের ফরমপূরণ কার্যক্রম শেষের পথে। এরপর দাখিলের পরীক্ষা ৩০ এপ্রিল থেকে বোর্ড নির্ধারিত দিন-তারিখে অনুষ্ঠিত হবে।

২০২৩ সালে সংক্ষিপ্ত সিলেবাসে দাখিলের পরীক্ষা নেওয়া হলেও, সব বিষয়ে, পূর্ণ নম্বর ও  পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ আগস্ট ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ২০২৩ সালের দাখিলের পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর ড. রিয়াদ চৌধুরী স্বাক্ষরিত সিলেবাসের পিডিএফ (PDF) কপি বোর্ড থেকে অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে। নিচের অনুচ্ছেদ থেকে মাদ্রাসার দাখিল পরীক্ষা ২০২৩-এর সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করুন।

দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস-২০২৩ প্রকাশ সম্পর্কে মাদ্রাসা বোর্ডের নোটিশ দেখুন।

দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস-২০২৩

আরো জানুন:

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (সকল বোর্ড)

Dakhil-Alim Short Syllabus 2022: দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস

২০২৩ সালের দাখিল পরীক্ষা যেসব কারণে সংক্ষিপ্ত সিলেবাসে

করোনার সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, ২০২৩ সালের দাখিল সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

করোনার কারণে ২০২৩ সালের এসএসসি/দাখিল পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়নি।

এরপর ১২ সেপ্টেম্বর থেকে ২০২২ খ্রিষ্টাব্দের ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহে মাত্র দুই দিন করে সরাসরি ক্লাস করার সুযোগ পেয়েছে। এর মধ্যে ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অমিক্রনের সংক্রমণে প্রতিষ্ঠান আবারও সম্পূর্ণ বন্ধ ছিল।

উপরোক্ত কারণ বিবেচনায় ২০২৩ সালের দাখিল ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে গ্রহণের কথা বলেছেন শিক্ষামন্ত্রী। মাদ্রাসা বোর্ড দাখিলের সিলেবাস সংক্ষিপ্ত করে ইতোমধ্যে প্রকাশ করেছে।

Madrasah Board Dakhil Short Syllabus pdf Download 2023

২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য নতুন করে সিলেবাস সংক্ষিপ্ত করে প্রকাশ করছে। ২ আগস্ট ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত নতুন সংক্ষিপ্ত সিলেবাসে দাখিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিচের লিংকগুলো থেকে মাদ্রাসা বোর্ডের প্রকাশিত দাখিলের সিলেবাসের পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।

  • মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত দাখিল শর্ট সিলেবাসের অরজিনাল কপি সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

(উপরের লিংকে সকল বিষয়ের সিলেবাসের কপি আছে। ১৪০ পৃষ্ঠার পিডিএফ ফাইলের সিলেবাসের কপি সংগ্রহ করতে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন)।

  • উপরের লিংক থেকে সিলেবাসের কপি ডাউনলোড করতে অসুবিধা হলে, দাখিলের সিলেবাসের পিডিএফ কপি সংগ্রহ করুন এখান থেকে।

২০২৩ সালের দাখিলের সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে, আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

আলিম পরীক্ষার শর্ট সিলেবাস ২০২৩ ( Alim Short Syllabus 2023)

দাখিল পরীক্ষার সিলেবাস ২০২৪ (বিষয় কাঠামো ও প্রশ্নের নম্বরবণ্টন)

ইবতেদায়ী সিলেবাস ২০২২ (১ম-৫ম শ্রেণি ও শিক্ষা সমাপনী পরীক্ষা)

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (Dakhil Syllabus 2023)”-এ 19-টি মন্তব্য

  1. Dakhil 2023
    দাখিল সট ছেলেবাস 2023সাল পরীক্ষা

    জবাব
    • এই প্রতিবেদনে আলিমের ২০২২ সালের সর্ট সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া হয়েছে, সেটি সংগ্রহ করলে ২০২৩ সালের আলিম পরীক্ষা দেওয়া যাবে। সিলেবাস একই ধরণের সংক্ষিপ্ত থাকবে।

    • সকল বিষয়ের

  2. আমার শর্ট সিলেবাস লাগবে 2023 সালের এসএসসির

    জবাব
    • এই প্রতিবেদনে ২০২৩ সালের দাখিল পরীক্ষার সর্ট সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া আছে। অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে সিলেবাসের পিডিএফ কপি সংগ্রহ করুন।

  3. আমার 2023 সিলেবাসের দরকার

    জবাব
  4. সম্পন্ন বইয়ের সিলেবাস

    জবাব
  5. আমরা অরিজিনাল সিলেবাস কপি পাচ্ছি না। যা আছে সব ২০২২ইং এর। আমার দরকার ২০২৩ ইং শর্ট সিলেবাস। যা আমাদের দ্রুত সময়ে দরকার। আমাদের এটা সংগ্রহ করে দিলে খুবই ভালো হবে। ধন্যবাদ।

    জবাব
    • এই প্রতিবেদনে ২০২৩ সালের দাখিল পরীক্ষার সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া হয়েছে। সংগ্রহ করুন।

    • All

    • ২০২৩ পরীক্ষার সিলেবাস

  6. কিভাবে পিডিএফ ডাউনলোড করতে পারি

    জবাব
    • ক্লিক করুন বাটন গুলোতে ক্লিক করলে পিডিএফ সিলেবাস ডাউনলোড হবে।

  7. সিলাবাস

    জবাব
    • বাংলা

  8. সব বিষয়

    জবাব
  9. Methmatics Songkhipto syllebas 2023 madrasha bord

    জবাব
    • হ্যা

মন্তব্য করুন